× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বিজ্ঞান-প্রযুক্তি
Power Performance Durability has brought a surprise to Apo A3X
google_news print-icon

‘পাওয়ার’, ‘পারফরম্যান্স’, ‘ডিউরাবিলিটি’র চমক নিয়ে এসেছে অপো ‘এ৫এক্স’

পাওয়ার-পারফরম্যান্স-ডিউরাবিলিটির-চমক-নিয়ে-এসেছে-অপো-এ৫এক্স
অপো ‘এ৫এক্স’
অপো ‘এ৫এক্স’-এ গ্রাহকরা পাবেন আইপি৬৫ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, মেলিটারি-গ্রেড ড্রপ প্রটেকশন এবং ফ্ল্যাগশিপ-লেভেল বিভিন্ন ফিচারের সমন্বয়, যা ব্যবহারকারীদের দেবে এই সেগমেন্টে সর্বোচ্চ স্মার্টফোন এক্সপেরিয়েন্স। মূলতঃ আউটডোরে ব্যবহারের কথা ভেবে ডিজাইন করা এই মোবাইল স্থায়িত্ব ও পারফরম্যান্সের দারুণ এক প্যাকেজ।

বৈশ্বিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অপো, ব্র্যান্ডটির সর্বশেষ স্মার্টফোন অপো ‘এ৫এক্স’ (৪জিবি+৬৪জিবি) ১৫ মে, ২০২৫ তারিখে দেশের বাজারে গ্রাহকদের জন্য উন্মোচন করতে যাচ্ছে। অপোর এই ডিভাইসটির বাজারমূল্য ধরা হয়েছে- মাত্র ১৪,৯৯০ টাকা।


অপো ‘এ৫এক্স’-এ গ্রাহকরা পাবেন আইপি৬৫ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, মেলিটারি-গ্রেড ড্রপ প্রটেকশন এবং ফ্ল্যাগশিপ-লেভেল বিভিন্ন ফিচারের সমন্বয়, যা ব্যবহারকারীদের দেবে এই সেগমেন্টে সর্বোচ্চ স্মার্টফোন এক্সপেরিয়েন্স। মূলতঃ আউটডোরে ব্যবহারের কথা ভেবে ডিজাইন করা এই মোবাইল স্থায়িত্ব ও পারফরম্যান্সের দারুণ এক প্যাকেজ।


এই সেগমেন্টের স্মার্টফোনে প্রায়ই ফোনের স্থায়িত্ব বা ‘ডিউরাবিলিটি’ গুরুত্ব দিয়ে ভাবা হয় না। অপো ‘এ৫এক্স’ দিচ্ছে পানি ও ধুলো থেকে আইপি৬৫ প্রোটেকশন। কারণ ব্যবহারকারীদের প্রায়ই আবহাওয়া ও পরিবেশের অনিশ্চিত, বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে হয়। অপোর অভিনব ওয়াটার স্প্ল্যাশ টাচ প্রযুক্তির কারণে ফোন ভেজা থাকলেও নিঁখুত স্ক্রিন রেসপন্স দিতে পারে, এতে ফলস টাচ কমে যায়। তাই ভেজা হাত, এমনকি হালকা বৃষ্টিতেও নির্বিঘ্নে স্মার্টফোন ইউজ করা যায়। এছাড়া- গ্লাভস ব্যবহার করেও ফোনে স্ক্রল করা যায়, কারণ ঠান্ডা কিংবা প্রখর রোদে অনেকেই মোটরবাইক চালানোর প্রয়োজনে তা ব্যবহার করেন। অপো ‘এ৫এক্স’ এ আরো রয়েছে- আউটডোর মোড, যেটি সরাসরি সূর্যরশ্মিতে আল্ট্রা-ক্লিয়ার ভিজিবিলিটি নিশ্চিত করে। তাই যারা দীর্ঘ সময় ঘরের বাইরে অবস্থান করেন এটি তাদের জন্য যথার্থ স্মার্টফোন।

এই ফোনের স্থায়িত্ব নিয়ে আরো বলা যায়- অপো ‘এ৫এক্স’ এ রয়েছে, ১৪-স্টার সার্টিফিকেশন সহ মেলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স, কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং এসজিএস গোল্ড সার্টিফিকেশন; সবমিলিয়ে শক্তিশালী ও দৃঢ় নিরাপত্তা, যা এই প্রাইস সেগমেন্টে খুব কমই দেখা যায়। তাই কর্মক্ষেত্রে অথবা কোথাও গমনকালে ভুলবশতঃ হাত থেকে পড়ে যাওয়াসহ বিভিন্ন দুর্ঘটনায় ‘এ৫এক্স’ গ্রাহকদের দেবে আত্মবিশ্বাসের সঙ্গে সুরক্ষা।


এই স্মার্টফোনে আরো রয়েছে- ফ্ল্যাগশিপ-লেভেল এআই ফিচার, যা খুব কমই এন্ট্রি-লেভেল স্মার্টফোনগুলোতে দেখা যায়। ডিভাইসটিতে ব্যবহারকারীরা আরো পাবেন আপগ্রেডেড ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স যেমন- এআই ইরেজার ২.০, যেটি ছবি থেকে অপ্রয়োজনীয় বিষবস্তু মুছে ফেলতে সাহায্য করে; এআই আনব্লার, ব্লারি ছবি স্পষ্ট করতে সাহায্য করে; এছাড়া এআই ক্লিয়ারিটি এনহেন্সার প্রতিটি শটকে করে আরো নিখুঁত। অধিকন্তু, এআই রিফ্লেকশন রিমুভার আলোর অযাচিত প্রতিফলন দূর করে। এছাড়া- এআই স্টুডিও ২.০ স্টুডিও-কোয়ালিটি মনের মতো ইফেক্ট ব্যবহার করে পোর্ট্রেট তৈরিতে সাহায্য করে। এছাড়া সৃজনশীলভাবে ছবি সম্পাদনায় ভূমিকা রাখে এআই স্মার্ট ইমেজ মেটিং, যার মাধ্যমে সহজেই ছবি থেকে কোনো বিষয় আলাদা করা যায়।

‘পাওয়ার’, ‘পারফরম্যান্স’, ‘ডিউরাবিলিটি’র চমক নিয়ে এসেছে অপো ‘এ৫এক্স’


টেকসইতা এবং এআই-পাওয়ারড টুলস এর বদৌলতে ‘এ৫এক্স’-এ গ্রাহকদের দিচ্ছে একটি পূর্ণাঙ্গ স্মার্টফোন অভিজ্ঞতা। এ মোবাইলে আছে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আরো আছে ৯০হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭-ইঞ্চি ডিসপ্লে, যেটি ১০০০-নিট ব্রাইটনেস প্রদান করে এবং ব্যবহারকারীদের দেয় উজ্জ্বল ভিজ্যুয়াল। এ ডিভাইসে আরো আছে- স্মার্টফোনে দ্রুত ও নিরাপদ এক্সেস এর জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি উচ্চ স্পষ্ট শব্দ শোনার জন্য ৩০০% আল্ট্রা ভলিউম মোড। এই সবকিছু প্যাক করা আছে- ৭.৯৯এমএম স্লিম বডিতে যার ওজন মাত্র ১৯৩ গ্রাম। তাই ফোনটি আরামদায়কভাবে ও সহজেই মুঠোবন্দি করা যায়। দুইটি বাহারি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি- একটি হচ্ছে লেজার হোয়াইট এবং অপরটি হচ্ছে মিডনাইট ব্লু।


এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “যেসব ব্যবহারকারীরা আউটডোরে লম্বা সময় কাটান অপো ‘এ৫এক্স’ বিশেষত তাদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। পানি, ধুলো ও ড্রপ রেজিস্ট্যান্স এই স্মার্টফোনটি প্রতিটি মুহূর্তেই নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকে। এটির স্লিম ডিজাইন সারাদিনব্যাপী কমফোর্ট দিয়ে ইউজারের পাশে থাকে।”


অপো ‘এ৫এক্স’ (৪জিবি+৬৪জিবি) প্রি-অর্ডারের জন্য আগামী ১৫ মে থেকে বাজারে পাওয়া যাচ্ছে। প্রি-অর্ডারের মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারেন বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি লটারি, ১ মাসের ফ্রি বঙ্গ সাবস্ক্রিপশন অথবা নিশ্চিতভাবে কম্বো গিফ্ট বক্স। বিস্তারিত তথ্যের জন্য অপো বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ ও অপো বাংলাদেশের ওয়েবসাইট ভিজিট করুন।

মন্তব্য

আরও পড়ুন

বিজ্ঞান-প্রযুক্তি
Performance King Realmy 3G and Realme 3G 3G

বাজারে এলো ‘পারফরম্যান্স কিং’ ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’

বাজারে এলো ‘পারফরম্যান্স কিং’ ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’
যেসব ব্যবহারকারীরা ডিজিটাল লাইফস্টাইলের নির্বিঘ্ন অভিজ্ঞতা চান এবং পারফরম্যান্সের ব্যাপারে একবিন্দুও ছাড় দিতে নারাজ এই মোবাইল দুইটি তাদের জন্য; যেগুলো সর্বাধুনিক প্রযুক্তি ও অসাধারণ সব ফিচারের মাধ্যমে স্মার্টফোন মার্কেটে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে। ‘রিয়েলমি ১৪ ৫জি’ গ্রাহকদের দেবে ‘আল্টিমেট’ স্পিড ও ইফিশিয়েন্সি। এই ডিভাইসের মাধ্যমে গ্রাহকরা পাবেন নির্বিঘ্ন ডাউনলোড, ‘ল্যাগ-ফ্রি’ গেমিং, স্মুথ স্ট্রিমিং, ব্লেজিং-ফাস্ট ৫জি কানেক্টিভিটি, উভয়স সিম স্লটে ‘ডুয়েল-মুড ৫জি’ ফিচার সহ সবকিছুতেই দ্রুতগতির ‘নেক্সট-জেনারেশন’ এক্সপেরিয়েন্স।

তরুণদের জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি কোম্পানিটির সর্বশেষ ‘পাওয়ারহাউজ’ স্মার্টফোন ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ বাংলাদেশে উন্মোচিত করেছে। যেসব ব্যবহারকারীরা ডিজিটাল লাইফস্টাইলের নির্বিঘ্ন অভিজ্ঞতা চান এবং পারফরম্যান্সের ব্যাপারে একবিন্দুও ছাড় দিতে নারাজ এই মোবাইল দুইটি তাদের জন্য; যেগুলো সর্বাধুনিক প্রযুক্তি ও অসাধারণ সব ফিচারের মাধ্যমে স্মার্টফোন মার্কেটে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
‘রিয়েলমি ১৪ ৫জি’ গ্রাহকদের দেবে ‘আল্টিমেট’ স্পিড ও ইফিশিয়েন্সি। এই ডিভাইসের মাধ্যমে গ্রাহকরা পাবেন নির্বিঘ্ন ডাউনলোড, ‘ল্যাগ-ফ্রি’ গেমিং, স্মুথ স্ট্রিমিং, ব্লেজিং-ফাস্ট ৫জি কানেক্টিভিটি, উভয়স সিম স্লটে ‘ডুয়েল-মুড ৫জি’ ফিচার সহ সবকিছুতেই দ্রুতগতির ‘নেক্সট-জেনারেশন’ এক্সপেরিয়েন্স।


স্মার্টফোনের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ ৫জি চিপসেট ব্যতিক্রমী ও অসাধারণ প্রসেসিং পাওয়ার প্রদান করে। এতে করে চাহিদা অনুযায়ী নিত্যদিনের রুটিনমাফিক কাজসহ গ্রাফিক্স-ইনটেনসিভ গেমস দারুণ স্বাচ্ছন্দ্যে খেলা যায়। একইসঙ্গে সম্ভব হয় নির্বিঘ্ন মাল্টিটাস্কিং ও রেসপন্সিভ পারফরম্যান্স। সর্বোচ্চ ১২জিবি র্যাম এবং ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ এর ‘রিয়েলমি ১৪ ৫জি’ ইউজারকে আরো বেশি স্টোরেজ, পাশাপাশি বিভিন্ন অ্যাপে দ্রুত সুইচ করার মতো সুবিধা দেবে এবং ডাইনামিক র্যাম এক্সপেনশন স্মার্টফোনটিকে করবে আরো কার্যকরভাবে ব্যবহার উপযোগী।


এই মোবাইলে আরো রয়েছে- ৪৫ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ও ৬০০০এমএএইচ টাইটান ব্যাটারি যা দ্রুতই স্মার্টফোনকে পূর্ণ চার্জ হতে সাহায্য করে। এতে ব্যাটারির চার্জ ফুরিয়ে যাবার ভাবনা ছাড়াই নিশ্চিন্তে গ্রাহকরা ডিভাইসটি ব্যবহার করতে পারেন।


এছাড়া, স্মার্টফোনটির ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ই-স্পোর্টস ডিসপ্লে গ্রাহকদের আল্ট্রা-স্মুথ স্ক্রলিং এবং প্রাণবন্ত ভিজুয়্যাল এর অভিজ্ঞতা দেবে। ব্যবহারকারীরা আরো উপভোগ করতে পারবেন- ফ্লুইড এনিমেশন, রেসপন্সিভ টাচ এক্সপেরিয়েন্স, আইডিয়াল মাল্টিমিডিয়া অ্যান্ড গেমিং।


নান্দনিক সব ছবি ক্যামেরাবন্দি করতেও সিদ্ধহস্ত ‘রিয়েলমি ১৪ ৫জি’। এই ডিভাইসের ‘ভার্সেটাইল’ ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা স্পষ্ট ও নিখুঁত ছবি উপহার দেয় এবং বাড়তি লেন্স ও ইন্টেলিজেন্ট এআই ফিচার স্মার্টফোনপ্রেমীদের সৃজনশীলতা প্রকাশে সহায়তা করে।


আর ‘রিয়েলমি ১৪টি ৫জি’ নৈমত্তিক কাজ ও বিনোদনের সেরা অভিজ্ঞতাকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এটির মাধ্যমে গ্রাহকরা দ্রুতগতির ডাউনলোড, স্মুথ স্ট্রিমিং এবং নির্ভরযোগ্য ৫জি পারফরম্যান্সে উন্নত অনলাইন এক্সপেরিয়েন্স পাবেন। এই ডিভাইসে রয়েছে- কার্যকরী মিডিয়াটেক ডাইমেনেস্টি ৬৩০০ ৫জি চিপসেট, একটি অক্টাকোর প্রসেসর, যা স্মুথ মাল্টিটাস্কিং এর জন্য পাওয়ার ও ইফেসিয়েন্সির ভারসাম্য রক্ষা করে।


এই ফোনের ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে স্মুথ স্ক্রলিং এবং প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এই মোবাইলেও রয়েছে- ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতার ৬০০০এমএএইচ দীর্ঘস্থায়ী ব্যাটারি।
এই ডিভাইসটিতে রয়েছে- এআই সক্ষমতার ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যেটি বেশি বা বেশি ভারসাম্যহীন আলোতেও আকর্ষণীয় ছবি তুলতে সক্ষম।


৮জিবি র্যাম এবং ১২৮জিবি/২৫৬ জিবি স্টোরেজ এর ‘রিয়েলমি ১৪টি ৫জি’ চাহিদা অনুযায়ী গ্রাহকদের দিচ্ছে পর্যাপ্ত মোমোরি ও স্টোরেজ; যা কি না ডাইনামিক র্যাম এক্সপ্যানশনের মাধ্যমে গ্রাহকের মাল্টিটাস্কিং অভিজ্ঞতাকে করে তোলে অনন্য।


‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ দুইটি ডিভাইস-ই দেখতে দৃষ্টিনন্দন এবং আধুনিক ডিজাইনের। পারফরম্যান্স ও নান্দনিকতার অসাধারণ সমন্বয়ে রিয়েলমি’র প্রতিশ্রুতি যেটি পুর্নব্যক্ত করে। এই ডিভাইস দুইটিতে আরো রয়েছে- অ্যান্ডয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০, যা ব্যবহারকারীদের স্মুথ ও কাস্টমাইজেবল এক্সপেরিয়েন্স দেয়। এছাড়া- এ দুইটি ডিভাইসেই রয়েছে- সেরা মানের আইপি৬৯, আইপি৬৮ এবং আইপি৬৬ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যা কি না স্মার্টফোনকে অভাবনীয় স্থায়িত্ব প্রদান করে।


‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ এর বাজারমূল্য যথাক্রমে ৪১,৯৯৯ টাকা ও ৩১, ৯৯৯ টাকা। সেই সাথে ১২ থেকে ১৪ মে, ২০২৫ তারিখের মধ্যে প্রি-অর্ডার ক্যাম্পেইন চলাকালীন সময় যে সকল ব্যবহারকারী এই স্মার্টফোন কিনবেন, তারা ২,৫০০ টাকা মূল্যের নতুন লঞ্চ হওয়া রিয়েলমি বাডস পাবেন বিনামূল্যে। বিস্তারিত অন্যান্য তথ্য জানতে রিয়েলমি’র অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল হ্যান্ডল এর সঙ্গে সংযুক্ত থাকুন।

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
Serving 20 has launched a month long Free Server Health Check Assessment

সার্ভিসিং২৪ চালু করেছে মাসব্যাপী ফ্রি সার্ভার হেলথ চেক অ্যাসেসমেন্ট

সার্ভিসিং২৪ চালু করেছে মাসব্যাপী ফ্রি সার্ভার হেলথ চেক অ্যাসেসমেন্ট
এই ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত রয়েছে- হার্ডওয়্যার, রেইড ও মেমোরি, ডিস্ক হেলথ, ফার্মওয়্যার, লগ ইস্যু, আপ-টাইম পারফরম্যান্স ইত্যাদি বিভিন্ন ইস্যু পরীক্ষা-নিরীক্ষা করা। এসব অ্যাসেসমেন্ট শেষে কাস্টমাররা একটি বিস্তারিত হেলথ-চেক রিপোর্টও পাবেন। এছাড়া- সার্টিফাইড ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী ‘সার্ভিসিং২৪’ প্রাপ্ত সমস্যাগুলো সমাধানে বিভিন্ন সুপারিশও প্রদান করবে।

দেশের দ্রুতবর্ধমান ও অন্যতম বৃহৎ থার্ড পার্টি মেইনটেন্যান্স সার্ভিস প্রোভাইডার ‘সার্ভিসিং২৪’, কোম্পানিটির এন্টারপ্রাইজ কাস্টমারদের জন্য মাসব্যাপী বিনামূল্যে সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট ক্যাম্পেইন ঘোষণা করেছে।
এই ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত রয়েছে- হার্ডওয়্যার, রেইড ও মেমোরি, ডিস্ক হেলথ, ফার্মওয়্যার, লগ ইস্যু, আপ-টাইম পারফরম্যান্স ইত্যাদি বিভিন্ন ইস্যু পরীক্ষা-নিরীক্ষা করা। এসব অ্যাসেসমেন্ট শেষে কাস্টমাররা একটি বিস্তারিত হেলথ-চেক রিপোর্টও পাবেন। এছাড়া- সার্টিফাইড ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী ‘সার্ভিসিং২৪’ প্রাপ্ত সমস্যাগুলো সমাধানে বিভিন্ন সুপারিশও প্রদান করবে।
এই ক্যাম্পেইন সম্পর্কে ‘সার্ভিসিং২৪’-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নাসির ফিরোজ বলেন, “অধিকাংশ মানুষই আইটি সাপোর্ট সার্ভিস এর গুরুত্ব অনুধাবন করতে পারে না। সিস্টেমের ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক ডিভাইসগুলোর রুটিন-মাফিক অ্যাসেসমেন্ট গুরুত্বপূর্ণ। আমরা ঘোষিত এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের মাঝে সচেতনতা তৈরি করতে চাচ্ছি; যাতে তারা বুঝতে পারে ডিভাইসগুলোকে অবহেলার কারণে ভবিষ্যতে জটিল আইটি সমস্যা ও বড় ধরনের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে।”
গ্রাহকরা আগামী ৩১, ২০২৫ পর্যন্ত এই ফ্রি আইটি হেলথ চেকআপ এর জন্য স্লট বুক করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য [email protected] এ মেইল করুন, +8809614556655 নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন servicing24.com।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত ‘সার্ভিসিং২৪’ অল্প সময়েই বাংলাদেশের শীর্ষ আইটি সাপোর্ট সার্ভিস প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি থার্ড-পার্টি মেইনটেন্যান্স (টিপিএম), ম্যানেজড আইটি সার্ভিসেস ও এন্টারপ্রাইজ আইটি সাপোর্টে বিশেষায়িত। হার্ডওয়্যারের আয়ু বাড়িয়ে ৭০% পর্যন্ত কার্বন নির্গমন কমানো ও টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে। প্রধান সেবার মধ্যে রয়েছে টিপিএম, সার্ভার-স্টোরেজ সাপোর্ট, ক্লাউড সল্যুশন, সাইবার সিকিউরিটি, আইটি মনিটরিং ও আইটিএসএম সফটওয়্যার। প্রতিষ্ঠানটি ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইল, এফএমসিজি, হোটেল-রিসোর্টসহ বিভিন্ন খাতে সেবা দিয়ে থাকে।

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
Slim smartphone will break the old idea of ​​the upcoming apore A3X

‘স্লিম’ স্মার্টফোন বিষয়ে পুরাতন ধারণা ভেঙে দেবে আসন্ন অপোর ‘এ৫এক্স’

‘স্লিম’ স্মার্টফোন বিষয়ে পুরাতন ধারণা ভেঙে দেবে আসন্ন অপোর ‘এ৫এক্স’ অপো ‘এ৫এক্স’; স্লিমই যখন শক্তিশালী।
এই স্মার্টফোনের দৃষ্টিনন্দন নকশা সহজেই যে কারো মন কাড়বে; যা কি না দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে- লেজার হোয়াইট এবং আরেকটি হচ্ছে মিডনাইট ব্লু। এসব ডিজাইন অপোর আভিজাত্য ও ঐতিহ্যই তুলে ধরে। এ স্মার্টফোনের স্লিম বডি শুধু দেখতেই প্রিমিয়াম মনে হয় না, এটি স্টাইলিশও এবং সহজেই পকেট, পার্স কিংবা হাতের মুঠোয় বন্দি করা যায়। তাই এ৫এক্স’ শুধু নান্দনিক আবেদন নয়, প্রথাগত ধারণার প্রতি এক ধরনের চ্যালেঞ্জও।

গ্যাজেট নিয়ে বাংলাদেশিদের ভিন্ন রকমের আবেদন ও উৎসাহ রয়েছে। আর তাই চায়ের দোকান থেকে শুরু করে প্রযুক্তি বিষয়ক আলোচনা-আড্ডা জমে উঠে গ্যাজেট শপ পর্যন্ত। এসব কথোপকথনের একটা জনপ্রিয় টপিক হচ্ছে- “পাতলা ফোন মানেই, দুর্বল পারফরম্যান্স। অনেক ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ ক্রেতাদের এই ধারণার পক্ষে মত দেন টেক বিষয়ক কিছুটা জানাশোনা থাকা ব্যক্তিরাও। একই ভাবনার প্রতিফলন দেখা যায় বিভিন্ন মোবাইল মার্কেটেও। তবে স্মার্টফোন ব্র্যান্ড অপো’র ‘এ৫এক্স’ খুব শীঘ্রই বাজারে আসবে প্রথাগত এসব ধারণা ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরির জন্যই!

অপো ‘এ৫এক্স’; স্লিমই যখন শক্তিশালী: বাংলাদেশে শিগগিরই উন্মোচিত হতে যাওয়া ‘এ৫এক্স’ অপো ব্র্যান্ডের এ-সিরিজ লাইন আপের অভিনব এক ডিভাইস; যা কি না স্মার্টফোন বিষয়ে তথাকথিত ধারণাই পাল্টে দেবে। এটি মাত্র ৭.৯৯এমএম পাতলা। স্লিক ডিজাইনের জন্য ডিভাইসের পারফরম্যান্স সেক্রিফাইস করতে হয়, এ মোবাইলটি এমন ধারণার সম্পূর্ণ বিপরীত।

এই স্মার্টফোনটি যেভাবে দৃষ্টিনন্দন গড়ন ও কার্যক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করেছে তা সত্যিই প্রশংসনীয়। সাধারণত স্লিম ডিভাইসের স্মার্টফোনে গড়পড়তা মানের ব্যাটারি পারফরম্যান্স থাকলেও অপো এই প্রেক্ষাপটে পরিবর্তন আনতে চাইছে। অপোর ‘এ৫এক্স’ এ রয়েছে ৬০০০এমএএইচ এর বৃহৎ সক্ষমতার ব্যাটারি। স্ট্রিমিং, শিক্ষািউপকরণ, কাজ অথবা যোগাযোগের জন্য মর্ডান ইউজারদের যা কি না কাঙ্খিত চাওয়া।

ডিজাইনে-ই কনফিডেন্স: এই স্মার্টফোনের দৃষ্টিনন্দন নকশা সহজেই যে কারো মন কাড়বে; যা কি না দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে- লেজার হোয়াইট এবং আরেকটি হচ্ছে মিডনাইট ব্লু। এসব ডিজাইন অপোর আভিজাত্য ও ঐতিহ্যই তুলে ধরে। এ স্মার্টফোনের স্লিম বডি শুধু দেখতেই প্রিমিয়াম মনে হয় না, এটি স্টাইলিশও এবং সহজেই পকেট, পার্স কিংবা হাতের মুঠোয় বন্দি করা যায়।

তাই এ৫এক্স’ শুধু নান্দনিক আবেদন নয়, প্রথাগত ধারণার প্রতি এক ধরনের চ্যালেঞ্জও। কোনো কম্প্রোমাইজ না করেই সেরা প্রযুক্তি অভিজ্ঞতা দিবে এ স্মার্টফোনটি। অপো প্রত্যাশা করে বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বিষয়ে বাংলাদেশিরা এবার নতুন করে ভাববে।

‘স্লিম’ স্মার্টফোন বিষয়ে পুরাতন ধারণা ভেঙে দেবে আসন্ন অপোর ‘এ৫এক্স’

পুরনো প্রথাগত ভাবনা ও অপোর ‘এ৫এক্স’: বাংলাদেশে অনেক বছর ধরেই একটি ভাবনা প্রচলিত আছে যে, পাতলা ফোন সেরা পারফরম্যান্স দিতে পারে না। সাধারণ ক্রেতারা স্মার্টফোন কেনার আগে এ বিষয়টি মাথায় রাখেন। তাই বন্ধুদের সঙ্গে কিংবা বিক্রেতার সাথে আলোচনায় কোনো তথ্য প্রমাণ ছাড়াই আরো ভারী ফোন কেনার কথা মাথায় আসে গ্রাহকদের।

অপোর ‘এ৫এক্স’ পুরনো এই মিথ ভাঙছে। এটি সাধারণ কোনো ডিভাইস নয় বরং পুরনো ভাবনাকে চ্যালেঞ্জ করার মতোই একটি স্মার্টফোন। অপো গ্রাহকদের বলতে চাইছে- আপনাদের স্টাইল কিংবা কার্যকারিতা যেকোনো একটি বেছে নেবার দরকার নেই বরং আপনারা চাইলে দুটোই একসাথে পেতে পারেন। পাতলা একটি স্মার্টফোন পাবার আকাঙ্ক্ষা আর পারফরম্যান্সের কথা ভেবে বিসর্জন দিতে হবে না।

অভিনব ডিজাইন: প্রযুক্তিগত উদ্ভাবনে অপো অন্যতম বৈশ্বিক লিডার। এটি ডিজাইনে নতুনত্ব আনার পাশাপাশি মানুষের চাহিদার কথাও শুনছে। বাংলাদেশের মতো স্মার্টফোন বাজারে গ্রাহকদের বিচিত্র ধরনের চাহিদা রয়েছে। অপো এমন সব ডিভাইস গ্রাহকদের উপহার দিয়ে আসছে, যা শুধু ট্রেন্ড তৈরিই করে না বরং সেগুলোকে পুনর্নিমাণ করে।
‘এ৫এক্স’ এর মাধ্যমে অপো আবারো প্রমাণ করছে উদ্ভাবন বলতে শুধুমাত্র সার্বাধুনিক প্রযুক্তির ব্যবহারকে বুঝায় না। তা দীর্ঘসময়ের কোনো প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করাও হতে পারে। পাতলা ফোনে ব্যাটারি লাইফ কম থাকে বা দীর্ঘস্থায়ী নয় এমন ধারণার ইতি টানলো ‘এ৫এক্স’।

শিগগিরই আসছে বাংলাদেশে: বাংলাদেশের স্মার্টফোন ল্যান্ডস্কেপে পরিবর্তন আসছে। অপো দেশের মানুষের এই চাওয়া ও প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই অপোর আসন্ন ফোন ‘এ৫এক্স’ শুধুমাত্র একটি নতুন স্মার্টফোনের লঞ্চ নয় বরং পাতলা স্মার্টফোনকে নতুন চোখে দেখার জন্য ব্যবহারকারীদের বিশেষ আমন্ত্রণ বার্তা।

বিস্তারিত মূল্য, প্রাপ্যতা ও অন্যান্য তথ্য বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.facebook.com/OPPOBangladesh

মন্তব্য

'গেমিংগার্ল' কেয়া কীসের শ্যুটিং এ!

'গেমিংগার্ল' কেয়া কীসের শ্যুটিং এ! শাওন ও কেয়া পায়েল।

সম্প্রতি ছোটপর্দার পরিচিত মুখ শাওন ও কেয়া পায়েলকে একটি অ্যাকশন দৃশে দেখা গেছে।

সাধারণত এর আগে তাদেরকে এমন দৃশ্যে খুব কমই দেখে গেছে। একটি ছবিতে দেখা গেছে কেয়া ও শাওন মুখোমুখি দাঁড়িয়ে। অ্যাকশন ভঙ্গিমার এ ছবি দেখে মনে হচ্ছে যেন তারা কোনো বিশেষ অভিযানে যাচ্ছেন।অন্য একটি ছবিতে কেয়া পায়েলকে বন্দুক হাতে নিশানা করতে দেখা যাচ্ছে। যেন সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ভেদ করতে চান তিনি।

এরপরে একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে তাদের দুজনের হাতে স্মার্টফোন এবং তারা ফোনে গেম খেলায় ব্যস্ত। এতে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে হয়ত কোনো গেমিং ফোনের ওপর বিশেষ কিছু নিয়ে হাজির হচ্ছেন ছোট ছোটপর্দার এই দুই তারকা।

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
Performance Series 3G smartphone is bringing Realmy

পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি স্মার্টফোন আনছে রিয়েলমি

পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি স্মার্টফোন আনছে রিয়েলমি
"পারফরম্যান্সের দানব" হিসেবে পরিচিত এই ডিভাইস দুটি সিরিয়াস হার্ডওয়্যার এবং উদ্ভাবনী ফিচার্সে পরিপূর্ণ যা পাওয়ার ইউজার এবং গেমার উভয়ের জন্যই উপযুক্ত।

তরুণ প্রজন্মের পছন্দের অন্যতম প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি তাদের পারফরম্যান্সকেন্দ্রিক আইকনিক নাম্বার সিরিজ থেকে নতুন দুটি স্মার্টফোন আনতে যাচ্ছে। রিয়েলমি ১৪ ৫জি এবং ১৪টি ৫জি ফোন দুটি আনুষ্ঠানিকভাবে আগামী ১২ই মে দেশের বাজারে বাজারে উন্মোচন করা হবে।

রিয়েলমি ১৪ ৫জি স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে দেশের প্রথম স্ন্যাপড্রাগন সিক্স জেনারেশন ৪ ৫জি চিপসেট। যা স্মুথ মাল্টিটাস্কিং এবং দ্রুত গেম লোডিং নিশ্চিত করে। অন্যদিকে, ১৪টি ৫জি স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট রয়েছে, যা কার্যকর পারফরম্যান্স, উন্নত কানেক্টিভিটি এবং পাওয়ার-সেভিং বৈশিষ্ট্য প্রদান করে। "পারফরম্যান্সের দানব" হিসেবে পরিচিত এই ডিভাইস দুটি সিরিয়াস হার্ডওয়্যার এবং উদ্ভাবনী ফিচার্সে পরিপূর্ণ যা পাওয়ার ইউজার এবং গেমার উভয়ের জন্যই উপযুক্ত।

সীমিত সময়ের অফারসহ একটি বিশেষ প্রি-বুকিং প্রচারাভিযান শুরু হয়েছে এবং এটি ১৪ মে, ২০২৫ পর্যন্ত চলবে। এই সময়ে যারা এই স্মার্টফোনগুলি প্রি-বুক করবেন তারা একটি আকর্ষণীয় বোনাস পাবেন - বিনামূল্যে এক জোড়া রিয়েলমি বাডস টি২০০ লাইট, যা গেমিং এবং বিনোদনের নিখুঁত অডিও সঙ্গী। এই বাডসগুলোও একই দিনে লঞ্চ করা হবে।

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
Will eat your job AI Fevers warning

আপনার চাকরি খেয়ে ফেলবে এআই: ফাইভার প্রধানের হুঁশিয়ারি

আপনার চাকরি খেয়ে ফেলবে এআই: ফাইভার প্রধানের হুঁশিয়ারি

চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমাগত পরিবর্তনশীল প্রভাব নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি বহুজাতিক অনলাইন মার্কেটপ্লেস ফাইভারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিকা কাউফম্যান। এআই নির্ভর ভবিষ্যতে নিজেকে টিকিয়ে রাখতে দক্ষতা ও খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে জোর দেন তিনি।

ফাইভারের একটি অভ্যন্তরীণ মেমোর বিস্তারিত বিবরণে তিনি এমন হুঁশিয়ারি দেন। পরবর্তীতে সেটি সামাজিকমাধ্যমেও শেয়ার দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে।

যেভাবে দ্রুতগতিতে প্রযুক্তির বিকাশ ঘটছে, তাতে অনলাইন প্ল্যাটফর্মনির্ভর বাজারসহ শিল্পকারখানা নতুন করে ঢেলে সাজানোর সম্ভাবনা তৈরি হতে পারে। সেই দিকে আভাস দিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় উপযুক্ত করে নিজেদের ক্যারিয়ার গড়তে ফ্রিল্যান্সার্স ও কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মিকা কাউফম্যান বলেন, ‘কঠিন সত্য হলো—আপনার কর্মসংস্থান দখল করতে আসছে এআই, আমার চাকরিটাও তারা নিয়ে নেবে। এটা আপনাদের জেগে ওঠার ডাক। তাতে হোক না আপনি প্রোগ্রামার, ডিজাইনার, পণ্য ব্যবস্থাপক, ডেটা বিজ্ঞানী, আইনজীবী, বিক্রেতা কিংবা কোনো ব্যবসায়ী। আপনাদের কর্মসংস্থান কেড়ে নিতে ধেয়ে আসছে এআই।’

“একসময় যেসব কাজকে সহজ বলে বিবেচনা করা হতো, এখন আর সেগুলোর অস্তিত্ব নেই। আবার যে কাজগুলো কঠিন বলে বিবেচনা করা হতো, সেগুলো সহজ হয়ে গেছে। আর যে কাজগুলো অসম্ভব বলে মনো হতো, সেটা এখন নতুন ‘কঠিন কাজ’।”

তিনি বলেন, ‘আপনি যা করছেন, সেখানে যদি একেবারে ব্যতিক্রমী মেধাবী না হন, কয়েক মাসের ব্যবধানে আপনাদের কর্মসংস্থান পরিবর্তনের ঝুঁকি তৈরি হতে পারে,’ বলেন ফাইভারের এই প্রধান নির্বাহী।

সর্বশেষ এআই উদ্ভাবন নিয়ে আরও লেখাপড়া ও দক্ষতা অর্জনে কর্মীদের পরামর্শ দিয়েছেন তিনি। মিকা কাউফম্যান বলেন, ‘এআই প্রোগ্রাম লার্জ ল্যাংগুয়েজ মডেলসের (এলএলএমএস) ওপর দক্ষতা অর্জন করতে হবে।’

যারা এটার কদর বুঝবেন না, অর্থাৎ দক্ষতা অর্জন করতে পারবেন না, তাদের ক্যারিয়ার ঝুঁকিতে পড়বে বলেও হুশিয়ার করেন ফাইভার প্রধান নির্বাহী। কাজেই কর্মীদের আরও দক্ষতা ও দ্রুততার সাথে কাজ করতে আহ্বান জানিয়েছেন তিনি।

সার্চ জায়ান্ট গুগল ‘সেকেলে’ হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন মিকা কাউফম্যান।

মন্তব্য

p
উপরে