নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্ল্যাকক্যাপদের হারিয়ে ৭ উইকেটে হারিয়ে ৫ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক দল।
নিউজিল্যান্ড একাদশে দুটি পরিবর্তন এসেছে ফাস্ট বোলার বেন সিয়ার্স ও পেইসার হ্যামিশ বেনেট জায়গা পেয়েছেন দলে। বাদ পড়েছেন ব্লেয়ার টিকনার ও জ্যাকব টাফি।
বাংলাদেশ দলে প্রথম ম্যাচ থেকে কোনো পরিবর্তন আসেনি।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মাহেদী হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, উইল ইয়ং, রাচিন রাভিন্দ্রা, টম লেইথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, কোল ম্যাকেঞ্চি, কলিন ডি গ্র্যান্ডহোম, ডুগ ব্রেসওয়েল, বেন সিয়ার্স, হ্যামিশ বেনেট, আজাজ প্যাটেল।
আরও পড়ুন:Bangladesh have won the toss and opted to bat first in the second T20I.#BANvNZ #RiseOfTheTigers pic.twitter.com/vY48gFfEnp
— Bangladesh Cricket (@BCBtigers) September 3, 2021
এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে দারুণ এক কীর্তি গড়লেন বাবর আজম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০০ রানের কীর্তি। রোহিত শর্মা-বিরাট কোহলির নামের পাশে এমন মাইলফলক নেই। মাইলফলকটা যে গড়বেন বাবর তা নিশ্চিতই ছিল।
শুধু সময়ের অপেক্ষা ছিল। কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০০ রান স্পর্শ করার জন্য পাকিস্তানের ব্যাটারের মাত্র ২ রান প্রয়োজন ছিল। লাহোর টেস্টের নিজের মুখোমুখি প্রথম ৬ বলে ১ রান নেওয়ার পর সপ্তম বলে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামিকে বাউন্ডারি মেরে মাইলফলকে পৌঁছান। লাহোর টেস্ট পর্যন্ত ২৩ রানে অপরাজিত আছেন বাবর।
এতে তার মোট রান দাঁড়িয়েছে ৩০২১। ম্যাচ খেলেছেন ৩৭টি। টেস্ট থেকে অবসর নেওয়ায় এই মাইলফলক স্পর্শ করার সুযোগ নেই রোহিত (২৭১৬)-কোহলির (২৬১৭)। এখনো খেলছেন এমন এশিয়ান ব্যাটারদের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাবরের পরে আছেন শুবমান গিল (২৮২৬) ও ঋষভ পন্ত (২৭৩১)।
এশিয়ার প্রথম হলেও বাবরের আগে এই মাইলফলক স্পর্শ করেছেন ৭ জন। তার মধ্যে একমাত্র ব্যাটার হিসেবে ৬ হাজার রান করেছেন জো রুট। ইংল্যান্ডের ব্যাটারের রান ৬০৮০। তার পরে থাকা ৪ হাজার রান করা দুই অস্টেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথ (৪২৭৮) ও মারনাস লাবুশানে (৪২২৫)। এরপরে যথাক্রমে আছেন বেন স্টোকস (৩৬১৬), ট্রাভিস হেড (৩৩০০), উসমান খাজা (৩২৮৮) ও জ্যাক ক্রলি (৩০৪১)।
২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের একদম দ্বারপ্রান্তে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গত শুক্রবার রাতে প্যারিসে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপীয় বাছাইপর্বে আরেকটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে দিদিয়ের দেশমের দল। তবে এই জয়ের মধ্যেই দুঃসংবাদ পেয়েছে ফ্রান্স। কারণ ম্যাচে চোট পেয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। যার কারণে তিনি ফিরে গেছেন মাদ্রিদে। এই রিয়াল ফরোয়ার্ডের খেলা হচ্ছে না আইল্যান্ডের বিপক্ষে ম্যাচ।
ডান পায়ের গোড়ালিতে ইনজুরি নিয়ে ফরাসি শিবিরে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচ খেলার মতো ফিট ছিলেন তিনি। খেলেছেন আজারবাইজানের বিপক্ষে ম্যাচে, করেছেন গোলও। তবে ম্যাচে চোট পান এমবাপ্পে। যার কারণে ম্যাচ শেষ হওয়ার আগে মাঠ ছেড়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
তাতে লম্বা হলো ফ্রান্সের ইনজুরির তালিকা। উসমান ডেম্বেলে, ডিজায়ার ডু, মার্কাস থুরাম ও ব্র্যাডলি বারকোলার পর এই তালিকায় যোগ দিলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন এমবাপ্পেকে নিয়ে বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, ইনজুরির কারণে আজ সোমবার আইসল্যান্ডের বিপক্ষে খেলবেন না এমবাপ্পে। তিনি ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরে গেছেন এবং তার বিকল্প হিসেবে কাউকে দলে নেওয়া হবে না।
এছাড়া এমবাপ্পের চোট নিয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেন, ‘তার গোড়ালিতে ব্যথা আছে এবং সেটি আগের চোটের জায়গাতেই। ব্যথা উল্লেখযোগ্য, তাই ঝুঁকি নেওয়া ঠিক হবে না।’ এর আগে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। এমবাপ্পে না খেললেও আজ সোমবার বিশ্বকাপ টিকিট সম্ভাবনা আছে জয় পেলে ২০২৬ নিশ্চিত হওয়ার ফরাসিদের।
ভারতের তামিলনাডুতে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপের খেলা। বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে হকি ফেডারেশন।
ঘোষিত ২০ সদস্যের এই দলে নেই ওমানে বাছাই পর্বে খেলা ৬ খেলোয়াড়। বাদ পড়েছেন গোলকিপার নয়ন, সুমন্ত চাকমা, শহীদুল ইসলাম, তৈয়ব আলী, সাদ্দাম হোসেন ও শিমুল ইসলাম। মালয়েশিয়ায় চারটি ম্যাচেই চূড়ান্ত হয়ে যায় ২০ সদস্যের দল।
এবারের আসরে ২৪টি দেশ ছয়টি গ্রুপে খেলবে। এফ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। ২৯ নভেম্বর অস্ট্রেলিয়া, ৩০ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে বাংলাদেশের খেলা।
বাংলাদেশ দল: মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহি হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আবদুল্লাহ ও সাহিদুর রহমান।
কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে ধুঁকছেন সাকিব আল হাসান। ব্যাটিং-বোলিং কোথাও তিনি কিছু করতে পারছেন না। দল মন্ট্রিল রয়্যাল টাইগার্সও এই ভালো তো এই খারাপ। রানের খাতা খুলতে পারেননি এখন পর্যন্ত। ১০ ওভারের এই টুর্নামেন্টে সাকিবের দল মন্ট্রিল রয়্যাল টাইগার্স টানা তিন দিন খেলেছে। অধিনায়ক সাকিব নিয়মিত খেললেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না। টুর্নামেন্টে এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি। যার মধ্যে টানা দুই ম্যাচে মেরেছেন গোল্ডেন ডাক। সাফল্যে পেয়েছেন ১ উইকেট। রান বিলিয়ে দিচ্ছেন মুক্ত হস্তে। ভ্যাস্কুভারের বিসি প্লেসে মন্ট্রিল রয়্যাল টাইগার্স খেলেছে ভ্যাস্কুভার কিংসের বিপক্ষে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মন্ট্রিল অধিনায়ক সাকিব। প্রথমে ব্যাটিং পেয়ে ১০ ওভারে ৪ উইকেটে করে ২০৬ রান। সাকিব এক ওভার বোলিং করে দিয়েছেন ২৭ রান। দুটি করে চার ও ছক্কা হজম করেছেন। পাননি কোনো উইকেট। তবে ব্যাটিংয়ে তিনি নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হয়েছেন। সাকিবের উইকেট নিয়েছেন ভ্যাস্কুভার কিংসের পেসার বালতেজ সিং। জয়ের লক্ষ্যে নেমে ১০ ওভারে ৯ উইকেটে ১২৬ রান করে মন্ট্রিল রয়্যাল টাইগার্স। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন জশ ব্রাউন। ১০ বলের ইনিংসে ১ চার ও ৫ ছক্কা মেরেছেন। ৮০ রানে জয়ী ভ্যাস্কুভার কিংসের বালতেজ সিং, তাজিনদর সিং ও ডোয়াইন প্রিটোরিয়াস নিয়েছেন তিনটি করে উইকেট। মন্ট্রিল রয়্যাল টাইগার্স খেলেছে টরন্টো সিক্সার্সের বিপক্ষে। ভ্যাস্কুভারের বিসি প্লেসে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ১০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করে টরন্টো। সাকিব এক ওভারে ১৪ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট। জয়ের লক্ষ্যে নেমে ৮.২ ওভারে ৫ উইকেটে ১০৬ রান করে মন্ট্রিল টাইগার্স। সাকিব এই ম্যাচেও গোল্ডেন ডাক মেরেছেন। ১০ বল হাতে রেখে পাওয়া মন্ট্রিলের ৫ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন দিলপ্রিত বাজওয়া। সাকিবের এই সতীর্থ ২২ বলে ২ চার ও ৯ ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থাকেন। এবারের টুর্নামেন্টে সাকিবের মন্ট্রিল টাইগার্স এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে। অপর জয় এসেছে ৯ অক্টোবর মিসিসাউগা মাস্টার্সের বিপক্ষে। সেই ম্যাচে মন্ট্রিল জিতেছিল ৭ উইকেটে। সেই ম্যাচে সাকিবের ব্যাটিংয়েরই সুযোগ হয়নি। ১ ওভার বোলিং করে ৯ রান দিলেও পাননি কোনো উইকেট।
শেষ দুই বছর ধরে ওয়ানডে ফরম্যাটে খেলা যেন ভুলেই গেছে বাংলাদেশ। জয় আসছে কালেভদ্রে। এমন পারফরম্যান্স মনে করিয়ে দিচ্ছে চলতি শতাব্দীর শুরুর দিকের কথাও। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলাটাও পড়ে গেছে চ্যালেঞ্জের মুখে। আইসিসির নিয়ম অনুযায়ী ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের সামনে সময় র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে ওঠে আসার। সেটা না করতে পারলে বাছাইপর্বে খেলতে হবে দলকে। ২০২৭ বিশ্বকাপে খেলবে ১৪টি দল। ৮ দল খেলবে সরাসরি, বাকি ৬ দল আসবে বাছাইপর্ব থেকে। মাত্র ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বর স্থানে অবস্থান করার ফলে সরাসরি খেলা নিয়ে সংশয় জেগেছে। আফগানিস্তান সিরিজের পর বাংলাদেশ আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজকে। এরপর পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে সিরিজ হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আসতে পারে ভারতও। সেসব সিরিজে জিততে, পাশাপাশি শ্রীলঙ্কা, আফগানিস্তান বা পাকিস্তানের মতো দলকেও বাজে পারফর্ম করতে হবে। তাহলেই আগামী বিশ্বকাপের আগে বাছাইপর্বের ঝক্কি এড়াতে পারবে বাংলাদেশ।
ক্যারিয়ারের শুরু থেকে আর্লিং হালান্ড গোল করেই যাচ্ছেন। মাঝে একটা মৌসুম বাদ দিলে প্রতি মৌসুমেই তিনি সমান ত্রাস ছড়িয়েছেন প্রতিপক্ষ রক্ষণে। এবার তিনি গড়ে ফেলেছেন বিশ্বরেকর্ড। সবচেয়ে কম ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোলের কীর্তি গড়ে ফেলেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে এবার নরওয়ে খেলছে দারুণ ফুটবল। দলকে বিশ্বকাপের খুব কাছে নিয়ে গেছেন তিনি। ইসরায়েলের বিপক্ষে নরওয়ের ৫-০ গোলে জয়ের দিনে তিনি করেছেন হ্যাটট্রিক। আর তাতেই ৫০ গোলের মাইলফলকটা ছোঁয়া হয়ে যায় তার। বর্তমানে তার গোলসংখ্যা ৫১। হালান্ড এই মাইলফলক ছুঁয়েছেন মোটে ৪৬ ম্যাচে। আর তাতেই গড়া হয়ে গেছে রেকর্ডটা। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হিসেবে ৫০ গোল করলেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল হ্যারি কেইনের দখলে। তিনি ৫০ গোল করেছিলেন ৭১ ম্যাচে।
১৯৯৮ সালে সবশেষ বিশ্বকাপে খেলেছিল নরওয়ে। এবার হালান্ডের দারুণ ছন্দে ভর করে ২৪ বছর পর বিশ্বকাপে পা রাখার স্বপ্ন দেখছে তার দেশ।
আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোল কে কত ম্যাচে ছুঁয়েছেন- আর্লিং হালান্ড (নরওয়ে)- ৪৬ ম্যাচ
হ্যারি কেইন (ইংল্যান্ড)- ৭১ ম্যাচ
নেইমার (ব্রাজিল)- ৭৪ ম্যাচ
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)- ৯০ ম্যাচ
রবার্ট লেভান্ডভস্কি (পোল্যান্ড)- ৯০ ম্যাচ
লিওনেল মেসি (আর্জেন্টিনা)- ১০৭ ম্যাচ
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)- ১১৪ ম্যাচ।
রাজশাহীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশের পক্ষে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের জারিফ আবরার। আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের বালক এককের ফাইনালে এই প্রথম কোনো বাংলাদেশি খেলোয়াড় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল।
গত শুক্রবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত বালক এককের ফাইনালে জারিফ সরাসরি ২-০ সেটে পরাজিত করে থাইল্যান্ডের টপ-সিট নাপাত পাটানালের থাপানকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ফাইনালের শেষ সেটে জারিফ আবরার পাঁচটি ম্যাচ পয়েন্ট নষ্ট করার পরও শেষ পর্যন্ত সেটটি জিতে শিরোপা নিশ্চিত করেন।
এর আগে বাংলাদেশের কোনো খেলোয়াড়ই আইটিএফের কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। জারিফ আবরারের এই জয় দেশের টেনিসের ইতিহাসে এক মাইলফলক স্থাপন করল।
বালিকা এককের ফাইনাল: বালিকা এককের ফাইনালটিও ছিল চরম উত্তেজনাপূর্ণ। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই দীর্ঘ ম্যাচে চীনের জিজি ইয়ান চ্যাম্পিয়ন হন। প্রথম সেট তিনি ৭-৫ গেমে জিতলেও, দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মালদ্বীপের টপ-সিট আরা আসাল আজিম, যিনি ৬-৩ গেমে সেটটি জিতে নেন। তবে শেষ সেটে জিজি ইয়ান ৬-৩ গেমে আসাল আজিমকে কোনো প্রতিরোধ গড়তে না দিয়ে শিরোপা জয় করেন।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ এনডিসি। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য