মঙ্গলবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৪০ মিনিটে হরিণাকুন্ডুর বিপক্ষে প্রাধান্য ধরে রেখে শিরোপা জিতে নেয় কালীগঞ্জ।
ঝিনাইদহ আন্তঃউপজেলা হ্যান্ডবল টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে কালীগঞ্জ উপজেলা। ফাইনালে তারা ১৭-১০ গোলে হারায় হরিণাকুন্ডু উপজেলাকে।
মঙ্গলবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৪০ মিনিটে হরিণাকুন্ডুর বিপক্ষে প্রাধান্য ধরে রেখে শিরোপা জিতে নেয় কালীগঞ্জ।
ফাইনাল শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্না রানী সাহাসহ অন্যান্যরা।
মুজিব শতবর্ষ উপলক্ষে গত ২৬ ডিসেম্বর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্ট শুরু হয়। জেলার ৬ টি উপজেলার হ্যান্ডবল দল লিগ পদ্ধতিতে অংশগ্রহণ করে।
দেশটির জন্য প্রস্তুত সংস্কার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস। আগামী কয়েকবছরে দেশটির সামনে বেশ কিছু লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। যার মধ্যে অন্যতম ডোপ টেস্টিং এর বিস্তার।
আন্তর্জাতিক অ্যাথলেটিকসে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে রাশিয়ার। দেশটির জন্য প্রস্তুত সংস্কার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস। আগামী কয়েকবছরে দেশটির সামনে বেশ কিছু লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। যার মধ্যে অন্যতম ডোপ টেস্টিং এর বিস্তার।
ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের সভাপতি লর্ড কো এই সংস্কার পরিকল্পনাকে ‘আস্থা পুনস্থাপনের রোডম্যাপ’ উল্লেখ করে বিবিসি স্পোর্টকে বলেন, ‘এখানেই শেষ নয়। একটা দীর্ঘ যাত্রার শুরু। রাশিয়ান অ্যাথলেটিকস ফেডারেশন (রুসাফ) কে আস্থা ফিরে পাওয়ার জন্য এখন প্রচুর কাজ করতে হবে।’
অ্যাথলেটিকসে রাশিয়ার ফিরে আসার কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে দেশটির অ্যাথলেটিকস প্রশাসন, তহবিল, অ্যান্টি-ডোপিং ব্যবস্থা ও ক্রীড়াবিদদের শিক্ষার বিষয়ে সময়সীমা নির্ধারণ করা হয়েছে যেটি পর্যবেক্ষণের আওতায় থাকবে।
যে পরিবর্তনগুলো চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে হুইসলব্লোয়ারদের উৎসাহ দেয়ার নীতিমালা প্রনয়ণ, পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধকারী বিভাগগুলোকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা ও দেশের খেলাধুলা কীভাবে চলছে তা নিয়ে ক্রীড়াবিদদের মতামত দেয়ার সুযোগ বৃদ্ধি করা।
ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের ৩১ পাতার সংস্কার প্রস্তাবনা প্রতিবেদনটিতে বলা হয় রুসাফের দৃঢ় বিশ্বাস তারা লক্ষ্যে পৌঁছাতে পারবে তবে স্থায়ী পরিবর্তন আনতে অনেক সময় লেগে যাবে।
বিশ্ব অ্যাথলেটিকসের নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানায় ডোপিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা টোকিও অলিম্পিকসে অংশ নিতে পারবেন কি না সেই সিদ্ধান্ত নেয়া হবে কাউন্সিল সভায়। ওয়ার্ল্ড অ্যাথলেটিকস কাউন্সিলের সভা বসছে ১৭ ও ১৮ মার্চ।
ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) প্রতিবেদনের ভিত্তিতে ২০১৫ সালে রাশিয়াকে আন্তর্জাতিক অ্যাথলেটিকসের সব আসর থেকে নিষিদ্ধ করে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস। ওয়াডার প্রতিবেদনে বলা হয় দেশটি অ্যাথলিটদের সাফল্যের জন্য ড্রাগ ব্যবহার করতে উৎসাহী করেছে।
.@WorldAthletics president @sebcoe said a roadmap for Russia's reintegration to the sport was just the beginning of a long journey aimed at "rebuilding trust"https://t.co/gCM04g82Ty
— Firstpost Sports (@FirstpostSports) March 2, 2021
সোমবার সবশেষ প্রকাশিত এটিপি র্যাংকিংয়ে এক নম্বরে আছেন ১৮টি স্ল্যাম জয়ী জকোভিচ। এতে করে ফেডেরারের মোট ৩১০ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড ছুঁয়ে দিলেন তিনি।
গ্র্যান্ড স্ল্যাম সংখ্যায় এখনও রজার ফেডেরারের চেয়ে দুটি শিরোপা পেছানো নোভাক জকোভিচ। তবে সবচেয়ে বেশি সময় র্যাংকিংয়ের শীর্ষে থাকার রেকর্ডে ঠিকই ফেডেরারের সঙ্গে ভাগ বসিয়েছেন এই সার্বিয়ান তারকা।
সোমবার সবশেষ প্রকাশিত এটিপি র্যাংকিংয়ে এক নম্বরে আছেন ১৮টি স্ল্যাম জয়ী জকোভিচ। এতে করে ফেডেরারের মোট ৩১০ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড ছুঁয়ে দিলেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিবিসি স্পোর্টকে এই টেনিস গ্রেট জানান আপাতত গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের দিকে নজর দেবেন তিনি।
‘সবচেয়ে বেশি সময় এক নম্বর থাকার ঐতিহাসিক অর্জনের পর কিছুটা স্বস্তি বোধ করছি। এখন আমার সমস্ত মনোযোগ স্ল্যাম টুর্নামেন্টগুলোতে দিতে পারব।’
সবশেষ র্যাংকিংয়ে ১২,০৩০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন জকোভিচ। নাদাল আছেন দুই নম্বরে। তার পয়েন্ট ৯,৮৫০। জকোভিচের কাছে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে যাওয়া রাশান তারকা দানিল মেদভেদেভ আছেন তিনে। তার সংগ্রহ ৯,৭৩৫ পয়েন্ট।
সর্বকালের সেরাদের তালিকায় ৩১০ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ডের এক নম্বরে এখন জকোভিচ ও ফেডেরার। দুইয়ে আছেন সাবেক আমেরিকান তারকা পিট স্যাম্প্রাস। তিনি মোট ২৮৬ সপ্তাহ এক নম্বরে ছিলেন।
নারী ও পুরুষ একক মিলিয়ে মোট র্যাংকিংয়ের শীর্ষে হিসেবে এখনও সবার ধরা ছোঁয়ার বাইরে স্টেফি গ্রাফ। জার্মান কিংবদন্তি ক্যারিয়ারের মোট ৩৭৭ সপ্তাহ এক নম্বরে ছিলেন।
ডসের দ্রুত আরোগ্য কামনায় বিশ্বজুড়ে গলফাররা লাল গলফ শার্ট পরে কোর্সে নামেন রোববার। ক্যারিয়ারে গলফের ১৫টি মেজর ওপেন টুর্নামেন্ট জেতা উডসের প্রিয় পোশাক ছিল কালো কলারের লাল টি-শার্ট। যেটি পরে অধিকাংশ সময় তিনি নামতেন কোর্সে।
গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন টাইগার উডস। অস্ত্রোপচারের পর এই কিংবদন্তি গলফার আছেন পুনর্বাসনে। উডসের দ্রুত আরোগ্য কামনায় বিশ্বজুড়ে গলফাররা লাল গলফ শার্ট পরে কোর্সে নামেন রোববার।
ক্যারিয়ারে গলফের ১৫টি মেজর ওপেন টুর্নামেন্ট জেতা উডসের প্রিয় পোশাক ছিল কালো কলারের লাল টি-শার্ট। যেটি পরে অধিকাংশ সময় তিনি নামতেন কোর্সে।
ফ্লোরিডার ডাব্লিউজিসি-ওয়ার্কডে চ্যাম্পিয়নশিপে বর্তমানে বিশ্ব র্যাংকিংয়ের আট নম্বর ও সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ররি ম্যাকেলরয় উডসের মতো কালো কলারের লাল টি-শার্ট পরে কোর্সে নামেন।
ম্যাকেলরয়ের মতো একই রঙ্গের টি-শার্ট পড়ে খেলেন টমি ফ্লিটউড, প্যাট্রিক রিড ও টোনি ফিনাউ এর মতো শীর্ষ তারকারা।
দিনের খেলা শেষে ম্যাকেলরয় জানান তারা সবাই উডসের পাশে আছেন।
‘এটা আমাদের পক্ষ উডসকে জানানো যে আমরা সবাই তার কথা ভাবছি ও তাকে সমর্থন করছি,’ বলেন ৩১ বছর বয়সী এই আইরিশ গলফার।
সাবেক বিশ্বসেরা ফিল মিকেলসন ও বিশ্বসেরা সাবেক নারী গলফার আনিকা সরেনস্ট্যামও একই রকম লাল টি-শার্ট পরে কোর্সে নামেন।
সতীর্থ গলফারদের এমন পদক্ষেপ ছুঁয়ে গেছে উডসের হৃদয়। সোমবার এক টুইটে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবার প্রতি।
‘টিভি খুলে যখন আজকে লাল টি-শার্টগুলো দেখেছি তখন কেমন লেগেছে আমার এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। সব গলফার ও ফ্যানকে বলতে চাই, আপনারা আসলেই আমাকে এই কঠিন সময় পার হতে সাহায্য করছেন।’
It is hard to explain how touching today was when I turned on the tv and saw all the red shirts. To every golfer and every fan, you are truly helping me get through this tough time.
— Tiger Woods (@TigerWoods) March 1, 2021
ফাইল ছবি
শুক্রবার কোভিড-টেস্টের ফলে পজিটিভ ধরা পড়ে তার। শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে গতকাল শনিবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন সুস্থবোধ করছেন কোচ হারুন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় হকি দলের প্রধান কোচ ও সাবেক অধিনায়ক মাহবুব হারুন।
শুক্রবার কোভিড-টেস্টের ফলে পজিটিভ ধরা পড়ে তার। শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে গতকাল শনিবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিকভাবে এখন সুস্থবোধ করছেন কোচ হারুন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা আবাহনী ক্লাবের সাবেক হকি খেলোয়াড় এহসান রানা।
বলেন, ‘শুক্রবার তার করোনা পজিটিভ রেজাল্ট আসে এবং অবস্থা একটু খারাপের দিকে গেলে শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়।’
শারীরিক পরিস্থিত উন্নতির দিকে উল্লেখ করে এহসান রানা বলেন, ‘আমি দেখে এসেছি, হারুন ভাইয়ের সঙ্গে কথাও বলেছি। তার ফুসফুসে একটু পানি জমেছিল। চিকিৎসা চলছে। অবস্থা উন্নতির দিকেই আছে।’
এ বছরের মাঝামাঝি সময়ে ঢাকায় হওয়ার কথা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আয়োজক হিসেবে এই আসরে অংশ নেবে বাংলাদেশ। এই বড় টুর্নামেন্টকে সামনে রেখে মাহবুব হারুনকে জাতীয় দলের কোচ নিযুক্ত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তিনি সুস্থ হলে জাতীয় খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতি শুরু করার কথা বাংলাদেশের।
ফাইল ছবি
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের রোমান অনুশীলন চালিয়ে যাচ্ছে। তার এখন যে স্কোর। সেটা বিশ্ব মানের। এই স্কোর বজায় রাখতে পারলে সেমিফাইনালে খেলার আশা করা যায়।’
করোনার মধ্যেও টোকিও অলিম্পিকের প্রস্তুতি নিয়েছেন রোমান সানা। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে সরাসরি খেলার সুযোগটাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখের নিবিড় পর্যবেক্ষণে চলছে রোমানের অনুশীলন।
টোকিও অলিম্পিকে সেমিফাইনালের স্বপ্ন নিয়ে দেশসেরা এই তীরন্দাজকে তৈরি করা হচ্ছে বলে জানান আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের রোমান অনুশীলন চালিয়ে যাচ্ছে। তার এখন যে স্কোর। সেটা বিশ্ব মানের। এই স্কোর বজায় রাখতে পারলে সেমিফাইনালে খেলার আশা করা যায়।’
তিনি আরও বলেন, ‘স্বর্ণ বা পদক জয় হয়তো সম্ভব নয়। তবে অলিম্পিকে আমরা একটা সম্মানজনক ফল করতে চাই।’
জার্মান কোচ ফ্রেডরিখ মার্টিন অবশ্য বাস্তব চিন্তা করছেন, ‘আমরা অনুশীলন চালিয়ে যাচ্ছি। ধাপে ধাপে এগুতে চাই। আশা করি রোমান ভালো কিছুই করবে।’
গত বছর টোকিওতে হওয়ার কথা ছিল এবারের অলিম্পিক। করোনাভাইরাস মহামারির জন্য পিছিয়ে এ বছরের মাঝামাঝি সময় নেয়া হয়েছে।
এ দিকে সোমবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ১২তম তীর জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। এবারের চ্যাম্পিয়নশিপের ভেন্যু কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
১ এপ্রিল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। সাধারণত বাংলাদেশ গেমসের বছর ফেডারেশনগুলো জাতীয় চ্যাম্পিয়শিপ আয়োজন করে না। আর্চারি ফেডারেশন অবশ্য সেই পথে হাঁটছে না।
বাংলাদেশ গেমসের আগের মাসেই জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের ব্যাখ্যা দিলেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব) মইনুল ইসলাম, ‘আর্চারদের জন্য বাংলাদেশ গেমসের আগে এটি প্রস্তুতি হিসেবে কাজ করবে। আমাদের বাৎসরিক সূচি ও পরিকল্পনার মধ্যে রয়েছে জাতীয় চ্যাম্পিয়শিপ।’
শিরিন বলেন, ‘রেসলিং অঙ্গনের অনেকের অনুরোধে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি না। তবে রেসলিং উন্নয়নের জন্য কাজ করব।’
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দেশের সফল রেসলার শিরিন সুলতানা।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান এই রেসলার।
শিরিন বলেন, ‘রেসলিং অঙ্গনের অনেকের অনুরোধে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি না। তবে রেসলিং উন্নয়নের জন্য কাজ করব।’
আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও ২০১৮ সালের পর থেকে কুস্তিতে নেই এই শিরিন। নির্বাচন সামনে রেখে আবারও আলোচনায় আসেন তিনি।
প্রথম নির্বাচনেই সাধারণ সম্পাদক পদে লড়তে চেয়েছিলেন। পরে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ইচ্ছার কারণ জানিয়ে শিরিন সংবাদমাধ্যমকে বলেন, ‘ফেডারেশনগুলোতে সাধারণ সম্পাদক সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। একজন খেলোয়াড় হিসেবে এখানে আমি বড় ভূমিকা রাখতে পারতাম বলে বিশ্বাস ছিল।’
তার অর্জনের ঝুলিতে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক পদক। বাংলাদেশের জনপ্রিয় রেসলারদের একজন ছিলেন শিরিন।
তিনি নাম প্রত্যাহার করে নেয়ায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সাধারণ সম্পাদক হওয়ার রাস্তা ফাঁকা হয়েছে দীর্ঘদিন এই পদে দায়িত্ব পালন করা তবিউর রহমান পালোয়ানের। কোনো প্রার্থী না থাকায় আবারও নির্বাচিত হতে চলেছেন এই সংগঠক।
রেসলিং ফেডারেশনে কার্যনির্বাহী কমিটিতে চারজন সহসভাপতি, সাধারণ সম্পাদক একজন, যুগ্ম সম্পাদক দুইজন, কোষাধ্যক্ষ একজন ও সদস্য ১৬ জন।
রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনে অংশ নেয় ২ হাজার ২০০ প্রতিযোগী। ছবি: নিউজবাংলা
ম্যারাথন আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। এতে অংশ নেয় ২ হাজার ২০০ প্রতিযোগী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনে প্রথম হয়েছেন আমিন মণ্ডল।
দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তাসিন খান ও জেসান সরদার।
শহরের শহিদ খুশি রেলওয়ে ময়দানে শনিবার সকাল সাড়ে দশটার দিকে প্রথম ১০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন।
এর আগে সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
ম্যারাথন আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। এতে অংশ নেন ২ হাজার ২০০ প্রতিযোগী।
প্রতিযোগিতার সময় রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়। রাস্তার দুপাশে দাঁড়িয়ে দর্শকরা ম্যারাথন উপভোগ করেন।
মন্তব্য