ব্যাট হাতে স্বপ্নের মতো একটা মৌসুম কাটাচ্ছেন এনামুল বিজয়। জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া এ ওপেনার এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হাজারের বেশি রান করেছেন তিনি।
১৫ ম্যাচে ১১৩৮ রান করার পর হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। একই সঙ্গে নজর কেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। নির্বাচক প্যানেলে এরই মধ্যে তাকে দলে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা হয়ে গেছে। তবে পরের মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের দলে থাকছেন বিজয়, নিউজবাংলাকে এমন ইঙ্গিত দিয়েছেন বিসিবির টিম ম্যানেজমেন্টের এক সদস্য।
শুধু তাই নয়, বাংলাদেশে সিরিজের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা ও বিসিবি একাদশের যে ম্যাচ হবে, সেখানে বিসিবি একাদশে ডাকা হচ্ছে ২৯ বছর বয়সী বিজয়কে। জাতীয় দলের সঙ্গে যাওয়ার আগে তাকে ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হবে বাংলাদেশ-এ দলের অংশ হিসেবে।
বাংলাদেশের জার্সিতে ৩৮ ওয়ানডে, ৪ টেস্ট ও ১৩ টি-টোয়েন্টি খেলা এনামুল বিজয় সবশেষ জাতীয় দলে খেলেন ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে।
ঈদের ছুটির পর ৯ মে থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। বিকেএসপিতে ১১ মে থেকে অনুশীলন ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও বিসিবি একাদশ।
বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্টের তৃতীয় দিনটা নিজেদের হাতে রেখে শেষ করল বাংলাদেশ। এবাদতের উইকেটে দিন শুরুর পর শেষ করেছেন সাকিব আল হাসান। দিন শেষে পাঁচ উইকেটের খরচায় শ্রীলঙ্কার সংগ্রহ ২৮২ রান।
এখনও প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৮৩ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। দিন শেষে ৫৮ রানে অপরাজিত আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাকে ১০ রানে সঙ্গ দিচ্ছেন দিনেশ চান্ডিমাল।
বুধবার ২২২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করা লঙ্কানরা দিনের শুরুতে হারায় কাসুন রাজিথাকে। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে তাকে বোল্ড করেন এবাদত হোসেন।
এরপর উইকেটের একপ্রান্ত আগলে সেঞ্চুরির দিকে ব্যাট চালাতে শুরু করা দিমুথ করুনারত্নেকে ফেরান সাকিব। দুর্দান্ত এক আর্ম বলে বিভ্রান্ত হয়ে স্টাম্প হারান লঙ্কান দলপতি।
মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৮০ রান। এর মধ্য দিয়ে ১৬৪ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার।
বেলা ১২টায় মিরপুরের বৃষ্টির বাধায় বন্ধ হয়ে যায় খেলা। সেই সময় ঘোষণা করা হয় মধ্যাহ্ন বিরতিও। ৪০ মিনিট বিরতির জন্য নির্ধারিত থাকলেও বৃষ্টি না থামায় মাঠে নামা হয়নি ক্রিকেটারদের। বৃষ্টিতে ধুয়ে যায় পুরো দ্বিতীয় সেশনের খেলাও।
বৃষ্টি থামার পর ২টা ৩৮ মিনিট থেকে শুরু হয় মাঠের কভার সরিয়ে নেয়ার প্রক্রিয়া। মোট ৪ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৪টায় শুরু হয় তৃতীয় সেশন।
খেলা শুরুর পর দৃঢ় হাতে উইকেট আগলে রানের চাকা সচল রাখেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। ১০০ রানের জুটি গড়ার পথে দুই জন তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।
দলীয় ২৬৬ রানে সাকিবের বলে ডি সিলভা ধরা দেন উইকেটের পেছনে। উইকেটের পেছনে থাকা লিটন দাস ও মাহমুদুল জয়ের আপিলে আম্পায়ার সায় না দিলে রিভিউয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক।
সেই রিভিউ থেকে ডি সিলভাকে হারায় শ্রীলঙ্কা। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৮ রান। দিনের বাকিটা সময় কাটিয়ে দেন ম্যাথিউস ও দিনেশ চান্ডিমাল মিলে।
আরও পড়ুন:আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাসের। শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
তামিম ১৩৩ ও মুশফিক ১০৫ রান করেন। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রানও পূর্ণ করেন মুশফিক। ঐ ইনিংসে ৮৮ রান করেন লিটন। ফলে আইসিসি তালিকায় উন্নতি হয়েছে এ তিন ব্যাটারের।
বুধবার প্রকাশিত আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ৩৩ থেকে ২৭ তম অবস্থানে উঠে এসেছেন তামিম। তিন ধাপ উঠে এসেছেন লিটন দাস। ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে অবস্থান করছেন ডানহাতি এই ব্যাটার। ৪ ধাপ এগিয়ে ২৫ নম্বরে অবস্থান করছেন মুশফিকুর রহিম।
চট্টগ্রাম টেস্টে ছয় উইকেট নিয়েছিলেন নাঈম হাসান। একই সঙ্গে বল হাতে আলো ছড়ান সাকিবও।
দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিক। শতক হাঁকিয়েছেন লিটন দাসও। দলকে খাদের কিনারা থেকে এই দুই ব্যাটার টেনে নিয়ে গেছেন নিরাপত্তার দিকে।
সিরিজ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তামিম, লিটন, মুশফিক, সাকিব ও নাঈমের।
হালনাগাদ হওয়া বোলারদের নতুন র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। ৫৭০ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ২৯ নম্বরে। আর র্যাঙ্কিংয়ে ৯ ধাপ উন্নতি করে ৫৩তে অবস্থান করছেন নাঈম।
ঢাকা টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে বৃষ্টি বাধায় বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টিতে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে মাঠে নেমেছে দুই দল। বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রথম সেশনে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৪ উইকেটের খরচায় ২১০ রান।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম ওভারে কাসুন রাজিথাকে ফিরিয়ে শুভসূচনা করেন এবাদত হোসেন। ওভারের দ্বিতীয় বলে তাকে বোল্ড করে পতন ঘটান লঙ্কানদের তৃতীয় উইকেটের।
এরপর উইকেটের একপ্রান্ত আগলে সেঞ্চুরির দিকে ব্যাট চালাতে শুরু করা দিমুথ করুনারত্নেকে ফেরান সাকিব। দুর্দান্ত এক আর্ম বলে বিভ্রান্ত হয়ে স্টাম্প হারান লঙ্কান দলপতি।
মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৮০ রান। এর মধ্য দিয়ে ১৬৪ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার।
এরপর বেলা ১২টায় বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। সেই সময় ঘোষণা করা হয় মধ্যাহ্ন বিরতিও। ৪০ মিনিট বিরতির জন্য নির্ধারিত থাকলেও বৃষ্টি না থামায় মাঠে নামা হয়নি ক্রিকেটারদের। একইসঙ্গে বৃষ্টিতে ধুয়ে যায় পুরো দ্বিতীয় সেশনের খেলা।
বৃষ্টি থামার পর ২টা ৩৮ মিনিট থেকে শুরু হয় মাঠের কভার সরিয়ে নেয়ার প্রক্রিয়া। প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৩টা ৫৮ মিনিটে শুরু হয় তৃতীয় সেশনের খেলা।
আরও পড়ুন:ঢাকা টেস্টের তৃতীয় দিন আঘাত হেনেছে বৃষ্টি। বেলা ১২টায় বৃষ্টি হানা দেয়ায় বন্ধ করে দেয়া হয় খেলা। আম্পায়াররা মধ্যাহ্ন বিরতির ঘোষণা করে দেন। এরপর বৃষ্টি না কমায় দ্বিতীয় সেশনেও আর খেলা হয়নি।
বুধবার প্রথম সেশনে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটের খরচায় ২১০ রান। এখনও বাংলাদেশের চেয়ে ১৫৫ রানে পিছিয়ে আছে লঙ্কানরা।
দিনের প্রথম ওভারে কাসুন রাজিথাকে ফেরান এবাদত। ওভারের দ্বিতীয় বলে তাকে বোল্ড করে পতন ঘটান লঙ্কানদের তৃতীয় উইকেটের।
এরপর উইকেটের একপ্রান্ত আগলে সেঞ্চুরির দিকে ব্যাট চালাতে শুরু করা দিমুথ করুনারত্নেকে ফেরান সাকিব। দুর্দান্ত এক আর্ম বলে বিভ্রান্ত হয়ে স্টাম্প হারান লঙ্কান দলপতি।
মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৮০ রান। এর মধ্য দিয়ে ১৬৪ রানে চতুর্থ উইকেটের পতন ঘটল শ্রীলঙ্কার।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৪৩ রান। বাংলাদেশ দিনের দ্বিতীয় সেশনে ৩৬৫ রানে অলআউট হয়ে যায়।
আরও পড়ুন:ঘরের উইকেটের সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই লঙ্কানদের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার শিবিরে দিনের শুরুতে এবাদতের আঘাতের পর উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।
দিনের প্রথম ওভারেই কাসুন রাজিথাকে ফেরান এবাদত। দ্বিতীয় বলেই তাকে বোল্ড করে পতন ঘটান লঙ্কানদের তৃতীয় উইকেটের।
এরপর উইকেটের এক প্রান্ত আগলে সেঞ্চুরির দিকে ব্যাট চালাতে শুরু করা দিমুথ কারুনারত্নেকে ফেরান সাকিব। দুর্দান্ত এক আর্ম বলে বিভ্রান্ত হয়ে স্টাম্প হারান লঙ্কান দলপতি।
মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৮০ রান। এর মধ্য দিয়ে ১৬৪ রানে চতুর্থ উইকেটের পতন ঘটল শ্রীলঙ্কার।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৪৩ রান।
ঢাকা টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশের হয়ে শুভ সূচনা করেছেন পেইসার এবাদত হোসেন। দিনের প্রথম ওভারেই কাসুন রাজিথাকে ফিরিয়ে পতন ঘটান লঙ্কানদের তৃতীয় উইকেটের। এর মধ্য দিয়ে ১৪৪ রানে তিন উইকেট হারাল শ্রীলঙ্কা।
১৪৩ রানে দুই উইকেট হারিয়ে সুবিধাজনক অবস্থানে থেকে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনের প্রথম বলে দিমুথ কারুনারত্নে সিঙ্গেল নিয়ে ব্যাট করতে পাঠান রাজিথাকে।
দ্বিতীয় বলেই তাকে বোল্ড করেন এবাদত। আর সেই সঙ্গে পতন ঘটান লঙ্কানদের তৃতীয় উইকেটের।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৪৩ রান। বাংলাদেশ দিনের দ্বিতীয় সেশনে ৩৬৫ রানে অলআউট হয়ে যায়।
বাংলাদেশের করা প্রথম ইনিংসে ৩৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ২২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। দলীয় সংগ্রহ ১৪৩ রান তুলতে তাদের হারাতে হয়েছে মাত্র দুটি উইকেট।
কাগজ-কলমের হিসাবে বেশ সুবিধাজনক অবস্থানে থেকে দিন শেষ করলেও জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার লিটন দাস মনে করছেন বাংলাদেশের চেয়ে এখনও শ্রীলঙ্কা অনেক পিছিয়ে রয়েছে।
হোম অফ ক্রিকেটে প্রথম দুই দিনের খেলার প্রথম সেশনে বোলারদের রাজত্ব থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লাটা ভারী হয় ব্যাটারদের দিকে। আর তৃতীয় দিনের শুরুতে সেই সুযোগটা কাজে লাগিয়ে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে নিজেদের আরও একধাপ এগিয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন লিটন।
পাশাপাশি প্রথম ইনিংসেই লিডের বাগিয়ে নেয়ার দিকে চোখ রেখেই তৃতীয় দিনের খেলা শুরু করতে চান তিনি।
লিটন বলেন, ‘এখনও শ্রীলঙ্কা অনেকটা পিছিয়ে আছে। আমরা কাল সকালে যদি এক-দুটি উইকেট নিতে পারি তো অনেরকখানি এগিয়ে থাকব। এখানে প্রথম ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ। ওরা যদি আমাদের ক্লোজ হয় বা এগিয়ে যায় তাহলে আমরা ব্যাকফুটে পড়ে যাব। তো এই ইনিংসে যতখানি লিড নেয়া যায় সেই চেষ্টা থাকবে।’
মন্তব্য