ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ১০ জনের দলে পরিণত হওয়া উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকে সমানে সমান লড়াইয়ের ইঙ্গিত দেয় উলভারহ্যাম্পটন। তবে ম্যাচে সুযোগ বেশি তৈরি করেছে ম্যান সিটি।
১০ মিনিটের সময় জোয়াও কানসেলোর পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন বক্সের বাইরে দাঁড়ানো বার্নার্দো সিলভা।
বিরতির আগে জ্যাক গ্রিলিশের নেয়া কর্নার কিকে মাথা ছোঁয়ালেও বল লক্ষ্যে রাখতে পারেননি বক্সে থাকা আইমেরিক লাপোত।
প্রথমার্ধের ইনজুরি টাইমে বিপদে পড়ে উলভস। সেন্টার সার্কেলে থাকা রদ্রিকে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখেন উলভসের মেক্সিকান ফরোয়ার্ড রাউল হিমেনেস।
এরপর রেফারির ফ্রি-কিকের সিদ্ধান্ত দিলে সেটা নিতে রদ্রিকে বাধা দিচ্ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।
১০ জন নিয়ে বিরতিতে ফেরে উলভস। দ্বিতীয়ার্ধের এক জন বেশি নিয়ে খেলার সুবিধা কাজে লাগায় সিটি। চেপে ধরে সফরকারীদের।
৫৫ মিনিটে ইলকাই গুন্দোয়ানের হেড উলভস গোলকিপার জোসে সাকে পরাস্ত করলেও ডিফেন্ডার কনর কোডি ছুটে এসে গোললাইন থেকে দলকে বিপদমুক্ত করেন।
মিনিট সাতেক পর পেনাল্টি পায় সিটি। সিলভার ক্রস হাতে লাগে উলভসের জোয়াও মতিনিয়োর হাতে। রেফারি ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন।
রাহিম স্টার্লিং স্পট থেকে গোল করে দলকে এগিয়ে দেন।
বাকি সময়ে বারবার আক্রমণ করেও ব্যবধান বড় করতে পারেনি স্বাগতিক দল। জেসুস, স্টার্লিন ও গ্রিলিশদের প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে উলভসের রক্ষণ।
ফলে এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। এ জয়ে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল গার্দিওলার চ্যাম্পিয়নরা।
দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে তারা এগিয়ে চার পয়েন্টে। লিভারপুল এক ম্যাচ কম খেলেছে।
আরও পড়ুন:FULL TIME | 3️⃣ points ✅
— Manchester City (@ManCity) December 11, 2021
🔵 1-0 🐺 #ManCity pic.twitter.com/fFIjA7KFpU
কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদ প্রত্যাখ্যান করে নিজের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) থাকছেন আরও তিন বছর। ফরাসি এ তারকার চুক্তি নবায়নের প্রভাব পড়তে যাচ্ছে দলের আরেক তারকা নেইমারের ওপর। উপযুক্ত মূল্য পেলে আগামী মৌসুমে নেইমারকে ছেড়ে দেয়ার কথা ভাবছে পিএসজি। ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপ ও ফুটবল সাইট গোল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৭ সালে বিশ্বরেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে আসেন নেইমার। ক্লাবের হয়ে গোল করেছেন ১০০টি আর চারটি লিগ ওয়ান শিরোপা জিততে সহযোগিতা করেছেন। তবে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে পারেননি এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
আর এমবাপে ছাড়াও দলে লিওনেল মেসি যোগ দেয়ায় পিএসজির পারিশ্রমিকের মোট অঙ্ক বেশ বড়সড়। যে কারণে ইউয়েফার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের ঝামেলা এড়াতে তারা কিছুটা বোঝা হালকা করতে চাইছে। এরই মধ্যে তারা ছেড়ে দিয়েছে ক্লাবের পুরোনো সৈনিক আনহেল দি মারিয়াকে। দল ছাড়ার কাতারে আছেন মাউরো ইকার্দি, ইউলিয়ান ড্র্যাক্সলারের মতো তারকারা।
পিএসজি বলছে, উপযুক্ত প্রস্তাব পেলেই নেইমারকে ছেড়ে দেয়া হবে। দুই মৌসুম আগে তার জন্য বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মোটা অঙ্কের অর্থের প্রস্তাব ছিল। বর্তমানে তার জন্য উচ্চমূল্য দেয়ার ক্লাব খুব বেশি নেই।
যে কারণে নেইমারের পরের গন্তব্য সম্পর্কে কোনো আভাস পাওয়া যায়নি। ইউরোপের কোনো বড় ক্লাব তাকে নিয়ে আগ্রহী নয়। নেইমারের পুরোনো ক্লাব বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা এরই মধ্যে জানিয়েছেন নেইমারকে কেনার মতো অর্থ তাদের নেই।
তাই বাজারে ওঠার পরও অবিক্রীত থেকে যেতে পারেন নেইমার।
আরও পড়ুন:জার্মান বুন্ডেসলিগার ক্লাব ভলফসবুর্গের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন বায়ার্ন মিউনিখের সাবেক ম্যানেজার নিকো কোভাক। ২০২৫ সাল পর্যন্ত তার সাথে চুক্তি করেছে সাবেক চ্যাম্পিয়নরা।
ক্রোয়াট কোচের এটি জার্মান শীর্ষ লিগে তৃতীয় চাকরি। এর আগে ২০১৬-১৮ মৌসুমে আইনট্রাখট ফ্রাংকফুর্টের ম্যানেজার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। গত বছরের শেষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল মোনাকো থেকে বিদায় নেন কোভাক।
এক বিবৃতিতে কোভাক বলেছেন, ‘আমি বুন্ডেসলিগার সন্তান। ভলফসবুর্গের হয়ে আরও একটি সফল অধ্যায়ের সূচনা করতে আমি মুখিয়ে আছি।’
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ক্রোয়েশিয়ার দায়িত্বে ছিলেন কোভাক। তার অধীনে ক্রোয়াটরা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। ২০১৯ সালে বায়ার্নের হয়ে জার্মান লিগ ও কাপ শিরোপা জয় করেছেন। এর আগের মৌসুমে ফ্রাংকফুর্টের কোচ হিসেবে বায়ার্নকে পরাজিত করে জার্মান কাপের শিরোপা জয় করেন।
বুন্ডেসলিগায় ১২তম স্থানে থেকে মৌসুম শেষ করার পর ভলফসবুর্গ ম্যানেজার ফ্লোরিয়ান কোফেলডেটকে বরখাস্ত করার পর তার জায়গা নিচ্ছেন কোভাক।
আর্জেন্টিন্টার বিপক্ষে ফাইনালিসিমা ম্যাচ ও নেশনস লিগের ম্যাচকে সামনে রেখে ৩৯ সদস্যের ইতালিয়ান দল ঘোষণা করা হয়েছে। দলে ফিরেছেন রোমার ডিফেন্ডার লিওনার্দো স্পিনাৎসোলা।
ইতালির হেড কোচ কোচ রবার্তো মানচিনি মূলত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী দলটির ওপর আস্থা রেখেছেন। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন ফেদেরিকো কিয়েসা, গিতানো কাস্ত্রোভিলি, রাফায়েল তোলই ও চিরো ইমোবিলে।
ইউরো জয়ী ইতালিয়ান দলের অন্যতম ভরসার ছিলেন স্পিনাৎসোলা। পেশির চোটের কারণে ইউরো কোয়ার্টার ফাইনালের পর তার মাঠে নামা হয়নি। ২৯ বছর বয়সী এই লেফট ব্যাক ইনজুরিতে পুরো মৌসুম মাঠের বাইরে ছিলেন। চলতি মাসেই রোমার হয়ে তিনি মাঠে ফেরেন।
জুনে ১৫ দিনে ইতালি ৫টি ম্যাচ খেলবে। ১ জুন ওয়েম্বলিতে ‘ফাইনালিসিমা’ তে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মুখোমুখি ইউরো জয়ী ইতালি।
নেশনস লিগে ৪ জুন ইতালির প্রথম প্রতিপক্ষ জার্মানি। তিনদিন পর হাঙ্গেরি। ১১ জুন তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ১৪ জুন আবারও জার্মানির বিপক্ষে মাঠে নামবে ইউরো জয়ীরা।
অধিনায়ক গিওর্গিও চিয়েলিনি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাবেন। মানচিনির দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন এম্পোলি স্ট্রাইকার আন্দ্রে পিনামোন্টি ও সাসুলো মিডফিল্ডার ডেভিড ফ্রাত্তেসি।
স্কোয়াড:
গোলরক্ষক: আলেসিও ক্রাগনো, গিয়ানলুইগি ডোনারুমা, এ্যালেক্স মেরেত, সালভাতোরে সিরিগু
ডিফেন্ডার: ফ্রান্সেসকো আকারবি, আলেহান্দ্রো বাস্তোনি, ক্রিস্টিয়ানো বিরাগি, লিওনার্দো বনুচ্চি, ডেভিড কালাব্রিয়া, গিওর্গিও চিয়েলিনি, গিওভান্নি ডি লোরেঞ্জো, ফেডেরিকো ডিমারকো, এমারসন পালেমেইরি, আলেগান্দ্রো ফ্লোরেঞ্জি, ম্যানুয়েল লাজ্জারি, লুইজ ফিলিপ, গিয়ানলুকা মানচিনি, লিওনার্দো স্পিনাজ্জোলা
মিডফিল্ডার: নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্টান্টে, ডেবিড ফ্রাত্তেসি, জর্জিনহো, ম্যানুয়েল লোকাত্তেলি, লোরেঞ্জো পেলেগ্রিনি, মাত্তেও পেসিনা, সান্দ্রো টোনালি, মার্কো ভেরাত্তি
ফরোয়ার্ড: আন্দ্রে বেলোত্তি, ডোমেনিকো বেরারডি, ফেডেরিকো বার্নারডেশি, গিয়ানলুকা কাপরারি, লোরেঞ্জো ইনসিগনে, মোয়েস কিন, আন্দ্রে পিনামোন্টি, মাত্তেও পলিটানো, গিয়াকোমো রারপাডোরি, গিয়ানলুকা স্কামাক্কা, মাত্তিয়া জাকাগনি, নিকোলো জানিয়োলো।
আরও পড়ুন:ফরাসি ফুটবল ম্যাগাজিন ফ্রান্স ফুটবল আয়োজিত বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডর এ বছর দেয়া হবে ১৭ অক্টোবর। সাধারণত নভেম্বরে এ বার্ষিক পুরস্কার দেয়া হয়।
তবে এ বছর নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ ফুটবল থাকায় আয়োজন এগিয়ে এনেছে ফ্রান্স ফুটবল। ঐতিব্যহাবী এই ট্রফি আগস্ট-জুলাইয়ের মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেয়া হয়। অর্থাৎ ২০২১-২২ সালের সেরা খেলোয়াড় পুরস্কার পাবেন এবার।
দৌঁড়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার কারিম বেনজেমা ও লিভারপুলের সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে। মানে লিভারপুলের সেরা তারকা ছিলেন আর জাতীয় দলের হয়ে জিতেছেন আফ্রিকান কাপ অফ নেশনস। আর বেনজেমা রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন লা লিগা শিরোপা।
এই দুই তারকা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছেন ২৮ মে। ওইদিন যার দল জয়ী হবে বিশেষজ্ঞদের ধারনা বর্ষসেরা পুরস্কার জয়ে ওই তারকা এগিয়ে যাবেন।
১২ আগস্ট মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে। মূল অনুষ্ঠান প্যারিসের থিয়েটার দ্য শ্যালেতে অনুষ্ঠিত হবে।
২০২১ সালে পোলিশ তারকা রবার্ট লেওয়ানডোভস্কিকে ও চেলসির জর্জিনিয়োকে পিছনে ফেলে রেকর্ড সপ্তমবারের মত ব্যলন ডর জয় করেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা উপহার দেয়া লিওনেল মেসি।
আরও পড়ুন:ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট পাওয়া টটেনহ্যাম হটস্পারের দক্ষিণ কোরিয়ান স্টাইকার হিউং-মিন সনকে অভিনন্দন জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি ইয়ন সুক-ইয়েল।
এশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব দেখান সন। এবারের লিগে তিনি সর্বোচ্চ ২৩ গোল করেছেন। সনের এই কৃতিত্বকে পুরো এশিয়ান ফুটবল কমিউনিটির জন্য একটি আনন্দের উপলক্ষ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি ইয়ন ।
এ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে সনের প্রতি এক লেখা এক বার্তায় ইয়ন বলেছেন, ‘পুরো মৌসুমে ক্লাবের প্রতি অবিরাম পরিশ্রম ও খেলার প্রতি নিজেকে উৎসর্গ করার ফল হচ্ছে এই পুরস্কার।’
করোনা মহামারিতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জন্য সনের এই অর্জনকে আশার বার্তা হিসেবে উল্লেখ করে ইয়ন বলেন নভেম্বরে কাতার বিশ্বকাপে সনের নেতৃত্বে দক্ষিণ কোরিয়াকে মাঠে দেখতে তিনি মুখিয়ে আছেন।
নরউইচ সিটির বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে রোববার সন দুই গোল করেন। ম্যাচটিতে স্পার্স ৫-০ গোলে জয়ী হয়। লিভারপুলের মোহাম্মদ সালাহর সঙ্গে তিনি এবারের গোল্ডেন বুট ভাগাভাগি করে নিয়েছেন।
সনের কারণে দক্ষিণ কোরিয়ায় টটেনহ্যামের বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। জুলাইয়ে প্রাক-মৌসুম এশিয়া সফরে কে-লিগের অল-স্টার্স দলের বিপক্ষে সোলে ১৩ জুলাই এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে টটেনহ্যাম। এর তিনদিন পর প্রস্তুতি ম্যাচে সেভিয়ার বিপক্ষে মাঠ নামবে আন্তোনিও কন্তের শিষ্যরা।
আরও পড়ুন:কিলিয়ান এমবাপে কোথাও যাচ্ছেন না, থাকছেন তার বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে। এ খবর এখন সবার জানা। তবে কয়েক সপ্তাহে এই ফরাসি তারকাকে নিয়ে দল বদলের আলোচনা কম চর্চা হয়নি। পিএসজি ছেড়ে যাবেন রিয়াল মাদ্রিদ এই গুঞ্জনই ছিল আলোচনার তুঙ্গে।
গত শনিবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এমবাপে নিজেই জানালেন পিএসজির সঙ্গে লোভনীয় অফারে নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছেন ২০২৫ সাল পর্যন্ত।
ফরাসি এই ফরোয়ার্ড ফুটবলার চলতি মৌসুমসহ ২০১৭ সালেও একবার ফিরিয়ে দিয়েছিলেন কার্লো আনচেলত্তির মাদ্রিদকে।
খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের এক সাক্ষাৎকারে মঙ্গলবার কার্লো আনচেলত্তিকে প্রশ্ন করা হয় মাদ্রিদকে এমবাপের প্রত্যাখ্যানের বিষয়ে।
জবাবে আনচেলত্তি বলেন, ‘এমবাপের এই গল্প থেকে দ্রুত বেরিয়ে যেতে চাই, কারণ আমার সম্পূর্ণ মনোযোগ এখন লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। যা ২৮ মে স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে।’
‘এটা পরিষ্কার যে আমাদের কী ভাবতে হবে। আমরা কখনই অন্য ক্লাবের খেলোয়াড়দের নিয়ে কথা বলতে চাই না। আমরা সবসময় সবার প্রতি শ্রদ্ধা রেখেছি। আমাদের যা ভাবতে হবে, তা হলো ফাইনালের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়া।’
প্যারিসের স্তাদে দ্য ফ্রান্সের বড় ইভেন্টে মাদ্রিদের ম্যানেজার হিসেবে চতুর্থবারের মতো ইউরোপিয়ান কাপ জেতার লক্ষ্যে থাকবেন বলে জানিয়ে দেন ইতালিয়ান সাবেক এই খেলোয়াড় কার্লো আনচেলত্তি।
আরও পড়ুন:এএফসি কাপে সেমিফাইনাল খেলার আশা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়াকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ভারতের মোহনবাগানের কাছে বড় হারে কিছুটা শঙ্কায় পড়ে বসুন্ধরা।
মোহনবাগানের স্বদেশি গোকুলাম কেরালাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। বাংলাদেশের ক্লাবটির হয়ে গোল আসে রবসন রবিনিয়ো ও নুহা মারংয়ের পা থেকে। আর গোকুলামের হয়ে একমাত্র গোল করেন জোর্ডিন ফ্লেচার।
মঙ্গলবার বিকেলে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আক্রমণাত্মক ছন্দে শুরু করে বসুন্ধরা। কেরালাকে কোণঠাসা করে প্রথমার্ধে লিড নিয়ে নেয় কিংস। ৩৬ মিনিটে প্রথম গোল করেন রবিনিয়ো। শুরুতে জোরা সুযোগ হাতছাড়া করা ক্লাব অধিনায়ক তৃতীয় সুযোগে দলকে এগিয়ে দেন।
১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বসুন্ধরা। বিরতির পরও প্রেসিং অব্যাহত রাখে কিংস। ফলটাও পায় হাতেনাতে। ৫৪ মিনিটে মারংয়ের হেডারে ২-০ গোলের লিড ও ম্যাচ ভাগ্য নিশ্চিত করে ফেলে অস্কার ব্রুসনের দল।
ম্যাচ শেষ হওয়ার মিনিট ১৫ আগে জ্যামাইকান ফরোয়ার্ড ফ্লেচারের গোলে ব্যবধান কমায় গোকুল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
সেমিফাইনাল খেলার সুযোগ মিলছে কি না সেটা দেখতে কিংসকে অপেক্ষায় থাকতে হবে মোহনবাগান ও মাজিয়ার ম্যাচের। ম্যাচে মাজিয়া জিতলেই পরের রাউন্ডে উঠে যাবে কিংস।
মন্তব্য