ঢাকা টেস্টের পঞ্চম দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও লিটন দাস ও সাকিব আল হাসানের ব্যাটে লড়ছে বাংলাদেশ। প্রথম সেশনে স্বাগতিকরা দেখা পেয়েছে লিডের। ৮ রানের লিড নিয়ে পঞ্চম দিন মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।
প্রথম সেশনে শ্রীলঙ্কার ১৪১ রানের লিড টপকে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ১৪৯। লিটন দাস ৪৮ ও সাকিব আল হাসান ৫২ রান নিয়ে খেলছিলেন।
দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের রেশ ছিল পঞ্চম দিনের শুরুতেও। দিনের প্রথম ঘণ্টায় স্বাগতিকরা হারায় মুশফিকুর রহিমকে।
৩৪ রানে ৪ উইকেট হারিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে দিনের প্রথম বল থেকেই ধৈর্য নিয়ে খেলতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস।
সেই পরীক্ষায় এবারে সফল হতে পারেননি মুশফিক। কাসুন রাজিথার গুড লেন্থের বল তার ব্যাটের নিচ দিয়ে আঘাত হানে স্টাম্পে।
আর তাতে ১৫ রানে করে সাজঘরে ফিরতে হয় ডানহাতি এই ব্যাটারকে।
দিনের শুরুতে দ্রুত উইকেট পতনের পর দলকে এগিয়ে নেয়ার মিশনে নামেন সাকিব ও লিটন। দায়িত্বশীল ব্যাটিংয়ের মাধ্যমে উইকেট আগলে ধরে টেনে তুলতে থাকেন দলকে।
ব্যক্তিগত ৪১ রানের সময় টেস্ট ক্যারিয়ারে ২ হাজার রান পূর্ণ করেন লিটন। আর মধ্যাহ্ন বিরতির আগে শেষ বলে চার হাঁকিয়ে সাকিব তুলে নেন তার ২৭তম টেস্ট ফিফটি।
আরও পড়ুন:Shakib Al Hasan brings up his fifty at the stroke of lunch 👏
— ICC (@ICC) May 27, 2022
Bangladesh now lead by 8 runs!#WTC23 | #BANvSL | https://t.co/7KXvVIQzdy pic.twitter.com/R01ovvkGsZ
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায় ওইন মর্গান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন। বিবিসি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, ফর্মহীনতা ও ইনজুরির কারণে ৩৫ বছর বয়সী এ স্ট্রোকপ্লেয়ার এমন সিদ্ধান্ত নিচ্ছেন।
বিবিসি আরও জানিয়েছে, মঙ্গলবার এ সংক্রান্ত ঘোষণা দেবেন মর্গান। তার জায়গায় সহ-অধিনায়ক জস বাটলারকে অধিনায়কত্ব বুঝিয়ে দেবে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০১৪ সালে ইংল্যান্ড দলের দায়িত্ব নেন মর্গান। তার হাত ধরেই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জেতে থ্রি লায়নস। জাতীয় দলের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক মর্গান। ওয়ানডেতে ৬,৯৫৭ ও টি-টোয়েন্টিতে ২,৪৫৮ রান করেছেন তিনি।
খেলেছেন ২২৫ ওয়ানডে ও ১১৫ টি-টোয়েন্টি ম্যাচ। ইংল্যান্ডের হয়ে খেলার আগে আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন মর্গান। ২০০৭ বিশ্বকাপ খেলেছেন তিনি আইরিশদের হয়ে।
দুই দলের হয়ে তার ওয়ানডে রান ৭৭০১। সেঞ্চুরি রয়েছে ১৪টি। আর হাফ সেঞ্চুরি ৪৭টি।
গত এক মৌসুম অফফর্ম ও চোটের সঙ্গে লড়াই করেছেন তিনি। ২৬ ইনিংসে মাত্র ১টি ফিফটি আছে তার। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে ও ওয়ানডে বিশ্বকাপের আগের বছর দলকে ভারমুক্ত করতে চান তিনি।
ব্যাটারদের কল্যাণে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টেস্টের সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইংল্যান্ড। লিডস টেস্টের পঞ্চম দিন তাদের দরকার আরও ১১৩ রান। চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৮৩ রান।
তৃতীয় দিন ৫ উইকেটে ১৬৮ রান নিয়ে খেলতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩২৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলকে সামাল দেন টম ব্লান্ডেল ও ড্যারিল মিচেল।
দুজনের ব্যাট থেকে আসে ফিফটি। মিচেল ৫৬ ও ব্লান্ডেল ৮৮ রান করে আউট হন। এই দুজনের বিদায়ের পর আর কেউই ব্যাট হাতে অবদান রাখতে পারেননি। ফলে ২৯৫ রানের লিড নিয়ে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে জ্যাক লিচ ৬৬ রানে ৫টি ও ম্যাথিউ পটস ৬৬ রানে ৩টি উইকেট নেন।
২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলিকে দ্রুত হারায় ইংল্যান্ড। লিস ৯ রানে রান আউট হন। আর ক্রলিকে ২৫ রানে আউট করেন মাইকেল ব্রেসওয়েল।
এরপরই ক্রিজে জুটি গড়েন ওলি পোপ ও জো রুট। তৃতীয় উইকেটে ১৩২ রান যোগ করে দিনশেষে অবিচ্ছিন্ন থাকেন দুজন।
শেষ দিন ৮১ রান নিয়ে খেলা শুরু করবেন পোপ। আর রুট খেলবেন ৫৫ রান নিয়ে।
আরও পড়ুন:বাংলাদেশের হয়ে মাত্র ৯ টেস্টের ক্যারিয়ার খালেদ আহমেদের। এর মধ্যে সোমবার ভোরেই পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। তার নৈপুণ্যে উইন্ডিজকে ৪০৮ রানে আটকে রাখতে পেরেছে বাংলাদেশ।
৩১.৩ ওভার বল করে ১০৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই পেইসার। ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে ৫ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন তিনি।
এমন সাফল্যের পরও দলীয় সাফল্য না আসায় পুরোপুরি সন্তুষ্ট নন খালেদ। তার পারফরম্যান্সের চেয়ে দলীয় পারফরম্যান্সের দিকে মনোযোগ বেশি তার।
দিনের খেলা শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় খালেদ বলেন, ‘সব খেলোয়াড়ের ইচ্ছা থাকে যে তার মাইলফলকে যেন দলের লাভ হয়। টেস্টে আসলে আমাদের সময়টা ভালো যাচ্ছে না। সামনে দেখবেন এমন সময় আসবে যখন অনেক কিছু ভালোভাবে হবে। সবাই জানপ্রাণ দিয়ে চেষ্টা করছে কীভাবে আরও মেলে ধরা যায় নিজেকে।’
দেশের চেয়ে বাইরে সফল বেশি খালেদ। ২৯ বছর বয়সী এ পেইসার দেশে ৪ টেস্ট খেলে পেয়েছেন ১ উইকেট। আর দেশের বাইরে ৫ টেস্টে তার শিকার ১৮ উইকেট। দেশ ও দেশের বাইরে সমান ধারাবাহিক হতে চান খালেদ।
তিনি বলেন, ‘অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর ৫ উইকেট পেলাম। খুব ভালো লাগছে। আগে একবার সুযোগ পেয়েছিলাম। সেটা মিস করেছি। এবার তাই ৫ উইকেটের চেষ্টা ছিল। এই ধারা ধরে রাখার চেষ্টা করব।’
খালেদের দুর্দান্ত বোলিংয়ের পরও সেইন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হারের মুখে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষে সফরকারী দলের সংগ্রহ ৬ উইকেটে ১৩২। এখন উইন্ডিজের সংগ্রহের চেয়ে ৪২ রানে পিছিয়ে টাইগাররা।
আরও পড়ুন:টপ অর্ডারের ব্যর্থতায় টেস্ট ক্রিকেটে ১০০তম হারের শঙ্কা নিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের ১৭৪ রানের লিডের জবাবে ৬ উইকেট ১৩২ রান তুলে দিন শেষ করে সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের থেকে এখনও ৪২ রানে পিছিয়ে বাংলাদেশ। দিন শেষে ১৬ রানে অপরাজিত রয়েছেন নুরুল হাসান সোহান। রানের খাতা না খুলে তাকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
ক্যারিবীয়দের লিড অল্পতেই আটকে দিয়ে নিজেদের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ও নিজের ৪ রানেই কিমার রোচের বলে উইকেটের পেছনে জশুয়া ডি সিলভার হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন তামিম।
তার বিদায়ে দলকে এগিয়ে নেয়ার গুরুভার কাঁধে তুলে নেন মাহমুদুল হাসান জয়। দেখেশুনে খেলতে থাকলেও ইনিংসের সপ্তম ওভারে রোচের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। খেই হারিয়ে ব্ল্যাকউডের তালুবন্দি হয়ে ২১ বলে ১৩ করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
রোচের তৃতীয় শিকারে পরিণত হয়ে ব্যর্থতার খাতায় নাম ওঠান এনামুল হক বিজয়ও। এক ওভার বাদেই সরাসরি স্টাম্প হারিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
৩২ রানেই তিন টপ অর্ডারকে হারিয়ে পালছেঁড়া নৌকার মতো দিশেহারা হয়ে পড়া বাংলাদেশের শিবিরে ত্রাতা হিসেবে আবির্ভূত হন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার মিশনে নামেন এ দুই ব্যাটার। সেই চেষ্টা পুরোপুরি বানচাল করে দেন জেইডেন সিলস।
এলবিডব্লিউর ফাঁদে ফেলে লিটন দাসকে ফেরান ১৯ রানে। এতে করে ৫৭ রানে পতন ঘটে বাংলাদেশের চতুর্থ উইকেটের।
উইকেটের এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতে নামেন নাজমুল হোসেন শান্ত। সাকিবের সঙ্গে গড়া তার ৪৭ রানের জুটিতে ছন্দ ফিরে পায় বাংলাদেশ।
দলীয় ১০৪ রানে শান্তকে সাজঘরে ফেরান জোসেফ। এর আগে তার ব্যাট থেকে আসে ৪২ রান।
শান্তর বিদায়ের রেশ না কাটতেই ১৬ রানে জোসেফ মাঠছাড়া করেন সাকিবকেও। আর তাতেই আরও একবার বড় পরাজয় চোখ রাঙানি দেয় বাংলাদেশকে।
দিনের শেষ ভাগে এসে আর বিপদ হতে দেননি সোহান ও মিরাজ। অপরাজিত থেকে ১৩২ রানের পুঁজি তুলে দিন শেষ করেন এই দুই ব্যাটার।
এর আগে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলার শুরুতেই স্বাগতিকরা হারায় আগের দিনের অপরাজিত থাকা জশুয়া ডি সিলভাকে। দিনের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজের এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে।
উইকেটের এক প্রান্ত আগলে ধরে আলজারি জোসেফকে নিয়ে রানের চাকা সচল রাখেন কাইল মায়ার্স। নিজে উইকেটে থিতু হয়ে বসলেও সঙ্গী জোসেফকে ফিরতে হয় ৬ রান করেই।
উইকেটের পেছনে খালেদ আহমেদের বলে লিটনের হাতে ধরা দিয়ে দলীয় ৩৬৩ রানের মাথায় বিদায় নেন তিনি।
পরে মায়ার্সের সঙ্গী হন কিমার রোচ। দলকে বড় লিডের পথে টিকিয়ে রাখতে শুরু করেন লড়াই, কিন্তু বাদ সাধে বৃষ্টি।
দিনের দশম ওভারের পরপরই সেইন্ট লুসিয়ায় নেমে আসে বৃষ্টি। এতে বন্ধ করে দেয়া হয় দিনের খেলা।
বৃষ্টিবাধা কাটিয়ে দ্বিতীয় সেশনের শুরুতে কাইল মায়ার্স ফেরেন খালেদের শিকার হয়ে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১৪৬ রান।
শেষের দিকে কিমার রোচের অপরাজিত ১৮, অ্যান্ডারসন ফিলিপের ৯ ও জেইডেন সিলসের ৫ রানে ভর করে ৪০০ রান পেরোয় উইন্ডিজ।
শেষ পর্যন্ত বেশি দূর যাওয়া হয়নি স্বাগতিকদের। ১৭৪ রানের লিড দিয়েই ইনিংসের ইতি টেনে দেন বাংলাদেশি বোলাররা।
আরও পড়ুন:বৃষ্টিবিঘ্নিত সেইন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে সফরকারীদের সামনে ৪০৮ রানের পুঁজি দাঁড় করিয়েছে ক্যারিবীয়রা। সেই সুবাদে দ্বিতীয় ইনিংসে টাইগারদের সামনে লিড ১৭৪ রানের।
প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরুতেই স্বাগতিকরা হারায় আগের দিনের অপরাজিত থাকা জশুয়া ডি সিলভাকে। দিনের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে।
তবে উইকেটের এক প্রান্ত আগলে ধরে আলজারি জোসেফকে নিয়ে রানের চাকা সচল রাখেন কাইল মায়ার্স। নিজে উইকেটে থিতু হয়ে বসলেও সঙ্গী জোসেফকে ফিরতে হয় ৬ রান করেই। উইকেটের পেছনে খালেদ আহমেদের বলে লিটনের হাতে ধরা দিয়ে দলীয় ৩৬৩ রানের মাথায় বিদায় নেন তিনি।
এরপর মায়ার্সের সঙ্গী হন কিমার রোচ। দলকে বড় লিডের পথে টিকিয়ে রাখতে শুরু করেন লড়াই। কিন্তু বাধ সাধে বৃষ্টি। দিনের দশম ওভারের পরপরই সেইন্ট লুসিয়ায় নেমে আসে বৃষ্টি। এতে বন্ধ করে দেয়া হয় দিনের খেলা।
বৃষ্টিবাধা কাটিয়ে দ্বিতীয় সেশনের শুরুতে কাইল মায়ারস ফেরেন খালেদের শিকার হন। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১৪৬ রান।
শেষদিকে কিমার রোচের অপরাজিত ১৮, অ্যান্ডারসন ফিলিপের ৯ ও জেইডেন সিলসের ৫ রানে ভর করে দলীয় সংগ্রহ ৪০০ পেরোয় উইন্ডিজরা।
শেষ পর্যন্ত বেশি দূর যাওয়া হয়নি স্বাগতিকদের। ১৭৪ রানের লিড দিয়েই ইনিংসের ইতি টেনে দেন বাংলাদেশী বোলাররা।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সময় খুব প্রচলিত শব্দ ছিল ‘সেশনজট’। অনেক বিশ্ববিদ্যালয়ে এখনও এই জটের নজির দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এই সেশনজট চলে এসেছিল ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসেও (সিসিডিএম)। যে কারণে গেল ১৫ বছর ঢাকার ক্লাবগুলো দেখেনি কোনো পুরস্কারের মুখ।
অবশেষে ২০২২ সালে এসে কাটলো সেই ‘সেশনজট’। রোববার ঘটা করেই ১৫ বছরের ৮৪টি ট্রফি ঢাকার বিভিন্ন ক্লাব ও ক্রিকেটারদের কাছে হস্তান্তর করল সিসিডিএম।
২০০৭-২০০৮ মৌসুম থেকে শুরু করে ২০২১-২২ মৌসুম পর্যন্ত ক্লাব ও ক্রিকেটারদের আটকে থাকা পুরস্কার বিতরণ করেছে ঘরোয়া ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
রাজধানীর অফিসার্স ক্লাবে ঘটা করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে সকল বকেয়া ট্রফি পরিশোধ করল সিসিডিএম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট থেকে শুরু করে তৃতীয় বিভাগ পর্যন্ত ক্রিকেটারদের পুরস্কার বিতরণ করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শুরুতে সেইন্ট লুসিয়ায় হানা দিয়েছে বৃষ্টি। এ অবস্থায় ১০ ওভার পরই বন্ধ করে দেয়া হয় দিনের প্রথম সেশনের খেলা। এই ১০ ওভারে স্কোরবোর্ডে ৩৬ রান যোগ করেছে স্বাগতিকরা। অপরদিকে পতন ঘটেছে তাদের দুটি উইকেটের।
১১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটের খরচায় ৩৭৬ রান। লিড ১৪২ রানের। ১৪০ রানে অপরাজিত কাইল মায়ার্স। তাকে ৭ রানে সঙ্গ দিচ্ছেন কিমার রোচ।
প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দিনের শুরুতেই স্বাগতিকরা হারায় আগের দিনের অপরাজিত থাকা জশুয়া ডি সিলভাকে। দিনের দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই মেহেদী হাসান মিরাজের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে।
তবে উইকেটের এক প্রান্ত আগলে ধরে আলজারি জোসেফকে নিয়ে রানের চাকা সচল রাখেন কাইল মায়ার্স। তবে জোসেফকে ফিরতে হয় ৬ রান করেই। খালেদ আহমেদের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা দিয়ে দলীয় ৩৬৩ রানের মাথায় বিদায় নেন তিনি।
এরপর মায়ার্সের সঙ্গী হন কিমার রোচ। দলকে বড় লিডের পথে নিতে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের যাত্রায় বিঘ্ন ঘটায় বৃষ্টি। দিনের শুরুতে দশম ওভারের পরপরই সেইন্ট লুসিয়ায় নেমে আসে বৃষ্টি। যার কারণে বন্ধ করে দেয়া হয় খেলা।
মন্তব্য