প্রখ্যাত টেনিস কোচ ও পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম ডাবলস শিরোপা জয়ী ডেনিস র্যালস্টন আর নেই। টেনিসের হল অফ ফেমে জায়গা করে নেওয়া ৭৮ বছর বয়সী এই আমেরিকান খেলোয়াড় ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে নিজ বাড়িতে রোববার রাতে মারা যান তিনি। অস্টিনের গ্রে রক টেনিস ক্লাবের সভাপতি ড্যারিন প্লেজেন্ট র্যালস্টনের স্ত্রী লিনডার সঙ্গে কথা বলে আমেরিকান সংবাদ মাধ্যম ফক্সকে বিষয়টি নিশ্চিত করেন।
'কোর্ট এবং কোর্টের বাইরে এত অর্জনের পরও অসম্ভব বিনয়ী একজন মানুষ ছিলেন এবং সবাইকে সাহায্য করতেন। সবার খেয়াল রাখতেন। খাঁটি মানুষ ছিলেন তিনি,' বলেন প্লেজেন্ট।
১৯৬০ এর দশকে ক্যারিয়ারের সেরা সময়ে ছিলেন র্যালস্টন। ১৯৬৬ এর উইম্বলডন ফাইনালে পৌঁছান। কিন্তু স্পেনের মানুয়েল সানতানার কাছে হেরে শিরোপা খোয়ান তিনি।
তার ক্যারিয়ারে সেরা সাফল্য আসে ডাবলসে। উইম্বলডন জেতেন ১৯৬০ সালে। ৬১, ৬৩ ও ৬৪ সালে জেতেন ইউএস চ্যাম্পিয়নশিপ। আর ৬৬ সালে জেতেন ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপ।
তখনও টেনিসে ওপেন যুগ শুরু হয়নি। পেশাদারিত্বও ছিল না জনপ্রিয় এই খেলাটিতে। তখনকার টেনিস সুপারস্টার জন নিউকম্ব ও আরও ছয় টেনিস তারকার সঙ্গে মিলে প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টেনিস (ডাব্লিউটিসি) টুর এর সঙ্গে চুক্তিবদ্ধ হন র্যালস্টন।
তাদের আটজন পরিচিতি পান টেনিসের 'হ্যান্ডসাম এইট' হিসাবে। তাদের ডাব্লিউটিসি টুর দিয়ে পেশাদার টেনিসের হাতেখড়ি হয়। বাড়ে প্রাইজমানি। টাইব্রেকের মতো নতুন নিয়ম চালু হয়।
১৯৯০ সালে ডাব্লিউটিএ টুর শুরু না হওয়ার আগ পর্যন্ত ডাব্লিউটিসিই ছিল টেনিস খেলোয়াড়দের সবচেয়ে বড় জমায়েত।
১৯৪২ সালে ক্যালিফোর্নিয়ার বেকারসফিল্ডে জন্ম নেয়া রিচার্ড ডেনিস রলস্টন টেনিস থেকে অবসরে যান ১৯৭৭ সালে। ৪১টি শিরোপা জয়ী এই টেনিস গ্রেট এরপর কোচিং করিয়েছেন ক্রিস এভার্টের মতো কিংবদন্তিকে।
১৯৮০র দশকে আরেক টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভার বিপক্ষে ক্রিস এভার্টের মহাকাব্যিক লড়াইগুলোর সময় প্লেয়ার্স বক্সে সরব উপস্থিত থাকত র্যালস্টনের।
কোচের মৃত্যুতে শোকাহত এভার্ট তাকে মিস করবেন উল্লেখ করে টুইট করেছেন। লিখেছেন, 'খুবই ধার্মিক একজন মানুষ। একজন পরিবার কেন্দ্রিক মানুষ। এবং অসাধারণ খেলোয়াড় ও কোচ...আপনাকে মনে পড়বে। শান্তিতে বিশ্রাম নিন ডেনিস।'
It’s a sad day as my former coach of six years, Dennis Ralston, has passed away. A deeply religious man, a devoted family man, and a superb player and coach.... he will be missed. RIP Dennis 🙏🙏🙏
— Chris Evert (@ChrissieEvert) December 6, 2020
দেশের ক্রীড়াঙ্গনে বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব সরকারের কাছে উপস্থাপনের জন্য সার্চ কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আগামী দুই মাসের মধ্যে কমিটিকে সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব উপস্থাপন করতে বলা হয়েছে।
পাঁচ সদস্যের সার্চ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানাকে।
কমিটিতে সদস্য হিসেবে আছেন সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সাবেক সচিব হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মন্টু কায়সার।
সার্চ কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮-এর আলোকে ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থাগুলোর চলমান কার্যক্রম সম্পর্কিত বিষয় পর্যালোচনা করে আগামী দুই মাসের মধ্যে সরকারের কাছে প্রস্তাব আকারে পেশ করবে বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এ ছাড়া ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কর্মকাণ্ডসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত বিদ্যমান নীতিমালা বিশদ পর্যালোচনা করে সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে।
এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ক্রীড়া-১) এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব।
আরও পড়ুন:রাজধানীর আদাবরে গার্মেন্টকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদাবর থানায় এই দুই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে বৃহস্পতিবার হত্যা মামলাটি দায়ের করেন নিহতের বাবা রফিকুল ইসলাম।
আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম শুক্রবার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এবং চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসকে ৫৫ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া মামলায় নাম উল্লেখ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলমসহ (এস আলম) ১৫৬ জনের। অজ্ঞাতপরিচয় হিসেবে আরও ৪০০-৫০০ জনকে মামলায় আসামি করা হয়েছে।
এজাহারে নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন- শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা, আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভাণ্ডারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন-উর-রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক পিএমটি ডিবিপ্রধান হারুন-অর-রশীদ, ডিএমপির সাবেক যুগ্ম ডপকমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, ডিএমপির সহকারী কমিশনার মেহেদী হাসান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির ছোট ভাই ও ডিএমপির সহকারী কমিশনার গোলাম রুহানী, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলমের দুই ছেলে আহসানুল আলম মারুফ ও আশরাফুল আলমসহ ১৫৬ জন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য-সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।
আরও পড়ুন:পুরান ঢাকার গেন্ডারিয়ায় ধূপখোলা খেলার মাঠটি ফিরে পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এখন থেকে মাঠটির নাম হবে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ’।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরীকে মাঠটি বুঝিয়ে দেন ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, সাধারণ শিক্ষার্থীরাসহ জেলা প্রশাসন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘আমি প্রথমে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের প্রখ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর উদ্যোগকে। দীর্ঘদিন ধরে আমাদের সরকারি খাস জমির এই মাঠ বিশ্ববিদ্যালয় ব্যবহার করতে পারছিল না। পুনর্দখলের মাধ্যমে আজকে ঐতিহাসিক যাত্রা শুরু হলো। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলব, এখানে একটি স্থায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড সেঁটে দেয়ার জন্য।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘এখানে মোট ৫ দশমিক ৩২ একর জায়গা রয়েছে। তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৪ দশমিক ৫০ একর জায়গা বুঝিয়ে দেয়া হলো। বাকি যে জায়গাটা রয়েছে সেটা মূল মাঠের পাশে, যা ইস্টার্ন ক্লাব দখল করে রেখেছে। তাদের সঙ্গে কথা বলে সেটুকুর ব্যবস্থা নেব।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘মাঠটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করত। কিন্তু কী কারণে সেটা বেহাত হয়ে গিয়েছিল সে কারণ আমি আজও খুঁজে পাই না। শিক্ষার্থীরা জেলা প্রশাসককে মাঠটির বিষয়ে জানালে প্রশাসন আজ মাঠটি বুঝিয়ে দিল।
‘আজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাঠটি ব্যবহারের সুযোগ পাওয়ায় ঢাকার জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। পাশাপাশি যেসব শিক্ষার্থী এই উদ্যোগ নিয়েছে তাদেরও ধন্যবাদ জানাই। আমরা দ্রুত এখানে একটি টুর্নামেন্টের আয়োজন করব।’
প্রসঙ্গত, গত ২০২১ সালের জুনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে মার্কেট নির্মাণের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর পরিপ্রেক্ষিতে ১৭ জুন বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মার্কেট নির্মাণের শঙ্কায় ডিএসসিসিকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে সিটি মেয়রের সঙ্গে দেখা করলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে কোনো স্থাপনা নির্মাণ না করার আশ্বাস দেয়া হয়। সে সময় খেলার মাঠ থেকে খুঁটি সরিয়ে নেয়া হয়। কিন্তু ২ অক্টোবর গভীর রাতে আবার পুরো মাঠ ঘিরে রাখা হয়। মাঠের গোলপোস্ট ও সীমানা প্রাচীরগুলো তুলে ফেলে সিটি করপোরেশনের ঠিকাদারি প্রতিষ্ঠান। পরবর্তীতে ২০২৩ সালের ১১ অক্টোবর ধূপখোলা মাঠটি আধুনিকায়ন করে উদ্বোধন করেন ফজলে নূর তাপস।
১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি শিক্ষার্থীদের খেলাধুলার নিজস্ব কোনো মাঠ না থাকায় ধূপখোলা খেলার মাঠটি তিন ভাগ করেন। এক ভাগ তৎকালীন সরকারি জগন্নাথ কলেজকে ব্যবহারের জন্য মৌখিকভাবে অনুমতি দেয়া হয়। তখন থেকেই প্রতিষ্ঠানটির খেলার মাঠ হিসেবে ধূপখোলা মাঠটি ব্যবহার করছে। এই মাঠেই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।
সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সোমবার প্যারিস অলিম্পিকসে অংশ নিয়েছেন মিসরের ফেন্সার নাদা হাফেজ। নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি।
হাফেজ জানিয়েছেন, ‘আপনার কাছে মনে হতে পারে যে পোডিয়ামে দুজন খেলোয়াড় ছিল। বাস্তবে সেখানে ছিল তিনজন! সেখানে ছিলাম আমি, আমার প্রতিযোগী এবং অনাগত আমার ছোট্ট শিশু!’
কায়রো থেকে আসা নিজের তৃতীয় অলিম্পিকে অংশ নেয়া নাদা হাফেজ বলেন, ‘গর্ব আমার সত্ত্বাকে ভরিয়ে দেয়।’
২৬ বছর বয়সী এই অ্যাথলিট নারীদের ফেন্সিংয়ের সেইবার ইভেন্টে প্রথম ম্যাচ জিতলেও শেষ ষোলোতে হেরে ছিটকে যান।
নাদা ১৫-১৩ ব্যবধানে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ টারতাকোভস্কিকে পরাজিত করেন এবং ফ্রান্সের রাজধানীর গ্র্যান্ড প্যালেসে সাউথ কোরিয়ার জিওন হাইয়ংয়ের কাছে ১৫-৭ ব্যবধানে পরাজিত হন।
তিনি বলেন, ‘আমার বাচ্চা এবং আমি শারীরিক ও মানসিক উভয় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি।
‘আমি ভাগ্যবান যে আমার স্বামী ইব্রাহিম ইহাব ও আমার পরিবার আমাকে বিশ্বাস করেছে। তাই আমি এতদূর আসতে পেরেছি।’
আরও পড়ুন:প্যারিস অলিম্পিক-২০২৪ আসরে প্রথম স্বর্ণপদকটি জিতে নিয়েছে চীন। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে সেরার পদকটি নিজেদের করে নিয়েছে চাইনিজরা।
ফাইনাল রাউন্ডে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম-হাজুন পার্ক জুটিকে ১৬-১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং-ইয়ুতিং হুয়াং জুটি।
কোরিয়া রৌপ্য ও কাজাখস্তান ব্রোঞ্জ পেয়েছে এই ইভেন্টে। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী রাউন্ডে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম-লে আলেক্সান্দ্রা জুটি ১৭-৫ পয়েন্টে হারিয়েছে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ-আনা ইয়ানসেন জুটিকে।
শুক্রবার রাতে জমকালো উদ্বোধনের পর শনিবার সকাল থেকে শুরু হয়েছে ক্রীড়াবিদদের শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে ১৪টি স্বর্ণের নিষ্পত্তি, যার প্রথমটি ছিল শুটিংয়ের।
অনন্য উপায়ে শুক্রবার প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
রয়টার্স জানায়, বৃষ্টির বাগড়ার মধ্যে উদ্বোধন অনুষ্ঠানে সেইন নদীর পাশ থেকে অ্যাথলেটদের স্বাগত জানান দর্শনার্থীরা। ছাদে উঠে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। আর দর্শকদর জন্য ফরাসি গান পরিবেশন করেন আমেরিকান শিল্পী লেডি গাগা।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের হয়ে তিনবার অলিম্পিকে স্বর্ণজয়ী ম্যারি-জোসে পেরেজ ও টেডি রিনার অলিম্পিকের মশাল প্রজ্বালন করেন। এরপর এডিথ পিয়াফের বিখ্যাত ফরাসি গান ‘হিম টু লাভ’ গিয়ে দর্শকদের মুগ্ধ করেন কানাডার জগদ্বিখ্যাত শিল্পী সেলেন ডিওন। এর মধ্য দিয়ে গত কয়েক বছরের মধ্যে প্রথম জনসমক্ষে এলেন টাইটানিকের ‘মাই হার্ট উইল গো অন’ শিরোনামের গান গাওয়া এ শিল্পী।
বিবিসি জানায়, দৃষ্টিনন্দন উপায়ে উদ্বোধন হলো ২০২৪ সালের অলিম্পিক গেমসের। ওই সময় নৌকায় করে সেইন নদীর নির্দিষ্ট প্রান্ত থেকে অন্য প্রান্তে যান হাজারো অ্যাথলেট। একই সঙ্গে সেতু, নদীতীর ও ছাদে সরাসরি পারফরম্যান্সে ছিলেন শিল্পীরা।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ উদ্বোধনের অংশ হিসেবে প্রথমবারের মতো স্টেডিয়ামের পরিবর্তে বেছে নেয়া হয় জলপথকে। প্রায় চার ঘণ্টা ধরে চলে এ আয়োজন।
উদ্বোধন অনুষ্ঠানে প্যারিসের অস্টেরলিৎজ সেতুর ওপর লাল, সাদা ও নীল রঙের আতশবাজির ঝলকানি দেখা যায়। এর পরই ৮৫টি নৌকা ও বজরায় করে ফ্রান্সের রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অতিক্রম করেন ৬ হাজার ৮০০ অ্যাথলেট।
আরও পড়ুন:প্যারিস অলিম্পিক শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এর এবারের আসর। এবারই প্রথম স্টেডিয়ামের বাইরে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের সামনে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
প্যারিস এর আগে দুবার অলিম্পিক আয়োজন করেছে। লন্ডনের পর দ্বিতীয় শহর হিসেবে তিনবার অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত প্যারিসসহ ১৬টি সহযোগী শহরে অনুষ্ঠিত হবে এবারের অলিম্পিক।
প্যারিস অলিম্পিকে ২০৬টি দেশের ক্রীড়াবিদরা প্রতিনিধিত্ব করবেন। মোট ১০ হাজার ৭১৪ জন ক্রীড়াবিদ অংশ নেবেন ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে। এবারের অলিম্পিক আয়োজনে খরচ হতে পারে প্রায় ৯ বিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় এক লাখ কোটি টাকা।
সাধারণত চার বছর পর পর অলিম্পিক অনুষ্ঠিত হলেও এবারের আসর হচ্ছে তিন বছর পর। করোনার কারণে ২০২০-এর টোকিও অলিম্পিক হয় ২০২১ সালে। প্যারিস অলিম্পিকের পর অবশ্য আবার চার বছর পর অনুষ্ঠিত হবে আসরটি।
প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পাঁচ ক্রীড়াবিদ। তাদের মধ্যে আর্চার সাগর ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন।
মন্তব্য