রোববার রাতে ফ্রেঞ্চ ওপেন জিতে ফেডেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান নাদাল। এমন রেকর্ডে মুগ্ধ ফেডেক্স। টুইটারে শ্রদ্ধা জানিয়েছেন দীর্ঘ দিনের টেনিস সহযাত্রীকে।
নিজের রেকর্ডে ভাগ বসানোর কিছুক্ষণ পরই রাফায়েল নাদালকে শুভেচ্ছা জানিয়েছেন রজার ফেডেরার। টুইটার পোস্টে বন্ধু নাদালের কীর্তিকে ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা বলেছেন এই সুইস কিংবদন্তি।
রোববার রাতে ফ্রেঞ্চ ওপেন জিতে ফেডেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান নাদাল। এমন রেকর্ডে মুগ্ধ ফেডেক্স। টুইটারে শ্রদ্ধা জানিয়েছেন দীর্ঘ দিনের টেনিস সহযাত্রীকে।
লিখেছেন, 'বন্ধু রাফাকে একজন মানুষ ও চ্যাম্পিয়ন হিসেবে আমি সবসময়ই শ্রদ্ধা করে এসেছি। সেরা প্রতিপক্ষ হিসেবে, আমরা একে অপরকে আরও ভাল খেলার জন্য উদ্বুদ্ধ করেছি।'
রোলাঁ-গারোঁয় মোট ১৩ বার শিরোপা জিতেছেন নাদাল। একে ফেদেরার মানছেন ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে। তিনি লিখেছেন, 'সে রোলাঁ-গারোঁয় ১৩ বার জিতেছে যেটা অসাধারন এবং ক্রীড়া ইতিহাসের অন্যতম কীর্তি।'
নিজেদের এই কিংবদন্তির দ্বৈরথ আরও কিছুদিন চলবে এমনটা প্রত্যাশা ফেডেরারের। শুভেচ্ছা বাণীর শেষে বলেছেন, 'আশা করি ২০ নম্বর (শিরোপা) আমাদের যাত্রার পরবর্তী ধাপ। ওয়েল ডান রাফা। আপনার এটা প্রাপ্য।'
— Roger Federer (@rogerfederer) October 11, 2020
মন্তব্য