ইউয়েফা নেশনস লিগের এবারের আসরে একের পর এক ম্যাচ ড্র করে চলছে জার্মানি। তিন ম্যাচ খেলে জয়শূন্যই রইল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হাঙ্গেরির মাঠে ১-১ গোলে ড্র নিয়ে হতাশায় মাঠ ছাড়ে হান্স ফ্লিকের দল।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শনিবার রাতের খেলায় শুরুতেই এগিয়ে যায় হাঙ্গেরি। ম্যাচ শুরুর ৬ মিনিটে জেসো নেগির গোলে দলটি লিড নেয়।
এর ঠিক তিন মিনিটের মধ্যেই জার্মানিকে সমতায় ফেরান ইয়োনাস হফম্যান। জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন এই ডিফেন্ডার।
সাহসী ফুটবলে বারবার জার্মানিকে আক্রমণের চেষ্টা চালায় হাঙ্গেরি। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের সৌন্দর্য বাড়লেও শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।
তিন ড্র থেকে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র তৃতীয় স্থানে জার্মানি। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি।
দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরির সংগ্রহ ৪ পয়েন্ট। আর ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে ইংল্যান্ড।
শনিবার রাতে আরেক ম্যাচে অধিনায়ক মেমফিস ডিপাইয়ের পেনাল্টি মিসে জয়ের দেখা পেল না নেদারল্যান্ডস। ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছে পোল্যান্ডের সঙ্গে।
শুরুতে দাপট দেখানো নেদারল্যান্ডস প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায়। ১৮তম মিনিটে ম্যাটি ক্যাশের শটে পিছিয়ে পড়ে ডাচরা।
দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরুর চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিওতর জিয়েলিনস্কি। স্কোর বোর্ডে পোল্যান্ড এগিয়ে থাকে ২-০ গোলে।
৫১তম মিনিটে ডেভি ক্লাসেনের গোলে ব্যবধান কমায় ডাচরা। ৫৪তম মিনিটে সমতায় ফেরার গোলটি করেন ডেনজেল ডামফ্রাইজ। এ গোলে সহায়তা করেন ডিপাই।
পোল্যান্ডের পেনাল্টি বক্সের মধ্যে ক্যাশের হাতে বল লাগলে ভিএআর দেখে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। দলের অন্যতম সেরা তারকা মেমফিস ডিপাইয়ের সেই পেনাল্টি মিসের কারণেই ঘরের মাঠে জয়বঞ্চিত থেকেই খেলা শেষ করতে হয়েছে ডাচদের।
তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’র শীর্ষেই রয়েছে নেদারল্যান্ডস। ২ নম্বরে থাকা বেলজিয়ামের সংগ্রহ সমান ম্যাচে ৪ পয়েন্ট।
আরও পড়ুন:চতুর্থ বারের মতো সাফ সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে সভাপতি পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় ফাঁকা মাঠের গোলে আগামী চার বছরের জন্য সাফের দায়িত্বভার বুঝে নিয়েছেন তিনি।
এর আগের তিন বার সভাপতির দায়িত্ব নেয়ার সময় তিনি প্রতিবারই সাফ ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের ঘোষণা দিয়েছেন। কিন্তু তার সভাপতিত্বের ১২ বছর কেটে গেলেও আলোর মুখ দেখেনি সেই টুর্নামেন্ট।
কাজী সালাউদ্দিন প্রতিবারই টুর্নামেন্টটি আয়োজনের আশা দেখিয়ে শেষ পর্যন্ত নিরাশ করেছেন সবাইকে। গত তিনবারের ধারাবাহিকতায় এবারও একই আশার বাণী শোনালেন বাফুফে বস। জানালেন, এবার আয়োজন করবেন সাফ ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ।
গেল তিনবারের সভাপতিত্বের সময়কালে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয়েছে সালাউদ্দিনকে নিয়ে। তারপরও সাফ সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সফল হয়েছেন বলে দাবি তার।
সালাউদ্দিন বলেন, ‘আমি যখন সাফের প্রেসিডেন্ট হই তখন মাত্র একটি টুর্নামেন্ট ছিল। এখন প্রতিবছর পাঁচ থেকে ছয়টা টুর্নামেন্ট হয়। এই পরিসংখ্যান আমার সাফল্যের কথা বলে দেয়। ক্লাব চ্যাম্পিয়নশিপটা এখন বাকি। এত চমকের দরকার নেই, আমার দরকার রিয়ালিটি। রিয়ালিটিতে ছয়টা হচ্ছে, আরেকটা যোগ হবে। এ ছাড়া আর কোনো স্পেস নেই।’
তিনি বলেন, ‘আমাদের যে সাতটা দেশ আছে তাদের কয়েকটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের কাতারে রয়েছে। আমাদের মধ্যে ফুটবলের দিক থেকে ধনী কেবল ভারত। ভারতে এখন বয়সভিত্তিক বিশ্বকাপ হচ্ছে। তারা অংশগ্রহণ করছে। একসঙ্গে উন্নতি করতে গেলে একটা একটা করে টেনে তুলতে হয়। একসঙ্গে তো সাতটা দেশ উঠবে না। সেদিক থেকে এটা ইতিবাচক। ভারত তো আগে কখনো বিশ্বকাপ খেলতে পারেনি। আগে স্বাগতিক হতে পারেনি। বিশ্বের এই প্রান্তে বয়সভিত্তিক বিশ্বকাপ হচ্ছে, আমাদের জন্য এটা অনেক বড় অর্জন।’
এবারের কংগ্রেসে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে কেউ সভাপতি পদে না দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন। ফাঁকা মাঠের গোলে চতুর্থবারের মতো সভাপতির পদে বসলেও সালাউদ্দিনের দাবি বিগত দায়িত্বের সময়ে করা কাজের পরিপ্রেক্ষিতে তাকে আবারো বসানো হয়েছে সভাপতির চেয়ারে।
সালাউদ্দিন বলেন, ‘আমি বলব গত কয়েক বছর বেশ সাকসেসফুল ছিল। আমার কথা যদি বলেন, এক টুর্নামেন্ট থেকে সাত টুর্নামেন্ট। প্রতি বছর ছয়টি করে টুর্নামেন্ট, আমার মনে হয় এক বছরে এর চেয়ে বেশি করা সম্ভব নয়। এগুলো গত কয়েক বছরেই হয়েছে। ছেলেদের বলেন, মেয়েদের বলেন, বয়সভিত্তিক ফুটবলে গত কয়েক বছরে এসব টুর্নামেন্ট হয়েছে। আমি বিশ্বাস করি, কাজ করেছি বলেই আমাকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।’
আরও পড়ুন:বাংলাদেশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা বসুন্ধরা কিংসকে মাটিতে নামাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের ১৮তম ম্যাচে মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজেনের দল। এর ফলে টানা ছয় ম্যাচ পর জয়বঞ্চিত হল বসুন্ধরা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহামেডান। যার ফলে একাদশ মিনিটেই লিড নেয় শফিকুল ইসলাম মানিকের শীষ্যরা।
ডি বক্সের বাইরে থেকে নেয়া জোড়ালো শটে জালের ঠিকানা খুঁজে নেন শেখ মোরসালিন।
পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন জাফর ইকবাল। অফসাইডের ফাঁদ এড়িয়ে সুলেমানের থ্রো ডি বক্সের ভেতর টেনে নিয়ে যান ইকবাল। নেন দুর্দান্ত এক শট। কিন্তু বসুন্ধরার রক্ষণভাগের খেলোয়াড়দের কারণে ব্যর্থ হয় তার সেই প্রচেষ্টা। ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় গোলবারের ওপর দিয়ে।
এরপর দুইদলেরই আক্রমণ প্রতি আক্রমণ চলতে থাকলেও সুযোগ সৃষ্টি করতে পারছিল না কোনো দলই।
তবে ম্যাচের ৩৪ মিনিটের মাথায় ডেডলক ভাঙ্গেন বসুন্ধরার ফরোয়ার্ড মিগেল। ইয়াসিন আরাফাতের ব্যাক পাস থেকে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান এই ফুটবলার।
এরপর দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় বল নিজেদের পায়ে রেখে আক্রমণ চালালেও জালের ঠিকানা খুঁজে পায়নি বসুন্ধরা। ব্যর্থ হয় মোহামেডানও। যার ফলে ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
আরও পড়ুন:সবকিছু পূর্বনির্ধারিতই ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিকতার। অবশেষে আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো। চতুর্থবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতির দায়িত্বভার বুঝে নিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
ভারত ও পাকিস্তানের অনুপস্থিতিতে ফাঁকা মাঠে গোল দিয়ে আগামী চার বছরের জন্য সাফ সভাপতি হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন বাফুফে বস।
প্রতিবারের মতো এবারও দায়িত্বভার বুঝে পেয়ে সাফে পরিবর্তন আনবেন বলে জোর গলায় ঘোষণা দিয়েছেন তিনি।
এর আগে গেল তিনবার দায়িত্বভার বুঝে পাওয়ার পর আশ্বাস দিয়েছিলেন সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের। কিন্তু তার ১২ বছরের সভাপতিত্বেও আলোর মুখ দেখেনি সেই টুর্নামেন্টটি।
এবারও একই আশ্বাস দিয়েছেন সাফের নবনিযুক্ত এই সভাপতি।
সংবাদ সম্মেলনে তার পক্ষে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আমরা একটা পরিকল্পনা করেছি। এখন থেকে এক বছর হবে সাফ চ্যাম্পিয়নশিপ, পরের বছর হবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ।’
আরও পড়ুন:তারকাসমৃদ্ধ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) গেল মৌসুম থেকেই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে। মেসি-নেইমার-এমবাপের মতো তারকারা যে ক্লাবে আছেন সে ক্লাব নিয়ে আগ্রহ বেশি থাকবে- এটাই স্বাভাবিক।
গত মৌসুমে নাটকীয়তা শেষে কিলিয়ান এমবাপের সঙ্গে নতুন করে ৩ বছরের চুক্তি নবায়ন করে পিএসজি। যার বাড়তি চাপ পড়েছে মেসি-নেইমাদের ওপর।
অন্যদিকে ধারাবাহিক চোটের কারণে দিন দিন নেইমারের ফর্মের অবনতি হচ্ছে। তা ছাড়া এমবাপের চুক্তিতে বাড়তি আর্থিক চাপেও আছে ক্লাবটি। যে কারণে উপযুক্ত মূল্য পেলে নেইমারকে ছেড়ে দিতে চায় ক্লাবটি।
এবার গুঞ্জন উঠেছে নেইমারের সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওলেন মেসিকেও বিদায় করতে চায় পিএসজি। পিএসজিতে নেইমারের ভবিষ্যতের সঙ্গে এবার শঙ্কায় পড়েছে মেসির ভবিষ্যৎ।
স্প্যানিশ সাংবাদিক পেদ্রো মোরাতার দাবি, প্যারিস সেন্ট জার্মেইয়ের নতুন স্পোর্টিং ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা লুইস ক্যাম্পোস ও আন্তেরো হেনরিক দুজনেই চান পিএসজিকে নতুন করে সাজাতে। যে কারণে চলতি মৌসুমেই নেইমার ও মেসিকে বিক্রি করে ঘর পরিষ্কার করতে চায় পিএসজি।
বর্তমানে পিএসজি কম তারকা খেলোয়াড় নিয়ে বেশি প্রতিযোগিতামূলক দল গঠন করতে চায় বলেও জানান স্প্যানিশ সাংবাদিক পেদ্রো। সাবেক এফসি পোর্তো মিডফিল্ডার ভিতিনহার আগমনের পর পিএসজিকে ঢেলে সাজানোর এমন প্রক্রিয়া শুরু করেন।
মোরাতা জানান, মেসি-নেইমারের উচ্চ পারিশ্রমিকের কারণে বেশিরভাগ ক্লাব তাদেরকে দলে ভেড়াতে চাইবে না। ফলে, তাদের জন্য ক্লাব পরিবর্তনের বাজার সীমিত। তবে স্প্যানিশ সাংবাদিক মনে করেন, মেসি-নেইমার দুজনই চাইবে পিএসজি ছেড়ে দিতে।
আরও পড়ুন:২০১৮ সালে ওয়াটফোর্ড ছেড়ে এভারটনে যোগ দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রিচার্লিসন। এবার ৫ বছরের চুক্তিতে এভারটন ছেড়ে টটেনহ্যাম হটস্পারের যোগ দিয়েছেন তিনি। এ ফরোয়ার্ডেকে প্রায় ৬কোটি ৯০ লাখ ইউরোতে দলে ভিড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব টটেনহ্যাম।
এভারটনের হয়ে ২৫ বছর বয়সী এ ফরোয়ার্ড লিগে গত ৫ বছরে ৪৩ গোল করেছেন।
রিচার্লিসনের ক্লাব বদলের বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপীয়ান দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো। শুক্রবার এক টুইটে তিনি জানান যে, টটেনহ্যাম স্থায়ী চুক্তিতে রিচার্লিসনকে দলে ভিড়িয়েছে। স্পার্সের সঙ্গে রিচার্লিসনের চুক্তি হয়েছে আগামী পাঁচ বছরের জন্য।
রিচার্লিসন উইঙার বা স্ট্রাইকার হিসাবে খেলেন। তিনি এভারটনে প্রথম দুটি মৌসুমে এভারটনের শীর্ষ স্কোরার ছিলেন। তাদের সঙ্গে কাটানো ৪ মৌসুমে ৩টিতে ১০ বা তার বেশি গোল করেন।
২০১৮ সালের সেপ্টেম্বরে আমেরিকার বিপক্ষে ২-০ গোলের জয় পায় ব্রাজিল। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধের বদলি হিসাবে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রিচার্লিসনের।
গত এক দশকে মেসি-রোনাল্ডোর পর সবচেয়ে বেশি আলোচিত নেইমার। ২০১৭ সালে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) বিশ্বজয়ের আশায় যোগ দেয়ার পর থেকে ঘুণ ধরতে থাকে এ ব্রাজিলিয়ানের পারফরম্যান্সে।
বার্সেলোনা থেকে পিএসজিতে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে যোগ দেন নেইমার। ৫ বছর মাঠের চেয়ে চোটের কারণে মাঠের বাইরে বেশি সময় কাটিয়েছেন তিনি। যে কারণে আগামী মৌসুমে তাকে দলে রাখতে চাচ্ছে না ফরাসি চ্যাম্পিয়নরা।
নেইমারকে দলে ভেড়াতে খুব একটা আগ্রহী নয় ইউরোপের ক্লাবগুলো। কারণ তার উঁচু পারিশ্রমিক। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের একজন নেইমার। বছরে ৪ কোটি ইউরো বেতন তার।
এত মোটা অঙ্ক খরচ করতে আগ্রহী নয় কোনো দল। তবে নেইমারের স্বদেশি জোয়েলিন্টনের দাবি তার ক্লাব নিউকাসল ইউনাইটেড নেইমারকে কেনার ক্ষমতা রাখে।
গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউকাসলকে কিনে নেয় সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এরপর থেকেই নিউকাসলের খেলোয়াড় ও ভক্তরা অপেক্ষায় আছেন মাঝটেবিলের এ ক্লাব দ্রুত পরিণত হবে বিশ্বের অন্যতম সেরা দলে। যার জন্য দরকার একটি বড় নাম।
নেইমার সেই নাম হতে পারেন বলে মনে করেন জোয়েলিন্টন। নিউকাসলে নেইমার আসতে পারেন ও তার পারিশ্রমিক নিয়ে চিন্তা করতে হবে না বলে আশ্বাস দেন তিনি।
ফুটবল পডকাস্ট কাস্ট এফসিকে তিনি বলেন, ‘বিশ্ব ফুটবলে এমন কিছু ক্লাব আছে যারা নেইমারের জন্য অর্থায়ন করতে পারে। নিউকাসল তাদের একটি। নেইমার কত বড় তারকা আমি তা ব্যাখ্যা করতে পারব না। তবে সুযোগ থাকলে আশা করি আমাদের কোচ তাকে আমন্ত্রণ জানাবেন ১০ নম্বর জার্সি পরার জন্য।’
নিউকাসলের ১০ নম্বর জার্সি বর্তমানে ফরাসি উইঙ্গার অ্যালান সেন্ট-ম্যাক্সিমিনের দখলে রয়েছে। তবে, জোয়েলিন্টনের দাবি নেইমারের জন্য ফরাসি এ উইঙ্গার জার্সিটি ছেড়ে দেবেন।
এক সপ্তাহেই চূড়ান্ত হয়ে যাবে নেইমার প্যারিসেই থাকছেন না নতুন কোন ক্লাবে পাড়ি জমাবেন।
আরও পড়ুন:বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনও ৫ মাস বাকি। মূল পর্বে সুযোগ পাওয়া দলগুলো ব্যস্ত তাদের স্কোয়াড কাটাছেঁড়ায়। শিগগিরই দলগুলো প্রকাশ করবে তাদের প্রাথমিক স্কোয়াড। অনেকেই আবার কাজ করছে বিশ্বকাপের জার্সি নিয়ে।
এর মধ্যে অনলাইনে ফাঁস হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি। বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড আডিডাসের তৈরি জার্সিটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে ৮ জুলাই।
তবে, আনুষ্ঠানিকতার এক সপ্তাহ আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে মেসিদের জার্সি। আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক গাসতোন আদুলের বরাত দিয়ে নিজ টুইটার হ্যান্ডলে অফিশিয়াল জার্সিটির ছবি পোস্ট করেছেন আরেক ক্রীড়া সাংবাদিক রয় নেমার।
বরাবরের মতো আর্জেন্টিনার পতাকার আদলে জার্সিটিতে রয়েছে সাদার ওপর আকাশী নীলের স্ট্রাইপ। হাত, গলা ও কাঁধে রয়েছে কালো রঙের বর্ডার। আর আডিডাসের বিখ্যাত থ্রি স্ট্রাইপ ডিজাইন রাখা হয়েছে হাতায়।
২০১৪ সালের জার্সির সঙ্গে অনেকখানি মিল রয়েছে আর্জেন্টিনার এবারের জার্সিটির।
মেসি, দি মারিয়াদের কাছে এ জার্সি পৌঁছাবে ৮ জুলাই। বিশ্বকাপ উপলক্ষ্যে আর্জেন্টিনা ও মেসিকে আডিডাসের বিশেষ ক্যাম্পেইন শুরু হবে এরপর।
লিওনেল মেসি আডিডাসের পণ্যদূত ও জার্মান এ স্পোর্টস ব্র্যান্ডের আইকন খেলোয়াড়।
আরও পড়ুন:
মন্তব্য