ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার শুরু হচ্ছে বাংলাদেশের সাফ প্রস্তুতি। সেই প্রস্তুতি অংশ হিসেবে কিরগিজস্তানে তিন জাতির টুর্নামেন্টে অংশ নিচ্ছে জেমি ডের বাহিনী।
প্রথম ম্যাচেই নতুন কৌশল নিয়ে মাঠে নামার পরিকল্পনার কথা জানিয়েছেন জামাল ভূঁইয়া। ফিলিস্তিন ম্যাচে বাংলাদেশ কৌশল চূড়ান্ত করেছে বলে জানান জাতীয় দলের অধিনায়ক।
জামাল বলেন, ‘ফিলিস্তিনের সঙ্গে আমাদের প্রথম ম্যাচ কাল। আমরা কিরগিজস্তান ও ফিলিস্তিনের ম্যাচ দেখেছি। ফিলিস্তিনের শক্তি ও দুর্বলতা মাঠে বসে দেখেছি। আমাদের পর্যবেক্ষণ নিয়ে কোচের সঙ্গে আলোচনা করেছি।’
সপ্তাহখানেকের বেশি সময় ধরে কিরগিজস্তানে অনুশীলন করছে বাংলাদেশ দল। প্রস্তুতি অংশ হিসেবে কিরগিজস্তান ও ফিলিস্তিনের ম্যাচ মাঠে বসে দেখেন ফুটবলাররা। খেলোয়াড়দের পর্যবেক্ষণ বিশ্লেষণ করে পাওয়া নতুন কৌশল নিয়ে মাঠে নামছে জেমি ডের শিষ্যরা।
জামাল বলেন, ‘অনুশীলনে প্রতিপক্ষের বিপক্ষে কীভাবে খেলতে হবে সেটা রপ্ত করার চেষ্টা করেছি। নতুন পদ্ধতিতে খেলার করব। যদি ভালো হয় এটা চলমান থাকবে।’
নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরেছে ফিলিস্তিন। বাংলাদেশের বিপক্ষে তাই আক্রমণাত্মক খেলবে মধ্যপ্রাচ্যের দেশটি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়।
নেপালের দশরথ স্টেডিয়ামে বুধবার স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে চ্যাম্পিয়ন দল ঢাকায় পৌঁছায়।
দেশে এসে ছাদখোলা বাসে চড়ে বিমানবন্দর ছাড়ে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বাসটির সামনে বড় করে লেখা ছিল ‘চ্যাম্পিয়ন’।
সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরা সাফজয়ী দলটি বাফুফে ভবনে পৌঁছলে তাদের স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তিনি অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন।
টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ দল বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর ছাদ খোলা বাসে সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আসে। সেখানে সাবিনা, ঋতুপর্ণা, তহুরাদের স্বাগত জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এরপর নারী দলকে এক কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন তিনি।
এ সময় উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার তার বাসভবন যমুনায় সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।
এর আগে দুপুরে নারী ফুটবল দলকে পুরস্কৃত করার ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ শিরোপা জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত তাদেরকে করা হবে। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারব ভেবে আমি খুশি। পরপর দুবার তারা আমাদের গর্বিত করেছে।’
সন্ধ্যার দিকে এক বিবৃতিতে বিসিবি জানায়, নারী দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনা-সানজিদাদের ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দেয় নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড।
প্রসঙ্গত, বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে বাংলাদেশের হয়ে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। ২০২২ সাফে একই ভেন্যুতে এই নেপালকে হারিয়েই প্রথমবারের মতো সাফ জয়ের স্বাদ নেয় বাংলাদেশ।
আরও পড়ুন:ছাদ খোলা বাসে চড়ে বিমানবন্দর ছেড়েছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বাসটির সামনে বড় করে লেখা হয়েছে, ‘চ্যাম্পিয়ন’।
সাবিনাদের বহনকারী বিমান বেলা আড়াইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরে সংবাদ সম্মেলনও করেছেন সাফ জয়ী মেয়েরা। কিছুক্ষণ পর ছাদ খোলা বাসে চড়ে তারা বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন।
খেলোয়াড়দের বহনকারী ছাদ খোলা বাসটি রাজধানীর বিভিন্ন রুট ঘুরে যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যালয়ে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের সঙ্গে দেখা করবেন।
বুধবার নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। এরপর আজ বৃহস্পতিবার দুপুরে চ্যাম্পিয়ন দল ঢাকায় পৌঁছায়।
বুধবার রাতেই জানা গিয়েছিল সাফজয়ী দলকে ছাদখোলা বাসে চড়িয়ে বাফুফে ভবনে আনা হবে। এর আগে ২০২২ সালে প্রথমবার সাফ জেতে বাংলাদেশ। সেবারও একইভাবে ছাদখোলা বাসে চড়ে বিমানবন্দর ছাড়েন খেলোয়াড়রা।
টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বৃহস্পতিবার দুপুর দুইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
তাদের বরণের জন্য কমলাপুরে বিআরটিসির বাস ডিপো থেকে একটি ছাদখোলা বাস এরই মধ্যে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে।
বাসটির সামনে বড় করে লেখা হয়েছে, ‘চ্যাম্পিয়ন’।
সাবিনারা বিমানবন্দরে পৌঁছালে তাদের ছাদখোলা বাসে করে সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের সংবর্ধনা দেয়া হবে।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রেখেছে বাংলাদেশের মেয়েরা। এই জয়যাত্রায় ফাইনালে আবারও তাদের কাছে হেরেছে স্বাগতিক নেপাল। এর মধ্য দিয়ে সাফে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা।
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বুধবার স্বাগতিক নেপালের বিরুদ্ধে ম্যাচের ৫২তম মিনিটে দারুণ এক আক্রমণে বাংলাদেশকে এগিয়ে নেন মনিকা চাকমা। অবশ্য তিন মিনিট পরই দলকে সমতায় ফেরান নেপালি ফরোয়ার্ড আমিশা।
ম্যাচের ৮১তম মিনিটে দারুণ এক আক্রমণে বাংলাদেশকে জয়সূচক গোলটি এনে দেন ঋতুপর্ণা চাকমা।
আরও পড়ুন:সাফ নারী চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রেখেছে বাংলাদেশের মেয়েরা। এই জয়যাত্রায় ফাইনালে আবারও তাদের কাছে হেরেছে স্বাগতিক নেপাল। এর মধ্য দিয়ে সাফে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা।
নেপালের কাঠমান্ডুতে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।
ফাইনালে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আলো ছড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে স্কোরলাইনে কোনো পরিবর্তন ছাড়াই বিরতিতে যান দু’দলের ফুটবলাররা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামার কিছুক্ষণ পরই এগিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচের ৫২তম মিনিটে দারুণ এক আক্রমণে উঠে নেপালের রক্ষণ ভেঙে বাংলাদেশকে এগিয়ে নেন মনিকা চাকমা। অবশ্য সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি স্বাগতিকরাও।
গোল হজম করার তিন মিনিট পরই ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা প্রীতি রাইয়ের অসাধারণ এক থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন নেপালি ফরোয়ার্ড আমিশা।
এরপর এগিয়ে যাওয়ার লক্ষ্যে দু’দলের প্রচেষ্টায় জমে যায় ম্যাচ। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৮১তম মিনিটে বাঁ পাশ দিয়ে দারুণ এক আক্রমণে উঠে বাংলাদেশকে জয়সূচক গোলটি এনে দেন ঋতুপর্ণা চাকমা।
পরের সময়টুকু নিজেদের জাল অক্ষত রেখে শিরোপাজয়ের আনন্দে ভাসে বাংলাদেশের মেয়েরা।
সাফে বাংলাদেশের মেয়েদের এটি টানা দ্বিতীয় শিরোপা। ২০২২ সালে অনুষ্ঠিত গত আসরের শিরোপা-নির্ধারণী ম্যাচও হয়েছিল এই দু’দলের মধ্যে; ভেন্যুও ছিল একই। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন:নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিরুদ্ধে সেমিফাইনালে বাংলাদেশ জিতেছে ৭-১ গোলে। এই গোল-উৎসবে দলের হয়ে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। আর অধিনায়ক সাবিনা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন দু’বার। এছাড়া ঋতুপর্ণা চাকমা ও মাশুরা পারভিন করেছেন একটি করে গোল।
ফাইনালে নেপাল ও ভারতের ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে ২০২২ সালের অপরাজিত চ্যাম্পিয়নরা।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার মাঠে নেমে বাংলাদেশের মেয়েদের বেশি সময় লাগেনি গোলের দেখা পেতে। সেই যে শুরু, এরপর প্রতিপক্ষের জালে গোল-উৎসব করে গেলেন সাবিনা-তহুরারা।
দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার ফাইনালে উঠলো বাংলাদেশ। গত আসরে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিলেন সাবিনা-সানজিদারা। এবারও তারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন শিরোপার পথে।
নেপালের বিপক্ষে ড্র করে আসর শুরু করে ভুটান। পরের ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারায় ৪-১ ব্যবধানে। এরপর মালদ্বীপের বিপক্ষে ভুটানের মেয়েরা রীতিমতো গোলবন্যা বইয়ে দেয়, জেতে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে।
তবে রোববার সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পায়নি ভুটান। পুরো ম্যাচে দাপট দেখিয়ে ফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
এবারের আসরে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পিটার বাটলারের দল। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায়, ভারতকে হারায় ৩-২ গোলে। এরপর ৭-১ ব্যবধানে ভুটানকে নাস্তানাবুদ করে ফাইনালে। আগের ম্যাচে জোড়া গোল করা তহুরা এই ম্যাচেরও সেরা খেলোয়াড় হয়েছেন।
বাংলাদেশ কোচ একাদশে আজ একটি পরিবর্তন আনেন। আক্রমণভাগে শামসুন্নাহার জুনিয়রের জায়গায় সাগরিকা মাঠে নামেন। জাতীয় দলের হয়ে অভিষেকেই ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই ফরোয়ার্ড। জ্বরের কারণে আগের দিনের অনুশীলনে না থাকলেও আজ শুরু থেকেই খেলেন সাবিনা।
সপ্তম মিনিটে গোছানো আক্রমণে ভুটানের প্রতিরোধ ভেঙে দেয় বাংলাদেশ। তহুরার পাস ধরে বক্সের ঠিক উপরে থেকে বাম পায়ের জোরালো শটে ঋতুপর্ণা বল জালে পাঠান। চলতি আসরে এটা তার প্রথম গোল। ১৫তম মিনিটে নিখুঁত শটে গোল আদায় করে নেন তহুরা। ২৬তম মিনিটে মনিকার আড়াআড়ি ক্রস থেকে বল পেয়ে নিখুঁত টোকায় ব্যবধান বাড়ান সাবিনা।
৩৭তম মিনিটে বাম দিক থেকে গোলরক্ষককে কাটিয়ে নিচু শটে বল জালে জড়ান সাবিনা, ব্যবধান দাঁড়ায় ৪-০। ৪১তম মিনিটে গোল করে ব্যবধান কমান ভুটানের ডেকি লাহজম। দ্বিতীয়ার্ধে ভুটান কিছুটা চাপ বাড়ালেও গোলের দেখা পায়নি। ৫৮তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। ৭২তম মিনিটে শিউলি আজিমের পা থেকে আসে আরেক গোল। ভুটানকে ৭-১ ব্যবধানে গোলবন্যায় ভাসিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
আরও পড়ুন:বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। নির্বাচনে তিনি ১২৩ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট।
বাফুফে নির্বাচনে শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল ভোটগ্রহণের সময়সীমা। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
চট্টগ্রাম আবাহনী, নীলফামারী, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর ভোট দিতে আসেননি।
সিনিয়র সহ-সভাপতি ছাড়া সভাপতি, সহ-সভাপতি ও সদস্য পদে ভোটগ্রহণ হয়। ২০টি পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ছিল ৪৫। তাদের মধ্যে ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে প্রার্থী ৩৭ জন, চার সহ-সভাপতি পদে ছয়জন ও সভাপতি পদে দুজন।
তবে বাফুফে সভাপতি পদে তাবিথ আউয়ালের বিজয় ছিল কেবলই সময়ের অপেক্ষা। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সভাপতি পদ দিয়ে গণনা শুরু করেন। আধ ঘণ্টার মধ্যেই সভাপতি পদে গণনা শেষ হয়। এতে তাবিথ ১২৩ ও মিজানুর পাঁচ ভোট পান। তখন পর্যন্ত সহ-সভাপতি পদে ভোট গণনা চলছিল।
১৯৯৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে নির্বাচনী ব্যবস্থা শুরু হয়। এসএ সুলতান বাফুফের প্রথম নির্বাচিত সভাপতি। কাজী সালাউদ্দিন ছিলেন দ্বিতীয়। এই কিংবদন্তি ফুটবলার চার মেয়াদে বাফুফের সভাপতি ছিলেন। এবার নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি। তাবিথ বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি। তবে ভোটের হিসাবে তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।
এর আগে ২০১২ ও ২০১৬ সালে তাবিথ আউয়াল সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ২০২০ সালে সহ-সভাপতি পদে টাই হয়েছিল। পুনরায় নির্বাচনে তাবিথ ৪ ভোটে হেরে যান।
আরও পড়ুন:
মন্তব্য