× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

খেলা
Langer resigned after winning the Ajit World Cup and Ashes
google_news print-icon

অজিদের বিশ্বকাপ-অ্যাশেজ জিতিয়ে পদত্যাগ ল্যাঙ্গারের

অজিদের-বিশ্বকাপ-অ্যাশেজ-জিতিয়ে-পদত্যাগ-ল্যাঙ্গারের
পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। ছবি: এএফপি
বল টেম্পারিং অধ্যায়ের পর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন জাস্টিন ল্যাঙ্গার। চার বছরে তার অধীনে দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জেতে অজিরা।

দলকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ জিতিয়ে অস্ট্রেলিয়ার হেড কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন জাস্টিন ল্যাঙ্গার।

তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল আগামী জুনে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, অল্পদিনের চুক্তি নবায়নকে প্রত্যাখান করেন ল্যাঙ্গার।

বল টেম্পারিং অধ্যায়ের পর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন তিনি। চার বছরে ল্যাঙ্গারের অধীনে দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জেতে অজিরা।

ল্যাঙ্গারের ম্যানেজমেন্ট টিম জানায়, তার পদত্যাগ ‘অবিলম্বে কার্যকর’ হয়েছে, তিনি অস্ট্রেলিয়ার হেড কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন কিনা তা নিয়ে কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন তিনি।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান নিক হকলি বলেন, ‘আমরা স্বাভাবিকভাবেই হতাশ জাস্টিন কোচ হিসাবে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন না। তবে তার সিদ্ধান্তকে সম্মান করি এবং ভবিষ্যতে তার জন্য শুভ কামনা জানাই।

‘গত চার বছরে জাস্টিন অস্ট্রেলিয়ান পুরুষ দলের একজন অসামান্য কোচ। তিনি দলের প্রতি আস্থা ফিরিয়ে এনেছেন।’

ল্যাঙ্গারের ম্যানেজার জেমস হেন্ডারসন টুইট করেন, ‘একজন খেলোয়াড় হিসেবে জাস্টিন ৫-০ ব্যবধানে অ্যাশেজ জিতেছিলেন। এবার কোচ হিসেবেও জেতেন।’

তার অবর্তমানে সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। অ্যান্ড্রুর অধীনে অজিরা দুই দশকে প্রথমবার পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে।

আগামী মার্চে পাকিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এ সময় তিন টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি।

আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্টার্ক
অস্ট্রেলিয়ার হল অফ ফেইমে জাস্টিন ল্যাঙ্গার
শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া দলে নেই ওয়ার্নার-মার্শ
অ্যাশেজ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া
কোয়ারেন্টিন জটিলতায় অস্ট্রেলিয়া যাচ্ছে না নিউজিল্যান্ড

মন্তব্য

আরও পড়ুন

খেলা
Ireland sent Bangladesh to bat in the series deciding match

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আয়ারল্যান্ড

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আয়ারল্যান্ড সিলেটে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ানডের একটি মুহূর্ত। ছবি: ইএসপিএন
প্রথম ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতে মুখিয়ে থাকা বাংলাদেশ এ ম্যাচে বিশ্রাম দিয়েছে পেসার মুস্তাফিজুর রহমানকে। তার স্থলাভিষিক্ত হন হাসান মাহমুদ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।

প্রথম ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতে মুখিয়ে থাকা বাংলাদেশ এ ম্যাচে বিশ্রাম দেয় পেসার মুস্তাফিজুর রহমানকে। তার স্থলাভিষিক্ত হন হাসান মাহমুদ।

দুপুর ২টা থেকে শুরু হওয়া ম্যাচে আয়ারল্যান্ড দলেও আনা হয় এক পরিবর্তন। গ্যারেথ ডেল্যানির জায়গায় মাঠে নামেন ম্যাথু হামফ্রিস, এ ম্যাচের মধ্য দিয়ে যার অভিষেক হয়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, অ্যান্ড্রু ব্যালবিরনি (অধিনায়ক), হ্যারি টেকটর, লরক্যান টাকার, জর্জ ডকরেল, কুর্তিস ক্যামফার, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিস ও গ্রাহাম হিউম।

মন্তব্য

খেলা
Graduate Shakib participated in the university convocation

পড়াশুনায় সর্বোচ্চ সার্টিফিকেট পাওয়ার স্বপ্ন সব সময়ই ছিল: সাকিব

পড়াশুনায় সর্বোচ্চ সার্টিফিকেট পাওয়ার স্বপ্ন সব সময়ই ছিল: সাকিব সমাবর্তনে বক্তব্য দেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে সাকিব বলেন, আমি খুব খুশি আর গর্বিত যে অবশেষে আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। টেস্ট ক্যাপ পাওয়ার সময় যে অনুভূতি হয়েছিল, আমার এখনকার অনুভূতিটা সে রকমই।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে গ্র্যাজুয়েশন শেষ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ সেশন থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিষয়ে ডিগ্রি সম্পন্ন করা সাকিব রোববার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ২১তম সমাবর্তন থেকে সনদ পেয়েছেন।

রাজধানীতে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানে সাকিবের হাতে সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি খুব খুশি আর গর্বিত যে অবশেষে আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। টেস্ট ক্যাপ পাওয়ার সময় যে অনুভূতি হয়েছিল, আমার এখনকার অনুভূতিটা সে রকমই।

তিনি বলেন, ‘আমি ক্রিকেটে অনেক কিছু অর্জন করতে পারি। কিন্তু পড়াশুনার ক্ষেত্রে সর্বোচ্চ সার্টিফিকেট পাওয়ার স্বপ্নটা আমার সব সময়ই ছিল।’

সমাবর্তনে ডা. আনোয়ারুল আবেদীন লিডারশিপ পদকও পান সাকিব। তার গলায় এ পদক পরিয়ে দেন শিক্ষামন্ত্রী।

এআইইউবি থেকে এ বছর সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের মোট ৪ হাজার ৭২২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাকোত্তর ডিগ্রি দেয়া হয়।

আরও পড়ুন:
সাকিবকে ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে: বিসিবি
সাকিব আমাকে মারতে এসেছিল, কিছু বলিনি: ব্যারিস্টার সুমন
সাকিবকে দুবাইয়ে নিমন্ত্রণ জানানো আসামিকে নিয়ে কী জানা গেল

মন্তব্য

খেলা
Trying to make Shakib a villain BCB

সাকিবকে ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে: বিসিবি

সাকিবকে ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে: বিসিবি ক্রিকেটার সাকিব আল হাসান। ফাইল ছবি
বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘এমন একটা পরিস্থিতিই (সাকিবকে ভিলেন বানানো) তো তৈরি হচ্ছে। এটা নিয়ে না জেনে বেশি মাতামাতি করলে পারফরম্যান্সেও তো সমস্যা হবে। আগে সবাই ব্যাপারটা জানি। তার জন্য সবার সমর্থন দরকার।’

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরাভ জুয়েলার্স নামের একটি দোকান উদ্বোধন ইস্যুতে সৃষ্ট বিতর্কে নিজেদের বক্তব্য জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির মতে, সব দিক বিচার বিবেচনা না করে সাকিবকে ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে।

জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ১৫ মার্চ দুবাইয়ে আরাভ জুয়েলার্স নামের একটি দোকান উদ্বোধন করেন। বাংলাদেশের মিডিয়া জগতের আরও অনেক তারকায় সমৃদ্ধ সে অনুষ্ঠানের আগেই খবর আসে যে, এই দোকান খুনের মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাব খানের।

সাকিব আল হাসান ওই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এ নিয়ে তোলপাড় চলছে। অনুষ্ঠানে দেশি-বিদেশি আরও অনেক তারকা যুক্ত হলেও তারকাখ্যাতিতে বাংলাদেশি অলরাউন্ডার এগিয়ে বলে আলোচনাটাও বেশি হচ্ছে সাকিবকে নিয়ে। এ নিয়ে তার পক্ষ থেকে কিছু জানা না গেলেও বিসিবি শনিবার তাদের অবস্থান জানিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের মুখে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘বোর্ডের নিয়ম পর্যবেক্ষণ করে তবেই সিদ্ধান্ত নেয়া হবে। আমরা ক্রিকেট অপারেশনস বিভাগ থেকে দেখব এটা কেন্দ্রীয় চুক্তির কোনো শর্ত ভঙ্গ করছে কি না। তেমন কিছু হলে আমরা শৃঙ্খলা কমিটিকে দায়িত্ব দিতে পারি। কোনো কিছু না জেনে, সবাইকে জিজ্ঞেস না করে, ব্যাপারটা পুরোপুরি তদন্ত না করে আমরা কোনো মন্তব্য করতে পারছি না।

‘সাকিব শুধু বিসিবির না, সে দেশের গর্ব। তার খেয়াল রাখা আমাদের দায়িত্ব।’

ইউনুস জানিয়েছেন, যা-ই হোক না কেন, বোর্ডের সহযোগিতা পাচ্ছেন দেশসেরা অলরাউন্ডার। নিয়ম অনুযায়ী ভুল করে থাকলেও সাকিবকে সমর্থন করার ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, ‘এমন একটা পরিস্থিতিই (সাকিবকে ভিলেন বানানো) তো তৈরি হচ্ছে। এটা নিয়ে না জেনে বেশি মাতামাতি করলে পারফরম্যান্সেও তো সমস্যা হবে। আগে সবাই ব্যাপারটা জানি। তার জন্য সবার সমর্থন দরকার। যদি না জেনে থাকে তাহলে তাকে যেসব পরামর্শ বা উপদেশ দেয়া দরকার, সেসব বিষয়ে আলোচনা করব।’

মন্তব্য

খেলা
Tigards highest collection of two centuries in a match

দুই সেঞ্চুরি মিসের ম্যাচে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ

দুই সেঞ্চুরি মিসের ম্যাচে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯৩ রান করেছেন সাকিব। ছবি: সংগৃহীত
সাকিবের ৯৩ এবং হৃদয়ের ৯২ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করে ৩৩৮ রান।  এই প্রথম একই ম্যাচে বাংলাদেশের দুজন ব্যাটসম্যান নার্ভাস নাইন্টিজের শিকার হয়েছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। এতে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান এবং অভিষিক্ত তৌহিদ হৃদয়।

সাকিবের ৯৩ এবং হৃদয়ের ৯২ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করে ৩৩৮ রান। এই প্রথম একই ম্যাচে বাংলাদেশের দুজন ব্যাটসম্যান নার্ভাস নাইন্টিজের শিকার হয়েছেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদশের। অধিনায়ক তামিম ফিরেছেন ব্যক্তিগত ৩ রানে। দ্বিতীয় উইকেটে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত জুটি গড়লেও বড় করতে পারেননি। দুজনই থিতু হয়েও ফিরেছেন। লিটন ২৬ ও শান্ত করেন ২৫ রান। এরপর চতুর্থ উইকেট জুটিতে ১৩৫ রানের জুটি সাকিব-হৃদয়ের। শুরুতে দেখেশুনে খেললেও পরে ব্যাট চালান তারা। দুজনই ফেরেন শতকের কাছে গিয়ে।

ছয়ে নেমে ১৭০ প্রায় স্ট্রাইক রেটে ব্যাট করে বাংলাদেশকে তিন শ রানের পথে রাখেন মুশফিক। শেষ দিকে ইয়াসির আলী রাব্বি (১৭), তাসকিন আহমেদ (১১) ও নাসুম আহমেদের (১১) ছোট কিন্তু কার্যকারী ইনিংসে রেকর্ড সংগ্রহ পায় বাংলাদেশ।

এর আগে টাইগারদের সর্বোচ্চ স্কোর ছিল ৮ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ বিশ্বকাপে নটিংহামে অস্ট্রেলিয়ার ৩৮১ রান তাড়া করতে নেমে সেটি করেছিল বাংলাদেশ।

আরও পড়ুন:
ইংলিশদের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
মিরাজের বোলিং তোপ, সিরিজ জয়ে প্রয়োজন ১১৮
বাংলাদেশি ব্যাটারদের স্বার্থপর বলে খোঁচা সাবেক পাকিস্তানি ক্রিকেটারের
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে প্রথম জয় টাইগারদের
টাইগারদের টার্গেট ১৫৭

মন্তব্য

খেলা
Bangladesh batting after losing the toss Tamim was out at the beginning

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই আউট তামিম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই আউট তামিম উইকেট উদযাপন আয়ারল্যান্ডের। ছবি: ইএসপিএন
এ ম্যাচে মেহেদি হাসান মিরাজকে ছাড়া মাঠে নামতে হয় বাংলাদেশকে। শুক্রবার অনুশীলনের সময় মুখে ফুটবল লেগে ইনজুরিতে পড়েন তিনি।

সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন বছর পর শনিবার অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই তামিম ইকবালকে হারায় টাইগাররা।

তৃতীয় ওভারে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তামিমকে। এর আগে ৩ রান করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান করে বাংলাদেশ।

এ ম্যাচে মেহেদি হাসান মিরাজকে ছাড়া মাঠে নামতে হয় বাংলাদেশকে। শুক্রবার অনুশীলনের সময় মুখে ফুটবল লেগে ইনজুরিতে পড়েন তিনি।

প্রথম ওয়ানডেতে সাত ব্যাটার এবং সাকিব আল হাসানসহ পাঁচ বোলার নিয়ে নেমেছে স্বাগতিকরা।

তাসকিন আহমেদ, এবাদত হোসেনসহ তিন পেসারকে নেয়া হয়েছে একাদশে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ভালো বল করেছিলেন এবাদত।

সফরকারী আয়ারল্যান্ড দলে মারে কমিনস ও জশ লিটলের স্থলাভিষিক্ত হয়েছেন গ্যারেথ ডেল্যানি ও স্টিফেন দোহেনি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, ইয়াসির আলি, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ড্রু ব্যালবিরনি, গ্যারেথ ডেল্যানি, হ্যারি টেকটর, লরক্যান টাকার, স্টিফেন দোহেনি, জর্জ ডকরেল, কুর্তিস ক্যামফার, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হিউম।

মন্তব্য

খেলা
The prime minister was worried about Litons stormy batting

লিটনের ঝড়ো ব্যাটিং দেখে উদ্বিগ্ন ছিলেন প্রধানমন্ত্রী

লিটনের ঝড়ো ব্যাটিং দেখে উদ্বিগ্ন ছিলেন প্রধানমন্ত্রী লিটনের ৭৩ রানের ঝড়ো ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-২০তে ১৫৯ রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ম্যাচের মধ্যেও একাধিকবার ফোন করেছেন প্রধানমন্ত্রী। লিটন দাসের ব্যাটিংয়ের সময় তার আউট হওয়ার শঙ্কাও প্রধানমন্ত্রীর মনে কাজ করছিল বলে জানালেন পাপন।

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে শুধু অভিনন্দন জানানোই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ম্যাচের মধ্যেও একাধিকবার ফোন করেছেন প্রধানমন্ত্রী। লিটন দাসের ব্যাটিংয়ের সময় তার আউট হওয়ার শঙ্কাও প্রধানমন্ত্রীর মনে কাজ করছিল বলে জানালেন পাপন।

ম্যাচ শেষে আজ সংবাদমাধ্যমে পাপন জানালেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী একবার না, একাধিকবার ফোন করেছেন। এমনকি লিটন দাস যখন চার-ছয় মারছিল, তখনো তিনি ফোন দিয়ে বলছিলেন, ‘এই ও এত মারতে গিয়ে যদি আউট হয়ে যায়!’ আমি তখন বললাম যে, ‘অসুবিধা নাই, মাত্র কয়েকটা ওভার বাকি আছে। এখন এই খেলায় মারতেই হবে।’

ম্যাচের পর পুরো দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি অসাধারণ এই অর্জনে বিস্ময়মাখা মুগ্ধতাও শেখ হাসিনার কণ্ঠে ছিল বলে জানিয়েছেন পাপন, ‘উনি এরকম, খেলার মাঝখানেও উনি ফোন করেছেন। বল বাই বল ম্যাচ দেখেছেন। ম্যাচের পরও ফোন করেছেন। সবাইকে অভিনন্দন জানিয়েছেন, প্রতিদিনই জানান। খুবই খুশি, মাননীয় প্রধানমন্ত্রী খুবই খুশি। ওটাই বলছিলেন যে, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ – এটা কল্পনাই করা যায় না। আমরা নিজেরাও ভাবিনি।’

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই ব্যর্থ ছিলেন ওপেনার লিটন দাস। তবে আজ তার ৭৩ রানের ঝড়ো ইনিংসে ১৫৯ রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা।

এদিকে সফরকারী ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে হোয়াইটওয়াশের মাধ্যমে সিরিজ জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এক অভিনন্দন বার্তায় তারা দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান।

আরও পড়ুন:
বাংলাদেশি ব্যাটারদের স্বার্থপর বলে খোঁচা সাবেক পাকিস্তানি ক্রিকেটারের
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে প্রথম জয় টাইগারদের
টাইগারদের টার্গেট ১৫৭
সাকিবের ৩০০
অলরাউন্ডার সাকিবে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

মন্তব্য

খেলা
Whitewash of world champions

বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ

বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ ইংলিশদের হোয়াইটওয়াশ করে টাইগারদের উদযাপন। ছবি: সংগৃহীত
বাংলাদেশের দেয়া ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই সল্টকে শূন্য রানে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন অভিষিক্ত তানভীর ইসলাম।

সিরিজের শেষ টি-২০তে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। গত বছর বিশ্বকাপ জয়ের পর টাইগারদের কাছেই প্রথমবারের মতো ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে হোয়াইটওয়াশ হলো ইংলিশরা।

মঙ্গলবার ঢাকায় মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই সল্টকে শূন্য রানে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন অভিষিক্ত তানভীর ইসলাম।

সল্টকে হারানোর পর ডেভিড ম্যালান-জস বাটলার জুটিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। দ্বিতীয় উইকেটে জস বাটলারকে সঙ্গে নিয়ে পঞ্চাশ রানের জুটি গড়ে দলকে জয়ের পথেই রাখেন এই ওপেনার। প্রথম দুই ম্যাচে ব্যর্থ মালান এ ম্যাচে ৫৩ রান করে মুস্তাফিজের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন। মালান ফেরার পরের বলেই ৪০ রান করে আউট হন বাটলার। এরপর ৯ রান করা মঈন আলিকে মিরাজের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তাসকিন। একই ওভারের শেষ বলে বেন ডাকেটকেও বোল্ড করেন এই পেসার।

১৮তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই স্যাম কারানকে ফেরান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে ইংল্যান্ড।

বাংলাদেশের হয়ে তাসকিন নিয়েছেন দুটি উইকেট।

এর আগে মিরপুরে টস হেরে ব্যাটিং করতে নেমে ইংলিশদের ১৫৯ রানের টার্গেট দেয় টাইগাররা।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না লিটন দাস। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই ব্যর্থ ছিলেন এই ওপেনার। তবে শেষ ম্যাচে ৫৭ বল খেলে ১১ বাউন্ডারিতে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। দলীয় ১৩৯ রানে ক্রিস জর্ডানের বলে ফেরেন লিটন।

এদিকে ব্যক্তিগত ১৭ রানের মাথায় নিশ্চিত জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি রনি তালুকদার। ইনিংসের অষ্টম ওভারেই আদিল রশিদকে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। ২২ বলে তিন চারে ২৪ রান করেন রনি। তার বিদায়ে ভাঙে ৪৫ বল স্থায়ী ৫৫ রানের জুটি।

এরপর সময়ের সঙ্গে লিটনের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

এ ম্যাচের একাদশে দুই পরিবর্তন আনে বাংলাদেশ। তানভীর ইসলামের অভিষেক হয় নাসুম আহমেদের জায়গায়। আর আফিফ হোসেনের জায়গা নেন শামীম পাটোয়ারী।

আরও পড়ুন:
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে প্রথম জয় টাইগারদের
টাইগারদের টার্গেট ১৫৭
সাকিবের ৩০০
অলরাউন্ডার সাকিবে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
সাকিব-এবাদতের উইকেটে ম্যাচে ফিরল বাংলাদেশ

মন্তব্য

p
উপরে