কিলিয়ান এমবাপেকে নিয়ে গুঞ্জনের অবসান হচ্ছে না। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সভাপতি নাসের আল খেলাইফি বারবার বলে এসেছেন ফ্রেঞ্চ তারকাকে তারা ছাড়তে রাজি নন। তারপরও ইউরোপ জুড়ে সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত আসছে এমবাপের পিএসজি ছেড়ে যাওয়ার খবর।
সবশেষ মঙ্গলবার রাতে ট্র্যান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানান যে এমবাপের জন্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ১৬ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে পিএসজিকে। তিন বছর আগে ক্রিস্টিয়ানো রোনালডোকে হারানো রিয়াল নিজেদের পরের এক দশকের প্রজেক্ট সাজানোর জন্য চাইছে ২২ বছরের এমবাপের মতো একজন তরুণ তারকাকে।
এমবাপেও গত মৌসুমের পর ইঙ্গিত দেন রিয়াল তার স্বপ্নের ক্লাব। ক্যারিয়ারের কোনো এক সময় তাদের জার্সিতে খেলতে চান তিনি। পিএসজির হয়ে নতুন চুক্তিতে সইও করেননি তিনি। তার সঙ্গে প্যারিসিয়ানদের চুক্তি শেষ হচ্ছে ২০২২ সালে। তার আগে চুক্তি নবায়ন না করলে, বিনামূল্যে এমবাপেকে ছাড়তে হবে পিএসজির।
এর সঙ্গে যোগ হয়েছে লিওনেল মেসির দলে যোগ দেয়া। সর্বকালের সেরা ফুটবলারের ছায়ায় পড়ে থাকবেন এমবাপে, এমনটা আশঙ্কা তার নিজেরই। ফলে পিএসজি ছাড়তে চাইছেন তিনি।
এতোদিন এমবাপেকে নিয়ে রাখঢাক করলেও, গতকাল রিয়ালের প্রস্তাবের পর পিএসজি যেন কিছুটা ভাবছে তাকে ছেড়ে দেওয়া নিয়ে। ইউরোপিয়ান সংবাদমাধ্যম ইউরোস্পোর্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে তারা এমবাপের বিকল্পও খোঁজা শুরু করে দিয়েছে।
ফ্রেঞ্চ উঠতি তারকার বদলি হিসেবে তারা ভেবে রেখেছে ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসনের কথা। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের হয়ে খেলা রিচার্লিসনকে দলে টানতে ৭ থেকে ৮ কোটি ইউরো খরচ করতে হবে পিএসজিকে।
যা এমবাপেকে বিক্রি করা টাকার অর্ধেক। এছাড়া রিচার্লিসনকে বেতনও দিতে হবে এমবাপের চেয়ে কম। সব কিছু মিলিয়ে এমবাপের বদলি হিসেবে পিএসজিতে যোগ দিতে এগিয়ে আছেন রিচার্লিসন।
এই সবকিছু নির্ভর করছে এমবাপের ক্লাব ছাড়া-না ছাড়ার ওপর। নতুন চুক্তি সই করে ফেললে হয়তো আর রিচার্লিসনের দিকে হাত বাড়াবে না পিএসজি।
তবে মেসি-নেইমারের পেছনে ক্লাবের তৃতীয় সেরা তারকা হয়ে থাকতে চাইবেন কিনা এমবাপে সেই জবাবের অপেক্ষায় আছেন ফুটবল ভক্তরা।
জাতীয় নারী দলের ফুটবলার রিতুপর্ণা চাকমার ছোট ভাই পার্বন চাকমা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালে বুধবার দুপুর ১টার দিকে মারা যান পার্বন।
১৭ বছরের পার্বন চাকমা কাপ্তাই কর্ণফুলী কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। ছয় ভাইবোনদের মধ্যে পার্বনই একমাত্র ভাই। ছোটবেলায়ই তারা তাদের বাবাকে হারান।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার দুপুর ১২টার দিকে বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে পার্বন বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈকত আকবর (আরএমও)বলেন, ‘পার্বন চাকমাকে দুপুরে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।’
ওসি কবির হোসেন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে পার্বনের মরদেহ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন:পাঁচ বছর আগে ইউরোপ জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বরেকর্ড অর্থ খরচ করে নেইমারকে দলে ভেড়ায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে পিএসজিতে আসার পর থেকে ধার কমতে থাকে নেইমারের।
পরিস্থিতি এতটাই খারাপ, এ ফরোয়ার্ডের যে চেলসির কাছে তাকে বেচে দিতে প্রস্তুত পিএসজি। তবে ব্রাজিল জাতীয় দলের কোচ লিওনার্দো তিতে মনে করেন, নেইমার এখনও দুর্দান্ত ফর্মে রয়েছেন। ক্লাবগুলো নেইমারকে সঠিক পজিশনে খেলায় না বলেই তাকে সেরা ছন্দে দেখা যাচ্ছে না।
তিতের মত হচ্ছে, নেইমারের জন্য নাম্বার টেন পজিশনই সেরা। যে কোচ তাকে উইংয়ে খেলাবেন, তিনি গর্দভ ছাড়া কিছুই না।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিতে বলেন, ‘কেউ যদি নেইমারকে উইংয়ে খেলায় আমি তাকে গাঁধা বলব। এতে নেইমারকে তার সৃজনশীল খেলা থেকে দূরে সরিয়ে দেয়া হয়। সৃজনশীলতা পরিস্থিতির দাবিতে তৈরি আর আকস্মিক হয়। ওটা বলেকয়ে হয় না। মানছি নেইমার ভুল করবে, কিন্তু প্রয়োজনের সময় সে ঠিকই দারুণ কিছু করবে।’
বার্সেলোনায় নেইমার খেলতেন দুই তারকা মেসি ও সুয়ারেসকে দুই পাশে রেখে। ওয়াইড রোল প্লে করতেন। ২০১৭ সালে পিএসজির হয়ে প্রথম মৌসুমে ইনজুরির বাধা পেরিয়ে ২৮ গোল করেন। প্রথম মৌসুমে পিএসজির সেন্ট্রাল পজিশনে খেলেছেন তিনি।
পরের তিন মৌসুমে নেইমারের পারফরম্যান্সের গ্রাফ ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। শেষ চার মৌসুমে তিনি যথাক্রমে ২৩, ১৯, ১৭ ও ১৩ গোল করেছেন।
তবে নেইমার ব্রাজিল দলের হয়ে সেন্ট্রাল পজিশনে শুরু থেকে দারুণ খেলছেন। তিতের অধীনেও ভালো ছন্দে আছেন এ ফরোয়ার্ড। সর্বশেষ দুই ম্যাচে গোল করেছেন তিনি।
ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের সঙ্গে নিজের নাম লেখাতে কাতার বিশ্বকাপে নেইমারের প্রয়োজন মাত্র তিন গোল। ব্রাজিলের হয়ে নেইমারের ঝুলিতে আছে ৭৪ গোল।
আরও পড়ুন:বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে ব্যবধান বাড়তে দেয়নি আবাহনী লিমিটেড। চট্টগ্রাম আবাহনীকে ৩-২ গোলে হারিয়ে তারা ধরে রেখেছে লিগ টেবিলের দ্বিতীয় স্থান।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে জয় ছিনিয়ে নেয় ঢাকা আবাহনী। এতে করে প্রথম লেগে চট্টগ্রামের কাছে হারের প্রতিশোধ নিল মারিও লেমসের দল।
ম্যাচের শুরুটা দারুণ করে চট্টগ্রাম আবাহনী। ৩২ মিনিটে ফ্রিকিক থেকে দৃষ্টিনন্দন শটে গোল করেন আফগান জাতীয় দলের মিডফিল্ডার ওমিদ পোপালজাই। এ লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চট্টগ্রাম।
মিনিট দুয়েক পর ডরিয়েল্টন গোল করে আবাহনীকে ম্যাচে ফেরান। বিরতির আগে ম্যাচে নিজেদের প্রাধান্য আবারও ফিরে পায় চট্টগ্রাম আবাহনী।
৪০তম মিনিটে পেনাল্টি পায় চট্টগ্রাম। স্পট থেকে লক্ষ্যভেদ করেন পিটার এবিমোবোয়ে। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চট্টগ্রাম আবাহনী।
দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে ক্যান্ডি অগাস্টিন লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় চট্টগ্রাম। সে সুযোগে প্রতিপক্ষের ওপর চেপে বসে ঢাকা আবাহনী। বাড়তি খেলোয়াড়ের সুবিধা নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা।
ডরিয়েল্টনের ৭১ মিনিটের গোলে সমতা ফেরে ম্যাচে। আর ৭ মিনিট পর নুরুল ফয়সালের গোলে জয় নিশ্চিত হয় ঢাকা আবাহনীর।
এ জয়ে বসুন্ধরার সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান ধরে রাখল আবাহনী। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের দুইয়ে। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে কিংস আছে শীর্ষে।
আর ২৬ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর অবস্থান পাঁচে।
আরও পড়ুন:গত বছর যখন চাভি এরনান্দেসকে দায়িত্ব দেয় বার্সেলোনা, তখন তাদের পরিকল্পনা ছিল নতুন এক প্রজেক্ট যা ফিরিয়ে আনবে ক্লাবের শ্রেষ্ঠত্ব ও পরের দশকে লড়াই করবে ইউরোপের সেরা ট্রফিগুলোর জন্য।
চাভি দলের হাল ধরার পর ১০ম স্থান থেকে ঘুরে দাঁড়িয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করেছে বার্সেলোনা। সে ফলের ওপর ভরসা করে কাতালানদের স্বপ্ন ছিল নতুন মৌসুমে দারুণ দল গড়ার।
পেদ্রি, গাভি, ফাতিদের মতো তরুণদের সঙ্গে চাভি চাচ্ছিলেন বেশ কিছু পরীক্ষিত সৈন্য, যারা তার দলকে দেবে শক্ত ভিত্তি ও ইউরোপের যেকোনো দলের সঙ্গে লড়ার ক্ষমতা।
মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনহেল দি মারিয়া, রবার্ট লেওয়ানডোভস্কি, জুলের কুন্দের মতো অভিজ্ঞ তারকাদের দলে ভেড়াতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু দলবদলের মাস শুরু হয়ে শেষ হয়ে যাওয়ার অবস্থায় চলে আসলেও এখনও উল্লেখযোগ্য কোনো খেলোয়াড়কে সই করাতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা।
উল্টো বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছেন নির্ভরযোগ্য ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও উসমান ডেম্বেলে। চাভির ভবিষ্যৎ পরিকল্পনায় এই দুইজন ছিলেন অপরিহার্য। তবে আর্থিক পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এ দুইজনকে ছেড়ে দিতে হচ্ছে কাতালানদের।
ডি ইয়ংকে বেচতে এরই মধ্যে সাড়ে ৬ কোটি ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছে বার্সা। আগামী ১-২ দিনের মধ্যে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
ডেম্বেলেকে কেনার দৌড়ে এগিয়ে চেলসি। ৫ কোটি ইউরো আসতে পারে এ ফরাসি স্ট্রাইকারের বিনিময়ে।
প্রায় ১৩০ কোটি ইউরো দেনায় জর্জরিত বার্সেলোনা এরই মধ্যে স্টেডিয়াম ও জার্সি স্বত্ব বিক্রি করে দিয়েছে মিউজিক স্ট্রিমিং কোম্পানি স্পটিফাইকে। ইতিহাসে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী কাম্প ন্যুয়ের নাম বদলে হচ্ছে স্পটিফাই ন্যু ক্যাম্প।
এ ছাড়া ক্লেম লংলে, সার্জিনিও ডেস্ট ও সামুয়েল উমতিতির মতো খেলোয়াড়দের ছেড়ে দিয়ে তহবিল বড় করতে চাচ্ছে বার্সা। এতে করে লা লিগার স্যালারি ক্যাপের মধ্যে থাকবে তাদের স্কোয়াডের পারিশ্রমিক।
সব মিলিয়ে বার্সেলোনার জন্য সময়টা কঠিন। একমাত্র লা মাসিয়া অ্যাকাডেমিভিত্তিক উঠতি তারকারাই এখন চাভির দলকে ভরসা দিতে পারেন।
আরও পড়ুন:বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭তম রাউন্ডে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোলেমান দিয়াবাতের জোড়া গোলে সাবেক চ্যাম্পিয়নরা ৩-১ ব্যবধানে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।
কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে সোমবার বিকেলে জোড়া গোলের আগে আত্মঘাতী গোল করেন দিয়াবাতে। পরে দলকে জয় পাইয়ে দেয়া জোড়া গোল করে মাঠ ছাড়েন তিনি।
আগের ম্যাচে আবাহনীর কাছে হারা মোহামেডান এ ম্যাচে শুরু থেকে বেশ আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। প্রথমার্ধে ৩ গোল আসে ম্যাচে।
৩৫ মিনিটে সাদিকউজ্জামানের বাড়ানো ক্রস থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন মোরসালিন। এর ৩ মিনিট পর ওটাবেকের শট দিয়াবাতের গায়ে লেগে জালে জড়ালে ম্যাচে ফেরে শেখ জামাল।
বিরতির আগে সর্বশেষ গোল আসে পেনাল্টি থেকে। ৪৩ মিনিটে রায়হানের হ্যান্ডবলের দোষে মোহামেডানের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট থেকে দলকে এগিয়ে দিতে ভুল করেননি দিয়াবাতে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান বড় করার চেষ্টা করে সাদা-কালোরা। সে প্রচেষ্টা সফল হয় ৮৩ মিনিটে। আরিফুলের ভুলে আরেকটি হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় মোহামেডান। এবারও স্পট থেকে গোল করেন দিয়াবাতে।
শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম পর্বে দুই দলের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল।
এ জয়ে ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে মোহামেডান। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শেখ জামালের অবস্থান চতুর্থ।
সমান ১৭ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মোহামেডান। ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শেখ জামাল।
আরও পড়ুন:গত মৌসুমে অনেক ঢাকঢোল পিটিয়ে ক্রিস্টিয়ানো রোনালডোকে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ফুটবলের একসময়কার পরাশক্তি ক্লাবটির লক্ষ্য ছিল পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে লিগ শিরোপার জন্য চ্যালেঞ্জ করা ও চ্যাম্পিয়নস লিগে সাফল্য।
ম্যান ইউনাইটেডের হয়ে লিগে ১৮ গোল ও চ্যাম্পিয়নস লিগে ৬ গোল করলেও লাভ হয়নি। শিরোপা জয় তো দূরে থাক লিগে ষষ্ঠ স্থানে থেকে সামনের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারিয়েছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা।
এমন পরিস্থিতিতে দলীয় সাফল্যের চেয়ে ব্যক্তিগত সাফল্যের দিকে ঝুঁকছেন রোনালডো। সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা ও লিগ শিরোপা দৌড়ে থাকা দলের হয়ে খেলতে চান তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার এরিক টেন হাখের পুনর্গঠন প্রজেক্টের ওপর ভরসা রাখতে পারছেন না ৫ বারের ব্যালন ডর জয়ী এ তারকা।
সামনের মৌসুমে নতুন দল খুঁজছেন তিনি। জার্মানির বায়ার্ন মিউনিখ, ইতালির এসি মিলানসহ শোনা যাচ্ছে এমএলএসের এলএ গ্যালাক্সির কথাও।
তবে বাদ সাধছে তার বেতন। বছরে ৩ কোটি ইউরো পাওয়া রোনালডো বিশ্বের অন্যতম শীর্ষ পারিশ্রমিকের ফুটবলার। ৩৭ বছর বয়সী ও শুধু বক্সে কার্যকর এ ফুটবলারের পেছনে এত অর্থ খরচ করতে চাইছে না ইউরোপের সেরা ক্লাবগুলো।
পরের মৌসুমে নিশ্চিত সাফল্যের জন্য বায়ার্ন মিউনিখ পছন্দ রোনালডোর। তবে ইংলিশ দৈনিক দ্য মিরর জানিয়েছে, তাকে নিতে চায় চেলসিও। আর ইতালির পত্রিকা গাজেত্তা দেল্লো স্পোর্ত এক প্রতিবেদনে দাবি করেছে, রোনালডোকে নিতে মুখিয়ে আছে ইতালির ক্লাব এএস রোমাও।
রোনালডো বেতন কমাতে রাজি হলে রোমার ম্যানেজার জোসে মরিনিও তাকে নিতে রাজি। দরজা খোলা রেখেছে রোনালডোর প্রথম পেশাদার ক্লাব স্পোর্টিং লিসবনও।
বেশি বেতন ও বেশি বয়স এ দুই বাধা টপকে নতুন ক্লাব খুঁজে নেয়ার সময় খুব একটা নেই রোনালডোর কাছে। ইংল্যান্ডে গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ হচ্ছে ১ জুলাই।
আরও পড়ুন:শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। ইতোমধ্যেই নির্ধারিত হয়ে গেছে বিশ্বকাপের মূল পর্বে অংশ নেয়া ৩২ দল। চূড়ান্ত হয়েছে সূচিও। আয়োজক দেশ কাতারের প্রস্তুতিও প্রায় শেষদিকে।
স্টেডিয়াম থেকে শুরু করে আয়োজনের সব প্রস্তুতি এখন শেষের দিকে। দলগুলোও সেরে নিচ্ছে শেষ সময়ের প্রস্তুতি। দল গঠন থেকে শুরু করে বণ্টন করে দেয়া হয়েছে অধিনায়কের দায়িত্বও।
গ্রুপ এ
কাতার: হাসান আল হাইদোস
নেদারল্যান্ডস: ভার্জিল ফন ডাইক
সেনেগাল: কালিদু কোলিবালি
ইকুয়েডর: এনার ভালেন্সিয়া
গ্রুপ বি
ইংল্যান্ড: হ্যারি কেইন
যুক্তরাষ্ট্র: ক্রিশ্চিয়ান পুলিসিক
ইরান: এহসান হাজসাফি
ওয়েলস: গ্যারেথ বেল
গ্রুপ সি
আর্জেন্টিনা: লিওনেল মেসি
মেক্সিকো: আন্দ্রেস কার্দাদো
পোল্যান্ড: রবার্ট লেওয়ানভোভস্কি
সৌদি আরব: সালমান আল ফারাজ
গ্রুপ ডি
ফ্রান্স: উগো লরিস
ডেনমার্ক: সিমন কায়ের
তিউনিসিয়া: ইউসেফ এমসাকনি
অস্ট্রেলিয়া: ম্যাথু রায়ান
গ্রুপ ই
স্পেন: সার্জিও বুস্কেটস
জার্মানি: মানুয়েল নয়্যার
জাপান: মায়া ইয়োশিদা
কোস্টারিকা: ব্রায়ান রুইস
গ্রুপ এফ
বেলজিয়াম: ইডেন অ্যাজার
ক্রোয়েশিয়া: লুকা মডরিচ
মরক্কো: রোমাইন সাইস
কানাডা: অ্যাটিবা হাচিনসন
গ্রুপ জি
ব্রাজিল: থিয়াগো সিলভা
সুইজারল্যান্ড: গ্রানিট জাকা
সার্বিয়া: দুসান তাদিচ
ক্যামেরুন: ভিনসেন্ট আবুবাকার
গ্রুপ এইচ
পর্তুগাল: ক্রিস্টিয়ানো রোনালডো
উরুগুয়ে: দিয়েগো গদিন
দক্ষিণ কোরিয়া: সন হিউং মিন
ঘানা: আন্দ্রে আইয়ু
আরও পড়ুন:
মন্তব্য