ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল | টিআই ১৯৯৩ সালে গঠিত অ-লাভজনক বেসরকারী প্রতিষ্ঠান। টিআইবি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন সংস্থার সাথে প্রত্যক্ষভাবে কাজ করে। রাজনৈতিকভাবে সম্পৃক্ত দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণপূর্বক সাধারণ মানুষের কাছে তুলে ধরে। দূর্নীতি ধারণা "সূচকের" মাধ্যমে এটি বার্ষিকভিত্তিতে বিশ্বব্যাপী দূর্নীতির তুলনামূলক চিত্র তুলে ধরে। এ ছাড়াও গবেষণা এবং নীতি, তথ্য অধিকার, জলবায়ু অর্থব্যবস্থা শাসন ও পানির শুদ্ধাচার টিআই এর প্রধান ও অন্যতম কাজ। টিআই সম্পর্কিত আজকের সর্বশেষ খবর ও সংবাদ প্রতিবেদন জানতে চোখ রাখুন নিউজবাংলার নির্বাচন পাতায়।