মধুমক্ষিকা বা মৌমাছি আমাদের অতি পরিচিত এক পতঙ্গ। বাংলাপিডিয়ায় মৌমাছির বর্ণনায় বলা হয়েছে, এই পতঙ্গ ফুলে ফুলে বিচরণ করে ফুলের নির্যাস সংগ্রহ করে এবং তা থেকে অর্ধতরল মিষ্টি, মধু প্রস্তুত করে।
তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই সংজ্ঞা এখন আর ধোপে টিকবে না। ওই রাজ্যে চার প্রজাতির মৌমাছিকে ‘মাছ’-এর স্বীকৃতি দিয়েছে আদালত। এ জন্য অবশ্য পানিতে বসবাসের শর্ত চাপানো হয়নি, আগের মতোই মৌচাকে থেকেই এই ‘মর্যাদা’ উপভোগ করতে পারবে এরা।
ক্যালিফোর্নিয়ার আপিল আদালতের দেয়া আদেশ অনুযায়ী, বাম্বল মৌমাছির চারটি প্রজাতিকে আর পতঙ্গ হিসেবে গণ্য করা যাবে না। তাদের মাছ হিসেবে বিবেচনায় নিয়ে বিশেষ সুরক্ষার আওতায় আনতে হবে।
আপিল আদালতের তিন বিচারকের বেঞ্চ গত মঙ্গলবার এ আদেশ দেয়। ফলে বাম্বল মৌমাছির চারটি প্রজাতি ক্রচ, ফ্র্যাঙ্কলিনস, ওয়েস্টার্ন এবং সাকলির কুকু ওই রাজ্যে আইনিভাবে মাছের মর্যাদা অর্জন করেছে।
শুনতে অবাক লাগলেও এই আদেশের উদ্দেশ্য, অতিবিপন্ন এই চার প্রজাতির মৌমাছিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা।
এই চার প্রজাতিকে ২০১৮ সালে ‘বিপন্ন’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। তবে তাতে খুব একটা কাজ হয়নি।
ক্যালিফোর্নিয়ার বিপন্ন প্রজাতি আইনে স্থলভাগের অমেরুদণ্ডী প্রাণী সুরক্ষার বিষয়টি সুনির্দিষ্ট নয়। এতে কেবল পাখি, স্তন্যপায়ী, মাছ, উভচর, সরীসৃপ বা উদ্ভিদের স্থানীয় প্রজাতি সম্পর্কে পরিষ্কার সুরক্ষা ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। ফলে আইনি সীমাবদ্ধতার কারণে এই সুরক্ষার আওতায় আনা যায়নি বিপন্ন মৌমাছিকে।
এমন অবস্থায় ক্যালিফোর্নিয়ার অ্যালমন্ড অ্যালায়েন্স, ক্যালিফোর্নিয়া অ্যাসোসিয়েশন অফ পেস্ট কন্ট্রোল অ্যাডভাইজারস, ক্যালিফোর্নিয়া সাইট্রাস মিউচুয়াল, ক্যালিফোর্নিয়া কটন জিনার্সসহ কয়েকটি কৃষিস্বার্থ রক্ষা গ্রুপ মৌমাছিকেও সুরক্ষা আইনের আওতায় আনার দাবিতে আদালতে মামলা করে।
তাদের অভিযোগ ছিল, ক্যালিফোর্নিয়া বিপন্ন প্রজাতি আইনে কোনো পোকামাকড়কে বিপন্ন বা বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। এর কারণ, আইন অনুযায়ী পোকামাকড় বিপন্ন বন্যপ্রাণীর তালিকাভুক্ত নয়।
এ নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে আদালতে। একটি মাছ কেন মাছ হয়ে ওঠে সে বিষয়ে মতামত দেয়া হয়েছে ৩৫ পৃষ্ঠাজুড়ে। এর আগে ১৯৮০ সালে বিপন্ন প্রজাতির তালিকায় স্থান দেয়ার জন্য মাটিতে বসবাস করা ট্রিনিটি ব্রিস্টল শামুককেও মাছ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। সেই উদাহরণও পর্যালোচনায় এনেছেন বিচারকেরা।
আদালত বলেছে, শামুককে মাছের মর্যাদা দেয়ার অতীত নজিরের মাধ্যমে বলা যায়, একটি মাছের জন্য সাঁতার কাটা বাধ্যতামূলক কোনো শর্ত নয়। আর এ জন্যই মৌমাছিকেও মাছ হিসেবে বিবেচনা করা যেতে পারে।
বিচারকরা আদেশে লিখেছেন, ‘এখানে মূল প্রশ্নটি হলো স্থলজ অমেরুদণ্ডী প্রাণী বাম্বল মৌমাছি মাছের সংজ্ঞার মধ্যে পড়ে কি না। আমাদের উপসংহার হলো এটা পড়ে।’
তবে মৌমাছিকে মাছের স্বীকৃতি দেয়ার বিষয়টিকে আক্ষরিকভাবে ‘জলজ মেরুদণ্ডী প্রাণী’ হিসেবে না নেয়ার আহ্বানও জানিয়েছে আদালত। তারা বলছে, মৌমাছির এ মর্যাদা একটি ‘শব্দগত পুনর্বিন্যাস’।
বিচারপতি রোনাল্ড রবি তার মতামতে লিখেছেন, ‘আমরা সাধারণত শব্দগুলোকে তাদের প্রচলিত এবং সাধারণ অর্থ দিয়ে ব্যাখ্যা করে থাকি। তবে আদালত একটি শব্দের একটি প্রায়োগিক সংজ্ঞা দান করেছে, আমরা বাস্তব চাহিদার ভিত্তিতে শব্দের পুনর্বিন্যাস করেছি। কাজটি করার সময় আমরা উদারভাবে সব দিক পর্যালোচনা করেছি।’
অমেরুদণ্ডী প্রাণীদের এতদিনেও সুরক্ষা আইনের আওতায় না আনার সমালোচনাও করেছেন বিচারকেরা। তারা বলছেন, আইনপ্রণেতারা বাড়তি কষ্ট এড়াতেই এতদিনে ‘মাছ’-এর সংজ্ঞার পরিসর বিস্তৃত করেননি।
আরও পড়ুন:মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে অর্থ দেয়ার বিষয়ে তদন্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছেন নিউ ইয়র্কের ম্যানহাটনের এক বিচারক।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে অপরাধের অভিযোগে অভিযুক্ত হলেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার অংশ হিসেবে মনোনয়ন পেতে ট্রাম্পের সক্রিয় তৎপরতার মধ্যেই ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বাধীন তদন্তের ভিত্তিতে সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করা হলো।
ঠিক কোন অভিযোগে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে, তা জানা যায়নি। অভিযোগপত্র খোলাসা করা হয়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ব্যবসা সংক্রান্ত প্রতারণার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ৩০টির বেশি অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত আলোচিত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তিনি সম্পূর্ণ নির্দোষ; মনোনয়ন পাওয়ার দৌড় থেকে পড়বেন না ছিটকে।
ট্রাম্পের অভিযোগ, দ্বিতীয় মেয়াদে তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ খর্ব করতে চাইছেন ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি ব্র্যাগ।
তিনি এক বিবৃতিতে বলেন, এটি (অভিযুক্ত করা) রাজনৈতিক নিপীড়ন এবং নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণের সময় দুই সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয় সেনাসদস্য নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার এক আমেরিকান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অ্যান্টনি হোফেলার এ তথ্য জানান।
তিনি বলেন, কেনটাকির ট্রিগ কাউন্টির ফোর্ট ক্যাম্পবেলে বুধবার রাত ১০টার দিকে দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে নয় সেনা সদস্য নিহত হয়েছেন।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার টুইটে জানান, মর্মান্তিক এ দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।
১০১তম এয়ারবোর্ন ডিভিশনের হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রের ফোর্ট ক্যাম্পবেলে অবস্থিত। এটি আমেরিকান সেনাবাহিনীর একমাত্র বিমান হামলা সংশ্লিষ্ট বিভাগ। সম্প্রতি এ বিভাগ ইরাক ও যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনা করেছে।
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার মধ্যরাতে অভিবাসন কেন্দ্রে আগুন লাগে বলে স্থানীয় সরকারি একাধিক সূত্র নিশ্চিত করেছে।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের অফিস এ ঘটনা তদন্ত শুরু করেছে।
অভিবাসন কেন্দ্রটিতে আটক স্বামীর খোঁজ নিতে দাঁড়িয়ে ছিলেন ভেনিজুয়েলার নাগরিক ভিয়াংলি। তিনি বলেন, আমার স্বামীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তারা কিছুই বলছে না।
অগ্নিকাণ্ডের কারণ কিংবা নিহতরা কোন দেশের নাগরিক তা এখন পর্যন্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সিউদাদ জুয়ারেজে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার একটি অন্যতম ক্রসিং পয়েন্ট। প্রতি মাসে প্রায় দুই লাখ মানুষ মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে। এদের বেশিরভাগই মধ্য ও দক্ষিণ আমেরিকার নাগরিক। তারা উন্নত জীবনযাপনের আশায় যুক্তরাষ্ট্র যেতে চায়।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি স্কুলে ঢুকে গুলি চালিয়ে তিন শিশুসহ ছয়জনকে হত্যা করেছে এক বন্দুকধারী।
অঙ্গরাজ্যের নাশভিল শহরে স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।
হামলাকারী হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে ২৮ বছরের ওই তরুণী এই স্কুলেরই সাবেক শিক্ষার্থী। পুলিশের গুলিতে তারও মৃত্যু হয়েছে।
স্কুলে নিহত তিনজনের বয়স ৯ বছরের মতো। বাকি তিনজন প্রাপ্তবয়স্ক।
নাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, সকাল সোয়া ১০টার দিকে পুলিশ খবর পায়। ঘটনাস্থলে পৌঁছে স্কুল ভবনের দ্বিতীয় তলা থেকে গুলির শব্দ পাওয়া যায়। হামলাকারীর কাছে অন্তত দুটি আগ্নেয়াস্ত্র ছিল।
স্থানীয় মনরো ক্যারেল জুনিয়র চিলড্রেন হাসপাতালের মুখপাত্র জন হোসের ছয়জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিন শিক্ষার্থীকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। নিহত বাকি তিনজন স্কুলের কর্মী।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা প্রায়ই ঘটছে। গত ১৮ ফেব্রুয়ারি মিসিসিপি শহরে এক বাড়িতে বন্দুকধারীর গুলিতে নিহত হন ছয়জন।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসিসিপিতে শক্তিশালী একাধিক ঝড় ও অন্তত একটি ঘূর্ণিঝড়ের (টর্নেডো) আঘাতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন ।
স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,ঝড়ে বহু ঘরবাড়ির ছাদ উড়ে গেছে। আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।
মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, ঝড়ের পর অন্তত চার জন নিখোঁজ রয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। মিসিসিপি ছাড়াও আলাবামা এবং টেনেসি অঙ্গরাজ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মিসিসিপির রোলিং ফোর্ক শহরে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ঝড়ের পর সেখানে অনেনক গাড়ি উল্টে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় টেলিভিশনে প্রচারিত খবরের ভিডিওতে দেখা যায়, অনেক গাছ উপড়ে গেছে।
মিসিসিপির গভর্নর টেইট রিভস টুইটার এক বার্তায় ওই টর্নেডোতে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর উল্লেখ করে লিখেছেন, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
মিসিসিপির রাজধানী জ্যাকসন থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তরে শার্কি এবং হামফ্রিজ কাউন্টি এলাকায় জরুরি বিভাগের কর্মীরা অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।
রোলিং ফোর্কের মেয়র এলড্রিজ ওয়াকার সিএনএনকে বলেছেন, ‘আমার শহর শেষ। বাম থেকে ডান পর্যন্ত যেদিকে তাকাই, শুধু ধ্বংসের চিহ্ন দেখি।’
স্থানীয় আবহাওয়া দপ্তর জানায়, শনিবার সকালেই টর্নোডোটি দুর্বল হয়ে যায়। তবে এটির প্রভাবে আরও ঝড়বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। তবে মারাত্মক কোনো পূর্বাভাস নেই।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংকের সাম্প্রতিক পতনের পরিপ্রেক্ষিতে এ খাতে অস্থিরতার মধ্যে সুদহার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।
স্থানীয় সময় বুধবার ব্যাংকটি তাদের মৌল সুদের হার দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে বলেছে, ব্যাংকিং ব্যবস্থা ‘সুস্থ ও সহিষ্ণু’ রয়েছে।
ফেডারেল রিজার্ভ একই সঙ্গে সতর্ক করে বলেছে, ব্যাংকের পতন আগামী মাসগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়ানোর মধ্য দিয়ে দ্রব্যমূল্য স্থিতিশীল করতে চাইছে, তবে গত বছর থেকে সুদহারের চড়া বৃদ্ধি ব্যাংকিং ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করেছে।
চলতি মাসে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিং ব্যাংক ও সিগনেচার ব্যাংকের পতন হয়। সুদহার চড়া হওয়াকে এ পতনের একটি কারণ হিসেবে দেখা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সুদহার বৃদ্ধির ফলে ব্যাংকের কাছে থাকা বন্ডগুলো নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ সুদহার বাড়ার সঙ্গে সঙ্গে বন্ডগুলোর দাম কমে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর পতনের পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো বলছে, আর্থিক স্থিতিশীলতার ওপর এর ব্যাপকতর প্রভাব পড়বে না।
এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা থেকে সরে আসা উচিত বলেও মত দিয়েছে নিয়ন্ত্রকরা।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলের সামনে গুলিতে এক ছাত্র নিহত হয়েছে।
অঙ্গরাজ্যটির আর্লিংটন শহরে স্থানীয় সময় সোমবারের এ হামলায় আরও এক ছাত্রী আহত হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে সিএনএন।
ডলাসের পশ্চিমের ওই শহরটির লামার হাই স্কুলের বাইরে সকাল ৭টার কিছুক্ষণ আগে হামলার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে এক ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয় সেখানেই।
পুলিশের মুখপাত্র টিম সিসকো বলেন, স্কুলটির কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৭টার পর। হামলার সময় অধিকাংশ শিক্ষার্থীই এসে পৌঁছায়নি। একজন সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেহেতু সন্দেহভাজন একজন কিশোর, তাই তার নাম প্রকাশ করা যাচ্ছে না। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
মন্তব্য