× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

খেলা
Shariful returned Taylor
google_news print-icon

টেইলরকে ফেরালেন শরীফুল

টেইলরকে-ফেরালেন-শরীফুল
রস টেইলরকে আউট করার পর শরীফুল ইসলামের উল্লাস। ছবি: সংগৃহীত
সাদমান ইসলামের হাতে ধরা দিয়ে ৩১ রান করে বিদায় নেন অভিজ্ঞ ব্যাটার রস টেইলর। তারপর ক্রিজে নেমেছেন হেনরি নিকোলস।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় সেশনে অভিজ্ঞ রস টেইলরকে আউট করেছেন পেইস বোলার শরীফুল ইসলাম।

সাদমান ইসলামের হাতে ধরা দিয়ে ৩১ রান করে বিদায় নেন এ অভিজ্ঞ ব্যাটার। তার পর ক্রিজে নেমেছেন হেনরি নিকোলস।

৭০ ওভার শেষে ১৯৬ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

সেঞ্চুরি করেছেন ডেভন কনওয়ে। ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন এই বাঁহাতি ব্যাটার।

টেস্টের সকালটা উইকেট দিয়ে শুরু করেছিলেন শরীফুল। অধিনায়ক টম লাথামকে ১ রানের মাথায় বিদায় করেন তিনি। উইকেটকিপার লিটন দাসের গ্ল্যাভসে ধরা দিয়ে ক্রিজ ছাড়েন লাথাম।

পরে দ্বিতীয় সেশনে রানআউট হয়ে সাজঘরে ফেরেন উইল ইয়াং। ১৩৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন এ ব্যাটার।

টপ অর্ডার নিয়ে ভোগা বাংলাদেশের মূল একাদশে রয়েছেন সাদমান ইসলাম। তাকে ওপেনিংয়ে স্লটে রাখতে পারে ম্যানেজমেন্ট। তার সঙ্গে থাকছেন মাহমুদুল হাসান জয় আর তিনে নাজমুল হোসেন শান্ত। মিডল-অর্ডারে থাকছেন মুশফিকুর রহমান, লিটন দাস, ইয়াসির আলী মেহেদী হাসান।

তিন পেইসারের আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। বসিয়ে রাখা হয়েছে অভিজ্ঞ আবু জায়েদ রাহিকে। তাসকিন আহমেদের সঙ্গী এবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

২০১৯ সালে কিউইদের বিপক্ষে তাদের মাটিতে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেবার ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

সবমিলে নিউজিল্যান্ড সফর কখনই সুখের হয়নি বাংলাদেশ দলের জন্য। এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৩২ বার মাঠে নেমেছে টাইগাররা। কোনোবারই জয়ের মুখ দেখেনি তারা।

আরও পড়ুন:
বাংলাদেশের শুরুর ধাক্কা প্রতিরোধ কিউইদের
ভারতের অষ্টম যুব এশিয়া কাপ শিরোপা
নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে নামছে ‘তরুণ’ বাংলাদেশ
নতুন বছরে ভালো কিছুর আশা মুমিনুলের
ক্রীড়া বিশ্বে লিওনেল মেসির বছর

মন্তব্য

আরও পড়ুন

খেলা
The atmosphere in the dressing room has changed claims Hathuru

ড্রেসিংরুমের পরিবেশ বদলে গেছে, দাবি হাথুরুর

ড্রেসিংরুমের পরিবেশ বদলে গেছে, দাবি হাথুরুর প্র্যাকটিসের ফাঁকে কথা বলছেন টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ফল যাইহোক, খেলোয়াড়দের মানসিকভাবে সমর্থন দিচ্ছেন হাথুরু।

রাসেল ডমিঙ্গো প্রধান কোচ থাকা অবস্থায় বাংলাদেশ দলের ড্রেসিংরুমের অবস্থা যে ভালো না, বিরাজ করছে অস্বাস্থ্যকর পরিবেশ— সে কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই জানিয়েছিলেন।

পরিবেশ ঠিক করতেই কিনা ডমিঙ্গোর জায়গায় ‘কড়া হেডমাস্টার’ নামে পরিচিত চন্ডিকা হাথুরুসিংহেকে আবার হেড কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। লঙ্কান কোচ ফেরায় মাঠের ক্রিকেটে ধারাবাহিক বাংলাদেশ। হাথুরুসিংহের দাবি, ড্রেসিংরুমের পরিবেশও বদলে গেছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ রোববার চট্টগ্রামে হাথুরুসিংহে বলেন, ‘আগের খেলোয়াড়, আগের স্কিল। আমার মনে হয় না কিছু পরিবর্তন হয়েছে, শুধু ড্রেসিংরুমের ভেতরে পরিবেশ একটু বদলেছে। কথা-বার্তা, আলোচনা বদলেছে।’

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ফল যাইহোক, খেলোয়াড়দের মানসিকভাবে সমর্থন দিচ্ছেন হাথুরু।

এই কোচ বলেন, ‘আমি দলের মধ্যে মানসিক নিরাপত্তা নিয়ে আসার চেষ্টা করছি। তাদের এটা নিশ্চিত করতে চাই, ফলাফল যাইহোক, তারা ব্যর্থ হোক, তাদের মূল্য কমে যাচ্ছে না। খেলোয়াড়দের আমরা আগের মতো করেই চাচ্ছি। তাদের স্কিল আছে বলেই দলে নির্বাচন করা হয়েছে। আমার মনে হয় না আর কিছু পরিবর্তন হয়েছে। অথবা আমি জানি না আগে কী হতো। তবে স্কিল আগের মতোই আছে।’

তবে ধারাবাহিকভাবে ব্যর্থ হলে যে দলে জায়গা নেই সেটাও বুঝিয়ে দিয়েছেন আফিফ হোসেনের উদাহরণ টেনে, ‘অন্য কাউকে দল থেকে বাদ পড়লে যা করতে হয় আফিফকেও তাই করতে হবে। তাকে আরও কাজ করতে হবে, রান করতে হবে। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, এসব নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। সে ভালো করলে আর দলে জায়গা খালি থাকলে অবশ্যই দলে ফিরতে পারবে। অবশ্যই সে পারফরম্যান্সের কারণেই দলের বাইরে। চেহারার কারণে নয়।’

মন্তব্য

খেলা
Afghanistans first win against Pakistan

পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় আফগানিস্তানের   

পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় আফগানিস্তানের    পাকিস্তানকে হারিয়ে উচ্ছ্বসিত আফগান ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত
ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় কাবু আফগানদের ত্রাতা হয়ে আসেন অভিজ্ঞ অলরাউন্ডার নবী। পঞ্চম উইকেটে নাজিবুল্লাহ জাদরানের সঙ্গে তার অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে ৬ উইকেট আর ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। ৩৮ রানে অপরাজিত থাকেন ম্যাচসেরা নবী।

আফগানদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে অভিজ্ঞদের না নিয়ে তরুণদের সুযোগ করে দিতে চেয়েছিল পাকিস্তান। তবে তাদের এই এক্সপেরিমেন্ট মুখ থুবড়ে পড়েছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই। পাকিস্তান দলকে দুমড়ে-মুচড়ে দিয়ে তাদের বিপক্ষে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আফগানিস্তান। প্রতিবেশিদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শাদাব খান। তবে ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেটে শুরু থেকেই নাকাল হয় তার দল। ফজল হক ফারুকির গতির সঙ্গে মুজিব-রশিদ-নবী ত্রয়ীর ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান তোলে দলটি, টি-টোয়েন্টি ক্রিকেটে যা তাদের পঞ্চম সর্বনিম্ন স্কোর।

আফগান বোলারদের মধ্যে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন পেসার ফারুকি। সমান সংখ্যক ওভার বোলিং করে ৯ রানে ২ উইকেট পান স্পিনার মুজিব-উর-রহমান। ৩ ওভারে ১২ রানে ২ উইকেট যায় মোহাম্মদ নবীর ঝুলিতে, নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫ রান দিয়ে একটি উইকেট জোটে রশিদ খানেরও।

৯৩ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ক্ষণিকের জন্য বিপদে পড়েছিল আফগানরাও। পাওয়ার প্লের শেষ দুই ওভারে ৩ উইকেট হারিয়ে বসে তারা, স্কোরবোর্ডে রান তখন মোটে ২৭। তবে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় কাবু আফগানদের ত্রাতা হয়ে আসেন অভিজ্ঞ অলরাউন্ডার নবী। পঞ্চম উইকেটে নাজিবুল্লাহ জাদরানের সঙ্গে তার অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে ৬ উইকেট আর ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। ৩৮ রানে অপরাজিত থাকেন ম্যাচসেরা নবী।

রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান।

আরও পড়ুন:
মুশফিকের ঝোড়ো সেঞ্চুরিতে রানের নতুন রেকর্ড
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আয়ারল্যান্ড
দুই সেঞ্চুরি মিসের ম্যাচে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই আউট তামিম
লিটনের ঝড়ো ব্যাটিং দেখে উদ্বিগ্ন ছিলেন প্রধানমন্ত্রী

মন্তব্য

খেলা
Asia Cup in Pakistan may be a separate venue for India

পাকিস্তানে হতে পারে এশিয়া কাপ, ভারতের জন্য আলাদা ভেন্যু

পাকিস্তানে হতে পারে এশিয়া কাপ, ভারতের জন্য আলাদা ভেন্যু
এ বছরের সেপ্টেম্বরে ওয়ানডে ফরম্যাটের ছয় দলের এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। অন্য গ্রুপে রয়েছে- বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। ফাইনালসহ ১৩ দিনে মোট ১৩টি ম্যাচ হবে।

পাকিস্তানের মাটিতেই হতে পারে আসন্ন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তবে ভারত তার ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। এ ভেন্যুর তালিকায় শ্রীলংকা, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ডের নাম রয়েছে।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, এশিয়া কাপের ভেন্যু নিয়ে সমস্যার সমাধান দ্রুত করার জন্য একত্রে কাজ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভারতীয় দলের ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। ভারত-পাকিস্তানসহ পাঁচটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

এ বছরের সেপ্টেম্বরে ওয়ানডে ফরম্যাটের ছয় দলের এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। অন্য গ্রুপে রয়েছে- বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। ফাইনালসহ ১৩ দিনে মোট ১৩টি ম্যাচ হবে।

২০২২ সালের এশিয়া কাপের নিয়মনুসারে, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করে। সুপার ফোরের শীর্ষ দু’দল ফাইনালে ওঠে। এতে আসরে তিনবার দেখা হবার সম্ভাবনা থাকছে ভারত ও পাকিস্তানের।

এমন জটিল পরিস্থিতির কারণে চূড়ান্ত সিদ্বান্ত নেয়ার আগে সম্প্রচার ও ভ্রমন পরিকল্পনার জন্য সংক্ষিপ্ত ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। পাকিস্তানের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে আবহাওয়া বড় ভূমিকা রাখবে। তাই পাকিস্তানের বাইরের ম্যাচগুলোর জন্য এশিয়ার ভেন্যুকে বেশি প্রাধান্য দেয়া হবে।

মন্তব্য

খেলা
Hesekhel wins the series

হেসেখেলে সিরিজ জয়

হেসেখেলে সিরিজ জয় সুইপ শট খেলছেন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
লিটন দাসের ৫০ আর তামিম ইকবালের ৪১ রানের ওপর ভর করে ১৩.১ ওভারেই আইরিশদের দেয়া ১০২ রানের টার্গেট পেরিয়ে যায় টাইগাররা। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে তামিমবাহিনী। 

বোলারদের পর ওপেনারদের দাপটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারালো বাংলাদেশ।

লিটন দাসের ৫০ আর তামিম ইকবালের ৪১ রানের ওপর ভর করে ১৩.১ ওভারেই আইরিশদের দেয়া ১০২ রানের টার্গেট পেরিয়ে যায় টাইগাররা। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে তামিমবাহিনী।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০১ রানে অলআউট হয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড।

বৃহস্পতিবার বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিং বেছে নেয় সফরকারীরা।

বল হাতে মাঠে নেমে স্বাগতিকরা শুরু থেকেই আইরিশ ব্যাটসম্যানদের চেপে ধরে। ইনিংসের পঞ্চম ওভারে ওপেনার স্টেফেন ডোহেনিকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে প্রথম আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। ডোহেনি ব্যক্তিগত ৮ রানে ফিরে যাওয়ার পর দলীয় ২৬ রানের মধ্যেই ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। ডোহেনির পর অন্য ওপেনার পল স্টার্লিং ৭ রান করেন। চার নম্বরে নামা হ্যারি টেক্টর রানের খাতাই খুলতে পারেননি। একই ওভারে লেফ বিফোরের ফাঁদে ফেলে এই দুই ব্যাটারকে ফেরান এই বাংলাদেশি পেসার।

হাসান মাহমুদের উইকেট শিকারের উৎসবে এরপর শামিল হন তাসকিন আহমেদ। ইনিংসের দশম ওভারে তার বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বলবার্নি।

পাওয়ার প্লের মাঝে ৪ উইকেট হারানো আইরিশরা কিছুটা স্বস্তি পায় পঞ্চম উইকেটে উইকেটকিপার-ব্যাটসম্যান লরকান টাকার ও অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফারের জুটিতে। পঞ্চম উইকেটে এই জুটি থেকে আসে ৫৭ বলে ৪২ রান। তবে ১৯তম ওভারের শেষ দুই বলে টাকার (২৮) ও নতুন ক্রিজে আসা জর্জ ডকরেলকে (০) ফিরিয়ে আবারও আইরিশদের ব্যাকফুটে ঠেলে দেন ইবাদত হোসেন।

২২তম ওভারে ফের জোড়া উইকেট হারায় আয়ারল্যান্ড। এ যাত্রায় অ্যান্ডি ম্যাকব্রাইন (১) ও মার্ক এডেইরকে (০) ফেরান তাসকিন।

এক প্রান্ত আগলে ব্যাট করে যাওয়া ক্যাম্ফারকে (৩৬) ইনিংসে নিজের চতুর্থ শিকার বানান হাসান। আর নিজের নবম ওভারের প্রথম বলে গ্রাহাম হিউমকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট। ৮ ওভার ১ বল করে এক মেডেনসহ ৩২ রানে ৫ উইকেট পান তিনি। বাকি পাঁচ উইকেট ভাগাভাগি করে অন্য দুই পেসার তাসকিন (১০-১-২৬-৩) ও ইবাদত (৬-০-২৯-২)।

আরও পড়ুন:
দুই সেঞ্চুরি মিসের ম্যাচে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই আউট তামিম
লিটনের ঝড়ো ব্যাটিং দেখে উদ্বিগ্ন ছিলেন প্রধানমন্ত্রী
বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ
‘বাংলাওয়াশ’ এড়াতে ইংল্যান্ডের প্রয়োজন ১৫৯

মন্তব্য

খেলা
Bangladesh need 102 to win the series

সিরিজ জয়ে বাংলাদেশের দরকার ১০২

সিরিজ জয়ে বাংলাদেশের দরকার ১০২
সিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আইরিশ ব্যাটসম্যান। ছবি: ক্রিকইনফো
শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। কিন্তু তাতে সফরকারীদের অবস্থা বেহাল। বাংলাদেশের পেস ব্যাটারির তোপে সফরকারীরা ২৮ ওভার ১ বলে ১০১ রান তুলেছে। ৫ উইকেট পেয়েছেন পেসার হাসান মাহমুদ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০১ রানে অলআউট হয়ে গেছে সফরকারী আয়ারল্যান্ড। ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশের প্রয়োজন ১০২ রান।

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট হাতে নেমে বাংলাদেশ দল এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার ৪ বলে ২৩ রান তুলেছে। উদ্বোধনী জুটি হিসেবে ক্রিজে রয়েছেন অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস।

বৃহস্পতিবার বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিং বেছে নেয় সফরকারীরা।

বল হাতে মাঠে নেমে স্বাগতিকরা শুরু থেকেই আইরিশ ব্যাটসম্যানদের চেপে ধরে। ইনিংসের পঞ্চম ওভারে ওপেনার স্টেফেন ডোহেনিকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে প্রথম আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। ডোহেনি ব্যক্তিগত ৮ রানে ফিরে যাওয়ার পর দলীয় ২৬ রানের মধ্যেই ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। ডোহেনির পর অন্য ওপেনার পল স্টার্লিং ৭ রান করেন। চার নম্বরে নামা হ্যারি টেক্টর রানের খাতাই খুলতে পারেননি। একই ওভারে লেফ বিফোরের ফাঁদে ফেলে এই দুই ব্যাটারকে ফেরান এই বাংলাদেশি পেসার।

হাসান মাহমুদের উইকেট শিকারের উৎসবে এরপর শামিল হন তাসকিন আহমেদ। ইনিংসের দশম ওভারে তার বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বলবার্নি।

পাওয়ার প্লের মাঝে ৪ উইকেট হারানো আইরিশরা কিছুটা স্বস্তি পায় পঞ্চম উইকেটে উইকেটকিপার-ব্যাটসম্যান লরকান টাকার ও অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফারের জুটিতে। পঞ্চম উইকেটে এই জুটি থেকে আসে ৫৭ বলে ৪২ রান। তবে ১৯তম ওভারের শেষ দুই বলে টাকার (২৮) ও নতুন ক্রিজে আসা জর্জ ডকরেলকে (০) ফিরিয়ে আবারও আইরিশদের ব্যাকফুটে ঠেলে দেন ইবাদত হোসেন।

২২তম ওভারে ফের জোড়া উইকেট হারায় আয়ারল্যান্ড। এ যাত্রায় অ্যান্ডি ম্যাকব্রাইন (১) ও মার্ক এডেইরকে (০) ফেরান তাসকিন।

এক প্রান্ত আগলে ব্যাট করে যাওয়া ক্যাম্ফারকে (৩৬) ইনিংসে নিজের চতুর্থ শিকার বানান হাসান। আর নিজের নবম ওভারের প্রথম বলে গ্রাহাম হিউমকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট। ৮ ওভার ১ বল করে এক মেডেনসহ ৩২ রানে ৫ উইকেট পান তিনি। বাকি পাঁচ উইকেট ভাগাভাগি করে অন্য দুই পেসার তাসকিন (১০-১-২৬-৩) ও ইবাদত (৬-০-২৯-২)।

দ্বিতীয় ওয়ানডে একাদশে একটি পরিবর্তন এনেছে স্বাগতিক বাংলাদেশ। ব্যাটার ইয়াসির আলির পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। আয়ারল্যান্ড একাদশ অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে।

সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। প্রথম ওয়ানডেতে জয়ের সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ ও আয়ারল্যান্ড এ পর্যন্ত ১২ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে আটটিতে জিতেছে বাংলাদেশ। এর বিপরীতে দু’টিতে জয় পেয়েছে আয়ারল্যান্ড। বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টেফেন ডোহেনি, হ্যারি টেক্টর, লরকান টাকার, ম্যাথিউ হামফ্রেস, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হুম।

আরও পড়ুন:
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই আউট তামিম
লিটনের ঝড়ো ব্যাটিং দেখে উদ্বিগ্ন ছিলেন প্রধানমন্ত্রী
বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ
‘বাংলাওয়াশ’ এড়াতে ইংল্যান্ডের প্রয়োজন ১৫৯
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ মাহমুদউল্লাহ

মন্তব্য

খেলা
India also lost the top spot with the series

সিরিজের সঙ্গে শীর্ষস্থানও হারাল ভারত

সিরিজের সঙ্গে শীর্ষস্থানও হারাল ভারত অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় ওয়ানডেতে ২১ রানে হেরে সিরিজ খুইয়েছে ভারত। ছবি: সংগৃহীত
তিন ওয়ানডের সিরিজ ২-১ ব্যবধানে জিতে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার কাছে বুধবার তৃতীয় ওয়ানডেতে ২১ রানে হেরে সিরিজ খুইয়েছে ভারত। এর ধাক্কাটা পড়েছে আইসিসির দলগত ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও। সিরিজ হেরে যাওয়ায় পয়েন্ট কমেছে ভারতের। ফলে এক থেকে দুয়ে নেমে গেছে তারা। আর তিন ওয়ানডের সিরিজ ২-১ ব্যবধানে জিতে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া।

চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরেই নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩৯৬৫। রেটিং পয়েন্ট ১১৩। সমান রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে ভারত। যদিও রোহিতদের পয়েন্ট অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই বেশি ৫২৯৪। তালিকায় তিনে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৩২২৯।

বুধবার চেন্নাইয়ে তৃতীয় ওয়ানডের আগে সিরিজে সমতা ছিল ১-১-এ। অলিখিত ফাইনালের রূপ নেয়া শেষ ওয়ানডেতে ভারত ‌ফাইনালের মতো খেলতে ব্যর্থ। প্রথমে ব্যাট করে কোনো ব্যক্তিগত ফিফটি ছাড়াই ২৬৯ রান করে অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাট করতে এসে বিরাট কোহলি ৫৪, হার্দিক পান্ডিয়া ৪০ করলেও ২৪৮ রানে অলআউট ভারত।

আসছে অক্টোবরেই ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলবে ভারত। তার আগে এই সিরিজ হার স্বাগতিকদের জন্য বড় একটা ধাক্কাই।

ভারত যে ফর্মে নেই তার বড় একটা উদাহরণ হতে পারে সূর্যকুমার যাদব। যার ব্যাটিং বুকে কাঁপন ধরায় বিশ্বসেরা সব বোলারদের, সেই সূর্যকুমার আগের দুই ম্যাচের মতো গতকালও ‘গোল্ডেন ডাক’ মেরেছেন।

আরও পড়ুন:
লিটনের ঝড়ো ব্যাটিং দেখে উদ্বিগ্ন ছিলেন প্রধানমন্ত্রী
বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ
‘বাংলাওয়াশ’ এড়াতে ইংল্যান্ডের প্রয়োজন ১৫৯
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ মাহমুদউল্লাহ
ইংলিশদের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

মন্তব্য

খেলা
Shakib is the brand ambassador of Biman

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব সাকিব আল হাসান। ফাইল ছবি
কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকায় মঙ্গলবার বিকেলে ব্র্যান্ডিং ইস্যুতে সাকিবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে বিকেলে সাকিব বলাকায় পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তার সৌজন্যে কেকও কাটা হয়।

রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ বিষয়ে বিমান ও সাকিবের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

রাজধানীর কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকায় মঙ্গলবার বিকেলে ব্র্যান্ডিং ইস্যুতে সাকিবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, ক্রিকেটার সাকিব আল হাসান, বিমানের পরিচালকবৃন্দ ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিকেলে সাকিব আল হাসান বলাকায় এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় সাকিবের সৌজন্যে একটি কেক কাটা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে সাকিব আল হাসান বিমান নিয়ে তার শৈশবের স্মৃতিচারণ করেন। বলেন, ‘শৈশবে খেলার মাঠে মাথার উপর দিয়ে বিমান উড়ে গেলে এক ধরনের ভালো লাগা কাজ করত।

‘বিমানের অসংখ্য ভালো দিক আছে। এগুলো সবার সামনে তুলে ধরতে পারলে বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতায় বিমানের সক্ষমতা বাড়বে। বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে বিমান কখনও আপোষ করে না। এ ধরনের ইতিবাচক বিষয়গুলো প্রচার হওয়া দরকার।’

মোস্তাফা কামাল উদ্দীন বিমানের ব্র্যান্ডিং ও খেলাধুলা বিষয়ে সহযোগিতার জন্য সাকিব আল হাসানকে ধন্যবাদ জানান।

শফিউল আজিম বলেন, ‘সাকিব আল হাসানের কার্যক্রম আমাদের অনুপ্রাণিত করে। আমরা সততা, দক্ষতা ও উন্নত সেবার মাধ্যমে এভিয়েশন খাতে বিমানকে সুপ্রিতিষ্ঠিত করতে একযোগে কাজ করব।’

বিমান জানায়, সাকিব আল হাসান এক সময় বিমান ক্রিকেট টিমের সদস্য ছিলেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক চারজন সদস্য বর্তমানে বিমানে বিভিন্ন পদে কর্মরত। বিশ্ববিখ্যাত গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, ১৬ বার জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন হয়ে গিনেস বুকে নাম লেখানো জোবেরা রহমান লিনু এক সময় বিমানের হয়ে খেলতেন।

আরও পড়ুন:
পড়াশুনায় সর্বোচ্চ সার্টিফিকেট পাওয়ার স্বপ্ন সব সময়ই ছিল: সাকিব
সাকিবকে ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে: বিসিবি
সাকিব আমাকে মারতে এসেছিল, কিছু বলিনি: ব্যারিস্টার সুমন
সাকিবকে দুবাইয়ে নিমন্ত্রণ জানানো আসামিকে নিয়ে কী জানা গেল
হঠাৎ বলাকায় সাকিব, কাটলেন কেকও

মন্তব্য

p
উপরে