ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্ব। শুক্রবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। তার আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল।
এবারের বিশ্বকাপের নাম রাখা হয়েছে ‘আল রিহলা। যার বাংলা অর্থ ‘যাত্রা’। এবারও বিশ্বকাপের বল তৈরি করেছে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক জার্মান প্রতিষ্ঠান আডিডাস।
আডিডাসের ডিজাইন বিভাগের প্রধান ফ্রান্সিসকা লোফেলমান জানিয়েছেন এবারের বলটিই বিশ্বকাপের ইতিহাসে বাতাসে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন হবে।
পানিভিত্তিক আঁঠা ও কালিরমতো পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এবারের বল। বিশ্বকাপ ও আডিডাসের লোগো ছাড়াও বলে থাকছে নীল, হলুদ, কমলা ও লাল রঙ্গের ডিজাইন।
বল উন্মোচন করার পর আডিডাস তাদের সবচেয়ে বড় আইকন লিওনেল মেসিকে দিয়ে এর ফটোশ্যুট করিয়েছে। এছাড়া আল রিহলা হাতে ফটোশ্যুটে অংশ নিয়েছেন টটেনহ্যাম হটস্পারের কোরিয়ান ফরোয়ার্ড হিউং-মিন সন।
৩০ মার্চ থেকে আডিডাসের অফিশিয়াল আউটলেটে পাওয়া যাবে আল রিহলা। আর খুব শিগগিরই বিভিন্ন মহাদেশে বলটি নিয়ে প্রচারণামূলক সফর শুরু করবে আডিডাস।
আরও পড়ুন:32 teams. 1 ball to make their dreams possible.
— adidas Football (@adidasfootball) March 30, 2022
Introducing Al Rihla, the Official World Cup 2022 Match Ball.
Your journey starts now.
Exclusively available at adidas online and retail stores until April 12th. pic.twitter.com/uMys1dorIZ
মালয়েশিয়ার বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের মেয়েরা দাপুটে জয় পেলেও দ্বিতীয়টিতে গোলশূন্য ড্র করেছে। লাল-সবুজের প্রতিনিধিরা দুই ম্যাচের টুর্নামেন্টে একটি জয় ও একটি ড্র নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
আগের ম্যাচের একাদশের ওপরই ভরসা রাখেন কোচ গোলাম রব্বানী ছোটন। তবে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে মালয়েশিয়া। প্রথম ম্যাচে র্যাংকিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে ৬-০ গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচ অমীমাংসিত রেখেই শেষ করতে হয়েছে।
প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও জয় তুলতে পারেনি মালয়েশিয়ার মেয়েরা। রক্ষণভাগে দারুণ মনোযোগ রাখায় বাংলাদেশের প্রতিটি আক্রমণ দারুণভাবে প্রতিরোধ করেছে সফরকারীরা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ গোলের খোঁজে মরিয়া হয়ে প্রতিপক্ষের রক্ষণে হানা দিলেও কোনোরকম ভুল করেনি জ্যাকব জোসেফের শিষ্যরা।
অষ্টম মিনিটে আঁখি খাতুনের গতির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মালয়েশিয়ান গোলকিপার নুরুল আজুরিন। ১১তম মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে বাংলাদেশ। মনিকার তুলে দেয়া বল গোলমুখ থেকে পোস্টের ওপর দিয়ে মারেন ডিফেন্ডার মাসুরা পারভিন।
১৭তম মিনিটে বাংলাদেশের করা আরও একটি শট রুখে দেন গোলকিপার আজুরিন। ৪০তম মিনিটে বাংলাদেশের অধিনায়কের দারুণ শট রুখে দেন মালয়েশিয়ান গোলকিপার।
দ্বিতীয়ার্ধে মালয়েশিয়ার বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখা যায় আহত হয়ে মাঠে বারবার শুয়ে পড়তে। তবে আক্রমণে কমতি ছিল না ছোটনের শিষ্যদের। শেষের ৮৫তম মিনিটে কৃষ্ণার শটটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সবশেষ ড্র নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
দুই ম্যাচের সিরিজে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন আঁখি বেগম। তিনি প্রথম ম্যাচে দুই গোল করেছেন। অপরদিকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন মারিয়া মান্ডা।
আরও পড়ুন:৯ বছর পর রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্যারেথ বেল প্রায় তিন সপ্তাহ আগেই। স্বপ্নের ক্লাব ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে এবার তিনি পাড়ি জমাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। আমেরিকান লস এঞ্জেলেস ফুটবল ক্লাব হতে যাচ্ছে তার নতুন ঠিকানা।
ক্রীড়াভিত্তিক সংবাদসংস্থা স্পোর্টস বাইবেল এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটির দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, চলতি জুনেই রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে বেলের। এরপর ফ্রি এজেন্ট হিসেবে তাকে দলে ভেড়াতে ইতোমধ্যেই চুক্তি সম্পাদন করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
২০১৩ সাল থেকে রিয়াল মাদ্রিদের সঙ্গে আছেন গ্যারেথ বেল। সে সময়কার রেকর্ড ৯ কোটি ৪০ লাখ ইউরোতে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন ওয়েলসের এই তারকা অধিনায়ক। চলতি মৌসুম শেষে লস ব্লাঙ্কোস শিবির থেকে ৯ বছরের পথ চলার ইতি টানছেন এই ফুটবলার।
মূলত রিয়াল ও বেল দুই পক্ষেরই চুক্তি নবায়নে অনীহা থাকার কারণে রিয়ালে থাকা হচ্ছে না ওয়েলসের এই দলপতির।
২০২১-২০২২ মৌসুমের পঞ্চম লিগ শিরোপা জিতে বিদায় নিচ্ছেন এই তারকা। চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে খেলেছেন পাঁচটি ম্যাচ। সব মিলিয়ে জিতেছেন ১৬ শিরোপা। যার মধ্যে ৫টিই চ্যাম্পিয়ন্স লিগ। এ ছাড়া রিয়ালের জার্সিতে ২৫৮ ম্যাচে ১০৬ গোল করেছেন এই ওয়েলস তারকা।
আরও পড়ুন:বার্সেলোনা ছেড়ে গত বছর প্যারিস জেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন লিওনেল মেসি। বিশ্বসেরা তারকার যোগদানের পর পিএসজির জার্সি বিক্রি বেড়েছে বহুগুনে। মেসির নামাঙ্কিত কিট বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি।
বিক্রয়ের সংখ্যার দিক থেকে মেসির জার্সি ছাড়িয়ে গেছে রোনালডোর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিকেও।
প্যারিসিয়ানদের বিক্রি হওয়া মোট জার্সির ৬০ শতাংশ মেসির ৩০ নম্বর জার্সি।
ইউনাইটেডে এ পর্যন্ত রোনালডোর রেপ্লিকা জার্সি বিক্রি হয়েছে মোট ২০ কোটি ৭০ লাখ ইউরোর। আর মেসির জার্সি বাজারে আসার এক ঘণ্টার মধ্যে বিক্রি ছাড়িয়েছে ১৩ কোটি ইউরো। এখনও পর্যন্ত ১ কোটিরও বেশি মেসির জার্সি বিক্রি করেছে পিএসজি।
পিএসজির চিফ পার্টনারশিপ অফিসার মার্ক আর্মস্ট্রং খেলাধুলা বিষয়ক সাইট মার্কাকে বলেন, ‘মেসি প্যারিসে আসার পর চাহিদা ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। বিক্রির শুধু সরবরাহের অভাবে কমতে পারে। আমরা মেসির শার্টের চাহিদা মেটাতে পারছি না কারণ এত পরিমানে উৎপাদন করা সম্ভব হচ্ছে না।’
‘চাহিদা কেউ পূরণ করতে পারবে না। এরই মধ্যে অনেক জার্সি বিক্রি করছি। হয়তো একজন খেলোয়াড়ের জন্য বিশ্বের অন্য যে কোনো দলের চেয়ে এই সবচেয়ে বেশি যা আমাদের পরবর্তী ধাপে নিয়ে যায়।’
আর্মস্ট্রং মনে করেন, মেসি ক্লাবে আসার পর স্পনসরশিপ চুক্তিগুলি বেড়েছে ১৩ শতাংশ ফলে তারা সুযোগ পেয়েছেন অসংখ্য বিপণন ও স্পনসরশিপ চুক্তি করতে।
এছাড়াও, মেসি পিএসজিতে যোগ দেয়ার পর পিএসজির সোশ্যাল মিডিয়া ফলোয়ার প্রতি সপ্তাহে ১৪ লাখ করে বৃদ্ধি পাচ্ছে। টিকিট বিক্রি এবং টিকেটের চাহিদা চাহিদা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে।
আরও পড়ুন:২০১৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছিলেন বিশ্বরেকর্ড ট্র্যানসফার ফি ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে। ৬ বছরের মাথায় আবারও পুরনো ক্লাব ইউভেন্তাসে ফিরছেন পল পগবা। ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিতে রাজি হয়েছে।
ইউনাইটেডে পগবার সময়টা ভালো যাচ্ছিল না। একের পর এক বাজে পারফরম্যান্সের কারণে কোচদের ভরসা অর্জন করতে পারেননি এ ফরাসি মিডফিল্ডার। ফলে, মৌসুমের মাঝ পথে মোটামুটি নিশ্চিত হয়ে যায় তার দল ছাড়ার সময় এসেছে।
মৌসুমে শেষে কোন ক্লাবে যোগ দেবেন সেটা নিয়ে ছিল গুঞ্জন। তার পুরনো ক্লাব ইউভেন্তাস, তারকা সমৃদ্ধ পিএসজি, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের নাম শোনা যাচ্ছিল তার নতুন গন্তব্য হিসেবে।
অবশেষে ইউভেন্তাসেই ফিরছেন তিনি। ইউরোপীয়ান দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো এক টুইটে বৃহস্পতিবার পল পগবার দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
২৯ বছর বয়সী পগবার সঙ্গে চুক্তি নবায়ন করবে না ইউনাইটেড। ফলে, কোনো অর্থ ছাড়া বিনামূল্যে পগবাকে পাচ্ছে ইউভেন্তাস। ১ জুলাই আনুষ্ঠানিক চুক্তি করবেন পগবা এমনটা জানিয়েছেন রোমানো। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তি করা হতে পারে তার সঙ্গে।
ইউভেন্তাস টানা ৯ বছর ইতালির সেরি আ চ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুই মৌসুম শিরোপা জিততে পারেনি। যে কারণে বেশ জোড়েশোরেই তারা এবারে দলদবলের বাজারে নেমেছে।
পগবার পর তাদের পছন্দের তালিকায় আছে আনহেল দি মারিয়া ও নেইমারের মতো তারকার নাম।
আরও পড়ুন:আর্জেন্টিনার অধিনায়ক ও পিএসজির ফরোয়ার্ড লিওনেল মেসির ৩৫তম জন্মদিন আজ। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোসারিওতে জন্ম নেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার।
৪ বছর বয়সে ফুটবলে হাতেখড়ি। ১০ বছর বয়সে নিউয়েলস ওল্ড বয়েজের জুনিয়র টিমের হয়ে খেলা। মেসির গল্পটা এখন সবারই জানা। গ্রোথ হরমোনে সমস্যা থাকার কারণে মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় যোগ দেন মেসি।
সেখানের বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমিতে ফুটবল শিক্ষার পাশাপাশি চলে চিকিৎসাও। ২০০৪ সালে ১৭ বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক হয় মেসির। পরের অংশটুকু ইতিহাস।
২৩ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মেসি জেতেন ৩টি ব্যলন ডর। পরের ১৩ বছরে জিতেছেন আরও ৪টি।
টানা ১৭ বছর খেলার পর গত বছর মেসি যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। এ দেড় দশকে ফুটবলকে দুহাত উজাড় করে দিয়েছেন মেসি। বার্সেলোনার হয়ে জিতেছেন ৪টি চ্যাম্পিয়নস লিগ, ১০টি লিগ শিরোপাসহ অসংখ্য ট্রফি।
২০২১ সালে সমালোচকদের মুখে ছাই দিয়ে জিতেছেন অধরা কোপা আমেরিকা ট্রফি। আর্জেন্টিনার জার্সি গায়ে ‘অচেনা মেসি’ এ অপবাদ মুছতে জাতীয় দলের জার্সিতেও গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।
বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে গোল স্কোরিংয়ের সবগুলো রেকর্ড তার। চিরশত্রুরাও মেনে নিয়েছেন তাকে সর্বকালের সেরা বলে।
তারপরও ছোট্ট একটা খুঁত এখনও রয়ে গেছে লিওনেল আন্দ্রেস মেসি কুচিত্তিনির ক্যারিয়ারে। ফুটবলের সবচেয়ে বড় সম্মান ও প্রাপ্তি বিশ্বকাপটা এখনও ছুঁয়ে দেখা হয়নি তার।
২০১৪ সালে কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু জার্মানির বিপক্ষে ফাইনালের অতিরিক্ত সময়ের গোলে শেষ হয়ে যায় মেসির বিশ্বকাপ স্বপ্ন। পরের বার রাশিয়ায় ব্যর্থ হন।
৩৫তম জন্মদিনের বছরে আরেকটি বিশ্বকাপের দ্বারপ্রান্তে রয়েছেন এ ক্ষণজন্মা ফুটবলশিল্পী। এবারই হয়তো শেষ। আগের পাঁচবারের চেষ্টায় যেটা পারেননি, এবারে পারবেন এমন আশা বুক বেঁধে আছেন বিশ্বজুড়ে শতকোটি মেসিভক্ত।
টুইটার, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে লিওনেল মেসির জন্মদিন। আর সবখানেই একটাই আকুতি এবারের বিশ্বকাপ ট্রফি উঠুক মেসির হাতে।
আরও পড়ুন:সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। এই বৃত্ত ভাঙার চেষ্টায় উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুক্রবার সেন্ট লুইসে মাঠে নামছে টাইগাররা।
ম্যাচের আগে সংবাদসম্মেলনে বৃহস্পতিবার রাতে অধিনায়ক সাকিব আল হাসান জানান অ্যান্টিগা থেকে সেইন্ট লুইসের পিচ খানিকটা সহজ হবে এমন প্রত্যাশা তার। ব্যাটাররা এই পিচে রান পাবেন বলে মনে করেন তিনি।
সাকিব বলেন, ‘এরকম পিচে স্বাভাবিকভাবে রানটা বেশি হয়। খেলাটাও ফাস্ট হয়। তাড়াতাড়ি রান হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের পিচে আড়াআড়ি শটগুলো বেশি কাজে আসে। আমরা একটা নেট সেশন করেছি। আরেকটা হলে সবাই মোটামুটি মানিয়ে নিতে পারবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড বা অন্যান্য দেশেও একই ধরনের পিচ হয়ে থাকে বলে মনে করেন সাকিব। দেশের ক্রিকেটারদের এমন পিচে খেলতে সমস্যা হবে না বলেও মনে করেন তিনি।
তিনি যোগ করেন, ‘আমার মনে হয় অন্তত প্রথম দিন অ্যান্টিগা থেকে ভালো উইকেট হবে ব্যাটিংয়ের জন্য। একটু পেস ও বাউন্স থাকবে হয়তো। ওরকম দুই দিকে খুব বেশি মুভমেন্ট থাকবে বলে মনে হয় না। কিন্তু না খেলা পর্যন্ত কোনোটাই বলা সম্ভব না পিচ কেমন হবে। খেলা শুরুর ১৫-২০ মিনিট বা আধাঘণ্টা পর পুরো বুঝতে পারব।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন অব্যহত আছে। বৃহস্পতিবার ফিফা প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে আবার পিছিয়েছে বাংলাদেশ। চার ধাপ পিছিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৯২।
২০০৯ সালে বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন দায়িত্ব নেয়ার সময় বাংলাদেশের র্যাঙ্কিংয়ে অবস্থান ছিল ১৪৯। এরপর থেকে শুধুই অবনতি হয়েছে বাংলাদেশের। ২০১৭ সালে ১৯৭ নম্বর অবস্থানে গিয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ।
সবশেষ র্যাঙ্কিংয়ে ১৯২ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
টেবিলের অন্য প্রান্তে রদবদল হয়েছে আর্জেন্টিনার। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে টপকে র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছে লিওনেল মেসির দল। নতুন কোচ লিওনেল স্কালোনির অধীনে চার বছরে ৯ ধাপ এগিয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার পয়েন্ট ১৭৭০.৬৫। দুইয়ে থাকা বেলজিয়ামের পয়েন্ট ১৮২১.৯২ আর র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৮৩৭.৫৬।
ইতালিকে টপকে র্যাঙ্কিংয়ের সাতে উঠে এসেছে স্পেন। আর পর্তুগালকে ৯ নম্বরে ঠেলে দিয়ে আটে উঠে এসেছে নেদারল্যান্ডস। উন্নতি হয়েছে জার্মানিরও। র্যাঙ্কিংয়ে বর্তমানে ১৬৫৮.৯৬ পয়েন্ট নিয়ে ১১তে অবস্থান করছে তারা।
আরও পড়ুন:
মন্তব্য