ঘরের মাঠে আর্সেনালকে নাস্তানাবুদ করে ছাড়ল টটেনহ্যাম হটস্পার। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে টটিশরা জয় পেয়েছে ৩-০ ব্যবধানে। যার ফলে চতুর্থ স্থানে থাকা আর্সেনালের জন্য বেশ কঠিন হয়ে গেল তাদের অবস্থান ধরে রাখা। আর্সেনালের কাঁধে নিঃশ্বাস ফেলছে টটেনহ্যাম।
বর্তমানে গানারদের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে টটেনহ্যাম। দুই দলের পরবর্তী ম্যাচের ফলের ওপর নির্ভর করছে সেরা চারের শেষ অবস্থান কার।
ঘরের মাঠে শুরু থেকেই আর্সেনালকে চেপে ধরলেও কম যাচ্ছিল না সফরকারীরা। আক্রমণ প্রতিআক্রমণ ছিল শুরু থেকেই। যার ফলে বেশ কয়েকবার মাঠে বিবাদে জড়িয়ে পড়ে দুই দলের ফুটবলাররা।
ম্যাচের ২২তম মিনিটে লিড নেয় স্বাগতিকরা। পেনাল্টি থেকে প্রথম গোলটি আদায় করে টটিশদের আনন্দের জোয়ারে ভাসান হ্যারি কেইন।
৩৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো বেন্টানকুর। হ্যারি কেইনের শট আলতো করে মাথা ছুঁইয়ে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।
২-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়িয়ে দেয় স্বাগতিকরা। যার ফলে শুরুতেই গোলের দেখা পেয়ে যায় অ্যান্তোনিও কান্তের শিষ্যরা। সন হিউং-মিন দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে দেন।
এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি আর্সেনালের পক্ষে। যার ফলে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
১৫ মে শেষ চারে টিকে থাকার লড়াইয়ে টটেনহ্যামের প্রতিপক্ষ থাকবে বার্নলি। অপরদিকে ১৭ মে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। শেষ চারে টিকে থাকতে দু’দলেরই জয়ের বিকল্প নেই।
পিএসজির সেরা তারকা কিলিয়ান এমবাপে মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেক আগে থেকে। প্যারিসিয়ানদের সঙ্গে চুক্তি শেষে সামনের মৌসুমে কোথায় যাচ্ছেন তিনি সেটা জানা যাবে রোববার।
ভবিষ্যতের সিদ্ধান্ত সম্পর্কে এমবাপে ফরাসি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সেটা প্রকাশ করার সময় এখন নয়। তবে আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।’
পিএসজি মৌসুমের শেষ ম্যাচ খেলবে রোববার। মেতসের বিপক্ষে ওই ম্যাচ শেষেই নিজের সিদ্ধান্ত জানাবেন এমবাপে।
পিএসজির সাম্প্রতিক সাফল্যের মূল কারিগর তারকা। তারা চাইছে যে কোনো মূল্যে এমবাপেকে দলে রাখতে। প্যারিসের ক্লাবের হয়ে ২১৬ ম্যাচে ১৬৮ গোল করেছেন এই তারকা।
প্যারিসে তাকে রাখতে বছরে বিশ্বরেকর্ড ৫ কোটি ডলার বেতন ও ১০ কোটি ডলার সাইনিং মানি প্রস্তুত করেছে পিএসজি।
তবে, মৌসুম শুরুর আগে এমবাপে খোলাখুলি জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের যেতে চান তিনি। নতুন মৌসুমে এ ফরাসি তারকাকে দলে ভেড়াতে হলে ১৮ থেকে ২০ কোটি ডলার লাগবে রিয়ালের। সেটা দিতে রাজি তারা।
অন্যদিকে, এমবাপে যদি পিএসজি ছেড়ে দেন তাহলে সেটা বিকল্প চিন্তাও করে রাখছে ক্লাব। লিভারপুলের সেনেগালিজ স্ট্রাইকার সাদিও মানেকে এমবাপের বিকল্প হিসেবে চাইয় ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা নির্ধারণী দিন রোববার। তার আগে বৃহস্পতিবার রাতে ছিল রেলিগেশন জোনের লড়াই। সে লড়াইয়ে জিতে আরেক বছরের জন্য প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে এভারটন।
ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারায় এভারটন। রাতের আরেক ম্যাচে লেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি।
এভারটনের মাঠ গুজিসন পার্কে স্বাগতিকদের চরম ধাক্কা দেয় ক্রিস্টাল প্যালেস। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় তারা। জন-ফিলিপ মাটেটা ও জরডান আইয়ু গোল করে সফরকারীদের হয়ে। উপস্থিত হাজার বিশেক এভারটন ভক্তের চোখে প্রথমার্ধ শেষে ছিল অবনমনের দুঃস্বপ্ন।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ঘুরে দাঁড়ায় এভারটন। ৫৪, ৭৫ ও ৮৫ মিনিটে একে একে তিন গোল আদায় করে তারা। মাইকেল কিন, রিচার্লিসন ও ডমিনিক ক্যালভার্ট-লুইনের গোলে নিশ্চিত হয় তাদের জয়। হাঁফ ছাড়েন ভক্তরা ও ক্লাবের ম্যানেজার ফ্র্যাংক ল্যাম্পার্ড।
ম্যাচ শেষে বিবিসি স্পোর্টকে ল্যাম্পার্ড বলেন, ‘হাফ টাইমের সময় স্টেডিয়ামের বাইরের সবাই বলছিল যে আমাদের কোনো সুযোগই নেই। কিন্তু পুরো ক্লাবের লড়াই করার মানসিকতা আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে। ক্লাবের স্পিরিট ছিল অসাধারণ। কী বলব আসলে বুঝে উঠতে পারছি না।’
এভারটনের জয়ে বিপদে পড়েছে বার্নলি ও লিডস ইউনাইটেড। এই দুই ক্লাবের যে কোনো একটি ক্লাব রোববার প্রথম বিভাগে নেমে যাবে।
লিডস খেলবে ব্রেন্টফোর্ডের সঙ্গে। আর বার্নলির প্রতিপক্ষ নিউকাসল ইউনাইটেড। বার্নলি ও লিডস দুই দলের পয়েন্ট ৩৭ ম্যাচ শেষে ৩৫।
রাতের আরেক আনুষ্ঠানিকতার ম্যাচে চেলসি ১-১ গোলে ড্র করেছে লেস্টার সিটি।
আরও পড়ুন:২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে আসার পর তিনটি লিগ শিরোপা জিতে নিয়েছেন পেপ গার্দিওলা। সঙ্গে জিতেছেন এফএ কাপ, লিগ কাপসহ একাধিক ট্রফি। তবে, ইউরোপে সেরা ট্রফি চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তার।
গার্দিওলার সর্বজয়ী ক্যারিয়ারে আক্ষেপ একটাই, বার্সেলোনা ছাড়ার পর এখনও ইউরোপ সেরা হতে পারেননি। চলতি মৌসুমেও সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয় তার দলকে।
সে লক্ষ্যে মৌসুম শেষ হওয়ার আগেই কাজ শুরু করে দিয়েছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। নরওয়ের তরুণ স্ট্রাইকার আর্লিং হালান্ডকে এরই মধ্যে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ৬ কোটি ইউরো খরচ করে বরুশিয়া ডর্টমুন্ডের এ তারকাকে ম্যানচেস্টারে এনেছে তারা।
তবে হালান্ডকে দলে নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না ইংলিশ জায়ান্টরা। ট্রান্সফার উইন্ডোতে আগামী মৌসুমে মিডফিল্ডার ও ফুলব্যাক কেনার চেষ্টা করবে তারা।
মৌসুম শেষে অভিজ্ঞ মিডফিল্ডার ফার্নান্দিনিয়ো ক্লাব ছাড়ছেন। লেফটব্যাক বেঞ্জামিন মেন্ডি ধর্ষণের অভিযোগে এখনও ক্লাব থেকে নিষিদ্ধ। দল ছাড়ছেন ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। একই সঙ্গে দল ছাড়ার আগ্রহ দেখিয়েছেন মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান।
ক্রীড়াবিষয়ক সাইট ইএসপিএন জানিয়েছে আর্সেনাল বা ইউভেন্তাসে যেতে পারেন জেসুস। আর গুন্দোয়ানের অপেক্ষায় আছে বার্সেলোনা।
গত জানুয়ারিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে রিভার প্লেট থেকে দলে টেনেছে সিটি।
আগামী মৌসুমের শেষে ফরোয়ার্ড রাহিম স্টার্লিংয়ের সাথেও সিটিজেনদের চুক্তির মেয়াদ শেষ হয় যাচ্ছে। এরপর তার সম্ভাব্য গন্তব্য আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস)।
আরও পড়ুন:এএফসি কাপ জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে বসুন্ধরা কিংস। মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা জিতেছে একমাত্র গোলে।
মঙ্গলবার এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে নুহা মারংয়ের একমাত্র গোলে জয় তুলে নিয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।
মাজিয়ার মাঠে শুরুটা ভালো করে বসুন্ধরা। স্বাগতিকদের চাপে রেখে গোলের সুযোগ তৈরি করে ১১ মিনিটে। কিংসের ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনিয়োর বারে লেগে প্রতিহত হওয়া শটে বল পেয়ে যান ইব্রাহিম। কাছ থেকে লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।
আক্রমণের সুযোগ পায় মাজিয়াও। কিংস ও বাংলাদেশ জাতীয় দলের নাম্বার ওয়ান আনিসুর রহমান জিকোর দৃঢ়তায় ২৫ মিনিটে রক্ষা পায় সফরকারী দল।
এর মিনিট দশেকের মধ্যে লিড নিয়ে নেয় কিংস। ৩৩ মিনিটে নুহা মারংয়ের হেডারে পরাস্ত হন মাজিয়ার নেপালি গোলকিপার কিরণ কুমার।
ওই এক গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বসুন্ধরা কিংস। বিরতির পর সফরকারীদের চেপে ধরে মাজিয়া। তবে দলের পক্ষে দেয়াল হয়ে দাঁড়ান গোলকিপার জিকো।
তার দৃঢ়তায় বেশ কয়েকবার বিপদের হাত থেকে রক্ষা পায় কিংস। ৭৬ মিনিটে ম্যাচের ফল নিশ্চিত করার সুযোগ পান কিংসের আরেক ব্রাজিলিয়ান মিগেল ফিগুয়েইরা। তবে তার শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন কিরণ কুমার।
শেষ পর্যন্ত ওই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এক ম্যাচে এক জয়ে গ্রুপে তারা শীর্ষে আছে গোকুলাম কেরালার সঙ্গে যৌথভাবে। ২৪ মে মুখোমুখি হবে এ দুই দল।
আরও পড়ুন:লিভারপুল ও ম্যানচেস্টার সিটি মৌসুমের শুরু থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা নিয়ে একে অপরের সঙ্গে লড়ছে। পেপ গার্দিওলা ও ইয়ুর্গেন ক্লপের দলের লড়াইটা শেষ পর্যন্ত যেয়ে ঠেকতে পারে প্লে-অফে। প্রিমিয়ার লিগের এমন ইতিহাস বিরল হলেও ভক্তদের ভাবিয়ে তুলছে পয়েন্ট টেবিলের হিসাবে।
সিটি ও লিভারপুল ৩৭টি করে ম্যাচ খেলেছে। ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ম্যানসিটি। অপরদিকে দুইয়ে আছে লিভারপুল। তাদের পয়েন্ট ৮৯।
মৌসুমের শেষ ম্যাচে রোববার ইতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পেপ গার্দিওলার শিষ্যরা। শিরোপা ঘরে তুলতে সিটিজেনদের চাই জয়।
একই সময়ে ইয়ুর্গেন ক্লপের ছেলেদের কাজ দুটো। এক, নিজ ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে জয় আর দুই, সিটির হারের আশায় থাকা।
মজার বিষয় হলো, রোববারের খেলা শেষে দুই প্রতিদ্বন্দ্বি থাকতে পারে একই বিন্দুতে। পয়েন্ট ও গোল পার্থক্যে সমান। সিটি বর্তমানে লিভারপুলের চেয়ে +৬ গোল পার্থক্যে এগিয়ে।
যদি শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ৬-০ গোলে হেরে যায় ম্যান সিটি আর লিভারপুল যদি উলভারহ্যাম্পটনের সঙ্গে ড্র করে, তাহলে দুই দলের সমান ৯০ পয়েন্টের পাশাপাশি গোল পার্থক্যও সমান হয়ে যাবে।
যে কারণে শিরোপা নির্ধারণ করতে দরকার পড়তে পারে প্লে-অফ ম্যাচের। তবে এগুলো সবই ভক্ত ও বিশ্লেষকদের হিসাবের ছঁক। ফুটবল মাঠে কী হয় সেটা দেখার অপেক্ষায় ভক্তদের থাকতে হচ্ছে আর তিন দিন।
আরও পড়ুন:পিএসজির অন্যতম সেরা তারকা আনহেল ডি মারিয়া মৌসুম শেষে দল ছাড়ছেন। প্যারিসিয়ানদের সঙ্গে চুক্তি শেষে সামনের মৌসুমে দি মারিয়া যোগ দিচ্ছেন ইউভেন্তাসে।
আর্জেন্টাইন এই ফুটবলার তার ক্যারিয়ারের শেষ সাত বছর কাটিয়েছেন পিএসজিতে। ২১ মে পিএসজির হয়ে মেতসের বিপক্ষে শেষবারের মতো মাঠে নামছেন তিনি। পরের মাসে ইতালিয়ান সেরি আর ক্লাব ইউভেন্তাসের হয়ে নাম লেখাবেন ৩৪ বছর বয়সী এ উইঙ্গার।
দি মারিয়া পিএসজির জয়ে ৫টি লিগ, ৫টি ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছেন। পাশাপাশি ২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাদের দৌড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
দি মারিয়ার মতো দল ছাড়ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেড থেকে তিনি যোগ দিচ্ছেন বার্সেলোনায়। রাফিনিয়া বার্সেলোনার সঙ্গে মৌখিক চুক্তিতে সম্মত হয়েছেন। কিন্তু প্রিমিয়ার লিগ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত চুক্তি করতে পারবেন না।
বার্সেলোনা ক্লাব সূত্র জানিয়েছে রাফিনিয়ার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চার বছরের চুক্তি করবে তারা।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএএস) ক্লাব ইন্টার মায়ামি গত কয়েক মৌসুম ধরে লিওনেল মেসিকে দলে টানার চেষ্টা করছে। প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে বর্তমান চুক্তি শেষে সামনের মৌসুমে মেসি যোগ দেবেন মায়ামিতে, এমনটি দাবি করেছে আমেরিকান সংবাদমাধ্যম ডিরেক্টটিভি স্পোর্টস।
বার্সেলোনার সাবেক এ অধিনায়ক চলতি মৌসুমে পিএসজিতে যোগ দেন। প্যারিসের ক্লাবটির সঙ্গে ৩৪ বছর বয়সী এই ফুটবলারের চুক্তি শেষ হবে ২০২৩ সালের জুনে।
পিএসজির সাথে চুক্তি শেষ হওয়ার পর তাকে দলে ভেড়াতে চায় সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যামের কেনা ফ্র্যাঞ্চাইজি ইন্টার মায়ামি। মেসিকে নিতে ফ্র্যাঞ্চাইজির ৩৫ শতাংশ মালিকানাও দিতে রাজি বেকহ্যামের ম্যানেজমেন্ট।
তবে মেসিকে নিয়ে ইন্টার মায়ামির এমন দাবি উড়িয়ে দিয়েছে মেসির ম্যানেজমেন্ট। তারা জানিয়েছে দুই পক্ষের মধ্যে যোগাযোগ হলেও এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
পিএসজির হয়ে ইউরোপে সাফল্যে চান মেসি। সে জন্য দলবদলে আগ্রহী নন সাতবারের ব্যলন ডর জয়ী তারকা এমনটা দাবি তার ম্যানেজমেন্টের।
অন্যদিকে, গত রোববার এক স্প্যানিশ টুইচ চ্যানেলে মেসির বাবা হোর্হে মেসি জানান বার্সেলোনায় ফেরার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের।
আরও পড়ুন:
মন্তব্য