এ বছর আর বিপিএলে নামা হচ্ছে না সিলেট সানরাইজার্সের পেইসার আল আমিন হোসেনের। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অনুশীলনে পায়ে চোট পেয়েছিলেন জাতীয় দলের এ অভিজ্ঞ তারকা।
সেটি বিপিএলের সময় সারেনি। সানরাইজার্সের চিকিৎসকেরা জানিয়েছেন তার পায়ের আঙুলে গ্রেড টু চোট লেগেছে। তাকে চার সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে। যে কারণে বিপিএলে আর খেলা হবে না আল আমিনের।
আর বদলে আরেক পেইসার আলাউদ্দিন বাবুকে সানরাইজার্স দলে অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএলের দ্বিতীয় পর্ব খেলতে এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছেছে সানরাইজার্স। ঢাকায় প্রথম পর্বে দুই ম্যাচ খেলেছে সিলেট। এক ম্যাচে জয় ও এক ম্যাচে হার নিয়ে তারা টেবিলে পাঁচ নম্বর স্থানে আছে।
মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করার পরের ম্যাচে কুমিল্লা ভিকটোরিয়ানসের কাছে ২ উইকেটে হারে সানরাইজার্স।
চট্টগ্রামে শুক্রবার তারা আবারও মুখোমুখি হবে মিনিস্টার ঢাকার। শনিবার সিলেট খেলবে চট্টগ্রামের বিপক্ষে।
আরও পড়ুন:ইনজুরির কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। গতি বিবেচনায় স্কোয়াডে রাখা হয়নি আবু জায়েদ রাহীকে।
এক ঝাঁক তরুণ পেইসার নিয়েই লঙ্কান ব্যাটারদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। দলে রাখা হয় শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ এবং অভিষেকের অপেক্ষায় থাকা রেজাউর রহমান রাজাকে।
সিরিজের প্রথম টেস্টেই ইনজুরিতে পড়েন শরিফুল। চোট দীর্ঘমেয়াদী হওয়ায় বাদ পড়েছেন দ্বিতীয় টেস্ট থেকে। আর এতেই পেইসার সংকট আরও একবার চোখ রাঙাচ্ছে জাতীয় দলকে।
লঙ্কা সিরিজ গোঁজামিল দিয়ে পার করলেও, ভাবনাটা রয়েই যাচ্ছে সামনের উইন্ডিজ সফর নিয়ে। বিষয়টি ভাবাচ্ছে বোর্ডকেও।
আগে থেকে চোটে আছেন তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমান লাল বলে খেলতে ইচ্ছুক নন। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ও আগামি মাসে শুরু হওয়া উইন্ডিজ সফরের জন্য বিসিবির হাতে আছে তিন পেইসার। তাদের মধ্যে আবার অভিষেকের অপেক্ষায় একজন।
রাহী আপাতত নির্বাচকদের সুনজরে নেই। ইনজুরির সঙ্গে লড়াই শেষে ফিরেছেন সাইফউদ্দিন। তবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এখনও প্রস্তুত নন এই অলরাউন্ডার। ফলে ঘুরে-ফিরে একজনের কথাই আসছে টিম ম্যানেজমেন্টের মাথায়, তিনি হলেন মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজকে ছাড়া জাতীয় দলের পেইস ইউনিটের সংকট কাটাতে যে বিসিবির গতি নেই সেটি অনেকটাই স্পষ্ট ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনূসের বক্তব্যে।
জালাল বলেন, ‘এটাতো পরিষ্কার যে আমরা চাচ্ছি মুস্তাফিজ টেস্ট খেলুক, অন্তত ওয়েস্ট ইন্ডিজে। আমরা তাকে জানিয়েছি যে আমরা তোমাকে চাই, তো দেখা যাক কি বলে। এটা কালকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনারা আগামীকাল দল পাবেন, কালকের মধ্যে হয়তো ওয়েস্ট ইন্ডিজ সফরের দল দিয়ে দিবে নির্বাচকরা।’
ইতোমধ্যে এই বিষয়ে মুস্তাফিজের সঙ্গে যোগাযোগও করেছে ক্রিকেট বোর্ড। রোববার তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে জানান তিনি।
জালাল বলেন, ‘আমরা বলেছি তাকে খেলতে, মুস্তাফিজ তো চাচ্ছিলো না খেলতে। আমরা ওকে বলেছি গুরুত্বপূর্ণ দুইজন বোলার নাই। এই মুহূর্তে মুস্তাফিজের সার্ভিস খুব গুরুত্বপূর্ণ। সে নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেছে।
তার (মুস্তাফিজের) যুক্তি হলো সে ওখানে (আইপিএলে) আছে দুই মাস ধরে। এখানে তার সময় নিয়ে নিচ্ছে বেশি। ফিজিক্যালি সে হয়তো বলতে পারে ফিট না। তো যাই হোক আমরা বলেছি, তুমি আসো... দেখা যাক কি করা যায়। সে হয়তো খেলতেও পারে।’
আরও পড়ুন:ইতালি-আর্জেনটিনা দর্শকদের জন্য সুখবর। আগামী মাসেই (জুন) দেশ দুটির মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রীতি ম্যাচ। লন্ডনের ওয়েম্বলিতে ১ জুন মাঠে গড়াবে ম্যাচ।
গত বছর এই ম্যাচের বিষয়ে একমত হয়েছিল ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা-উয়েফা ও সাউথ আমেরিকার কনমেবল। ম্যাচটিকে বলা হচ্ছে ‘ফাইনালিসিমা’ নামে।
ম্যাচকে ঘিরে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২৯ সদস্যের মধ্যে লিওনেল মেসি, ডি মারিয়া, লওতারো মার্টিনেজের পাশাপাশি দীর্ঘ সময় পর জায়গা করে নিয়েছেন পাওলো দিবালা।
ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন মূল গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। স্ট্যান্ডবাই থাকছেন ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো ও জেরোনিমো রুইয়ি।
আর্জেন্টিনার চূড়ান্ত দল
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট), হুয়ান মুসো (আতালান্তা) ও জেরোনিমো রুইয়ি (ভিয়ারিয়াল)।
ডিফেন্ডার: গনজালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), জেরমান পেৎসেয়া (বেটিস), নেহুয়েন পেরেস (উদিনেস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স)।
মিডফিল্ডার: লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), মার্কোস সেনেসি (ফেইনুর্ড),মার্কোস আকুনিয়া (সেভিয়া), গিদো রদ্রিগেজ (বেটিস),আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো দি পল (অ্যাথলেটিকো), এজেকিয়েল পালাসিওস (লেভারকুসেন), জিওভানি লো সেলসো (ভিয়ারিয়াল)।
ফরোয়ার্ড: আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), ডি মারিয়া (পিএসজি), পাওলো দিবালা (জুভেন্টাস), লিওনেল মেসি (পিএসজি), লওতারো মার্টিনেজ (ইন্টার), হুলিয়ান আলভারেজ (রিভারপ্লেট), হোয়াকিন কোরেয়া (ইন্টার), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাথলেটিকো)।
আরও পড়ুন:দুই দিনের বিশেষ সফরে বাংলাদেশ আসছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) সভাপতি গ্রেগ বার্কলে। রোববার তার ঢাকা পৌঁছানোর কথা। সফরে ঢাকা টেস্টের প্রথম দিনে বার্কলে মাঠে বসে উপভোগ করবেন বলে জানা গেছে।
আইসিসি সভাপতির দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বার্কলে। তবে সফরের এজেন্ডা এখনও স্পষ্ট না।
সংবাদমাধ্যমকে এসব নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘আইসিসি সভাপতি কেন আসছেন সেটা আমিও জানি না। তবে কোনো এজেন্ডা নিয়ে আসছেন না। আমার ধারণা হয়তো আইপিএল ফাইনাল দেখতে যাওয়ার আগে এখানে তিনি আসছেন। আমাদের জানানো হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা উপযোগ করবেন তিনি।’
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এলেও আইসিসির সভাপতির কাছে চাওয়া পাওয়ার বিষয়ে এখন কথা বলতে নারাজ বিসিবি বস। সেগুলো আইসিসির সভায় আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।
পাপন বলেন, ‘এখানে আসার নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা সেটা আমি জানি না। আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। পেশাদার যা কিছু হবে আইসিসিতে বসেই হবে।’
আরও পড়ুন:
ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ শেষ করে জুনের প্রথম সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উড়াল দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা।
হজ পালনের জন্য আসন্ন এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তিনি পেয়েছেন এক মাসের ছুটি।
চট্টগ্রাম সিরিজ চলাকালীন এই ছুটি পান ডানহাতি এই ব্যাটার।
মুশফিক ছুটি চেয়েছিলেন প্রায় এক মাস আগেই। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর হজযাত্রীর সংখ্যা বেঁধে দেয় সৌদি সরকার। তখন থেকেই সবগুলো দেশ থেকে স্বল্পসংখ্যক মানুষ সুযোগ পাচ্ছে হজ করার।
বাংলাদেশ থেকেও প্রতি বছর সীমিতসংখ্যক মানুষ হজে যেতে পারছে। এ কারণে শুরুতে ছুটির বিষয়টি অনিশ্চিত ছিল, তবে পরে কোটায় মুশফিকের হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলে বোর্ড তাকে ছুটি দেয়।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।
তিনি বলেন, ‘আসলে ও (মুশফিক) বেশ কিছুদিন ধরে ছুটি চাচ্ছিল, প্রায় এক মাস তো হবেই; হজের জন্য। তখন অবশ্য বিষয়টা অনিশ্চয়তার মধ্যে ছিল।
‘কোটার বিষয় তো। কোটায় যেহেতু নাম এসেছে ওর, সেই মোতাবেক আমরা ওকে ছুটি দিয়েছি। চট্টগ্রাম টেস্ট চলাকালীন ওর ছুটি মঞ্জুর হয়েছে।’
তিনি আরও বলেন, ‘উইন্ডিজের বিপক্ষে ওর মতো একজন ব্যাটারের দরকার ছিল, কিন্তু কিছু করার নেই। ভালোভাবে হজ করে আসুক, এটাই চাওয়া।’
বোর্ডের খসড়া পরিকল্পনা অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজে তিন টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ৫ জুন দেশ ছাড়ার কথা রয়েছে জাতীয় দলের।
আরও পড়ুন:আইপিএল ২০২২ আসরটি চেন্নাই সুপার কিংসের মোটেও ভালো কাটেনি। লিগের মাঝপথে এসে অধিনায়কত্ব বদল করতে হয়েছে। পয়েন্ট টেবিলের নিচে থাকা কিংসের এবারের আসর বাজে কাটলেও ভক্তদের জন্য সুখবর হলো, আগামী আসরেও কিংসের হয়ে খেলবেন মহেন্দ্র সিং ধোনি। সামনে থেকে নেতৃত্ব দেয়ার ভারটাও থাকবে ধোনির কাঁধেই।
শুক্রবার ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনের এসব তথ্য জানানো হয়।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুপার কিংসের ম্যাচের আগে ইয়ান বিশপ তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ধোনি বলেন, ‘অবশ্যই! আমি আইপিএল ২০২৩ খেলব। এটি একটি সাধারণ কারণ। চেন্নাইয়ে না খেলে, তাদেরকে ধন্যবাদ না জানিয়ে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, দল হিসেবে, ব্যক্তিগত দিক দিয়ে মুম্বাইয়ে অনেক ভালোবাসা পেয়েছি আমি। তবে চেন্নাই সমর্থকদের জন্য এটি ঠিক ভালো হবে না।’
চেন্নাই সুপার কিংস প্লে-অফের দৌড় থেকে আগেই বাদ পড়েছে। এটা স্পষ্ট এবাবের মৌসুমটা ধোনির জন্য একদমই ভালো কাটেনি।
এবারের আইপিলের শুরুতেই ধোনি দলের অধিনায়কত্ব ছেলে দিলে দলের ভার নিজের কাঁধে তুলে নেন রবীন্দ্র জাদেজা। শুরু থেকেই ব্যর্থ জাদেজা ৮ ম্যাচ খেলে কেবল দুটিতে জয়ের দেখা পান।
পরে শেষের ৬ ম্যাচ বাকি থাকতে দায়িত্ব পান ধোনি। এখনও পর্যন্ত ধোনির নেতৃত্বে ৫ ম্যাচ খেলে দুটিতে জয়ের দেখা পায় চেন্নাই। তবে এর আগে ধোনির হাত ধরেই দলটি শিরোপা জিতেছে চারবার ও রানার্স আপ হয়েছে পাঁচবার।
আরও পড়ুন:অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত শ্রীলঙ্কা। এ কারণে আগামী আগস্টে নির্ধারিত এশিয়া কাপ ক্রিকেটের আয়োজনের সুযোগ হারাতে পারে লঙ্কানরা। তবে শ্রীলঙ্কায় এশিয়া কাপ না হলে, সেটি বাংলাদেশে হওয়ার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে। ভারতীয় ক্রিকেট সাইট ক্রিকেট ডটকম প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সব দিক বিবেচনা করে বাংলাদেশকেই আদর্শ স্থান ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এসিসির এক কর্মকর্তা ক্রিকেট ডটকমকে বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ একমাত্র বিকল্প। চূড়ান্ত সিদ্বান্ত হওয়ার আগে শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এসিসি। আগস্টের শেষ দিকে ও সেপ্টেম্বরের শুরুতে আরব আমিরাত ম্যাচগুলো আয়োজনের বিকল্প নয়।’
যদি শ্রীলঙ্কা আয়োজন করতে না পারে, তবে ১৫তম আসরের আয়োজক তৃতীয়বার বদলাবে এশিয়া কাপের। ২০২০ সালে টুর্নামেন্টটি হওয়ার কথা থাকলেও, করোনার কারণে তা স্থগিত করা হয়। ওইবার আয়োজক ছিল পাকিস্তান। পরে আগামী আগস্টে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্বান্ত নেয় এসিসি।
২০২২ সালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এশিয়া কাপ আয়োজনের সিদ্বান্ত নেয় এসিসি। তবে শ্রীলঙ্কায় ভয়াবহ আর্থিক সংকটের কারণে সেটি এখন আবারও অনিশ্চয়তার মুখে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২৭ আগস্ট থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ার কথা এশিয়া কাপ। যা চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
আরও পড়ুন:
ইংল্যান্ড সফরে থাকা নিউজিল্যান্ড স্কোয়াডে হানা দিয়েছে করোনা। ব্রাইটনে সাসেক্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে হেনরি নিকোলাস, ব্লেয়ার টিকনার ও বোলিং কোচ শেন জার্গেনসন করোনা পজেটিভ হয়েছেন।
করোনা আক্রান্ত ৩ জনকে ৫ দিনের আইসোলেশনে রাখা হয়েছে। নিউজিল্যান্ডের বাকি সদস্যদের কেউ আক্রান্ত হননি। তাই প্রস্তুতি ম্যাচ ঠিক সময়ে মাঠে গড়াবে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের ম্যানেজমেন্ট।
নিকোলস বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার। নিউজিল্যান্ড টেস্ট দলের হয়ে তার ৪৬ ম্যাচে গড় রান ৪০.৩৮, সেঞ্চুরি করেছেন আটটি।
অন্যদিকে মিডিয়াম পেসার ব্লেয়ার টিকনারের টেস্টে এখনও অভিষেক হয়নি। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার দুটি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
করোনা পজেটিভ শেন জার্গেনসন বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই বছরেরও বেশি সময় ।
নিউজিল্যান্ডের বিপক্ষে জুনের শুরুতে তিন টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। ২ জুন লর্ডসে প্রথম ম্যাচে সাদা পোশাকে মাঠে নামবে দুই দল।
মন্তব্য