মালয়েশিয়ার বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের মেয়েরা দাপুটে জয় পেলেও দ্বিতীয়টিতে গোলশূন্য ড্র করেছে। লাল-সবুজের প্রতিনিধিরা দুই ম্যাচের টুর্নামেন্টে একটি জয় ও একটি ড্র নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
আগের ম্যাচের একাদশের ওপরই ভরসা রাখেন কোচ গোলাম রব্বানী ছোটন। তবে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে মালয়েশিয়া। প্রথম ম্যাচে র্যাংকিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে ৬-০ গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচ অমীমাংসিত রেখেই শেষ করতে হয়েছে।
প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও জয় তুলতে পারেনি মালয়েশিয়ার মেয়েরা। রক্ষণভাগে দারুণ মনোযোগ রাখায় বাংলাদেশের প্রতিটি আক্রমণ দারুণভাবে প্রতিরোধ করেছে সফরকারীরা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ গোলের খোঁজে মরিয়া হয়ে প্রতিপক্ষের রক্ষণে হানা দিলেও কোনোরকম ভুল করেনি জ্যাকব জোসেফের শিষ্যরা।
অষ্টম মিনিটে আঁখি খাতুনের গতির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মালয়েশিয়ান গোলকিপার নুরুল আজুরিন। ১১তম মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে বাংলাদেশ। মনিকার তুলে দেয়া বল গোলমুখ থেকে পোস্টের ওপর দিয়ে মারেন ডিফেন্ডার মাসুরা পারভিন।
১৭তম মিনিটে বাংলাদেশের করা আরও একটি শট রুখে দেন গোলকিপার আজুরিন। ৪০তম মিনিটে বাংলাদেশের অধিনায়কের দারুণ শট রুখে দেন মালয়েশিয়ান গোলকিপার।
দ্বিতীয়ার্ধে মালয়েশিয়ার বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখা যায় আহত হয়ে মাঠে বারবার শুয়ে পড়তে। তবে আক্রমণে কমতি ছিল না ছোটনের শিষ্যদের। শেষের ৮৫তম মিনিটে কৃষ্ণার শটটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সবশেষ ড্র নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
দুই ম্যাচের সিরিজে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন আঁখি বেগম। তিনি প্রথম ম্যাচে দুই গোল করেছেন। অপরদিকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন মারিয়া মান্ডা।
আরও পড়ুন:চলতি বছরের নভেম্বরে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। কাতারের আয়োজনের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ২১ নভেম্বর। তবে আয়োজক দেশের কথা ভেবে এক দিন আগে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে ফিফা।
২১ নভেম্বর নেদারল্যান্ডস ও সেনেগালের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্টের। কিন্তু আয়োজক দেশ কাতারের অনুরোধে তাদেরকেই উদ্বোধনী দিনে রাখছে ফিফা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ২০ নভেম্বর কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় আসরের।
বিশ্বকাপের গ্রুপ-এতে খেলবে কাতার। তাদের গ্রুপসঙ্গী নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর।
২০ বছর পর এশিয়ার মাটিতে হচ্ছে বিশ্বকাপ ফুটবল। সবশেষ ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করেছিল এ টুর্নামেন্ট।
কাতার আয়োজক হওয়ার পর এই প্রথম নভেম্বর-ডিসেম্বরে হচ্ছে এ টুর্নামেন্ট। জুন-জুলাই মাসে কাতারে গরমের কথা ভেবেই ফিফা টুর্নামেন্ট সরিয়ে নিয়েছে শীতকালে।
সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ২০ বছর আগে এশিয়াতে অনুষ্ঠিত ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন রোনালডো। এবারও বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে এশিয়াতে। পঞ্চম বিশ্বকাপ জয়ের নায়ক সে রোনালডো উন্মোচন করলেন কাতার বিশ্বকাপে ব্রাজিলের নতুন জার্সি।
প্রতিবারের মতো এবারও ব্রাজিলের জার্সি তৈরি করছে ক্রীড়াসামগ্রী তৈরি প্রতিষ্ঠান নাইকি। নাইকি ও রোনালডো মিলে উদ্বোধন করেন ব্রাজিলের হোম ও অ্যাওয়ে জার্সি।
ব্রাজিলের হোম জার্সিটি প্রতিবারের মতো হলুদ রঙের থাকছে। নতুন নকশায় ঐতিহ্যবাহী আদলেই তৈরি হয়েছে হোম জার্সি। জার্সিটির বোতামের ডিজাইন করা হয়েছে ব্রাজিলের পতাকার রং অনুযায়ী।
দ্বিতীয় জার্সিটি অর্থাৎ অ্যাওয়ে জার্সিটি সাধারণত নীল রঙের হয়। এবারও তেমন থাকছে। তবে এই জার্সিতে হাতের দিকটিতে হলুদ ও সবুজের নকশা রাখা হয়েছে।
১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই জার্সি বাজারে ছাড়বে নাইকি। এই জার্সি গায়ে ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের মিশনে নামবে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল।
আরও পড়ুন:নতুন মৌসুম শুরুর আগে দলবদলের বাজারে দারুণ ব্যস্ত ছিল বার্সেলোনা। রাফিনিয়া, ফ্র্যাংক কেসিয়ে ও আন্ড্রেস ক্রিস্টিয়ানসেনের মতো প্রতিষ্ঠিতদের পাশাপাশি তারা দলে ভিড়িয়েছে রবার্ট লেওয়ানডোভস্কির মতো সুপারস্টারকে।
দলে আসার তালিকায় আরও আছেন চেলসির ডিফেন্ডার মার্কোস অলোনসো ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা।
তবে বার্সেলোনাকে দুশ্চিন্তা করতে হচ্ছে খেলোয়াড় বিক্রি নিয়ে। দেড় বিলিয়ন ইউরো দেনার দায়ে থাকা ক্লাবটি সম্প্রতি টিভি স্বত্বের ২৫ শতাংশ বিক্রি করে ৬০ কোটি ইউরো তহবিল জোগাড় করেছে, যা দিয়ে এখন পর্যন্ত খেলোয়াড় কেনা ও অন্যান্য খরচ চালাচ্ছে তারা।
লা লিগার নতুন নিয়মে খেলোয়াড়দের পারিশ্রমিকের মাত্রা ঠিক রাখতে আরও অন্তত ১০ কোটি ইউরো জোগাড় করতে হবে বার্সেলোনাকে এবং সেটা খেলোয়াড় বিক্রি করেই।
বার্সেলোনার বিক্রির তালিকায় আছেন ফরোয়ার্ড মেম্ফিস ডিপায়, মার্টিন ব্র্যাথওয়েইট ও পিয়েরে-এমেরিক অবামেয়াং। রয়েছেন ডিফেন্ডার সামুয়েল উমতিতি, মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ।
এর মধ্যে ডিপায়ের জন্য বার্সেলোনার সঙ্গে যোগাযোগ করেছে ইউভেন্তাস আর অবামেয়াংকে নিতে চায় চেলসি। আর গত মৌসুম থেকে ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে দলে নিতে চাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ডি ইয়ংয়ের জন্য ১০ কোটি ইউরো দিতে রাজি ইউনাইটেড। সবকিছুই ঠিক ছিল, শেষ মুহূর্তে বাগড়া দিয়েছেন ডি ইয়ং নিজে। সাফ জানিয়ে দিয়েছেন বার্সেলোনা ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত দলবদলের সময় পাচ্ছে বার্সেলোনা। এর মধ্যে তাদের তালিকায় থাকা খেলোয়াড় বিক্রি করতে না পারলে আর্থিকভাবে বেশ ঝামেলা পোহাতে হবে চাভি এরনান্দেসের দলকে।
আরও পড়ুন:কমিউনিটি শিল্ড শিরোপা নির্ধারণী ম্যাচে দারুণ একটি সুযোগ মিস করে ভক্ত সমালোচকদের তোপের মুখে পড়েন ম্যানচেস্টার সিটিতে সদ্য যোগ দেয়া আর্লিং হালান্ড। ওই ম্যাচের পর সিটির ম্যানেজার পেপ গার্দিওলা বলেন, তিনি হালান্ডের বিষয়ে চিন্তিত নন।
লিগের প্রথম ম্যাচেই হালান্ড দেখান নিজের সামর্থ্য। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচে জোড়া গোল করেন তিনি। তবে হ্যাটট্রিক না পাওয়াতে সন্তুষ্ট হতে পারেননি ২২ বছর বয়সী এ নরওয়েজিয়ান।
তবে ওই ম্যাচের পর হালান্ডের পারফরম্যান্সকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন গার্দিওলা। গোলের ক্ষুধায় দিক থেকে সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে হালান্ডের মিল পেয়েছেন সিটির ম্যানেজার।
এক সংবাদ সম্মেলনে গার্দিওলা সোমবার বলেন, ‘আমি ভাগ্যবান যে মেসির ম্যানেজার ছিলাম। যখন সে ২ গোল করত, সে ৩ নম্বরটি করতে চাইত। ৩টি করলে ৪ নম্বরটি করতে চাইত। সেরা গোলদাতারা কখনই সন্তুষ্ট হয় না। তারা গোলের জন্য সব সময় ক্ষুধার্ত থাকে।’
কমিউনিটি শিল্ডের ম্যাচের পর হালান্ডকে নিয়ে সমালোচনাকে উড়িয়ে দিয়ে গার্দিওলা বলেন, গোল করার পর সমালোচকরা তাকে বড় খেলোয়াড়দের সঙ্গে তুলনা করছে।
তিনি যোগ করেন, ‘এক সপ্তাহ আগে একটি মিসের কারণে তাকে নিয়ে হাসিঠাট্টা হচ্ছিল। আর এখন ওকে অনরি ও ক্রিস্টিয়ানো রোনালডোর সঙ্গে তুলনা করা হচ্ছে।’
হালান্ডের আত্মবিশ্বাসের প্রশংসা করে গার্দিওলা যোগ করেন, ‘যখনই পেনাল্টি দেয়া হলো, সে বল নিয়ে এগিয়ে গেল। এটা দারুণ। যার আত্মবিশ্বাস আছে, তারই পেনাল্টি নেয়া উচিত। হালান্ড দুটি গোল করেছে। এটি তার নিজের ও দলের জন্য গুরুত্বপূর্ণ। সে আমাদের নতুন অস্ত্র।’
আরও পড়ুন:রিয়াল মাদ্রিদের সঙ্গে জুনে চুক্তি শেষ হয়ে যায় মিডফিল্ডার ইসকোর। তারপর থেকে নতুন ক্লাবের সন্ধানে ছিলেন তিনি। নতুন মৌসুম শুরু হবার আগে লা লিগার আরেক দল সেভিয়ার সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন এ মিডফিল্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সেভিয়া।
ক্লাবটি জানিয়েছে, ‘ইসকোর সঙ্গে আমরা নীতিগত সমঝোতায় পৌঁছেছি। এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তৃতীয় খেলোয়াড় হিসেবে ইসকো আমাদের ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। ইতোমধ্যে মেডিকেল পরীক্ষার জন্য ইসকো সেভিয়া এসেছেন। তার সঙ্গে আমাদের দুই বছরের চুক্তি হচ্ছে।’
এবারের গ্রীষ্মে দুই ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে সেভিয়া। ধারে গালাতাসারে থেকে মারকাও ও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অ্যালেক্স টেলেস দলে এসেছেন।
স্পেনের জাতীয় দলের জার্সি গায়ে ইসকো ৩৮টি ম্যাচ খেলেছেন। নতুন এই চুক্তির মাধ্যমে ইসকো আবার স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হুলেন লোপেতেগির সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। ৯ বছর আগে ৩০ মিলিয়ন ইউরোতে মালাগা থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ইসকো। গ্যালাকটিকোদের হয়ে এই দীর্ঘ সময়ে ইসকো ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা জিতেছেন।
৩০ বছর বয়সী ইসকো রিয়ালের হয়ে ৩৫৩টি ম্যাচ খেলেছেন। এ পর্যন্ত ৪টি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছেন। যার মধ্যে ২০১৭ সালে ইউভেন্তাস ও ২০১৮ সালে লিভারপুলের বিপক্ষে মূল একাদশে ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে কোচ কার্লো আনচেলত্তির অধীনে মূল দলে খুব একটা সুযোগ পাচ্ছিলেন না।
গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের মিশনে কোনো ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। পিঠের ইনজুরিতে পুরো মৌসুমে মাত্র ১৭ ম্যাচ খেলেছেন। এর মধ্যে তিনটিতে খেলেছেন মূল একাদশে।
প্রাক মৌসুমের প্রস্তুতিমূলক শেষ ম্যাচে পুমাসকে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এক ম্যাচের টাইটেল লড়াইয়ে মেক্সিকোর ক্লাবটিকে ৬-০ গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জিতেছে চাভি এরনান্দেসের দল।
বার্সেলোনার সাবেক সদস্য, খেলোয়াড় ও সভাপতি হুয়ান গাম্পারের সম্মানে প্রতি বছর শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলে বার্সা। সে ধারাবাহিকতায় এবারও আয়োজন হলো ম্যাচের।
গাম্পার ট্রফির ৫৭টি ম্যাচের মধ্যে শেষ ১০ বছরের কোনোটিতে হারেনি বার্সা।
ম্যাচ শুরুর আগে রোববার রাতে ক্লাবের সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসকে সম্মানিত করে বার্সেলোনা। বার্সার হয়ে ৮ বছরে ৪৩১টি ম্যাচ খেলে প্রায় সব শিরোপা জয়ের সঙ্গী তিনি।
ছয়বার লা লিগা, তিনবার চ্যাম্পিয়নস লিগ ও তিনবার ইউয়েফা সুপার কাপজয়ী দলে ছিলেন এ তারকা।
বার্সার হয়ে ৪৩১টি ম্যাচ খেলা আলভেসকে ৪৩১ নম্বর জার্সি তুলে দেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।
পরে নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলা শুরু হলে একের পর এক গোলে উৎসবে মেতে ওঠে বার্সেলোনা।
বায়ার্ন থেকে ৫ কোটি ইউরোতে সদ্য যোগ দেয়া রবার্ট লেওয়ানডোভস্কি তিন মিনিটের মথায় গোল করে শুভ সূচনা করেন। বার্সার জার্সিতে এটি তার প্রথম গোল।
এর আগে স্পেনের ক্লাবটির হয়ে দুই ম্যাচ খেললেও গোল পাননি ৩৩ বছর বয়সী এ তারকা।
লেওয়ানডোভস্কির গোলের ঠিক দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিন্ডার পেদ্রি। ম্যাচের দশম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন বার্সেলোনায় শেষ পর্যন্ত থেকে যাওয়া উসমান ডেম্বেলে। তার গোলে বার্সার স্কোর লাইন দাঁড়ায় ৩-০।
বিরতিতে যাওয়ার আগে পেদ্রি আরও একটি গোল করেন। তার জোড়া গোলে ৪-০তে লিড নিয়ে বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর আবারও গোলের আনন্দে ভাসে ক্যাম্প ন্যু। এবার গোল করেন মৌসুমজুড়ে আলোচনায় থাকা পিয়েরে এমেরিক অবামেয়াং। ৪৯তম মিনিটে অবামেয়াংয়ের করা গোলে স্কোর দাঁড়ায় ৫-০।
শেষ দিকে ৮৪তম মিনিটে শেষ গোলটি করেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং।
আরও পড়ুন:মৌসুমের আগে থেকেই ক্রিস্টিয়ানো রোনালডোর সঙ্গে গণ্ডগোল ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার এরিক টেন হাখের। রোনালডো ইউরোপা লিগের দলে খেলতে চান না আর টেন হাখ তাকে ছাড়তে রাজি নন। দুইজনের মধ্যে মন কষাকষি এ পর্যায়ে পৌঁছেছে যে প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচে টেন হাখ তাকে বদলি করার পর মাঠ ছেড়েই চলে যান রোনালডো।
সেটারই যেন প্রতিশোধ নিলেন ইউনাইটেডের ম্যানেজার। ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) মৌসুমের প্রথম ম্যাচে রোনালডোকে বেঞ্চে রেখে একাদশ সাজালেন তিনি। বিপাকে পড়ে টেন হাগ রোনালডোকে নামান দ্বিতীয়ার্ধে। তবে ফলে খুব একটা পার্থক্য আসেনি।
ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের কাছে ২-১ গোলে হেরে লিগ শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৩টি গোলই এসেছে ব্রাইটনের খেলোয়াড়দের পা থেকে। জোড়া গোল করেন ব্রাইটনের জার্মান মিডফিল্ডার পাজকাল গ্রস। আর ইউনাইটেডের জন্য সান্ত্বনাসূচক গোলটি ছিল আত্মঘাতী, যা আসে আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাকালিস্টারের পা থেকে।
সবচেয়ে হতবাক করার মতো বিষয় ছিল, ম্যাচ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্গ ওল্ড ট্র্যাফোর্ডে। নিজ মাঠে গ্রসের গোলে ৩০ মিনিটে পিছিয়ে পড়ে ইউনাইটেড। গ্রসকে বল জোগান দেন ইউনাইটেডের সাবেক তারকা ড্যানি ওয়েলবেক।
এর মিনিট দশেকের মধ্যে লিড দ্বিগুণ করে ব্রাইটন। গ্রস ম্যাচে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান। তখনও মাঠে নামেননি রোনালডো। বেঞ্চ থেকে হতাশা ভরে দেখছিলেন সতীর্থদের।
বিরতির পর রোনালডোর সামনে সুযোগ আসে ম্যাচভাগ্য পাল্টানোর। ৫৩ মিনিটে ফ্রেডের বদলি হিসেবে নামেন তিনি। তবে ম্যাচে কোনো অবদান রাখতে পারেননি সাবেক এ বিশ্বসেরা ফরোয়ার্ড।
উলটো ৬৮ মিনিটে ম্যাকালিস্টারের আত্মঘাতী গোলে কিছুক্ষণের জন্য উত্তেজনা ফেরে মাঠে। শেষ প্রায় ৩০ মিনিট ব্রাইটন রক্ষণভাগ মজবুত রাখলে ইউনাইটেডকে হতাশ হতে হয়। ওই ২-১ গোলের হার মেনে মাঠ ছাড়তে হয় রোনালডোদের।
নিজেদের দ্বিতীয় লিগ ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে খেলতে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরও পড়ুন:
মন্তব্য