আবু কাওসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। পেশাগত কারণেই সব সময় ফিটফাট থাকতে হয় তাকে। ছোট চুল এবং নিয়মিত ক্লিন শেভড থাকেন মধ্যবয়স পেরোনো কাওসার।
তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১ জুলাই শুরু হওয়া শাটডাউন বিপাকে ফেলেছে তাকে। সাধারণত চুল কাটা বা শেভের জন্য বাসার পাশের সেলুনে ভরসা করলেও এখন তা আর সম্ভব হচ্ছে না।
সরকারি কঠোর বিধিনিষেধের আওতায় রয়েছে রাজধানীর বেশির ভাগ সেলুন। তবে অলিগলিতে শাটার বা দরজা অর্ধেক খোলা রেখে আড়ালে-আবডালে গ্রাহক সেবা দিচ্ছেন কিছু নরসুন্দর। অবশ্য বেশির ভাগ নগরবাসী ঘর থেকে না বেরুনোয় ব্যবসায় চলছে চরম মন্দা।
আবু কাওসারের মতো অনেকেই ঝুটঝামেলা এড়াতে সেলুনমুখী হচ্ছেন না। অনলাইনে ট্রিমার কিনে এখন ঘরেই নিজেকে সাজিয়ে নিচ্ছেন।
আবু কাওসার এবার ঘরে চুল কাটার পদ্ধতি আয়ত্ত করলেও মৌসুমী ইসলাম এই কৌশল শিখে নিয়েছেন বছর দেড়েক হলো।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মৌসুমী নিজের ঘরেই গড়ে তুলেছেন ‘মিনি সেলুন’। মৌসুমী নিউজবাংলাকে বলেন, ‘আমি এর আগের লকডাউনেও স্বামীর চুল কেটে দিয়েছি। এবারও সেভাবে চলছে। মেয়ের চুলও আমি নিজেই কেটে দিই।’
একটি বেসরকারি টেলিভিশনের নির্বাহী প্রযোজক নায়লা পারভীন স্বামী, সন্তানের চুল পরিপাটি রাখার দায়িত্বও নিজের কাঁধে নিয়ে নেন গত বছরের লকডাউনের সময়। এবারের শাটডাউনেও কাঁচি হাতে পরিবারের সদস্যদের চুলের ছাঁট ঠিক করে দিচ্ছেন তিনি।
একই অবস্থা তুষার আহমেদের ঘরেও। তার স্ত্রীই নিচ্ছেন ‘নরসুন্দরের’ ভূমিকা।
বেশ কয়েকজন চাকরিজীবী ও তরুণের সঙ্গে কথা বলে জানা গেছে, ছেলেদের কাছে বিপুল কদর তৈরি করেছে ট্রিমার। তরুণদের মধ্যে এটি ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি। অনলাইনে ট্রিমার কিনে ইউটিউব দেখে নতুন নতুন চুল কাটা বা দাড়ির স্টাইল রপ্ত করছেন তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আঞ্জুম হোসেনের দাবি, তিনি রীতিমতো এখন একজন ‘হেয়ার স্টাইলিশ’।
সেলুনের কী অবস্থা
রাজধানীর মৌচাক এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ সেলুন বাইরের দরজা টেনে ভেতরে চালু রয়েছে। এমনই একটি সেলুনের কর্মী নিউজবাংলাকে বলেন, ‘ভেতরে কাজ চলে, আমরা পালাক্রমে বাইরে পাহারা দিই।’
নাম প্রকাশে অনিচ্ছুক এই সেলুনকর্মী বলেন, ‘এলাকায় যতগুলো দোকান আছে সব এভাবেই চলছে। বাইরে একজন পাহারা দেয়, আর ভেতরে কাজ চলে। তবে এখন কাস্টমার তেমন আসে না। যারা পরিচিত তারা ফোন দেয়। সময় বলে দিলে তখন আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা রাখি এভাবে।’
সিদ্ধেশ্বরী এলাকার একটি সেলুনের মালিক নিউজবাংলাকে বলেন, ‘গতবার লকডাউনে তিন মাস সেলুন বন্ধ ছিল। তখন আমাদের কথা কেউ ভাবেনি। আমরাও তো দিন আনি, দিন খাই। কাস্টমার হলে ব্যবসা হবে, না হলে নাই। আপনিই বলেন এতদিন সেলুন বন্ধ রাখলে আমার দোকানের চারজন কর্মী কীভাবে খাবে?’
তিনি জানান, এখন বেশির ভাগ মানুষ ঘরেই চুল কাটছেন। পরিচিত কেউ কেউ বাসায় যেতে বলেন, তবে সেটা সীমিত।
অনলাইনে ট্রিমারের চাহিদা
সেলুন ব্যবসায় ধস নামলেও অনলাইনে ট্রিমার বিক্রি রমরমা। গত দেড় বছরে অনলাইনে পণ্য কেনাবেচার সাইটগুলোতে চাহিদার তালিকায় প্রথম দিকে উঠে এসেছে বিভিন্ন ধরনের শেভিং মেশিন।
অনলাইনভিত্তিক শেভারশপ বিডির কাস্টমার এক্সিকিউটিভ শফিকুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আমরা গত বছর শুরুতেই বিক্রিতে একটা উল্লম্ফন পেয়েছি। এখনও নিয়মিত সেল হচ্ছে। তবে প্রথম লকডাউনে বিক্রি অনেক বেড়ে গিয়েছিল। তখন বাসায় চুল কাটা ও শেভ করার প্রবণতা বেশি ছিল।’
অথবা ডটকমের এক্সিকিউটিভ মো. ইমরান নিউজবাংলাকে বলেন, ‘লকডাউনের কারণে বিক্রি অনেক বেড়ে গিয়েছে। তবে করোনা ছাড়াও এখন এই ট্রেন্ড চালু হয়ে গেছে, তাই মোটামুটি বিক্রি সব সময়ই বাড়তি আছে।’
অন্যদিকে, দারাজ বাংলাদেশ লিমিটেডের হেড অফ পিআর (মিডিয়া কমিউনিকেশন) সায়ন্তনী ত্বিষা নিউজবাংলাকে বলেন, ‘ট্রিমার বিক্রি প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি আরও বেশি হতে পারত, তবে লকডাউন, স্টক এবং বিক্রয়কারীর জীবনের ঝুঁকির কারণে আমরা সর্বোচ্চ আয় করতে পারিনি।’
তিনি বলেন, ‘লকডাউনে মার্কেট বন্ধ থাকায় স্টকের সমস্যা হয়েছে। এবং কিছু ট্রিমারের দাম বেড়েছে, তবে এর কারণে গ্রাহকদের কেনার ধরনে পরিবর্তন হয়নি।’
আরও পড়ুন:প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অধীনে কেন নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারকে কেন নির্বাচনের দায়িত্ব দেয়া হবে না, এসব বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যদি একজন সাবেক প্রধান বিচারপতির অধীনে আওয়ামী লীগ নির্বাচনে না যায়, তাহলে এই দলটির সভাপতি শেখ হাসিনার অধীনে বিএনপি কেন নির্বাচনে যাবে?’
বুধবার বিকেলে রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ চলমান এক দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে বিএনপি।
সমাবেশে নজরুল ইসলাম বলেন, ‘বিএনপির প্রথম কমিটিতে আমি ছিলাম শ্রমবিষয়ক সম্পাদক। সেই কমিটিতে একজন সাবেক বিচারপতি, যদিও তখনও বিচারপতি হননি, ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক। তিনি পরে ১৯৭৯ সালে ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হন। সেখান থেকে ফিরে তিনি ওকালতি শুরু করেন। পরে হাইকোর্টের বিচারপতি হিসেবেও তিনি যোগ দেন। তারপর অ্যাপিলেট ডিভিশনে গিয়ে প্রধান বিচারপতি হয়ে ২০০৬ সালে অবসরে যান।
‘১৯৭৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই সময়টাতে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না ওই বিচারপতি। কিন্তু সংবিধান অনুযায়ী তার যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হলো- তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তার অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।
‘২৬ বছর ধরে রাজনীতি থেকে দূরে থাকা একজন সাবেক প্রধান বিচারপতির অধীনে যদি নির্বাচন নিরপেক্ষ না হয়, তাহলে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার অধীনে বিএনপি কেন নির্বাচনে যাবে?’
বর্ষীয়ান এ নেতা বলেন, ‘এজন্যই বিএনপিসহ রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ব্যাপারে অনঢ়। আসলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে গেলে তাদের (সরকার) ভরাডুবি হবে- এজন্যই তারা বারবার সংবিধানের ধোয়া তুলছে।’
‘যুক্তরাষ্ট্রের ভিসানীতির কারণে সরকার বিপদে আছে’ দাবি করে বিএনপির নজরুল ইসলাম বলেন, ‘বিপদে আছে যে তারাই (সরকার), এটা বোঝা যায়। বিভিন্ন বক্তৃতায় তারা চাপাবাজি করে। অথচ তাদের ছেলে-মেয়েরা যুক্তরাষ্ট্রে যেতে পারছে না, ফিরে আসতেছে। বড় বড় সরকারি কর্মকর্তারা ভিসার দরখাস্ত দিয়ে রিজেক্ট হয়ে যাচ্ছে। বাড়িতে বাড়িতে কান্নাকাটি চলতেছে। আর বাইরে এসে মাইকের সামনে বলছেন এই সব স্যাংশন, এই সব রেস্ট্রিকশসন আমরা পরোয়া করি না।’
তিনি বলেন, ‘জাতি হিসেবে আমরা লজ্জিত। তাই যাদের কারণে আমাদের এই লজ্জা, তাদের আর বহন করার কোনো প্রয়োজন নাই।’
সরকার পতনের এক দফার আন্দোলনে দলমত-নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে এ বিএনপি নেতা বলেন, ‘আমাদের দাবি ন্যায্য। আমরা জনগণের পক্ষে আছি, জনগণও আমাদের পক্ষে আছে। বাংলাদেশের সবাই পরিবর্তন চায়। কেউ বলতেছে, কেউ বলতেছে না। বাংলাদেশের জনগণ শুধু নয়, গণতান্ত্রিক বিশ্বও এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু যারা এখনও রাস্তায় নামছেন না, তাদের বলি— এই সরকারের পতন অবশ্যই হবে। এই সরকারের পতন হবেই হবে।
‘যারা এই সরকার পতনের আন্দোলনে আছেন, তারা স্বৈরাচারের পতন করেছেন বলে গৌরব করবেন। আর যারা আন্দোলনে আসছেন না, তারা এক সময় আক্ষেপ করবেন আর বলবেন— আহা! স্বৈরাচারবিরোধী এই আন্দোলনে থাকতে পারলাম না!’
এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি জানান তিনি। বলেন, ‘খালেদা জিয়া পালিয়ে যাওয়ার মানুষ না। তিনি জীবনে কখনও পালিয়ে যাননি। চিকিৎসা শেষে তিনি ফিরে এসে আবারও আইনের কাছে আত্মসমর্পণ করবেন।’
এদিকে নির্ধারিত সময় বেলা ২টার আগেই মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। জমায়েতের ফলে গাবতলী বাস টার্মিনাল-সংলগ্ন ব্যস্ত সড়কের অনেকটা বন্ধ হয়ে যায়। এতে পুরো এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নেতা-কর্মীদের রাস্তা পরিষ্কার রাখতে বারবার সমাবেশ মঞ্চ থেকে বলা হলেও তাতে খুব একটা সাড়া দেননি তারা।
ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
এছাড়াও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
আরও পড়ুন:‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে। এখন লোকজন টের পাইয়া গেছে। আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো। আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান। আমারে বাঁচান!’
মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে রাজধানীর কদমতলী এলাকার খানকা রোডে অবস্থিত পাসপোর্ট অফিসের পাশের একটি দোকান থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এমন অনুরোধ জানান হৃদয় নামের এক কলার।
কল পেয়ে জাতীয় জরুরি সেবা থেকে তাৎক্ষণিক কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়।
এ বিষয়ে জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম কর্মকর্তা আনোয়ার সাত্তার বলেন, ‘সংবাদ পেয়ে কদমতলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ততক্ষণে জনগণ কলার হৃদয়কে ধরে পিটুনি দেয়া শুরু করেছিল। পুলিশের দলটি ওই অবস্থা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে আসে।’
২৫ বছর বয়সী হৃদয় কদমতলী থানার মেরাজনগরের বি ব্লকে বসবাস করে জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।’
রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে মো. জনি মিয়া ওরফে ‘রক্তচোষা’ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও তিনশ’ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মোহাম্মদপুর এলাকায় সংঘবদ্ধ কিশোর গ্যাং নিয়ে কাজ করতে গিয়ে এই এলাকার দুর্ধর্ষ, কুখ্যাত সন্ত্রাসী রক্তচোষা জনিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ (মঙ্গলবার) দুপুরে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তুরাগ নদী সংলগ্ন একতা হাউজিং এলাকা থেকে জনিকে গ্রেপ্তার করে।’
ডিসি বলেন, ‘জনির নামে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ১৪টি মামলা রয়েছে। সে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন, একতা হাউজিং, নবীনগর হাউজিং ও বসিলা এবং আদাবর থানা এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মারামারি ও মাদক কারবারের সঙ্গে জড়িত।
‘জিনকে মোহাম্মদপুর এলাকার ত্রাস বলা চলে। এমন কোনো অপরাধ নেই যা সে করেনি। একবার তাকে আটক করতে গেলে মোহাম্মদপুর থানা পুলিশের একজন এসআইকে কুপিয়ে আহত করে সে। অনেক বড় বড় অপরাধে জড়িত এই জনি। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নতুন করে দুটি মামলা হবে।’
জনির নামের সঙ্গে রক্তচোষা যোগ হওয়ার বিষয়ে ডিসি আজিমুল হক বলেন, ‘কুখ্যাতির জন্য স্থানীয়রা তাকে এই নামে ডেকে থাকে। অবশ্যই সে এমন কোনো কাজ করেছে যার কারণে এই ভয়ঙ্কর নাম পরিচিতি পেয়েছে। মামলার সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে সে কতটা ভয়ঙ্কর।
‘বেশকিছু দিন ধরে সে সাধারণ মানুষকে বিরক্ত করছিল। এছাড়া জনির দুষ্কর্মের সহযোগী, আশ্রয়-প্রশ্রয় দেয়ার লোকজন থাকতে পারে। এ বিষয়গুলো আমরা তদন্তে আনার চেষ্টা করব। তাকে গ্রেপ্তারের পর জনমনে স্বস্তি ফিরেছে।’
আরও পড়ুন:ডেঙ্গু টেস্টে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় ও সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণসহ কয়েকটি অভিযোগে সাভারের আশুলিয়ায় একটি হাসপাতাল সিলগালা করেছে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার দুপুরে দ্বীপ জেনারেল হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, হাসপাতালটি ডেঙ্গু টেস্টে সরকার নির্ধারিত ফি ৩০০ টাকার পরিবর্তে সাধারণ রোগীদের কাছ থেকে ৫০০ টাকা আদায় করছিল।
এ ছাড়া সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ার অভিযোগে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
ওই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান ও সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা অভিযানে অংশ নেন।
রাজধানীর হাজারীবাগে কিটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর এক যুবকের মৃত্যু হয়েছে।
হাজারীবাগের কাজিরবাগ এলাকায় মঙ্গলবার সকালে ওই যুবকের বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
প্রাণ হারানো ২৪ বছর বয়সী আসিফ বুটিকের কারখানায় কাজ করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে বর্তমানে তিনি হাজারীবাগের কাজিরবাগ এলাকার শাকিলের বাসায় ভাড়া থাকতেন।
আসিফের দুলাভাই জুয়েল হাসান এসব তথ্য জানিয়ে বলেন, ‘বেশ কিছুদিন ধরে একটি মেয়ের সঙ্গে আমার শ্যালকের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সকালের দিকে তার প্রেমিকার সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি হয়। এরপর নিজ ঘরে গিয়ে কীটনাশক পান করে সে। পরে অসুস্থ হয়ে পড়ায় আমরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে তার মৃত্যু হয়।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানাকে অবগত করা হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ এক হাজতির ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে মৃত্যু হয়েছে।
ঢামেকের জরুরি বিভাগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
প্রাণ হারানো হাজতি ৩৫ বছর বয়সী মো. বাবু।
হাজতি বাবুকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী ইমরান জানান, সোমবার রাতে কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়ায় কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সোমবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও জানান, হাজতি বাবু কোন মামলার হাজতি হিসাবে কারা বন্দি ছিলেন তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, হাজতির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তে শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে প্রাইভেট কার থামিয়ে এলোপাতাড়ি গুলির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার পুরান ঢাকা থেকে মারুফ বিল্লাহ ওরফে হিমেল নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মারুফ বিল্লাহ ঘটনাস্থলে ছিলেন। তিনি হামলার শিকার সন্ত্রাসী তারিক সাঈদ মামুনকে বার বার ফোন দিয়ে তার অবস্থানের খোঁজ নিচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা তিনি স্বীকার করেছেন।
মারুফকে মঙ্গলবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে রোববার রাত ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি গাড়ি থামিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজন আহত ও একজন পথচারী গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ পথচারী হলেন ৫৫ বছরের ভুবন চন্দ্র শীল। আহত দুজন হলেন ৫৪ বছরের মো. মামুন ও ৩০ বছরের আরিফুল হক ইমন।
গুরুতর আহত অবস্থায় রাতেই ভুবনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে তাকে নেয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
মন্তব্য