ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নবনির্বাচিত সভাপতি গ্রেগ বার্কলে দু’দিনের সফরে রোববার ঢাকায় আসেন। বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও সাক্ষাৎ করেন আইসিসি সভাপতি। সোমবার হোম অফ ক্রিকেট মিরপুরে স্টেডিয়ামে বসে উপভোগ করেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্টের প্রথম দিনের ম্যাচ।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তার ক্রিকেটপ্রেম দেখে মুগ্ধ হন আইসিসি সভাপতি। একটি দেশের প্রধানমন্ত্রী যে এতোটা খেলা-পাগল হতে পারেন সে বিষয়ে কোনো ধারণাই ছিল না বার্কলের।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একইসঙ্গে তিনি জানান, লিটন ও মুশফিকের দুর্দান্ত ইনিংসের পর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
পাপন বলেন, ‘আমি নিশ্চিত যে গ্রেগ চমকে গেছেন এটা দেখে যে একটি দেশের প্রধানমন্ত্রী ক্রিকেটকে এতোটা ভালোবাসেন। এমনকি যখন আমরা হেলিকপ্টারে ছিলাম, লিটন যেই মুহূর্তে সেঞ্চুরি করল, প্রধানমন্ত্রী আমাকে মেসেজ পাঠিয়েছেন- লিটনকে অভিনন্দন। আমি তো দেখতে দেখতে ভয় পাচ্ছিলাম। কারণ আগেরবার লিটন অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছে। তাই দেখতে ভয় পাচ্ছিলাম।
‘এরপর আপার দ্বিতীয় মেসেজ দেখলাম- মুশফিককে অভিনন্দন। এরপর অনেক মেসেজ পাঠিয়েছেন। এটা গ্রেগের জন্যও একটা অভিজ্ঞতা। আমরা ক্রিকেট ভালোবাসি এবং আরও ভালো ক্রিকেট খেলতে চাই।’
সোমবার দিনের প্রথম সেশনে ২৪ রানে পাঁচ উইকেট পতনের পর লিটন-মুশফিকের রেকর্ডগড়া ষষ্ঠ উইকেট জুটিতে ভর করে সুবিধাজনক অবস্থানে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। এই দুই ব্যাটারের অনবদ্য দুই সেঞ্চুরিতে প্রথম দিন শেষে স্কোর বোর্ডে ২৭৭ রান তুলেছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের শেষ দিন নাটকের মঞ্চ প্রস্তুত হয়েই ছিল। পঞ্চম দিন ইতিহাস তৈরিতে দুই অপরাজিত ব্যাটার সময় নেন দেড় ঘণ্টার কিছু বেশি। জো রুট ও জনি বেয়ারস্টোর ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ভারতকে শেষ টেস্টে হারিয়েছে ইংল্যান্ড।
টেস্ট জয় ও সিরিজ ২-২ সমতায় শেষ করতে প্রয়োজনীয় ১১৯ রান তুলে নেয় রুট-বেয়ারস্টো জুটি।
৩৭৮ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে, পঞ্চম দিন ৩ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। দুই ব্যাটারের মধ্যে ৭৬ রানে অপরাজিত থাকা রুট আগে সেঞ্চুরির দেখা পান। ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি পূর্ণ করে ১৪২ রানে অপরাজিত থাকেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক।
অন্যপ্রান্তে আগ্রাসী খেলতে থাকা বেয়ারস্টো ১৩তম সেঞ্চুরির দেখা পান রুটের পর। ১১৪ রানে অপরাজিত থাকেন তিনি।
চতুর্থ উইকেটে ২৬৯ রানের অপরাজিত জুটি গড়ে ইংল্যান্ডকে জয় পাইয়ে দেয়ার পাশাপাশি একগাদা রেকর্ডও ভেঙেছেন দুই ব্যাটার।
তাদের এ জুটি টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে চতুর্থ সর্বোচ্চ জুটি। এছাড়া এজবাস্টনে ১২০ বছরের মধ্যে এ প্রথম চতুর্থ ইনিংসে কোনো দল ৩০০ পার হলো। এটিই টেস্ট ক্রিকেটের ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করে জয়।
এ ইনিংসে সেঞ্চুরি করে টানা ৪ টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন বেয়ারস্টো। এ টেস্টে করেছেন জোড়া সেঞ্চুরি। হয়েছেন ম্যাচসেরা।
আর জো রুটের এটি ভারতের বিপক্ষে নবম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে আর কোনো ব্যাটার এতগুলো শতকের দেখা পাননি।
এ সিরিজ ২-২ এ ড্র হওয়ার ফলে ২০০৭ সালের পর এ প্রথম ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় থেকে বঞ্চিত হলো ভারত।
এজবাস্টন টেস্টে আগে ব্যাট করে ৪১৬ রান সংগ্রহ করে ভারত। দ্বিতীয় ইনিংসে সফরকারী দলের সংগ্রহ ছিল ২৪৫।
আর ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়ে যায়। ফলে, তাদের সামনে চতুর্থ দিন জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৭৮।
আরও পড়ুন:জুলাইয়ের শেষ সপ্তাহে উইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ-এ দল। দেশ ছাড়ার আগে জাতীয় দলের হাই পারফরম্যান্স ইউনিটের বিপক্ষে দুটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচ খেলবে তারা।
সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে খুলনায়। সিরিজটি খেলেই উইন্ডিজ যাবে এ-দল।
সূচি অনুযায়ী ১৬ জুলাই খুলনায় অনুশীলন শুরু করবে দুই দল। এরপর ১৯ ও ২১ জুলাই দুটি একদিনের ম্যাচে লড়বে এইচপি ও এ-দল। এরপর ২৪ জুলাই শুরু হবে তিন দিনের ম্যাচটি।
এরপরই ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেবে এ-দল। সেখানে ওয়েস্ট ইন্ডিজ এ-দলের বিপক্ষে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে কয়টি ম্যাচ খেলবে সেটি এখনও জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে।
জাতীয় দলের পাইপলাইনকে শক্ত করতে নেয়া পদক্ষেপের অংশ হিসেবে বোর্ড ঢেলে সাজিয়েছে হাই পারফরম্যান্স ইউনিট ও বাংলাদেশ টাইগার্স দল। ইতোমধ্যে একটি সিরিজও খেলেছে দুই দল। দুই দলের থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে গঠন করা হবে বাংলাদেশ-এ দল।
বর্তমানে দুই দলের ক্রিকেটাররা ছুটিতে। ঈদের ছুটি শেষে ঘোষণা করা হবে কারা যাচ্ছেন এ-দলের হয়ে উইন্ডিজ সফরে।
যারা এ-দলে জায়গা থাকছেন না তারা বসে থাকবে না। আগস্টে দুই দলের বাকি ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন নিজেদের ভেতর সিরিজ খেলতে। সেই সময়টাতে তিন ফরম্যাটের সিরিজ খেলবে দুই দল।
আরও পড়ুন:প্রথমবারের মতো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) বাস্তবায়ন করতে যাচ্ছে নারী ও পুরুষ ক্রিকেটারদের জন্য সমান ম্যাচ ফি। নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররা এখন থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচে কেইন উইলিয়ামসন–টম লেইথামদের সমান ম্যাচ ফি পাবেন ।
এনজেডসি ও নিউজিল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনসহ মোট ছয়টি বড় অ্যাসোসিয়েশনের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। যে চুক্তির আওতায় নারী ক্রিকেটাররা ৫ বছরের জন্য পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন।
ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন বলেছেন, ‘আন্তর্জাতিক এবং ঘরোয়া নারী খেলোয়াড়দের জন্য পুরুষদের পাশাপাশি একই চুক্তিতে স্বীকৃতি পাওয়া খুবই দারুণ একটি বিষয়। যা তরুন নারী ক্রিকেটারদের উৎসাহিত করবে।’
পুরুষদের সমান প্রতি ওয়ানডেতে ৪ হাজার নিউজিল্যান্ড ডলার পাবেন নারী ক্রিকেটাররা। টি-টোয়েন্টিতে পাবেন ২,৫০০ নিউজিল্যান্ড ডলার। আর ক্রিকেটের সবচেয়ে লঙ্গার ভার্শন টেস্টে পাবেন ১০,২৫০ নিউজিল্যান্ড ডলার।
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ফোর্ড ট্রফিতে ৮০০ এবং সুপার স্ম্যাশে থাকছে ৫৭৫ নিউজিল্যান্ড ডলার করে পান পুরুষ ক্রিকেটররা, যা এখন থেকে নারীরাও পাবেন।
এই নতুন চুক্তিতে সর্বোচ্চ পর্যায়ের নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররা এক বছরে ১৬৩,২৪৬ নিউজিল্যান্ড ডলার আয় করতে পারবেন। যা আগে ছিল ৮৩,৪৩২ নিউজিল্যান্ড ডলার।
এছাড়া ১৪তম র্যাংকে থাকা ক্রিকেটারের বাৎসরিক ম্যাচ ফি হবে ১৪২,৩৪৬ ডলার (আগে ছিল ৬২,৮৩৩)।
ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ র্যাংকের খেলোয়াড় এখন থেকে বছরে ম্যাচ ফি পাবেন সর্বোচ্চ ১৯,১৪৬ নিউজিল্যান্ড ডলার। যা আগে ছিল ৩,৪২৩ ডলার। এছাড়া ষষ্ঠ র্যাংকের ক্রিকেটার ১৮,৬৪৬ এবং ১২তম র্যাংকের ক্রিকেটার পাবেন ১৮,১৪৬ ডলার।
নতুন এ চুক্তিতে ঘরোয়া ক্রিকেটে বাড়ানো হচ্ছে নারী ক্রিকেটারের সংখ্যা। এনজেডসি এ ক্রিকেটারদের সংখ্যা বাড়িয়ে ৫৪ থেকে বাড়িয়ে ৭২ জন করেছে। আগস্ট মাসে চুক্তি কার্যকর হলে চালু হবে নতুন সিরিজ।
আরও পড়ুন:জুন মাসের সেরা খেলোয়াড় হিসেবে জায়গা করে নেয়া ৩ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মাস সেরা ক্রিকেটারের দৌড়ে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের দুইজন ও নিউজিল্যান্ডের এক ক্রিকেটার।
মাস সেরার দৌড়ে ঠাঁই পাওয়া দুই ইংলিশ ক্রিকেটার হলেন ফর্মের তুঙ্গে থাকা জো রুট ও জনি বেয়ারস্টো। তাদের সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছেন ব্ল্যাকক্যাপ ব্যাটার ড্যারিল মিচেল।
ক্রিকেটভক্তদের ভোট ও আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের বিচারে নির্বাচিত হন প্লেয়ার অফ দ্য মান্থ। এর ভেতর ১০ শতাংশ নির্ধারিত হবে দর্শকের ভোটে, বাকি ৯০ শতাংশ বিশেষজ্ঞদের বিচারে। আইসিসির ওয়েবসাইটে গিয়ে দেয়া যাবে এই ভোট। সবার জন্য এটি উন্মুক্ত।
মাসজুড়েই রান ফোয়ারা ছুটেছে বেয়ারস্টোর ব্যাট থেকে। জুনের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে তিনি করেছেন ৩৯৪ রান। জুনে তার ব্যাট থেকে গড়ে এসেছে ৭৮.৮০ রান।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৯২ বলে ১৩৬ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে জয় এনে দেয়ার অন্যতম নায়ক ছিলেন তিনি। এরপর শেষ টেস্টের প্রথম ইনিংসে খেলেছিলেন ১৫৭ বলে ১৬২ রানের ইনিংস আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ৪৪ বলে ৭১ রান করে।
সেই সুবাদে এই ইংলিশ উইকেটকিপার ব্যাটার জায়গা করে নিয়েছেন জুন মাসের সেরা ক্রিকেটারের তালিকায়।
এদিকে বেয়ারস্টোর সতীর্থ ও ইংল্যান্ড টেস্ট দলের সাবেক অধিনায়ক জো রুট জুন মাসে ছিলেন রেকর্ড গড়ার মিশনে। একই সঙ্গে দুই রেকর্ড গড়েছিলেন তিনি গত মাসে।
রুটের রেকর্ড গড়ার শুরুটা হয় ১০ হাজারি ক্লাবে প্রবেশের মধ্য দিয়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তারকা এই ব্যাটার। পাশাপাশি সাবেক ইংলিশ ক্রিকেটার আলিস্টার কুকের সঙ্গে যৌথভাবে নাম লেখান সবচেয়ে কম বয়সে (৩১ বছর ১৫৭ দিন) ১০ হাজারি ক্লাবে প্রবেশ করা ক্রিকেটার হিসেবে।
তালিকায় তৃতীয় ক্রিকেটার হিসেবে রয়েছেন নিউজিল্যান্ডের মিডলঅর্ডার ব্যাটার ড্যারিল মিচেল। ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে ১০৭.৬০ গড়ে ৫৩৮ রান করেন তিনি।
আরও পড়ুন:টেস্টে কোনো দলের তৃতীয় ইনিংসে করা রানের পাহাড় টপকানো যেন মামুলি বিষয় হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের কাছে। যেকোনো লক্ষ্য চতুর্থ ইনিংসে হেসেখেলে পার করে দিচ্ছেন রুট-বেয়ারস্টোরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন টেস্টে সে নজির দেখিয়েছে ইংলিশরা। সে ধারাবাহিকতা বজায় রেখেছে তারা ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টেও।
এজবাস্টনে সিরিজের পঞ্চম টেস্টের নিজেদের দ্বিতীয় ইনিংসে ইতিহাস গড়ার পথে হাঁটছে ইংল্যান্ড। ভারতের দেয়া ৩৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৫৯ রানের পুঁজি পেয়েছে স্বাগতিকরা।
জয়ের জন্য পঞ্চম দিনে বেন স্টোকসদের প্রয়োজন আর মাত্র ১১৯ রান। হাতে রয়েছে আরও ৭টি উইকেট। পঞ্চম দিন ১১৯ রান করে জয় বাগিয়ে নিলে ইংল্যান্ড ভাঙবে ১২০ বছরের রেকর্ড।
এজবাস্টনে এটিই হবে ১২০ বছরের ভেতর ইংল্যান্ডের সর্বোচ্চ রান। সেই সঙ্গে রয়েছে প্রথম দল হিসেবে এই ভেন্যুতে ৩০০ ছাড়ানো সংগ্রহের রেকর্ডের হাতছানি।
চতুর্থ দিন শেষে ১১২ বলে ৭৬ রান করে অপরাজিত রয়েছে জো রুট। তাকে উইকেটে সঙ্গ দিয়ে দিন শেষ করেন জনি বেয়ারস্টো। তার সংগ্রহ ৮৭ বলে ৭২ রান।
তিন উইকেটে ১২৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দিনের প্রথম সেশনে চার উইকেট হারায় সফরকারীরা।
ইংল্যান্ডের হয়ে দিনের শুরুটা হয় স্টুয়ার্ট ব্রডের হাত ধরে। দিনের ১৩তম ওভারেই অ্যালেক্স লিসের তালুবন্দি করে সাজঘরে ফেরত পাঠান চেতেশ্বর পুজারাকে।
এরপর একে একে মাঠ ছাড়েন শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ট, শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সামি। দ্বিতীয় সেশনে আর বেশি সময় টিকতে পারেনি ভারতের ব্যাটাররা।
৮২ ওভারে ২৪৫ রানে তাদের আটকে দেন ইংলিশ বোলাররা। আর ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৩৭৮ রানের।
ফেরিতে সমুদ্র পাড়ি নয়, এবার আকাশপথে যাত্রা করেছে মাহমুদউল্লাহ বাহিনী। ওয়েস্ট ইন্ডিজে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে সোমবার বিকেলে গায়ানা গেছে দিয়েছে বাংলাদেশ দল।
ডমিনিকায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি গেছে বৃষ্টির পেটে। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে পেতে হয়েছে পরাজয়ের স্বাদ। এবার তৃতীয় টি-টোয়েন্টির মাধ্যমে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ। কঠিন এ মিশনে নামতে ইতিমধ্যে ডমিনিকা ছেড়েছে দলটি।
এর আগে সেইন্ট লুসিয়া থেকে সমুদ্রপথে ডমিনিকা এসেছিল বাংলাদেশ। আর ফেরিযাত্রার সে ঘটনা নানা আলোচনার জন্ম দেয়। বিমানের টিকিট না পেয়ে সমুদ্রপথ পাড়ি দিতে হয়েছিল ফেরিতে। এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে এর বিকল্প ছিল না। শুরুতে ক্রিকেটাররা ফেরিযাত্রা উপভোগ করেন। তবে বিপত্তি শুরু হয় মাঝসাগরে যাওয়ার পর।
সময় যত গড়াতে থাকে, ফেরিতে থাকা ক্রিকেটাররা অনুভব করতে থাকেন ঢেউ আর ফেরির দুলুনি।
ফেরি ভ্রমণের একপর্যায়ে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, বাঁহাতি পেইসার শরিফুল ইসলাম, উইকেটকিপার নুরুল হাসান সোহান, ম্যানেজার নাফিস ইকবাল এবং সাপোর্ট স্টাফের এক সদস্য অসুস্থ হয়ে পড়েন।
ওই ক্রিকেটারদের অনেকে যাত্রার আগে ওষুধ খেয়ে নিয়েছিলেন। এরপরও তাদের মধ্য থেকে কয়েকজন বমি করেন। কেউ কেউ অসুস্থ হয়ে শুয়ে পড়েন ফেরির মেঝেতে।
ঘণ্টা দেড়েক ভয়ানক এ অভিজ্ঞতার পর মার্টিনেক নামক দ্বীপে দেয়া হয় যাত্রাবিরতি। সে সময় কয়েকজন ক্রিকেটার অনুরোধ করেন, তাদের যেন ভ্রমণের বাকি পথটুকু বিমানে নেয়ার ব্যবস্থা করা হয়।
যাত্রায় বিরতি দিলেও তখন বিমানের টিকিট জোগাড় করা সম্ভব হয়নি। এতে করে বাকি পথ যেতে হয় ফেরিতে করেই। তবে বিরতির পরের যাত্রায় সাগর কিছুটা শান্ত থাকায় ক্রিকেটাররাও স্বস্তি পান। মনের ভয় দূর না হলেও বিকল্প উপায় না থাকায় বিষয়টি মেনে নিতে হয় তাদের।
তবে এবারে আর সমুদ্রযাত্রার সাহস করেননি ক্রিকেটাররা। ডমিনিকা থেকে গায়ানা যেতে সোমবার বিকেলে বিমানে চেপেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
৭ জুলাই বাংলাদেশ সময় সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। এরপর ১০ জুলাই থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। সিরিজের তিনটি ওয়ানডেই হবে একই ভেন্যুতে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ১০ জুলাই। এরপর ১৩ ও ১৬ জুলাই মাঠে গড়াবে সিরিজের বাকি দুটি ওয়ানডে।
আরও পড়ুন:এজবাস্টন টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে ২৫৭ রানে এগিয়ে আছে সফরকারী দল।
ভারতের হয়ে ৫০ রান নিয়ে খেলছিলেন চেতেশ্বর পুজারা আর ৩০ রানে তাকে সঙ্গ দিচ্ছেন রিশাভ পান্ট।
৫ উইকেটে ৮৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। স্বাগতিকদের হয়ে একাই লড়াই করেন জনি বেয়ারস্টো। ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করে ১০৬ রানে আউট হন এ উইকেটকিপার ব্যাটার।
তার সঙ্গে বেন স্টোকসের ২৫ ও স্যাম বিলিংসের ৩৬ রানে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৮৪।
ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ৪টি আর জাসপ্রিত বুমরাহ ৩টি উইকেট নেন।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলে শুভমান গিলকে হারায় ভারত। এরপর হনুমা ভিহারি ও ভিরাট কোহলিও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি।
ভিহারি ১১ আর কোহলি ২০ রান করে বিদায় নেন। দিনের বাকিটা সময় ব্যাট করেন পান্ট ও পুজারা। ৩ উইকেটে ১২৫ রান নিয়ে দিনের খেলা শেষ করে ভারত।
চতুর্থ দিনে লিড বড় করার লক্ষ্যে ব্যাট করতে নামবেন এ দুইজন। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
আরও পড়ুন:
মন্তব্য