ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২১-২২ মৌসুমের শেষ দিনে শিরোপা জয়ের মিশনে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। অ্যাস্টন ভিলার বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে এক পয়েন্ট পেলে পেপ গার্দিওলার দলের ৫ বছরে চতুর্থ লিগ শিরোপা নিশ্চিত হবে। আর ঐতিহাসিক কোয়াড্রাপল শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে আতিথ্য দেবে লিভারপুল।
লিগের শেষ রাউন্ডের ম্যাচের আগে সিটির পয়েন্ট ৯০ আর লিভারপুলের ৮৯।
ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা রোববারের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন, এমন দিনে আবেগকে সংযত করা মুশকিল। তবে তার খেলোয়াড়রা চেষ্টা করবেন যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে খেলার।
তিনি বলেন, ‘এই ধরনের একটি ম্যাচের আগে নিজের আবেগকে ধরে রাখা অনেকটাই অসম্ভব। খেলোয়াড়রাও মানুষ। কিন্তু বুঝতে হবে এটাই ফুটবল। অনেকেই মনে করছেন সবকিছু শেষ হয়ে গেছে। আসলে বিষয়টি তা নয়।’
লিভারপুলের সামনে লিগ শিরোপা ও অন্যদিকে ইউরোপ সেরা হবার স্বপ্ন। আগামী সপ্তাহে প্যারিসের ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এক বছরে চারটি বড় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এখন লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দল এরই মধ্যে লিগ কাপ ও এফএ কাপ শিরোপা ঘরে তুলেছে।
ক্লপের মতে তার ছেলেরা মৌসুমে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে। লিগের শেষ দিনটা তাই তাদের উপভোগ করা উচিত।
এ জার্মান কোচ বলেন, ‘মৌসুমের শুরুতে যদি কেউ বলত যে আমরা ৩টি ফাইনালে পৌঁছাব ও লিগ শিরোপা লড়াইয়ে মাঠে নামব, সেটা হতো একটা অসম্ভব ব্যাপার। কিন্তু ছেলেরা আজ সেটাকে বাস্তবে রূপ দিয়েছে। সমর্থকরা সব সময় পাশে ছিল। তাদের জন্যও এটা একটি গর্বের মুহূর্ত। এখন আমাদের শেষ দুটি ম্যাচ উপভোগ করার বিষয়টি নিশ্চিত করতে হবে।’
আগামী মৌসুমে সিটি ও লিভারপুলের সাথে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হয়েছে চেলসির। চতুর্থ স্থানের জন্য এখনও লড়াইয়ে টিকে রয়েছে টটেনহ্যাম হটস্পার ও আর্সেনাল। অবনমন নিশ্চিত হয়ে যাওয়া নরউইচ সিটির বিপক্ষে এক পয়েন্ট পেলে স্পার্সের চতুর্থ স্থান নিশ্চিত হবে। একই স্থান নিশ্চিত করতে আর্সেনালের জয় পেতে হবে এভারটনের বিপক্ষে।
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচ ডেতে সবগুলো খেলা শুরু হবে রাত ৯টায়।
আরও পড়ুন:17/18: 🔵
— Premier League (@premierleague) May 21, 2022
18/19: 🔵
19/20: 🔴
20/21: 🔵
21/22: ❓ pic.twitter.com/kJ8V1fEqWi
গত মৌসুমে অনেক ঢাকঢোল পিটিয়ে ক্রিস্টিয়ানো রোনালডোকে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ফুটবলের একসময়কার পরাশক্তি ক্লাবটির লক্ষ্য ছিল পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে লিগ শিরোপার জন্য চ্যালেঞ্জ করা ও চ্যাম্পিয়নস লিগে সাফল্য।
ম্যান ইউনাইটেডের হয়ে লিগে ১৮ গোল ও চ্যাম্পিয়নস লিগে ৬ গোল করলেও লাভ হয়নি। শিরোপা জয় তো দূরে থাক লিগে ষষ্ঠ স্থানে থেকে সামনের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারিয়েছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা।
এমন পরিস্থিতিতে দলীয় সাফল্যের চেয়ে ব্যক্তিগত সাফল্যের দিকে ঝুঁকছেন রোনালডো। সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা ও লিগ শিরোপা দৌড়ে থাকা দলের হয়ে খেলতে চান তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার এরিক টেন হাখের পুনর্গঠন প্রজেক্টের ওপর ভরসা রাখতে পারছেন না ৫ বারের ব্যালন ডর জয়ী এ তারকা।
সামনের মৌসুমে নতুন দল খুঁজছেন তিনি। জার্মানির বায়ার্ন মিউনিখ, ইতালির এসি মিলানসহ শোনা যাচ্ছে এমএলএসের এলএ গ্যালাক্সির কথাও।
তবে বাদ সাধছে তার বেতন। বছরে ৩ কোটি ইউরো পাওয়া রোনালডো বিশ্বের অন্যতম শীর্ষ পারিশ্রমিকের ফুটবলার। ৩৭ বছর বয়সী ও শুধু বক্সে কার্যকর এ ফুটবলারের পেছনে এত অর্থ খরচ করতে চাইছে না ইউরোপের সেরা ক্লাবগুলো।
পরের মৌসুমে নিশ্চিত সাফল্যের জন্য বায়ার্ন মিউনিখ পছন্দ রোনালডোর। তবে ইংলিশ দৈনিক দ্য মিরর জানিয়েছে, তাকে নিতে চায় চেলসিও। আর ইতালির পত্রিকা গাজেত্তা দেল্লো স্পোর্ত এক প্রতিবেদনে দাবি করেছে, রোনালডোকে নিতে মুখিয়ে আছে ইতালির ক্লাব এএস রোমাও।
রোনালডো বেতন কমাতে রাজি হলে রোমার ম্যানেজার জোসে মরিনিও তাকে নিতে রাজি। দরজা খোলা রেখেছে রোনালডোর প্রথম পেশাদার ক্লাব স্পোর্টিং লিসবনও।
বেশি বেতন ও বেশি বয়স এ দুই বাধা টপকে নতুন ক্লাব খুঁজে নেয়ার সময় খুব একটা নেই রোনালডোর কাছে। ইংল্যান্ডে গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ হচ্ছে ১ জুলাই।
আরও পড়ুন:শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। ইতোমধ্যেই নির্ধারিত হয়ে গেছে বিশ্বকাপের মূল পর্বে অংশ নেয়া ৩২ দল। চূড়ান্ত হয়েছে সূচিও। আয়োজক দেশ কাতারের প্রস্তুতিও প্রায় শেষদিকে।
স্টেডিয়াম থেকে শুরু করে আয়োজনের সব প্রস্তুতি এখন শেষের দিকে। দলগুলোও সেরে নিচ্ছে শেষ সময়ের প্রস্তুতি। দল গঠন থেকে শুরু করে বণ্টন করে দেয়া হয়েছে অধিনায়কের দায়িত্বও।
গ্রুপ এ
কাতার: হাসান আল হাইদোস
নেদারল্যান্ডস: ভার্জিল ফন ডাইক
সেনেগাল: কালিদু কোলিবালি
ইকুয়েডর: এনার ভালেন্সিয়া
গ্রুপ বি
ইংল্যান্ড: হ্যারি কেইন
যুক্তরাষ্ট্র: ক্রিশ্চিয়ান পুলিসিক
ইরান: এহসান হাজসাফি
ওয়েলস: গ্যারেথ বেল
গ্রুপ সি
আর্জেন্টিনা: লিওনেল মেসি
মেক্সিকো: আন্দ্রেস কার্দাদো
পোল্যান্ড: রবার্ট লেওয়ানভোভস্কি
সৌদি আরব: সালমান আল ফারাজ
গ্রুপ ডি
ফ্রান্স: উগো লরিস
ডেনমার্ক: সিমন কায়ের
তিউনিসিয়া: ইউসেফ এমসাকনি
অস্ট্রেলিয়া: ম্যাথু রায়ান
গ্রুপ ই
স্পেন: সার্জিও বুস্কেটস
জার্মানি: মানুয়েল নয়্যার
জাপান: মায়া ইয়োশিদা
কোস্টারিকা: ব্রায়ান রুইস
গ্রুপ এফ
বেলজিয়াম: ইডেন অ্যাজার
ক্রোয়েশিয়া: লুকা মডরিচ
মরক্কো: রোমাইন সাইস
কানাডা: অ্যাটিবা হাচিনসন
গ্রুপ জি
ব্রাজিল: থিয়াগো সিলভা
সুইজারল্যান্ড: গ্রানিট জাকা
সার্বিয়া: দুসান তাদিচ
ক্যামেরুন: ভিনসেন্ট আবুবাকার
গ্রুপ এইচ
পর্তুগাল: ক্রিস্টিয়ানো রোনালডো
উরুগুয়ে: দিয়েগো গদিন
দক্ষিণ কোরিয়া: সন হিউং মিন
ঘানা: আন্দ্রে আইয়ু
আরও পড়ুন:মালয়েশিয়ার বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের মেয়েরা দাপুটে জয় পেলেও দ্বিতীয়টিতে গোলশূন্য ড্র করেছে। লাল-সবুজের প্রতিনিধিরা দুই ম্যাচের টুর্নামেন্টে একটি জয় ও একটি ড্র নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
আগের ম্যাচের একাদশের ওপরই ভরসা রাখেন কোচ গোলাম রব্বানী ছোটন। তবে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে মালয়েশিয়া। প্রথম ম্যাচে র্যাংকিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে ৬-০ গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচ অমীমাংসিত রেখেই শেষ করতে হয়েছে।
প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও জয় তুলতে পারেনি মালয়েশিয়ার মেয়েরা। রক্ষণভাগে দারুণ মনোযোগ রাখায় বাংলাদেশের প্রতিটি আক্রমণ দারুণভাবে প্রতিরোধ করেছে সফরকারীরা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ গোলের খোঁজে মরিয়া হয়ে প্রতিপক্ষের রক্ষণে হানা দিলেও কোনোরকম ভুল করেনি জ্যাকব জোসেফের শিষ্যরা।
অষ্টম মিনিটে আঁখি খাতুনের গতির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মালয়েশিয়ান গোলকিপার নুরুল আজুরিন। ১১তম মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে বাংলাদেশ। মনিকার তুলে দেয়া বল গোলমুখ থেকে পোস্টের ওপর দিয়ে মারেন ডিফেন্ডার মাসুরা পারভিন।
১৭তম মিনিটে বাংলাদেশের করা আরও একটি শট রুখে দেন গোলকিপার আজুরিন। ৪০তম মিনিটে বাংলাদেশের অধিনায়কের দারুণ শট রুখে দেন মালয়েশিয়ান গোলকিপার।
দ্বিতীয়ার্ধে মালয়েশিয়ার বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখা যায় আহত হয়ে মাঠে বারবার শুয়ে পড়তে। তবে আক্রমণে কমতি ছিল না ছোটনের শিষ্যদের। শেষের ৮৫তম মিনিটে কৃষ্ণার শটটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সবশেষ ড্র নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
দুই ম্যাচের সিরিজে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন আঁখি বেগম। তিনি প্রথম ম্যাচে দুই গোল করেছেন। অপরদিকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন মারিয়া মান্ডা।
আরও পড়ুন:৯ বছর পর রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্যারেথ বেল প্রায় তিন সপ্তাহ আগেই। স্বপ্নের ক্লাব ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে এবার তিনি পাড়ি জমাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। আমেরিকান লস এঞ্জেলেস ফুটবল ক্লাব হতে যাচ্ছে তার নতুন ঠিকানা।
ক্রীড়াভিত্তিক সংবাদসংস্থা স্পোর্টস বাইবেল এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটির দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, চলতি জুনেই রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে বেলের। এরপর ফ্রি এজেন্ট হিসেবে তাকে দলে ভেড়াতে ইতোমধ্যেই চুক্তি সম্পাদন করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
২০১৩ সাল থেকে রিয়াল মাদ্রিদের সঙ্গে আছেন গ্যারেথ বেল। সে সময়কার রেকর্ড ৯ কোটি ৪০ লাখ ইউরোতে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন ওয়েলসের এই তারকা অধিনায়ক। চলতি মৌসুম শেষে লস ব্লাঙ্কোস শিবির থেকে ৯ বছরের পথ চলার ইতি টানছেন এই ফুটবলার।
মূলত রিয়াল ও বেল দুই পক্ষেরই চুক্তি নবায়নে অনীহা থাকার কারণে রিয়ালে থাকা হচ্ছে না ওয়েলসের এই দলপতির।
২০২১-২০২২ মৌসুমের পঞ্চম লিগ শিরোপা জিতে বিদায় নিচ্ছেন এই তারকা। চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে খেলেছেন পাঁচটি ম্যাচ। সব মিলিয়ে জিতেছেন ১৬ শিরোপা। যার মধ্যে ৫টিই চ্যাম্পিয়ন্স লিগ। এ ছাড়া রিয়ালের জার্সিতে ২৫৮ ম্যাচে ১০৬ গোল করেছেন এই ওয়েলস তারকা।
আরও পড়ুন:বার্সেলোনা ছেড়ে গত বছর প্যারিস জেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন লিওনেল মেসি। বিশ্বসেরা তারকার যোগদানের পর পিএসজির জার্সি বিক্রি বেড়েছে বহুগুনে। মেসির নামাঙ্কিত কিট বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি।
বিক্রয়ের সংখ্যার দিক থেকে মেসির জার্সি ছাড়িয়ে গেছে রোনালডোর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিকেও।
প্যারিসিয়ানদের বিক্রি হওয়া মোট জার্সির ৬০ শতাংশ মেসির ৩০ নম্বর জার্সি।
ইউনাইটেডে এ পর্যন্ত রোনালডোর রেপ্লিকা জার্সি বিক্রি হয়েছে মোট ২০ কোটি ৭০ লাখ ইউরোর। আর মেসির জার্সি বাজারে আসার এক ঘণ্টার মধ্যে বিক্রি ছাড়িয়েছে ১৩ কোটি ইউরো। এখনও পর্যন্ত ১ কোটিরও বেশি মেসির জার্সি বিক্রি করেছে পিএসজি।
পিএসজির চিফ পার্টনারশিপ অফিসার মার্ক আর্মস্ট্রং খেলাধুলা বিষয়ক সাইট মার্কাকে বলেন, ‘মেসি প্যারিসে আসার পর চাহিদা ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। বিক্রির শুধু সরবরাহের অভাবে কমতে পারে। আমরা মেসির শার্টের চাহিদা মেটাতে পারছি না কারণ এত পরিমানে উৎপাদন করা সম্ভব হচ্ছে না।’
‘চাহিদা কেউ পূরণ করতে পারবে না। এরই মধ্যে অনেক জার্সি বিক্রি করছি। হয়তো একজন খেলোয়াড়ের জন্য বিশ্বের অন্য যে কোনো দলের চেয়ে এই সবচেয়ে বেশি যা আমাদের পরবর্তী ধাপে নিয়ে যায়।’
আর্মস্ট্রং মনে করেন, মেসি ক্লাবে আসার পর স্পনসরশিপ চুক্তিগুলি বেড়েছে ১৩ শতাংশ ফলে তারা সুযোগ পেয়েছেন অসংখ্য বিপণন ও স্পনসরশিপ চুক্তি করতে।
এছাড়াও, মেসি পিএসজিতে যোগ দেয়ার পর পিএসজির সোশ্যাল মিডিয়া ফলোয়ার প্রতি সপ্তাহে ১৪ লাখ করে বৃদ্ধি পাচ্ছে। টিকিট বিক্রি এবং টিকেটের চাহিদা চাহিদা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে।
আরও পড়ুন:২০১৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছিলেন বিশ্বরেকর্ড ট্র্যানসফার ফি ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে। ৬ বছরের মাথায় আবারও পুরনো ক্লাব ইউভেন্তাসে ফিরছেন পল পগবা। ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিতে রাজি হয়েছে।
ইউনাইটেডে পগবার সময়টা ভালো যাচ্ছিল না। একের পর এক বাজে পারফরম্যান্সের কারণে কোচদের ভরসা অর্জন করতে পারেননি এ ফরাসি মিডফিল্ডার। ফলে, মৌসুমের মাঝ পথে মোটামুটি নিশ্চিত হয়ে যায় তার দল ছাড়ার সময় এসেছে।
মৌসুমে শেষে কোন ক্লাবে যোগ দেবেন সেটা নিয়ে ছিল গুঞ্জন। তার পুরনো ক্লাব ইউভেন্তাস, তারকা সমৃদ্ধ পিএসজি, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের নাম শোনা যাচ্ছিল তার নতুন গন্তব্য হিসেবে।
অবশেষে ইউভেন্তাসেই ফিরছেন তিনি। ইউরোপীয়ান দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো এক টুইটে বৃহস্পতিবার পল পগবার দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
২৯ বছর বয়সী পগবার সঙ্গে চুক্তি নবায়ন করবে না ইউনাইটেড। ফলে, কোনো অর্থ ছাড়া বিনামূল্যে পগবাকে পাচ্ছে ইউভেন্তাস। ১ জুলাই আনুষ্ঠানিক চুক্তি করবেন পগবা এমনটা জানিয়েছেন রোমানো। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তি করা হতে পারে তার সঙ্গে।
ইউভেন্তাস টানা ৯ বছর ইতালির সেরি আ চ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুই মৌসুম শিরোপা জিততে পারেনি। যে কারণে বেশ জোড়েশোরেই তারা এবারে দলদবলের বাজারে নেমেছে।
পগবার পর তাদের পছন্দের তালিকায় আছে আনহেল দি মারিয়া ও নেইমারের মতো তারকার নাম।
আরও পড়ুন:আর্জেন্টিনার অধিনায়ক ও পিএসজির ফরোয়ার্ড লিওনেল মেসির ৩৫তম জন্মদিন আজ। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোসারিওতে জন্ম নেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার।
৪ বছর বয়সে ফুটবলে হাতেখড়ি। ১০ বছর বয়সে নিউয়েলস ওল্ড বয়েজের জুনিয়র টিমের হয়ে খেলা। মেসির গল্পটা এখন সবারই জানা। গ্রোথ হরমোনে সমস্যা থাকার কারণে মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় যোগ দেন মেসি।
সেখানের বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমিতে ফুটবল শিক্ষার পাশাপাশি চলে চিকিৎসাও। ২০০৪ সালে ১৭ বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক হয় মেসির। পরের অংশটুকু ইতিহাস।
২৩ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মেসি জেতেন ৩টি ব্যলন ডর। পরের ১৩ বছরে জিতেছেন আরও ৪টি।
টানা ১৭ বছর খেলার পর গত বছর মেসি যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। এ দেড় দশকে ফুটবলকে দুহাত উজাড় করে দিয়েছেন মেসি। বার্সেলোনার হয়ে জিতেছেন ৪টি চ্যাম্পিয়নস লিগ, ১০টি লিগ শিরোপাসহ অসংখ্য ট্রফি।
২০২১ সালে সমালোচকদের মুখে ছাই দিয়ে জিতেছেন অধরা কোপা আমেরিকা ট্রফি। আর্জেন্টিনার জার্সি গায়ে ‘অচেনা মেসি’ এ অপবাদ মুছতে জাতীয় দলের জার্সিতেও গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।
বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে গোল স্কোরিংয়ের সবগুলো রেকর্ড তার। চিরশত্রুরাও মেনে নিয়েছেন তাকে সর্বকালের সেরা বলে।
তারপরও ছোট্ট একটা খুঁত এখনও রয়ে গেছে লিওনেল আন্দ্রেস মেসি কুচিত্তিনির ক্যারিয়ারে। ফুটবলের সবচেয়ে বড় সম্মান ও প্রাপ্তি বিশ্বকাপটা এখনও ছুঁয়ে দেখা হয়নি তার।
২০১৪ সালে কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু জার্মানির বিপক্ষে ফাইনালের অতিরিক্ত সময়ের গোলে শেষ হয়ে যায় মেসির বিশ্বকাপ স্বপ্ন। পরের বার রাশিয়ায় ব্যর্থ হন।
৩৫তম জন্মদিনের বছরে আরেকটি বিশ্বকাপের দ্বারপ্রান্তে রয়েছেন এ ক্ষণজন্মা ফুটবলশিল্পী। এবারই হয়তো শেষ। আগের পাঁচবারের চেষ্টায় যেটা পারেননি, এবারে পারবেন এমন আশা বুক বেঁধে আছেন বিশ্বজুড়ে শতকোটি মেসিভক্ত।
টুইটার, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে লিওনেল মেসির জন্মদিন। আর সবখানেই একটাই আকুতি এবারের বিশ্বকাপ ট্রফি উঠুক মেসির হাতে।
আরও পড়ুন:
মন্তব্য