× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি
খেলা
Naeem out at the beginning
hear-news
player

LIVE পিএনজিকে উড়িয়ে মূলপর্বে বাংলাদেশ

পিএনজিকে-উড়িয়ে-মূলপর্বে-বাংলাদেশ
বোলিংয়ের সময় মুস্তাফিজকে পরামর্শ দিচ্ছেন সাকিব। ছবি: টুইটার

পাপুয়া নিউ গিনিকে (পিএনজি) ৮৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করল বাংলাদেশ। টাইগারদের করা সাত উইকেটে ১৮১ রানের জবাবে ৯৭ রানে অলআউট হয়ে যায় পিএনজি। ব্যাট হাতে ৪৬ রান করার পর বল হাতে চার উইকেট নেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারার পর ওমান ও পিএনজির বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে মূলপর্ব নিশ্চিত করল মাহমুদুল্লাহর দল।

২১৮৬৯ ঘন্টা ০৫ মিনিট আগে

পিএনজির শেষ ওভারের তৃতীয় বলে ডামিয়ান রাভিকে আউট করে পিএনজিকে গুটিয়ে দেন তাসকিন আহমেদ। ৯৭ রানে শেষ হয় তাদের ইনিংস। বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ৮৪ রানে।

২১৮৬৯ ঘন্টা ১৬ মিনিট আগে

পিএনজির নবম উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ১৮তম ওভারের চতুর্থ বলে রানআউট হন কাবুয়া মোরেয়া। পিএনজির সংগ্রহ নয় উইকেটে ৮১ রান।

২১৮৬৯ ঘন্টা ২৯ মিনিট আগে

বাছাইপর্ব থেকে আর দুই উইকেট দূরে আছে বাংলাদেশ। শ্যাড কুপারকে ১১ রানে আউট করে পিএনজির অষ্টম উইকেট তুলে নিয়েছেন সাইফউদ্দিন। পিএনজির সংগ্রহ ১৫.৪ ওভার শেষে আট উইকেটে ৫৮।

২১৮৬৯ ঘন্টা ৩৮ মিনিট আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যা এখন ৩৯টি। যা পাকিস্তানের সাবেক স্পিনার শাহিদ আফ্রিদির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

২১৮৬৯ ঘন্টা ৪৭ মিনিট আগে

একাদশ ওভারে নিজেদের সপ্তম উইকেট হারাল পিএনজি। সাত উইকেটের মধ্যে চারটিই সাকিব আল হাসানের। হিরি হিরিকে আট রানে কট বাহাইন্ড করে নিজের চতুর্থ উইকেট তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার। ১১ ওভার শেষ পিএনজির সংগ্রহ সাত উইকেটে ৩০।

২১৮৬৯ ঘন্টা ৫৬ মিনিট আগে

বাংলাদেশের বোলারদের তোপে দাঁড়াতেই পারছে না পিএনজি। সেসে বাউকে সাত রানে আউট করেছেন সাকিব। নয় ওভার শেষে পিএনজির সংগ্রহ পাঁচ উইকেটে ২৪ রান।

২১৮৭০ ঘন্টা ১১ মিনিট আগে

টানা পিএনজির উইকেট তুলে নিচ্ছে বাংলাদেশ। সাইফউদ্দিন ও তাসকিনের পর নিজের স্পেলের প্রথম বলে উইকেট নেন সাকিব আল হাসান। এক রান করা চার্লস আমিনি তাকে মারতে যেয়ে লং অফ বাউন্ডারিতে নাঈম শেখের দারুণ ক্যাচে পরিণত হন। এক বল পরই সাকিব তুলে নেন সিমোন আতাইয়ের উইকেট। পিএনজির সংগ্রহ চার উইকেটে ১৪।  

২১৮৭০ ঘন্টা ১৬ মিনিট আগে

নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। ছয় রান করা পিএনজি অধিনায়ক আসাদ ভালাকে আউট করেন এই পেইসার। পিএনজির সংগ্রহ দুই উইকেটে ১৩। 

২১৮৭০ ঘন্টা ২১ মিনিট আগে

পিএনজির তৃতীয় ওভারে আঘাত হেনেছেন পেইসার সাইফউদ্দিন। এলবিডব্লিউ করে ফিরিয়েছেন ওপেনার লিগা সিয়াকাকে। তার ব্যাট থেকে আসে পাঁচ রান। পিএনজির সংগ্রহ এক উইকেটে ১২।

২১৮৭০ ঘন্টা ২৯ মিনিট আগে
মামাডোলা
পিএনজির বিপক্ষে বাউন্ডারি হাঁকাচ্ছেন মাহমুদুল্লাহ।

 

২১৮৭০ ঘন্টা ৪৬ মিনিট আগে

ইনিংসের শেষ ওভারে দুই ছক্কায় ২০ রান তুলে নিয়ে বাংলাদেশের স্কোর ১৮০ পেরুতে সাহায্য করেন সাইফউদ্দিন। ৬ বলে ১৯ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের বোর্ডে রান সাত উইকেটে ১৮১।

২১৮৭০ ঘন্টা ৫৭ মিনিট আগে
মুশি
পিএনজির বিপক্ষে লেট কাট খেলছেন মুশফিকুর রহিম।

 

২১৮৭১ ঘন্টা ০০ মিনিট আগে

ঝড়ো ফিফটি পূর্ণ করার পরপরই আউট হয়ে গেছেন মাহমুদুল্লাহ। ১৮তম ওভারের দ্বিতীয় বলে বড় শট খেলতে গিয়ে ৫০ রানে আউট হন বাংলাদেশের অধিনায়ক। ১৮ ওভার শেষ বলে আউট হন সোহান। বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে ১৫৩।

২১৮৭১ ঘন্টা ০৬ মিনিট আগে

মাহমুদুল্লাহ রিয়াদের ফিফটিতে বড় সংগ্রহের দিকে যাচ্ছে বাংলাদেশ। ১৭তম ওভারে ২৭ বলে নিজের ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ করেন টাইগার অধিনায়ক। ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ১৪২।

২১৮৭১ ঘন্টা ২৫ মিনিট আগে

আসাদ ভালার করা ১৪তম ওভারে আগ্রাসী হতে গিয়ে উইকেট বিলিয়ে আসলেন সাকিব আল হাসান। ভালার ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকানোর দুই বল পর আবার মারতে গিয়ে আউট হন বিশ্বসেরা অলরাউন্ডার। ৩৭ বলে ৪৬ রান আসে তার ব্যাট থেকে। ১৪ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ১০৪। 

২১৮৭১ ঘন্টা ৩৯ মিনিট আগে

সাকিবের সঙ্গে জুটি বড় করতে পারলেন না মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটসম্যান একাদশ ওভারের দ্বিতীয় বলে সিমোন আতাইয়ের ডেলিভারিতে পাঁচ রান করে আউট হন। বাংলাদেশের স্কোর তিন উইকেটে ৭২। 

২১৮৭১ ঘন্টা ৪৪ মিনিট আগে

প্রথম দশ ওভারে দুই উইকেট হারানোর পরও রানরেট সাতের ওপরে রেখেছে বাংলাদেশ। লিটন ও নাঈমের উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দুই উইকেটে ৭১। সাকিব খেলছেন ৩৪ রানে। তার সঙ্গী মুশফিক অপরাজিত পাঁচ রানে।

২১৮৭১ ঘন্টা ৫১ মিনিট আগে
সাকিব
পিএনজির বিপক্ষে ছক্কা হাঁকাচ্ছেন সাকিব।

 

২১৮৭১ ঘন্টা ৫৪ মিনিট আগে

দ্বিতীয় উইকেটে সাকিবের সঙ্গে অর্ধশত রানের জুট গড়ার পর ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। অষ্টম ওভারের প্রথম বলে আসাদ ভালার বলে ২৯ রান করে আউট হন এ ওপেনার। বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৫০।

২১৮৭২ ঘন্টা ০২ মিনিট আগে

ইনিংসের দ্বিতীয় বলে নাঈম শেখ আউট হওয়ার পর উইকেট আগলে আছেন সাকিব আল হাসান ও লিটন দাস। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৪৫। টুর্নামেন্টে প্রথম ছয় ওভারে এটাই সর্বোচ্চ সংগ্রহ বাংলাদেশের।

২১৮৭২ ঘন্টা ২৯ মিনিট আগে

পাপুয়া নিউ গিনির বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন নাঈম শেখ। বাংলাদেশের স্কোর এক উইকেটে তিন রান।

মন্তব্য

p
উপরে