× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

খেলা
Jason Roy dropped out of the World Cup
google_news print-icon

বিশ্বকাপ শেষ জেসন রয়ের

বিশ্বকাপ-শেষ-জেসন-রয়ের
চোট পেয়ে মাঠ ছাড়ছেন জেসন রয়। ছবি: সংগৃহীত
সোমবার এক বিবৃতিতে রয়ের বাদ যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন জেমস ভিন্স।

সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় কবজির চোটে মাঠ ছেড়েছিলেন ইংলিশ ওপেনার জেসন রয়। সেই চোটের কারণে তিনি ছিটকে গেলেন গোটা বিশ্বকাপ থেকেই। সেই হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনালে মাঠে নামা হচ্ছে না তার।

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন জেমস ভিন্স।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জেসন রয়, আমরা সবাই তোমার জন্য দুঃখিত। তুমি যে ইতিবাচক স্পিরিট তৈরি করেছ আমরা সেই স্পিরিট নিয়েই খেলে যাব। কেউ যদি শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেটা তুমি।’

এদিকে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় হতাশ রয়। তবে খেলতে না পারলেও সতীর্থরা তার অভাব পূরণ করে দলকে বিশ্বকাপ এনে দেবে বলেও আশাবাদী এই ওপেনার।

হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ থেকে ছিটকে গেলাম। এটা মেনে নেওয়া কষ্টের। আমি দলের সাথে থাকব এবং ছেলেদের সমর্থন জানাব। আশা করছি শিরোপা আমরাই জিতব।’

চলতি বিশ্বকাপের পাঁচ ম্যাচে ১২৩ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। দুর্দান্ত ফর্মে থাকা এই ক্রিকেটার গত শনিবার সাউথ আফ্রিকার দেয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।

এর আগে পায়ের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যান পেইসার টাইমাল মিলস। বাঁহাতি এই পেসারের বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন রিচ টপলি।

আরও পড়ুন:
বিশ্বকাপ সূচিতে যোগ হলো রিজার্ভ ডে
নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামছে ভারত
গ্রুপ পর্বে অপরাজিত থাকল পাকিস্তান
হোটেল কক্ষে আবুধাবির পিচ কিউরেটরের মৃতদেহ
নিউজিল্যান্ডের জয়ে ভারত বাদ

মন্তব্য

আরও পড়ুন

খেলা
Bangladesh beat on their own slow pitch

নিজেদের ‘স্লো পিচে’ই ঘায়েল বাংলাদেশ

নিজেদের ‘স্লো পিচে’ই ঘায়েল বাংলাদেশ ছবি: ক্রিকইনফো
নিউজিল্যান্ডকে ২৫৪ রানে বেঁধে ফেললেও নিজেরা দুইশ’ পার করতে পারেনি লিটনবাহিনী। দ্বিতীয় ওয়ানডেতে তাই হারতে হয়েছে ৮৬ রানে।

মিরপুরের স্লো পিচ নিয়ে ক্রিকেট মহলে আলোচনা-সমালোচনার শেষ নেই। নিজেদের সুবিধার্থেই এমন পিচ বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে বাংলাদেশ- এমন কথাও শোনা যায় হরহামেশা। তবে মিরপুরের উইকেট যে স্লো, সেটি সবার জানা। তবে নিজেদের সেই উইকেটেই আজ কাটা পড়েছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডকে ২৫৪ রানে বেঁধে ফেললেও নিজেরা দুইশ’ পার করতে পারেনি লিটনবাহিনী। দ্বিতীয় ওয়ানডেতে তাই হারতে হয়েছে ৮৬ রানে।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এ সিরিজের প্রথম ওয়ানডে ইতোমধ্যে পরিত্যক্ত হয়েছে বৃষ্টির বাধায়।

দ্বিতীয় ওয়ানডেতে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ সতর্কভাবেই করেছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম ৫ ওভারে দুজনই খেলেছেন সতর্কভাবে। ইনিংসের ষষ্ঠ ওভারে কাইল জেমিসনের অফ স্টাম্পের বাইরের শর্ট বল কাট করতে গেলে থার্ডম্যানে সহজ ক্যাচ পেয়ে যান রাচিন রবীন্দ্র। যদিও দীর্ঘদিন পর দলে ফিরে ৫৭ বলে ৪৪ রান করেন তামিম ও মাহমুদউল্লাহ করে ৭৬ বলে ৪৯ রান। শেষ দিকে নাসুম ২১ রান করেন। এ ছাড়া আর কোনো ব্যাটসম্যান বলার মতো কোনো রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে টিম টাইগার্স।

নিউজিল্যান্ডের পক্ষে কাইল জেমিসন নেন ২টি এবং স্পিনার ইশ সোধি একাই নেন ৬ উইকেট। সোধিই মূলত বাংলাদেশের ব্যাটিং লাইনকে গুঁড়িয়ে দেন। এমন ম্যাচের পর প্রশ্ন উঠেছে- মিরপুরের কন্ডিশনে বিশ্বকাপের প্রস্তুতি আদৌ হবে কি?

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকদের বোলিং তোপের মুখে পড়ে ব্লাক ক্যাপসরা। নিউজিল্যান্ডের হয়ে টম ব্লান্ডেল সর্বোচ্চ ৬৮ রান করেন। টাইগারদের হয়ে খালেদ আহমেদ ও শেখ মেহেদী নেন তিনটি করে উইকেট।

প্রথম ওয়ানডের মতো গতকালও নতুন বলে দুর্দান্ত শুরু করেন মুস্তাফিজুর রহমান। আরেক প্রান্তে খালেদও ভালো বোলিং করেছেন। এই দুই পেসার মিলেই কিউইদের টপ অর্ডার ভেঙে দেন। টপ অর্ডার ব্যর্থতার পর আরও একবার সফরকারীদের হাল ধরেন হেনরি নিকোলস। নিউজিল্যান্ড ইনিংসের তৃতীয় ওভারে উইল ইয়াংকে সাজঘরে পাঠিয়েছেন মুস্তাফিজুর রহমান। ওভারের তৃতীয় বলে মুস্তাফিজের করা শর্ট ডেলিভারিতে কাটা পড়েন ইয়াং, ক্যাচ দেন উইকেটরক্ষক লিটনের হাতে। প্রথম ওয়ানডেতে দারুণ ব্যাট করা ইয়াং এই ম্যাচে করেছেন ৮ বলে শূন্য রান। এর পরের ওভারেই দ্য ফিজ তুলে নেন আরেক ওপেনার ফিন অ্যালনের উইকেট। মোস্তাফিজের বলে স্লিপে সৌম্য সরকারের দারুণ ক্যাচে আউট ফিন অ্যালেন। আউট হন ১৫ বলে ১২ রান করে।

বাংলাদেশের ১৪৬তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে পেসার খালেদ আহমেদের। মুস্তাফিজের সঙ্গে এবার উইকেট নেয়ার দৌড়ে যোগ দেন খালেদ। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম উইকেটটি পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি। অষ্টম ওভারে এসে তৃতীয় উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

দ্রুত তিন উইকেট পড়ার পর উইকেটে এসে এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেছেন হেনরি নিকোলস। টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন নিকোলস। এ দুজনের ব্যাটে ভর দিয়ে ম্যাচে ফিরেছে কিউইরা। প্রথম ৫০ রান তুলতে নিউজিল্যান্ড খরচ করেছিল ৭১ বল। তবে সময়ের সঙ্গে সঙ্গে রানের গতি বাড়িয়েছে তারা। পরের ৫০ রান তুলেছে মাত্র ৫০ বলে। ২৬তম ওভারের শেষ বলে নাসুম আহমেদের ওভার পিচ ডেলিভারি লং অনে ঠেলে দিয়ে ফিফটি স্পর্শ করেন ব্লান্ডেল। পরের ওভারে একই মাইলফলকের সামনে ছিলেন নিকোলস। কিন্তু গত ম্যাচের মতো এবারও ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি।

উইকেটে এসেই রানের গতি বাড়ানোয় মনোযোগ দিয়েছিলেন রাচিন রবীন্দ্র। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন ব্লান্ডেল। তবে ৩৪তম ওভারে হাসানের ইয়র্কার সামলাতে পারেননি। ৬৬ বলে ৬৮ রান করে হাসানের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি।

শেষ দিকের ব্যাটসম্যানদের ছোট ছোট জুটি বাংলাদেশের বিপক্ষে লড়াকু এক স্কোর দাঁড় করায় নিউজিল্যান্ড। অষ্টম উইকেটে কাইল জেমিসন ও ইশ সোধি যোগ করেন ৪০ বলে ৩২ রান। এরপর ২০ রান করা জেমিসনকে কট অ্যান্ড বোল্ড করেন শেখ মেহেদী। এরপর অধিনায়ক লকি ফার্গুসনের সঙ্গে ২১ রানের জুটি গড়েন স্পিনার সোধি। পরে অবশ্য আরও কয়েক ওভার স্থায়ী হয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। কিন্তু অলআউট থেকে রেহাই পায়নি। ৮ বলের ব্যবধানে শেষের দুই ব্যাটারকে ফিরিয়ে ২৫৪ রানে কিউইদের আটকে দেয় বাংলাদেশ।

যদিও ছোট এই লক্ষ্য তাড়া করে জিততে পারেনি টাইগাররা। বলা যায় নিজেদের পাতানো ফাঁদে নিজেরাই ধরা খেয়েছে।

আরও পড়ুন:
মিরপুরের স্লো উইকেটে ‘চ্যালেঞ্জিং টার্গেট’ দিয়ে অলআউট কিউইরা

মন্তব্য

খেলা
All out Kiwis with a challenging target on the slow wicket of Mirpur

মিরপুরের স্লো উইকেটে ‘চ্যালেঞ্জিং টার্গেট’ দিয়ে অলআউট কিউইরা

মিরপুরের স্লো উইকেটে ‘চ্যালেঞ্জিং টার্গেট’ দিয়ে অলআউট কিউইরা ছবি: ক্রিকইনফো
ম্যাচের ৪৯.২তম ওভারে ২৫৪ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ফলে জিততে ২৫৫ রান করতে হবে লিটন দাসের দলকে।

চার বল বাকি থাকতেই অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। তবে তার আগে ২৫৪ রানের পুঁজি সংগ্রহ করতে পেরেছে দলটি। মিরপুরের স্লো উইকেটে এই রান পার করতে বাংলাদেশের যে যথেষ্ট বেগ পেতে হবে, তা বিগত সময়ের ম্যাচগুলো দেখা যেকোনো টাইগার ভক্ত বুঝতে পারবেন।

দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে টস জিতে আজ আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক লোকি ফার্গুসন। তবে বাংলাদেশি পেসারদের বোলিং তোপে টপ অর্ডার ব্যাটাররা ভালো করতে না পারলেও মিডল অর্ডারের ব্যাটারদের কাঁধে ভর করে স্কোরবোর্ড সম্মানজনক রান জড়ো করতে পেরেছে নিউজিল্যান্ড। শেষের দিকে বোলাররা বেশকিছু রান যোগ করলে ৪৯.২ ওভারে ২৫৪ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ফলে জিততে ২৫৫ রান করতে হবে লিটন দাসের দলকে।

টস হেরে বোলিংয়ে নেমেই কিউই ব্যাটারদের চেপে ধরেন মোস্তাফিজ ও হাসান মাহমুদ। একের পর সুইংয়ের মধ্যে ইনিংসের তৃতীয় ওভারেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। মোস্তাফিজের বাউন্সার কাট করতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দি হন উইল ইয়াং। আট বল খেলে রানের খাতা না খুলেই বিদায় নিতে হয় তাকে।

ইনিংসের সপ্তম ওভারে আবারও উইকেটের দেখা পান মোস্তাফিজ। তার অফসাইডের বাইরের একটি ডেলিভারিতে খোঁচা দিতে গিয়ে স্লিপে থাকা সৌম্যর হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফেরেন ফিন অ্যালেন।

অষ্টম ওভারে বোলিংয়ে আসেন ওয়ানডেতে অভিষিক্ত খালেদ। ক্যারিয়ারের প্রথম ওভারেই উইকেট পেয়ে যান তিনি। খালেদের বলটি উড়িয়ে মেরেছিলেন চ্যাড বাওয়েস। তবে সীমানা পার হওয়ার মতো জোর পায়নি শটটি। পলে স্কয়ার লেগ থেকে ক্যাচটি লুফে নেন তাওহীদ হৃদয়। বাওয়েস ১৯ বলে ১৪ রান করে ফিরলে নিউজিল্যান্ডের স্কোর তখন দাঁড়ায় তিন উইকেটে ৩৬ রান।

এখান থেকে দলকে টেনে ওঠানোর চেষ্টা করেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। দেখেশুনে খেলে ধীরগতির ইনিংস শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন দুজনই। তাদের ব্যাটেই ২০.১তম ওভারে দলীয় একশ’ পূরণ হয় কিউইদের। ৫৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত করেন ব্লান্ডেল। অবশ্য পরের ওভারেই হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা নিকোলস অফ স্টাম্পের বাইরের বলে আলগা শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। খালেদের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৪৯ রান করেন তিনি। ২৬.২তম ওভারে ১৩১ রানে চতুর্থ উইকেট পড়লে নিউজিল্যান্ডের ৯৫ রানের জুটি ভাঙে।

পরে রাচিন রবীন্দ্রকে বেশিক্ষণ টিকতে দেননি শেখ মেহেদী। এই স্পিনারের মিডল স্টাম্প বরাবর করা বলটি ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন রাচিন। তবে ব্যাটে-বলে না হওয়ায় বল সোজা আঘাত করে তার পেছনের পায়ে। শুরুতে মেহেদীর আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও জোরালো আবেদনের পর আঙুল তোলেন তিনি। ফলে ১০ রান করেই ফিরতে হয় এই কিউই ব্যাটারকে।

এরপর একপাশ আগলে থাকা ব্লান্ডেলকে দারুণ এক ইয়র্কারে বোল্ড করেন হাসান মাহমুদ। তাতে শেষ হয় ব্লান্ডেলের ৬৮ রানের ইনিংস।

মুস্তাফিজের করা ৩৮তম ওভারের শেষ বলে মিড অফে ক্যাচ তুলেও বেঁচে যান কোল ম্যাকনকি। পরের ওভারে বল করতে নাসুম এসে প্রথম বলেই তাকে এলবিডব্লিউ করে ফেরান।

অষ্টম উইকেটে ফের রানের গতি বাড়াতে থাকেন লো অর্ডার ব্যাটাররা। কাইল জেমিসন ও ইস সোধি দুপাশ থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। এই দুজনের ব্যাটে আড়াইশ’ পেরুনো স্বপ্ন দেখে কিউইরা। অবশ্য ২০ রান করেই শেখ মেহেদীর বলে ফিরতে হয় জেমিসনকে।

মিরপুরের স্লো উইকেটে ‘চ্যালেঞ্জিং টার্গেট’ দিয়ে অলআউট কিউইরা

৪৬তম ওভারে অভানীয় এক দৃশ্যের অবতারণা হয়। ওভারের তৃতীয় বলটি ছোড়ার আগেই উইকেট থেকে খানিকটা বেরিয়ে গিয়েছিলেন ইস সোধি। সেই সুযোগে বল থ্রো না করেই স্টাম্প ভেঙে দেন হাসান। আম্পায়ারও তাকে মানকাড আউট দিয়ে দেন। পরে অধিনায়ক লিটন দাস আউটের আবেদন তুলে নিয়ে সোধিকে আবারও ব্যাটিংয়ে ফেরার আমন্ত্রণ জানান।

ইনিংসের শেষদিকে লোকি ফার্গুসন ১২ বলে ১৩ রানের ইনিংসটি বাংলাদেশে মাথাব্যথা আরও খানিকটা বাড়িয়ে দেয়। পরে শেখ মেহেদীর বলে ফ্রট ফুটে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন ফার্গুসন।

অবশেষে ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে খালেদ আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সোধি। তার ৩৯ বলে ৩৫ রানের দায়িত্বশীল ইনিংসের সমাপ্তির সঙ্গে সঙ্গে কিউইদের ইনিংসেরও সমাপ্তি ঘটে।

এদিন তিনটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী ও খালেদ আহমেদ; মোস্তাফিজ নিয়েছেন দুটি উইকেট।

আরও পড়ুন:
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ে বাংলাদেশ
বৃষ্টিতে ভেসেই গেল প্রথম ওয়ানডে

মন্তব্য

খেলা
Bangladesh in bowling Second ODI against New Zealand

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে টসের মুহূর্ত। ছবি: বিসিবি
দ্বিতীয় ওয়ানডেতে দলে জায়গা পাননি নুরুল হাসান সোহান ও তানজিম হাসান সাকিব, তবে দলে ফিরেছেন হাসান মাহমুদ।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে বল করছে বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে দলে জায়গা পাননি নুরুল হাসান সোহান ও তানজিম হাসান সাকিব, তবে দলে ফিরেছেন হাসান মাহমুদ।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেক হবে ডানহাতি পেসার খালেদ আহমেদের।

প্রতিকূল আবহাওয়ার কারণে সিরিজের প্রথম ম্যাচটি ফল ছাড়াই শেষ হয়েছে।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২৬ সেপ্টেম্বর।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মাহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন:
ধীরে এগোচ্ছে নিউজিল্যান্ড
বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র: আজরা জেয়া
নারী নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন ক্রিকেটার তানজিম
৬ উইকেট হারিয়ে ‘দেউলিয়া’ শ্রীলঙ্কা
বাবা হারালেন ক্রিকেটার রুবেল

মন্তব্য

খেলা
The first ODI was washed away by rain

বৃষ্টিতে ভেসেই গেল প্রথম ওয়ানডে

বৃষ্টিতে ভেসেই গেল প্রথম ওয়ানডে ছবি: সংগৃহীত
ম্যাচের শুরুতেই ৪.৩তম ওভারে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি থামলে ৮ ওভার কমিয়ে বিকাল সাড়ে চারটায় আবার শুরু হয় খেলা। তবে ম্যাচের ৩৩.৪তম ওভারে ফের নেমেছে ভারি বৃষ্টি।

যে ধারণা করা হয়েছিল সেটিই সত্যি হলো। কিছুক্ষণ পরপর থেমে থেমে বৃষ্টির পর মুষলধারে বৃষ্টি শুরু হলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে রাজধানীতে আজ সকাল শুরু হয় বৃষ্টি দিয়ে। পরে কয়েক ঘণ্টা রোদ-ছায়ার খেলা চললেও মিরপুরে এর মধ্যে টস হয়ে যায়। টস জিতে সফরকারী কিউইদের ব্যাটিংয়ে পাঠান সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া লিটন দাস।

ম্যাচের শুরুতেই ৪.৩তম ওভারে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি থামলে ৮ ওভার কমিয়ে বিকাল সাড়ে চারটায় আবার শুরু হয় খেলা। তবে ম্যাচের ৩৩.৪তম ওভারে ফের নেমেছে ভারি বৃষ্টি। ফলে আবারও খেলা শুরু হওয়া নিয়ে জেগেছে সংশয়।

খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিউজিল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে। টম ব্লান্ডেল ১৯ বলে ৮ রান ও কোল ম্যাককঞ্চি ১০ বলে ৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ৭ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট এবং নাসুম আহমেদ ৮ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন:
মিরপুরে আবার বৃষ্টি, খেলা শুরু হওয়া নিয়ে সংশয়

মন্তব্য

খেলা
Doubts about the start of rain games again in Mirpur

মিরপুরে আবার বৃষ্টি, খেলা শুরু হওয়া নিয়ে সংশয়

মিরপুরে আবার বৃষ্টি, খেলা শুরু হওয়া নিয়ে সংশয় ছবি: ক্রিকইনফো
ম্যাচের ৩৩.৪তম ওভারে ফের নেমেছে ভারি বৃষ্টি। ফলে আবারও খেলা শুরু হওয়া নিয়ে জেগেছে সংশয়।

রাজধানীতে আজ সকাল শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। পরে কয়েক ঘণ্টা রোদ-ছায়ার খেলা চললেও মিরপুরে এর মধ্যে টস হয়ে যায়। টস জিতে সফরকারী কিউইদের ব্যাটিংয়ে পাঠান সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া লিটন দাস।

ম্যাচের শুরুতেই ৪.৩তম ওভারে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি থামলে ওভার কমিয়ে বিকাল সাড়ে চারটায় আবার শুরু হয় খেলা। তবে ম্যাচের ৩৩.৪তম ওভারে ফের নেমেছে ভারি বৃষ্টি। ফলে আবারও খেলা শুরু হওয়া নিয়ে জেগেছে সংশয়।

খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিউজিল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে। টম ব্লান্ডেল ১৯ বলে ৮ রান ও কোল ম্যাককঞ্চি ১০ বলে ৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ৭ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট এবং নাসুম আহমেদ ৮ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

মন্তব্য

খেলা
Bangladesh won the toss and bowled

ধীরে এগোচ্ছে নিউজিল্যান্ড

ধীরে এগোচ্ছে নিউজিল্যান্ড
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয়েছে বৃহস্পতিবার দুপুর ২টায়। একই ভেন্যুতে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টা থেকে।

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয় বৃহস্পতিবার দুপুর ২টায়। টসে জিতে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাটিং করতে পাঠানোর সিদ্ধান্ত নেয় টাইগাররা।

কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ রাখা হয়। বিকেল সাড়ে ৪টার পর আবার খেলা শুরু হয়।

১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৪২ রান করেছে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ফিরেছেন ৯ রানে, আর উইল ইয়ং ফিরে গেছেন ১৫ রানে ।

ঘরের মাঠে নিজেদের সর্বশেষ সিরিজে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

আফগানিস্তান সিরিজের পর এশিয়া কাপে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। কিন্তু সুপার ফোর পর্বের শেষ ম্যাচে আসরের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে স্মরণীয় সাফল্য অর্জন করে টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অধিনায়ক সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তর মত দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বাংলাাদেশ। দলে ফিরিয়ে আনা হয়েছে তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদের মত অভিজ্ঞ খেলোয়াড়দের।

চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ রিয়াদের কাছে এটি মূলত নিজেকে প্রমাণের মঞ্চ।
বিশ্বকাপের আগে খেলা মধ্যে থাকার জন্য এই সিরিজটি পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা তামিমের জন্যও গুরুত্বপূর্ণ।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

১৩ বছর ধরে বাংলাদেশকে নিজ মাটিতে হারাতে পারেনি নিউজিল্যান্ড। বাংলাদেশ সফরে সর্বশেষ ২০০৮ সালে টাইগারদের ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড।

এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারের লজ্জা পায় নিউজিল্যান্ড। সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে বাদ দিয়ে প্রথমবারের মতো শীর্ষ কোন দলকে হারিয়েছিল বাংলাদেশ।

সর্বশেষ ২০১৩ সালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। তবে ২০২১ সালে বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল কিউইরা।

সব মিলিয়ে এ পর্যন্ত ৩৮টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশ জিতেছে ১০টিতে এবং হেরেছে ২৮টিতে।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়,মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড দল: লুকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চাদ বোয়েস, উইল ইয়ং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোঞ্চি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, এডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন:
নারী নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন ক্রিকেটার তানজিম
বাবা হারালেন ক্রিকেটার রুবেল

মন্তব্য

খেলা
Cricketer Tanjim apologized for his comments about women

নারী নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন ক্রিকেটার তানজিম

নারী নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন ক্রিকেটার তানজিম ফেসবুক থেকে নেয়া ছবি
ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারী নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব।

সম্প্রতি তার এ সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হওয়ার প্রেক্ষাপটে বেশ বিতর্ক দেখা দেয়, এরই এক পর্যায়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় মঙ্গলবার সাংবাদিকরা এ নিয়ে তাকে প্রশ্ন করেন। এর জবাবে জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তানজিমের সঙ্গে আমরা কথা বলেছি। তাকে আমরা বিষয়টি অবগত করেছি।

‘কাউকে উদ্দেশ করে বা কিছু টার্গেট করে তার এই পোস্ট দেওয়া হয়নি। এটা দেয়ার কারণে যদি কারও আঘাত লেগে থাকে, তাহলে সে সেটার জন্য দুঃখিত।’

তিনি বলেন, ‘সে ভুল করেছে। সে বলেছে, আমি দুঃখিত। সে একটা বড় কথা বলেছে, সে নারীবিদ্বেষী নয়। তার কথা, আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারীবিদ্বেষী হতে পারি।’

গত বছরের ৯ সেপ্টেম্বর তানজিম হাসানের ভেরিফায়েড পেজে দেয়া একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয় সম্প্রতি।

ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’

ব্যাপক সমালোচনার মুখে পড়ে অবশ্য সেই পোস্টটি এরই মধ্যে সরিয়ে নিয়েছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার।

মন্তব্য

p
উপরে