× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বিজ্ঞান-প্রযুক্তি
Xiaomi is the top smartphone brand in the country
google_news print-icon

দেশে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড শাওমি

দেশে-শীর্ষ-স্মার্টফোন-ব্র্যান্ড-শাওমি
এই সময়ে ২৮ দশমিক ৮ শতাংশ মার্কেট শেয়ার ও বার্ষিক ১৩৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের তথ্যে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেদের দাবি করেছে চীনা প্রতিষ্ঠান শাওমি।

কাউন্টার পয়েন্টের তথ্য দিয়ে শাওমি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই সময়ে ২৮ দশমিক ৮ শতাংশ মার্কেট শেয়ার ও বার্ষিক ১৩৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

রিপোর্টে স্থানীয় কারখানায় উৎপাদন এবং সাশ্রয়ী দামের মডেলগুলোর চাহিদার কারণে বাংলাদেশে শাওমি সাফল্য পেয়েছে বলে উল্লেখ করা হয়।

২০১৮ সালে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে আসার পর চার বছরে শাওমির এ অভাবনীয় সাফল্য এসেছে।

শীর্ষস্থানে উঠে আসার কারণ হিসেবে প্রতিষ্ঠানটি কয়েকটি কারণ উল্লেখ করেছে। এগোলো হলো, শাওমি ‘ফ্যান ফার্স্ট কৌশল, বৈচিত্র্যময় পোর্টফোলিও, অফলাইন ও অনলাইন উপস্থিতি, মানসম্মত সেবা এবং দেশে কারখানা।

আরও পড়ুন:
ঈদে শাওমি স্মার্টফোন কিনে প্রতিদিন ল্যাপটপ জেতার সুযোগ
শাওমির পাওয়ার হাউস দুই স্মার্টফোন বাজারে
দেশে অ্যামোলেড ডিসপ্লের রেডমি নোট ১১ আনল শাওমি
দেশে তৈরি অ্যামোলেড ডিসপ্লের রেডমি নোট ১১ আনছে শাওমি
দেশে তৈরি দ্বিতীয় স্মার্টফোন আনল শাওমি

মন্তব্য

আরও পড়ুন

বিজ্ঞান-প্রযুক্তি
Advisor Nahid calls for reduction of mobile call rate and unlimited internet

কলরেট হ্রাস ও মেয়াদহীন ইন্টারনেট চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের

কলরেট হ্রাস ও মেয়াদহীন ইন্টারনেট চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের ছবি: পিআইডি
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। সরকার এই সময়টা সফলভাবে পার করতে পারলে দেশ ঘুরে দাঁড়াবে এবং সম্ভাবনার দরজা খুলে যাবে। তা না হলে দেশ পিছিয়ে যাবে।’

যুব সমাজের আগ্রহ ও চাওয়াকে অগ্রাধিকার দিয়ে মোবাইল কলরেট কমানো ও মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

রোববার মোবাইল অপারেটর রবি ও গ্রামীণফোন লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে এই আহ্বান জানান তিনি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, টেলিকমিনিকেশন খাতে উন্নতির জন্য সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

‘অন্তর্বর্তী সরকার ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। সরকার এই সময়টা সফলভাবে পার করতে পারলে দেশ ঘুরে দাঁড়াবে এবং সম্ভাবনার দরজা খুলে যাবে। আর যদি না হয় তাহলে দেশ পিছিয়ে যাবে।’

তিনি বলেন, ‘যেহেতু আন্দোলন হয়েছিল কর্মসংস্থানকে কেন্দ্র করে তাই কর্মসংস্থানের ব্যবস্থা করা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য।’

উপদেষ্টা নাহিদ এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানান।

পৃথক বৈঠকে রবি আজিয়াটা পিএসসির ব্যবস্থাপনা পরিচালক ও চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মো. শাহেদুল আলম এবং গ্রামীণফোনের নতুন চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না এই সরকার: তথ্য উপদেষ্টা
অংশীজনের পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন: তথ্য উপদেষ্টা
তথ্য মন্ত্রণালয়ের ১০০ দিনের রোডম্যাপ
আন্দোলনে শহীদ পরিবারের দায়িত্ব সরকারের: নাহিদ
ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা নতুন স্বাধীন দেশ পেয়েছি: উপদেষ্টা নাহিদ

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
AI calculator will tell how close death is

এআই ক্যালকুলেটর বলে দেবে মৃত্যু কতটা কাছে

এআই ক্যালকুলেটর বলে দেবে মৃত্যু কতটা কাছে
রোগীরা এআই ‘ডেথ ক্যালকুলেটর’ থেকে আনুমানিক আয়ুষ্কালের পূর্বাভাস পেতে পারে। এই টুলটি একটি একক ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ECG) পরীক্ষা ব্যবহার করে, যা হার্টের কার্যকলাপ রেকর্ড করে অজানা স্বাস্থ্য সমস্যাগুলো শনাক্ত করতে পারে। প্রোগ্রামটি ৭৮ শতাংশ পর্যন্ত নির্ভুলতার সঙ্গে ECG-এর পর ১০ বছরের মধ্যে মৃত্যুর ঝুঁকি সঠিকভাবে শনাক্ত করতে পারে বলে গবেষণায় প্রমাণ হয়েছে।

গবেষকরা এআইনিয়ন্ত্রিত এমন ক্যালকুলেটর তৈরি করেছেন যা বলে দিতে পারে আপনি আপনার মৃত্যুর ঠিক কতটা কাছে। ল্যানসেট ডিজিটাল হেলথ-এ প্রকাশিত এক গবেষণায় এমনটা জানানো হয়েছে।

এআই-চালিত ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (AI-ECGs) একজন ব্যক্তির ভবিষ্যতের স্বাস্থ্য সমস্যা এবং এমনকি মৃত্যুর ঝুঁকির পূর্বাভাস দিতে পারে। অবশ্য দৈনন্দিন চিকিৎসা পরিষেবায় সেগুলো এটি ব্যবহার করা হয়নি।

বর্তমানে এআই ক্যালকুলেটরের এই ভবিষ্যদ্বাণী পৃথক রোগীদের জন্য স্পষ্ট কার্যক্রম পরিচালনা করে না। সেসঙ্গে জীববিজ্ঞানের সঙ্গে এর কার্যকারিতা সারিবদ্ধ নয়। এই সমস্যাগুলো মোকাবেলায় ল্যানসেট গবেষকরা AI-ECG রিস্ক এস্টিমেটর (AIRE) নামে একটি নতুন টুল তৈরি করেছেন।

মৃত্যুর পূর্বাভাস দিয়ে AIRE ভবিষ্যতে হৃদযন্ত্র বিকল হওয়ার ভবিষ্যদ্বাণী করতে পারে। এটি এমন একটি অবস্থা যেখানে হৃৎপিণ্ড পাম্প করা বন্ধ করে দেয়, যার ফলে দশটির মধ্যে প্রায় আটটি ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা এবং প্রাথমিকভাবে রোগীর মৃত্যু ঘটে।

গবেষকরা বলছেন, ‘আমরা AI-ECG রিস্ক এস্টিমেটর (AIRE) প্ল্যাটফর্ম তৈরি করে পূর্ববর্তী AI-ECG পদ্ধতির সীমাবদ্ধতাগুলো সমাধানের চেষ্টা করেছি।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসের অধীনে দুটি হাসপাতাল আগামী বছরের মাঝামাঝি থেকে এই প্রযুক্তি পরীক্ষার জন্য প্রস্তুত। আর বিশেষজ্ঞরা আশা করছেন যে এটি পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্য পরিষেবা জুড়ে ব্যবহার করা সম্ভব হবে।

হাসপাতালে আসা রোগীরা এআই ‘ডেথ ক্যালকুলেটর’ থেকে আনুমানিক আয়ুষ্কালের পূর্বাভাস পেতে পারে। এই টুলটি একটি একক ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ECG) পরীক্ষা ব্যবহার করে, যা কয়েক মিনিটের মধ্যে হার্টের কার্যকলাপ রেকর্ড করে অজানা স্বাস্থ্য সমস্যাগুলো শনাক্ত করতে পারে। AI-ECG বা AIRE নামে পরিচিত এই প্রোগ্রামটি ৭৮ শতাংশ পর্যন্ত নির্ভুলতার সঙ্গে ECG-এর পর ১০ বছরের মধ্যে মৃত্যুর ঝুঁকি সঠিকভাবে শনাক্ত করতে পারে বলে গবেষণায় প্রমাণ হয়েছে।

ল্যানসেট গবেষকরা এক লাখ ৮৯ হাজার ৫৩৯ রোগীর ১ দশমিক ১৬ মিলিয়ন ইসিজি পরীক্ষার ফলাফলের ডেটাসেট ব্যবহার করে প্রযুক্তিটির প্রশিক্ষণ দিয়েছেন। তারা দেখেছেন, এটি তিন-চতুর্থাংশ (৭৬ শতাংশ) ক্ষেত্রে এবং ভবিষ্যতের এথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাসকুলার রোগের মতো গুরুতর হৃদযন্ত্রের সমস্যা (যেখানে ধমনি সংকীর্ণ, রক্ত​​​প্রবাহকে কঠিন করে তোলে) দশটির মধ্যে সাতটি ক্ষেত্রে শনাক্ত করেছে।

শুধু রোগ নির্ণয় নয়, ‘এআই ডেথ ক্যালকুলেটর’ স্বাস্থ্য ঝুঁকির একটি পরিসরও জানাবে যা রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে। উদাহরণস্বরূপ, যদি AIRE শনাক্ত করে যে আপনি একটি নির্দিষ্ট হৃদযন্ত্রের ছন্দের সমস্যার উচ্চ ঝুঁকিতে আছেন, তাহলে আপনি এটিকে প্রতিরোধ করতে আরও বেশি সক্রিয় হবেন।

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
Arrests for creating and promoting false interviews of advisers

উপদেষ্টা সাখাওয়াতের মিথ্যা সাক্ষাৎকার তৈরি ও প্রচারকারী গ্রেপ্তার

উপদেষ্টা সাখাওয়াতের মিথ্যা সাক্ষাৎকার তৈরি ও প্রচারকারী গ্রেপ্তার নাফিস ফুয়াদ ঈশান। ছবি: সংগৃহীত
গোয়েন্দা তথ্যে জানা যায়, নাফিস ১৬ আগস্ট নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারের অংশবিশেষ কপি করে রাষ্ট্রপতির সঙ্গে একটি মিথ্যা ফোনালাপ তৈরি করেন। তিনি ভিডিওটি ২৪ অক্টোবর নিজের পরিচালিত ইউটিউব চ্যানেলে প্রচার করেন।

পাট ও বস্ত্র এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সঙ্গে মিথ্যা ও বানোয়াট সাক্ষাৎকার তৈরি এবং তা প্রচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাফিস ফুয়াদ ঈশান নামের এই তরুণকে রোববার ভোরে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গোয়েন্দা তথ্যে জানা যায়, নাফিস ১৬ আগস্ট নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারের অংশবিশেষ কপি করে রাষ্ট্রপতির সঙ্গে একটি মিথ্যা ও বানোয়াট ফোনালাপ তৈরি করেন। জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে তিনি ভিডিওটি ২৪ অক্টোবর নিজের পরিচালিত ‘কোয়ালিটি টিভি’ নামক ইউটিউব চ্যানেলে প্রচার করেন।

গ্রেপ্তারকৃত নাফিস ফুয়াদ ঈশানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কোয়ালিটি টিভি (Quality Tv) নামক অনলাইনভিত্তিক একটি ইউটিউব চ্যানেলের অ্যাডমিন। একইসঙ্গে তিনি কেস টিভি (Kes Tv) নামক ফেসবুক পেজেরও অ্যাডমিন।

নাফিস তার পরিচালিত কোয়ালিটি টিভির মাধ্যমে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিলেন।

আরও পড়ুন:
সাভারে হত্যাসহ আট মামলার আসামি ‘ট্যাপা জাকির’ বসুন্ধরায় গ্রেপ্তার
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
শেরপুর জেলা আ.লীগ নেতা চন্দন পাল সীমান্তে গ্রেপ্তার
ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার
সালমান, মামুন ও জিয়াউল নতুন মামলায় গ্রেপ্তার

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
Omera LPG unveils home delivery app LPG Solutions

ওমেরা এলপিজির হোম ডেলিভারি অ্যাপ ‘এলপিজি সল্যুশন’-এর মোড়ক উন্মোচন

ওমেরা এলপিজির হোম ডেলিভারি অ্যাপ ‘এলপিজি সল্যুশন’-এর মোড়ক উন্মোচন গত ২০ অক্টোবর অনুষ্ঠানে সারা দেশ থেকে এক হাজারেরও বেশি স্বনামধন্য শেফ অংশ নেন। ছবি: নিউজবাংলা
অনুষ্ঠানে শেফদের জন্য বিশেষ ‘হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিং’ সেশনের আয়োজন করা হয় ওমেরার পক্ষ থেকে। কেননা ওমেরা বিশ্বাস করে নতুন প্রজন্মের শেফদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রজ বিষয় হলো কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা। 

ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিশাল পরিসরে উদযাপন হলো ‘ইন্টারন্যাশনাল শেফস্‌ ডে ২০২৪’।

এ অনুষ্ঠানে অন্যতম স্পন্সর ছিল ‘ওমেরা এলপিজি’।

গত ২০ অক্টোবর অনুষ্ঠানে সারা দেশ থেকে এক হাজারেরও বেশি স্বনামধন্য শেফ অংশ নেন।

পুরো অনুষ্ঠানজুড়ে ওমেরা এলপিজির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দান করে।

উৎসবের অংশ হিসেবে ওমেরা এলপিজি তাদের অনলাইন ডেলিভারি সিস্টেম ‘এলপিজি সলিউশন’ অ্যাপের মোড়ক উন্মোচন করে।

এ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় শেফরা উপস্থিত ছিলেন, যারা এই সহজ ও সুবিধাজনক সেবার প্রশংসা করেছেন।

এটি ঘরোয়া এবং বাণিজ্যিক রান্নাঘরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি সেবা, যা গ্রাহকদের আরও সহজে হোম ডেলিভারি সুবিধা নিশ্চিত করে।

অ্যাপটি বর্তমানে গুগল প্লে-স্টোর ও অ্যাপ-স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।

এই অনুষ্ঠানে শেফদের জন্য বিশেষ ‘হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিং’ সেশনের আয়োজন করা হয় ওমেরার পক্ষ থেকে। কেননা ওমেরা বিশ্বাস করে নতুন প্রজন্মের শেফদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রজ বিষয় হলো কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন:
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিভাগীয় চ্যাম্পিয়ন জবি
অ্যাপোলো-৮ নভোচারী অ্যান্ডার্স মারা গেছেন
স্মার্টফোন বাজারে একাধিপত্য: যুক্তরাষ্ট্রে অ্যাপলের নামে মামলা
চার্জে দেয়া আইফোন নিয়ে ঘুমাবেন না: অ্যাপল
শতাধিক অ্যাপে নানা প্রলোভনে চলছে প্রতারণা

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
OnePlus is opening Oxygen OS 15 with all new features including AI

অক্সিজেন ওএস ১৫ উন্মুক্ত করছে ওয়ানপ্লাস, থাকছে এআইসহ নতুন সব ফিচার

অক্সিজেন ওএস ১৫ উন্মুক্ত করছে ওয়ানপ্লাস, থাকছে এআইসহ নতুন সব ফিচার অক্সিজেন ওএস ১৫ ওয়ানপ্লাসের উদ্ভাবনের প্রতিশ্রুতির এক বহিঃপ্রকাশ, যা গ্রাহকের চাহিদা অনুযায়ী অনন্য এক সফটওয়্যার অভিজ্ঞতা প্রদান করবে। ছবি: ওয়ানপ্লাস
আগামী ২৪ অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় অনলাইন ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেটিং সিস্টেমটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

বৈশ্বিক টেক কোম্পানি ওয়ানপ্লাস তার সর্বাধুনিক মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) ‘অক্সিজেন ওএস ১৫’ উন্মুক্ত করছে।

আগামী ২৪ অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় অনলাইন ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেটিং সিস্টেমটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

ওয়ানপ্লাসের সব অফিশিয়াল চ্যানেল থেকে অনলাইন ইভেন্টটি সরাসরি দেখা যাবে।

অ্যান্ড্রয়েড ১৫ ওএসের ওপর ভিত্তি করে প্রথম অপারেটিং সিস্টেমগুলোর একটি হতে যাচ্ছে ওয়ানপ্লাসের ১৫ অপারেটিং সিস্টেমটি। নতুন ওএসটিতে ওয়ানপ্লাস তাদের নিরলস গবেষণা ও ব্যবহারকারীদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছে।

অপারেটিং সিস্টেমটিতে ওয়ানপ্লাসের স্পিরিট ‘নেভার সেটেল’-এর প্রতিফলন পাওয়া যাবে। ওয়ানপ্লাসের আপডেটেড ওএসের প্রধান বৈশিষ্ট্য হলো ইন্ডাস্ট্রির সেরা ও দ্রুতগতির ইউজার এক্সপেরিয়েন্স, নতুন ও কার্যকরী এআই ফিচার এবং বিশেষায়িত ডিজাইন, যা ওয়ানপ্লাসের সিগনেচার ডিজাইন ল্যাঙ্গুয়েজের অনুভূতি দেবে। এসব ফিচার নিয়ে বাজারের সবচেয়ে দ্রুতগতির ও ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম হতে যাচ্ছে অক্সিজেন ওএস ১৫।

গতি ও কৃত্রিম প্রযুক্তির মেলবন্ধন

যেকোনো প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়ান প্লাসের মূল দর্শন হচ্ছে গ্রাহকদের দ্রুতগতির, মসৃণ ও ঝামেলাবিহীন অভিজ্ঞতা দেয়া। অক্সিজেন ওএস ১৫ অপারেটিং সিস্টেমটিতে ওয়ানপ্লাস বাজারের সেরা সফটওয়্যার অ্যালগরিদম টেকনোলোজি ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের সৃজনশীল নির্মাণের মাধ্যমে ব্যবহারকারীদের মসৃণ অ্যানিমেশন ইফেক্ট দেবে।

এ ছাড়াও অক্সিজেন ওএস ১৫ এর ডিজাইনে সতেজ ও নতুন ভিজুয়াল স্টাইল এনেছে, যা ব্র্যান্ডটির স্বাতন্ত্র্য বজায় রেখে ব্যবহারকারীদের আনন্দময়য় ও নির্ঝঞ্ঝাট অভিজ্ঞতা দেবে। ব্যবহারকারীদের কমিউনিটির সঙ্গে যোগাযোগ ব্র্যান্ডটিকে মাল্টিটাস্কিং সিনারিও ও বেশ কিছু পার্সোনালিটি এক্সটেনশন সিনারিও যোগ করতে সহায়তা করেছে।

অক্সিজেন ওএস ১৫তে ওয়ানপ্লাসের এআই ফিচার যোগ করার মাধ্যমে গ্রাহকদের সর্বাধুনিক এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিচ্ছে। ফিচারটি বেশ কিছু কমন সিনারিওতে সংযুক্ত করার মাধ্যমে প্রোডাক্টিভিটি ও সৃজনশীলতা বৃদ্ধি করে ব্যবহারকারীর জীবনকে সহজ করে তুলবে। ফলে নতুন অক্সিজেন ওএস ১৫ হতে যাচ্ছে গতি, পারফরম্যান্স ও বুদ্ধিমত্তার পারফেক্ট কম্বিনেশন।

অক্সিজেন ওএস ১৫ ওয়ানপ্লাসের উদ্ভাবনের প্রতিশ্রুতির এক বহিঃপ্রকাশ, যা গ্রাহকের চাহিদা অনুযায়ী অনন্য এক সফটওয়্যার অভিজ্ঞতা প্রদান করবে।

ওয়ানপ্লাস বাংলাদেশ সম্প্রতি তাদের অফিশিয়াল ফেসবুক কমিউনিটি গ্রুপের সূচনা করেছে যেখানে ভক্তরা তাদের অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিভিন্ন প্রোডাক্ট ও ইভেন্ট সম্পর্কে তথ্য পাবেন।

গ্রুপটি একটি মানসম্মত যোগাযোগের ঘনিষ্ঠ কমিউনিটি গড়ে তোলার উদ্দেশ্যে গড়া হয়েছে, যেখানে এক্সক্লুসিভ কনটেন্ট, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ওয়ান প্লাস টিমের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। তাই ওয়ান প্লাস সম্পর্কে আপডেটেড থাকতে ও সব তথ্য পেতে স্মার্টফোন ব্যবহারকারীরা ওয়ানপ্লাস কমিউনিটি গ্রুপে যোগ দিতে পারেন।

আরও পড়ুন:
মোবাইল সেট চার্জে রেখে ঘুম, বিস্ফোরণে চিকিৎসকের মৃত্যু
বন্যা: ১০ জেলায় অকেজো ১২৩৫ মোবাইল টাওয়ার
বিকেল তিনটার পর মোবাইল ইন্টারনেটে যুক্ত হলেই ৫ জিবি বোনাস
মোবাইলে ফোরজি সেবা চালু বিকেল ৩টায়
ওয়ালটনের নতুন সিরিজের স্মার্টফোন ‘নেক্সজি এন৮’ বাজারে

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
The video of Tanti League leader being raised by the ear is on Facebook

তাঁতী লীগ নেতাকে কান ধরে উঠবস করানোর ভিডিও ফেসবুকে

তাঁতী লীগ নেতাকে কান ধরে উঠবস করানোর ভিডিও ফেসবুকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেয়া। গ্রাফিক্স: নিউজবাংলা
ভিডিওতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা তাঁতী লীগের সাবেক দফতর সম্পাদক ডিউক মিয়াকে কোনো এক ব্যক্তির নির্দেশে কান ধরে উঠবোস করতে দেখা যায়। এ সময় একাধিক ব্যক্তির কণ্ঠ শোনা গেলেও তাদের পরিচয় জানা যায়নি।

গাইবান্ধায় তাঁতী লীগের এক নেতাকে কান ধরে উঠবোস করানোর ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নজরে আসে এই প্রতিবেদকের। ইংরেজিতে ‘এমডি সিরাজুল ইসলাম’ নামের ওই আইডিতে একদিন আগে ভিডিওটি শেয়ার করা হয়েছে বলে দেখা যায়।

তবে ঘটনাটি ঠিক কোন দিন বা সময়ের তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে কান ধরে উঠবোস করা ওই নেতার নাম ডিউক মিয়া। তিনি পলাশবাড়ী উপজেলা তাঁতী লীগের সাবেক দফতর সম্পাদক। তার বাড়ি একই উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর (মিয়াপাড়া) গ্রামে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ৪২ সেকেন্ডের ওই ভিডিওতে ডিউক মিয়াকে কোনো এক ব্যক্তির নির্দেশে কান ধরে উঠবোস করতে দেখা যায়। এ সময় একাধিক ব্যক্তির কণ্ঠ শোনা গেলেও তাদের পরিচয় জানা যায়নি।

ভিডিওটিতে অজ্ঞাত যুবকের প্রশ্ন- ‘ভাই, তুমি আর আ.লীগ করব্যা (করবে)?

ডিউক উত্তরে বলেন- ‘না ভাই, আমি আর আ.লীগ করবো না।’

তারপর কয়েক সেকেন্ড কোনো কথা শোনা যায়নি।

এরপর ডিউককে নির্দেশ দিয়ে বলা হয়- ‘কান ধরো, পশ্চিম মুখ হয়া (হয়ে)। মেলা (অনেক) জনেক তো (ব্যক্তিকে) ধর্যা (ধরে) দিছিলা আগে।’

উত্তরে ডিউক বলেন, ‘না ভাই, ধরে দেইনি।’

পরে ‘বসো’ বলে এই নেতাকে পেছন থেকে লাথি মারতে দেখা যায়। ভিডিওর শেষের দিকে তাকে আরও কয়েকটি লাথি মারতে দেখা যায়। ভিডিওর একেবারে শেষ অংশে দুই ব্যক্তির মুখ দেখা গেলেও তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি নিউজবাংলা।

এ ঘটনায় ওই নেতার (ডিউক) বক্তব্য জানার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ভিডিওতে কয়েক ব্যক্তির কথোপকথন থেকে ধারণা করা যায়, ডিউক মিয়াকে রাজনৈতিক কোনো ঘটনার কারণে হেনস্থা করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া মোবাইল ফোনে বলেন, ‘ফেসবুকে ডিউককে কান ধরে উঠবোস করানোর ভিডিওটি আমার চোখে পড়েনি। ডিউক পলাশবাড়ী উপজেলা তাঁতী লীগের পূর্বের কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।’

বিষয়টি নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন:
মোবাইল নেটওয়ার্কে ফের বন্ধ ফেসবুক
দুই সপ্তাহ পর দেশে ফেসবুক চালু
ফেসবুক টিকটক ইউটিউব চালু বিকেলের মধ্যে
টিকটক সাড়া দিলেও জবাব দেয়নি ফেসবুক
ফেসবুক-টিকটক বাদে অন্য ক্যাশ সার্ভার চালুর নির্দেশ

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
Brazil lifts ban on paying X fines

এক্স জরিমানা দেয়ায় নিষেধাজ্ঞা তুলল ব্রাজিল

এক্স জরিমানা দেয়ায় নিষেধাজ্ঞা তুলল ব্রাজিল ধারাবাহিকভাবে আদালতের রায় অমান্য করায় ব্রাজিলে নিষিদ্ধ হয় ইলন মাস্কের এক্স। কোলাজ: ইউএনবি
আল জাজিরার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, কয়েক মিলিয়ন ডলার জরিমানা দেয়ার পর এক্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার রায় দিয়েছে ব্রাজিলে সুপ্রিম কোর্ট। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

ভুয়া তথ্য নিয়ে বিরোধের কারণে ব্রাজিলে ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সের (সাবেক টুইটার) ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে মোটা অঙ্কের জরিমানা দেয়ার পর সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

রায়ে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস বলেন, ‘অবিলম্বে ব্রাজিলে এক্সের কার্যক্রম পুনরায় শুরুর অনুমতি দিতে নির্দেশ দেয়া হচ্ছে। এজন্য যোগাযোগ কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় দেয়া হলো।’

আল জাজিরার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, কয়েক মিলিয়ন ডলার জরিমানা দেয়ার পর আদালত এই রায় দিয়েছে।

তবে জরিমানার পরিমাণ ঠিক কত, তা প্রকাশ করা হয়নি।

এই রায়ের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি বিশ্বের সবচেয়ে ধনী এবং স্বঘোষিত ‘বাক-স্বাধীনতা নিরঙ্কুশবাদী’ ইলন মাস্ক।

এর আগে ব্রাজিলে ভুয়া তথ্য প্রচারে অভিযুক্ত অ্যাকাউন্টগুলো বন্ধ করতে এক্সকে নির্দেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। তবে বাক-স্বাধীনতা খর্ব হওয়ার কারণ দেখিয়ে আদালতের রায় মানবেন না বলে জানিয়েছিলেন মাস্ক।

এমনকি আইনি লড়াইয়ের জন্য আদালতের দেয়া সময়সীমাও লঙ্ঘন করে সামাজিক প্ল্যাটফর্মটি। এরপর ব্রাজিলে এক্সের কার্যক্রম ও ব্যবহার নিষিদ্ধ করে দেশটির সুপ্রিম কোর্ট।

আদালত এক্স বন্ধের নির্দেশ দেয়ার পর বিচারপতি দে মোরায়েসকে ‘শয়তান স্বৈরশাসক’ আখ্যা দেন মাস্ক। সে সময় ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের প্রতিও সহানুভূতি প্রকাশ করেন তিনি।

২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে নির্বাচন সম্পর্কে যাচাইবিহীন তথ্য প্রচারের অভিযোগ ওঠে বলসোনারোর বিরুদ্ধে। এরপর ২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর পরাজয় ঠেকাতে সামরিক অভ্যুত্থানের ডাক দিয়ে দেশটির গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর ওপর হামলা চালায় তার অনুসারীরা। পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে ভাঙচুর করে তারা।

ওই ঘটনায় উস্কানিমূলক বক্তব্যের জন্য বলসোনারোকে দায়ী করা হয় এবং ২০৩০ সাল পর্যন্ত তাকে নির্বাচনে অংশ নেয়ায় অযোগ্য ঘোষণা করে দে মোরায়েসের আদালত। তার পর থেকে মাস্কের মতো তিনিও বিচারপতি দে মোরায়েসের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত রয়েছেন।

মন্তব্য

p
উপরে