× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বিজ্ঞান-প্রযুক্তি
Uhane Corona published research published long ago
google_news print-icon

উহানে করোনা বহু আগেই, চাপা দেয়া গবেষণা প্রকাশ

উহানে-করোনা-বহু-আগেই-চাপা-দেয়া-গবেষণা-প্রকাশ
উহানের হুনান হোলসেল সিফুড মার্কেটের এই ছবিটি তোলা হয় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর। ছবি: ব্লুমবার্গ
আড়াই বছরে স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপসহ ৩৮ প্রজাতির ৪৭ হাজারের বেশি বন্যপ্রাণী বিক্রি হয়েছে উহানের চারটি বাজারে। খাদ্য ও পোষ্য হিসেবে বিক্রিত প্রাণীগুলো বাজারে ভীষণ অপরিচ্ছন্ন পরিবেশে থাকত। সেখানেই প্রাণী থেকে মানুষ কিংবা মানুষ থেকে প্রাণীতে সংক্রমণযোগ্য বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগে আক্রান্ত হতো তারা। ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক ও পাখির দেহে রোগ সৃষ্টিকারী করোনাসহ বেশ কয়েক ধরনের করোনাভাইরাসও ছিল এসব রোগের মধ্যে।

২০১৯ সালের ডিসেম্বরে আবিষ্কার হলেও চীনের উহান শহরে ছোঁয়াচে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল আরও কয়েক বছর আগে। এক বছর আগের এক গবেষণায় এ তথ্য উদঘাটন হলেও প্রতিবেদনটি অপ্রকাশিত অবস্থাতেই রেখে দেয়া হয়েছে এতদিন।

গবেষণায় বলা হয়, উহানের যে বাজার থেকে করোনাভাইরাস প্রথম ছড়িয়েছে বলে ধারণা করা হয়, সেখানে সামুদ্রিক মাছ ও নানারকম প্রাণীর মাংস কেনাবেচা চলছিল ২০১০-এর দশক থেকে। খাদ্য ও পোষ্য হিসেবে বিক্রিত প্রাণীর তালিকায় ছিল ৩৮টির বেশি প্রজাতির বন্যপ্রাণী।

প্রমাণ মিলেছে যে, বিক্রি হওয়া হাজারো পশু করোনাভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, চীন, যুক্তরাজ্য ও কানাডার একদল বিজ্ঞানীর এ গবেষণা প্রতিবেদনটি অপ্রকাশিত ছিল এক বছরের বেশি সময় ধরে।

গবেষকরা প্রতিবেদনটি প্রকাশের জন্য প্রথমবার ২০২০ সালের ফেব্রুয়ারিতে একটি বিজ্ঞানবিষয়ক সাময়িকীর কাছে পাঠায়। সে সময় এবং পরে আরও দুই বার প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে সাময়িকীটি।

এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে পাঠানো হলে সেখানেও অপেক্ষমান থেকে যায় গবেষণা প্রতিবেদনটি। সম্প্রতি অনলাইনে এটি প্রকাশ করে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারের সায়েন্টিফিক রিপোর্টস।

করোনাভাইরাসের উৎস এবং এটি প্রাণী থেকে মানুষে ছড়িয়েছে, নাকি গবেষণাগারে তৈরি- সে বিষয়ে এ গবেষণা আলোকপাত করতে পারে বলে মনে করা হচ্ছে।

চীনের কি ল্যাবরেটরি অফ সাউথওয়েস্ট চায়না ওয়াইল্ডলাইফ রিসোর্সেস কনজারভেশন, যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও কানাডার ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা হুয়ানান সিফুড মার্কেটসহ উহানের বেশ কয়েকটি বাজারে ঘুরে তথ্য ও ছবি সংগ্রহ করেছেন।

তারা জেনেছেন, বাজারগুলোকে বছরের পর বছর ধরে বিক্রি হয়ে আসা গন্ধগোকুল, কুকুর, মিংক, র‍্যাকুনসহ বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক প্রাণী রূপ পরিবর্তিত বেশ কয়েক ধরনের করোনাভাইরাসে আক্রান্ত ছিল।

করোনাভাইরাস বন্য প্রাণী থেকে মানবদেহে সংক্রমিত হয়েছে, নাকি গবেষণাগারে তৈরির পর দুর্ঘটনাবশত ভাইরাসটি পরিবেশে ছড়িয়েছে- সে প্রশ্নে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত বিশ্ব রাজনীতি। ৪৩ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া ভাইরাসটির উৎস সম্পর্কে নিশ্চিত হতে দিনরাত এক করে খাটছেন বিজ্ঞানীরাও।

সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটির তথ্য সঠিক হলে করোনার উৎস সম্পর্কে বিজ্ঞানীদের প্রাথমিক ধারণাই সত্য হবে। মহামারির শুরু থেকেই বেশিরভাগ বিজ্ঞানী বলে আসছেন, মানবদেহে সংক্রমিত হওয়ার আগে প্রাকৃতিকভাবেই জন্ম নিয়েছে ভাইরাসটি।

ব্লুমবার্গ জানায়, কয়েক বছর আগে চীনের হুবেই প্রদেশে জীবাণু থেকে সৃষ্ট একটি রোগ অসুস্থ করে তুলেছিল হাজারো মানুষকে। মূলত সেই রোগের উৎসের অনুসন্ধানে গবেষণা করতে গিয়েই বেরিয়ে আসে উহানের বাজারগুলোতে করোনা সংক্রমণের বিষয়টি।

চার বছর আগে গবেষণাটির কাজ শুরু করেছিলেন কি ল্যাবরেটরি অফ সাউথওয়েস্ট চায়না ওয়াইল্ডলাইফ রিসোর্সেস কনজারভেশনের ভাইরাসবিশেষজ্ঞ ড. শিয়াও জিয়াও। ২০১৭ সালের মে থেকে ২০১৯-এর নভেম্বর পর্যন্ত উহানের চারটি বাজার ঘুরে তথ্য সংগ্রহ করেন তিনি।

গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক শিয়াও জানান, ২০২০ সালের জানুয়ারিতে উহানে নিউমোনিয়াধর্মী রহস্যময় রোগ ছড়িয়ে পড়ে উহানে। পরবর্তীতে এটি করোনাভাইরাস হিসেবে চিহ্নিত হওয়ার আগেই অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে সমন্বয় করে নিজের গবেষণার জন্য সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে শুরু করেন তিনি।

জানা যায়, আড়াই বছরে স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপসহ ৩৮ প্রজাতির ৪৭ হাজারের বেশি বন্যপ্রাণী বিক্রি হয়েছে বাজারগুলোতে। খাদ্য ও পোষ্য হিসেবে বিক্রিত প্রাণীগুলো বাজারে ভীষণ অপরিচ্ছন্ন পরিবেশে থাকত।

সেখানেই প্রাণী থেকে মানুষ কিংবা মানুষ থেকে প্রাণীতে সংক্রমণযোগ্য বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগে আক্রান্ত হতো তারা। ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক ও পাখির দেহে রোগ সৃষ্টিকারী করোনাসহ বেশ কয়েক ধরনের করোনাভাইরাসও ছিল এসব রোগের মধ্যে।

অসুস্থ প্রাণীগুলোর মধ্যে একটি ছিল গন্ধগোকুল। ২০০৩ সালে ছোঁয়াচে সার্স ভাইরাস মহামারির উৎস ছিল এই প্রজাতিটি। সার্স ভাইরাস ২০২০ সালে বৈশ্বিক মহামারির রূপ নেয়া করোনাভাইরাসেরই সমগোত্রীয়।

গত বছর করোনাভাইরাস মহামারি শুরুর পরপরই এসব তথ্য সমন্বিতভাবে প্রকাশ করতে চেয়েছিলেন বিজ্ঞানীরা। কিন্তু তাদের প্রত্যাখ্যান করা হয়।

প্রতিবেদনের সহ-লেখক অক্সফোর্ড ইউনিভার্সিটির ড. ক্রিস নিউম্যান বলেন, ‘আমরা ভেবেছিলাম এই তথ্যগুলো তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। গবেষণার ফল চমকে দেবে সবাইকে। এসব তথ্য জেনে ডব্লিউএইচও’ও বিস্মিত হবে।

‘কিন্তু এর কিছুই হয়নি। প্রথমে যে সাময়িকীতে প্রকাশের জন্য প্রতিবেদনটি পাঠানো হয়, তারা পরিস্থিতি অনুযায়ী এর গুরুত্ব বুঝতেই পারেনি।’

নিউম্যান জানান, প্রতিবেদনে স্পষ্ট প্রমাণ রয়েছে যে মহামারির কেন্দ্রস্থলে খাদ্য হিসেবে জীবিত প্রাণী বিক্রি হচ্ছিল। মহামারির শুরুর দিনগুলোতেই এটি প্রকাশ করা উচিত ছিল।

পরে আরও দুই বার পুনর্মূল্যায়ন ও সংশোধন করে পাঠানো হলেও তখনও প্রকাশ করা হয়নি প্রতিবেদনটি।

পরবর্তীতে করোনাভাইরাসের উৎসবিষয়ক বেশ কয়েকটি গবেষণায় মহামারির সম্ভাব্য উৎসস্থল হিসেবে উহানের বাজার বলে জানা গিয়েছিল। বেইজিংয়ের গবেষকদের একটি দল এবং চীনে করোনার উৎস অনুসন্ধান করতে যাওয়া ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরাও একই মত দিয়েছেন।

যদিও এসব গবেষণার আগে ২০২০ সালের মাঝামাঝি সময়ে উহানের বাজার থেকে করোনা ছড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছিল চীনের সরকার। বরং ভাইরাস ইউরোপের কোনো দেশ কিংবা যুক্তরাষ্ট্র থেকে চীনে এসেছে বলে সে সময় দাবি করে বেইজিং।

ড. শিয়াও জানান, যেসব বাজারে তিনি ঘুরেছেন, সেগুলোতে বিক্রির জন্য রাখা প্রাণীর ৩০ শতাংশের দেহেই গুলির আঘাত বা ফাঁদে আটকা পড়ে আহত হওয়ার ক্ষত ছিল। অর্থাৎ সেগুলো বন্যপ্রাণী ছিল।

চারটি বাজারের ১৭টি দোকানের একটিও বৈধভাবে বন্যপ্রাণীর ব্যবসা করছিল না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। কারণ কোনো দোকানমালিকই এসব প্রাণী কোথা থেকে আনা হয়েছে, কিংবা কোয়ারেন্টিনে ছিল কি না- সে সংক্রান্ত কোনো সনদ দেখাতে পারেননি।

জ্ঞানভিত্তিক সাময়িকী স্প্রিঙ্গার নেচার ডব্লিউএইচও এবং সংস্থাটির করোনাবিষয়ক কারিগরি প্রধান মারিয়া ভ্যান কারখোভের কাছে গবেষণা প্রতিবেদনটি ই-মেইলের মাধ্যমে পাঠিয়েছিল। কিন্তু দুটি ই-মেইলই প্রাপকদের নজর এড়িয়ে যায়।

করোনাভাইরাস উহানের ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষণাগার থেকে ছড়িয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের অনেক রাজনীতিক।

যুক্তরাষ্ট্রের অপ্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে কিছুদিন আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস মহামারির খবর প্রকাশের আগেই ২০১৯ সালের নভেম্বরে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির তিন গবেষক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সে সময় প্রতিষ্ঠানটির কতজন গবেষক অসুস্থ হয়েছিলেন, কখন অসুস্থ হয়েছিলেন, হাসপাতালে ভর্তি হয়েছিলেন কি না এসব তথ্যও উল্লেখ করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনটিতে।

প্রতিবেদনটি প্রকাশ করা হলে চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগটি আরও জোরালো হতে পারে।

চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৯০ দিনের মধ্যে করোনাভাইরাসের উৎসবিষয়ক প্রতিবেদন প্রকাশের নির্দেশ দিয়েছেন। চলতি মাসেই প্রকাশ করা হতে পারে প্রতিবেদনটি।

আরও পড়ুন:
ফাইজার-মডার্না-জনসনের বুস্টার ডোজ দেবে যুক্তরাষ্ট্রে
পোলিওর মতোই টিকা দিয়ে করোনা নির্মূল সম্ভব: গবেষণা
শিরার বদলে করোনা টিকা কেন মাংসপেশিতে

মন্তব্য

আরও পড়ুন

বিজ্ঞান-প্রযুক্তি
In the parliamentary elections the polling station is 12 thousand 5

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৬১৮টি

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৬১৮টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র স্থাপনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, 'আমাদের রোডম্যাপের আওতায় আজ ভোটকেন্দ্রের সংখ্যাগত একটি হিসাব প্রকাশ করছি। বর্তমানে ১০টি অঞ্চলের আওতায় ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। এবার গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র করার ভিত্তিতে মোট ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র প্রস্তাব করা হয়েছে।'

ইসি সচিব আরও জানান, ভোটকেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটকক্ষের পৃথক হিসাব করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে গড়ে ৬০০ পুরুষ ভোটারের জন্য একটি এবং ৫০০ মহিলা ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। এ হিসাবে পুরুষ ভোটকক্ষ হবে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং মহিলা ভোটকক্ষ হবে ১ লাখ ২৯ হাজার ১০৭টি। সব মিলিয়ে মোট ভোটকক্ষ দাঁড়াবে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

তিনি বলেন, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি। এবারের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে ভোটকক্ষের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে।

সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আজ প্রকাশিত খসড়া তালিকার ওপর দাবী-আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। দাবী-আপত্তি নিষ্পত্তি হবে ১২ অক্টোবর। এরপর ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
Successful farmers are cultivating watermelons in Keshabpur

কেশবপুরে মাছের ঘেরের ভেড়িতে তরমুজ চাষ করে সফল কৃষকেরা

কেশবপুরে মাছের ঘেরের ভেড়িতে তরমুজ চাষ করে সফল কৃষকেরা

যশোরের কেশবপুর উপজেলার বিল খুকশিয়া এলাকায় মাছের ঘেরের ভেড়িতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন চাষিরা। এ আবাদে ভালো ফলন পেয়ে বেশ লাভবান হচ্ছেন তারা। এলাকার চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে গ্রীষ্মকালীন এ তরমুজ। তরমুজ চাষে লাভবান হওয়ায় অনেক কৃষক নতুন করে এ আবাদে ঝুঁকছেন। কৃষি বিভাগসহ প্রশাসনের কর্মকর্তারা তরমুজ আবাদ পরিদর্শন করে চাষিদের এ আবাদে উদ্বুদ্ধ করছেন।

কেশবপুর উপজেলা সদর থেকে ১৮ প্রায় কিলোমিটার দূরে শ্রীহরি নদীর তীরে অবস্থিত বিল খুকশিয়া। এ বিলের ৬ হাজার ৩৭৫ বিঘা ফসলি জমি দীর্ঘ ২০ থেকে ২২ বছর যাবৎ জলাবদ্ধতা থাকায় কৃষকেরা ফসল ফলাতে না পেরে দিশেহারা হয়ে পড়েন। বিলের জলাবদ্ধতা নিরসন করে ফসল উৎপাদনের লক্ষ্যে ২০০৫ সালে পানি উন্নয়ন বোর্ড শ্রীহরি নদীতে নাব্যতা ফিরিয়ে আনতে এবং বিল খুকশিয়ার তলদেশ উঁচু করার জন্য জোয়ার আঁধার (টিআরএম) প্রকল্প গ্রহণ করলেও সফলতা মেলেনি। প্রকল্প শেষে জমির মালিক কৃষকরা বিলটিতে মাছের ঘের তৈরি করেন এবং মাছের ঘেরের ভেড়িতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেন। তরমুজ চাষ করে কৃষকরা ব্যাপক সফলতা পেয়েছেন।

সরেজমিন বিল খুকশিয়ায় গিয়ে দেখা যায়, অধিকাংশ ঘেরের বেড়িতে তরমুজ চাষ করা হয়েছে। কৃষক ইকবাল হোসেন দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি হারুনার রশীদ বুলবুল কে বলেন, তিনি ১৩ বিঘা মাছের ঘেরের ভেড়িতে ১ হাজার ৪০০টি তরমুজের মাদা তৈরি করে ফলন পেয়েছেন ২৭৫ মণ। প্রতি মণ তরমুজ ১ হাজার ২০০ টাকা করে বিক্রি করছেন। তিনি সর্বোচ্চ ১৪ কেজি ওজনের তরমুজ পেয়েছেন। একইভাবে আবদুল হালিম খান মাছের ঘেরের ভেড়িতে ১২০টি মাদা তৈরি করে ৩০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। কৃষক আবদুল কুদ্দুস ৭ বিঘা মাছের ঘেরের ভেড়িতে তরমুজ চাষ করেছেন। তার উৎপাদিত তরমুজ আকারেও বেশ বড়। সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম দৈনিক বাংলার প্রতিনিধি কে বলেন , দীর্ঘ ২০ থেকে ২২ বছর বিল খুকশিয়া জলাবদ্ধতা হয়ে থাকায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েন। ২০০৫ সালে ওই বিলে টিআরএম প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প শেষে বিলটিতে কৃষকরা মাছের ঘের তৈরি করেন। ওইসব ঘেরের ভেড়িতে এ বছর কৃষকরা তরমুজ চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন। ধান, মাছ চাষের পাশাপাশি তরমুজ চাষে কৃষকের মুখে হাসি ফিরেছে। এদিকে কেশবপুর উপজেলায় অনেক শিক্ষিত যুবক গ্রীষ্মকালীন তরমুজ চাষ করায় ব্যাপক সাড়া দেখা দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিল খুকশিয়ায় মাছের ঘেরের ভেড়িতে তরমুজ চাষ ওই এলাকার কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে। এশিয়ান-১, পাকিজা সুপার, ব্লাক কিং, ব্লাক কুইন জাতের তরমুজ এখানে বেশি আবাদ করা হয়েছে। এ চাষে কৃষকদের উদ্বুদ্ব করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন দৈনিক বাংলা কে বলেন, মাছের ঘেরের ভেড়িতে তরমুজ চাষের পাশাপাশি বিভিন্ন সবজি চাষ করে এলাকার কৃষকরা অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে। প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের তরমুজ চাষে উৎসাহ প্রদান করা হচ্ছে। পাশাপাশি আমার পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করবো।

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
Former Chief Justice Khairul sent to the arrest jail in the ACC case

দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মিথ্যা তথ্য দিয়ে ১০ কাঠার প্লট নেওয়ার ঘটনায় দুদকের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাকে গ্রেপ্তার দেখান। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।

এদিন খায়রুল হককে আদালতে হাজির করা হয়।

এরপর তার উপস্থিতিতে শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এসময় আসামিপক্ষে আইনজীবী মোনায়েম নবী শাহিন জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৬ আগস্ট দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেন। এতে খায়রুল হকসহ আটজনকে আসামি করা হয়।

এ মামলার অন্য আসামিরা হলেন- রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ ও এস্টেট) আ.ই.ম গোলাম কিবরিয়া, সদস্য মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভুইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।

মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর ২ নম্বর শিক্ষা সম্প্রসারণ সড়কে (নায়েম রোড) পৌনে ১৮ কাঠা জমির ওপর ৬ তলা পৈতৃক বাড়ি রয়েছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের। কিন্তু তিনি দেশের প্রধান বিচারপতির দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে ও প্রতারণার আশ্রয় নিয়ে দ্য ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (অ্যালটমেন্ট অব ল্যান্ডস) রুলস, ১৯৬৯ এর বিধি ১৩ লঙ্ঘনের মাধ্যমে হলফনামা দাখিল করে রাজউকের ১০ কাঠা প্লট বাগিয়ে নেন। খায়রুল হক প্লট বরাদ্দের শর্ত ভঙ্গ করে নিজের ক্ষমতার অপব্যবহার করেন। রাজউকের কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় সুদ মওকুফের কোনো বিধান না থাকা সত্ত্বেও প্লট বরাদ্দের জন্য সাময়িক বরাদ্দপত্রে শর্ত ভঙ্গ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সুদসহ কিস্তির টাকা জমা না দিয়ে অবসরের পর অর্থাৎ বরাদ্দের ৫ বছর পর সুদবিহীনভাবে টাকা জমা দেন।

এ ক্ষেত্রে রাজউকের প্রচলিত নীতিমালা ভঙ্গ করে বিশেষ সুবিধা গ্রহণ করে সুদবাবদ চার লাখ ৭৪ হাজার ২৪০ টাকা পরিশোধ না করে সরকারের ক্ষতিসাধন ও আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

গত ২৪ জুলাই সকালে ধানমণ্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় ওইদিন রাতে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২৯ জুলাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা মামলায় তাকে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয়। গত ৩০ জুলাই বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদানসহ জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ৭ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
Only 5 bucks delicious rasgolla

মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা!

মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা!

ঝিনাইদহের মহেশপুরে মাত্র ৩ টাকায় পাওয়া যায় সুস্বাদু রসগোল্লা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এ মিষ্টির স্বাদ এমন যে, একবার খেলে আবারও কিনতে ইচ্ছে হয়। আকারে ছোট হলেও স্বাদে বড় বড় দোকানের মিষ্টিকেও হার মানিয়েছে এই রসগোল্লা। খাঁটি ছানার তৈরি হওয়ায় মুখে দিলেই গলে যায়। এতে নেই কোনো ভেজাল, কৃত্রিম রং বা অতিরিক্ত ঘ্রাণ; কেবল খাঁটি দুধের স্বাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামের বাসিন্দা সুমাল ঘোষ তিন দশকেরও বেশি সময় ধরে নিজ হাতে তৈরি মিষ্টি বিক্রি করছেন। প্রতিদিন সকালে বাইসাইকেল নিয়ে বের হন তিনি এবং মহেশপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রসগোল্লা বিক্রি করেন। আগে প্রতিটি রসগোল্লা বিক্রি হতো ২ টাকায়, বর্তমানে বিক্রি হচ্ছে ৩ টাকায়। দাম সামান্য বাড়লেও ক্রেতার চাহিদা কমেনি, বরং বেড়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় এক হাজার পিস রসগোল্লা বিক্রি করেন তিনি। সেই আয়ে চলে তার সংসার।
স্থানীয় ক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘৩ টাকায় এত সুস্বাদু রসগোল্লা পাওয়া সত্যিই অবিশ্বাস্য। আমরা প্রতিদিনই তার কাছ থেকে কিনি। দাম কম, স্বাদ অসাধারণ।’
আরেক ক্রেতা স্কুলশিক্ষক মাহবুব হোসেন বলেন, ‘বড় দোকানের রসগোল্লার চেয়ে সুমাল ঘোষের বানানো রসগোল্লা অনেক বেশি খাঁটি ও সুস্বাদু। তাই বাজারে যত মিষ্টির দোকানই থাকুক, মানুষ ওনার কাছেই ভিড় জমায়।’
মহেশপুরের বাসিন্দা রাসেল হোসেন বলেন, ‘সুমাল ঘোষের রসগোল্লা এখন এলাকার একটি জনপ্রিয় নাম। কম দামে মানসম্মত মিষ্টি পাওয়ায় প্রতিদিনই তার ক্রেতা বাড়ছে।’
এ বিষয়ে সুমাল ঘোষ বলেন, ‘কম লাভ, বেশি বিক্রিই আমার ব্যবসার নীতি। দিনে এক হাজার পিস বিক্রি করতে পারলেই সংসার চলে যায়। সৃষ্টিকর্তার কৃপায় মানুষ আমার মিষ্টির স্বাদ পছন্দ করছে, এটিই আমার বড় প্রাপ্তি।’

মন্তব্য

৩৩ বছর পর জাকসু নির্বাচন আগামীকাল

৩৩ বছর পর জাকসু নির্বাচন আগামীকাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। ৩৩ বছর পর হচ্ছে এই নির্বাচন। কেন্দ্রীয় সংসদে ২৫ পদে লড়ছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ ও জিএস পদে লড়ছেন আটজন। শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। অন্যদিকে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর চেম্বার আদালতে এ রায় স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারছেন না সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়।

নির্বাচনে ভোটার ১১ হাজার ৯১৯ জন। ভোটারের ৪৮ দশমিক ৮ শতাংশ ছাত্রী। প্রচার শেষ হয়েছে গতকাল রাত ১২টায়। এদিন সকাল থেকে প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন বিভিন্ন প্যানেলের ও স্বতন্ত্র প্রার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন এলাকায় গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেলের প্রার্থীদের প্রচার চালাতে দেখা যায়। ভোটারদের সবার কাছে পৌঁছাতে না পারলেও প্রার্থীরা বলছেন, আদর্শ, যোগ্যতা, নৈতিকতা ও শিক্ষার্থীবান্ধব কাজ বিবেচনায় শিক্ষার্থীরা প্রার্থী বেছে নিবেন।

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের জিএস প্রার্থী শাকিল আলী বলেন, ‘সব হলের শিক্ষার্থীদের কাছে পৌঁছানো কঠিন। গণঅভ্যুত্থানের আগে ও পরে যারা শিক্ষার্থীদের পক্ষে থেকে কাজ করেছেন, তাদের যেন শিক্ষার্থীরা বেছে নেন।’

ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা যোগ্য, নৈতিকভাবে সৎ ও বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবেন– এমন প্রার্থীদের বেছে নিবেন বলে প্রত্যাশা করি।’

বুথ ২২৪টি, নিরাপত্তায় পুলিশ-আনসার
নির্বাচন কমিশন জানিয়েছে, জাকসু নির্বাচনে বিভিন্ন হলে ২২৪টি বুথ বসানো হবে। ব্যালট পেপারে টিক চিহ্নের মাধ্যমে ভোট দিতে হবে। প্রতি ২০০ ব্যালট পেপারের জন্য একটি বাক্স থাকবে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ব্যালট বাক্স আলাদা করে চিহ্নিত থাকবে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৬৭ জন পোলিং এজেন্ট এবং ৬৭ জন সহকারী অফিসার কেন্দ্রগুলোতে উপস্থিত থাকবেন, যারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের ১২টি গেটে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য আনসার মোতায়েন করা হবে।

দুই হলে হবে না হল সংসদের ভোট
হল সংসদ নির্বাচনে বেগম সুফিয়া কামাল হল ও নওয়াব ফয়জুন্নেছা হলে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এই দুই হলে শুধু কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। বেগম সুফিয়া কামাল হলে ১৫ পদের ১০টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন, বাকি পাঁচ পদ শূন্য রয়েছে। নওয়াব ফয়জুন্নেছা হলে ১৫ পদের ছয়টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা, বাকি ৯টি পদ শূন্য রয়েছে।

প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক
গতকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কেন্দ্রীয় ও হল সংসদের প্রার্থীদের ডোপ টেস্ট করা হয়। কেন্দ্রীয় সংসদের ১৬৩ জন ও হল সংসদের ৪০৩ জন পরীক্ষার নমুনা দিয়েছেন। বাধ্যতামূলক করা হলেও ৫৬ প্রার্থী নমুনা দেননি।

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
Two groups of groups killed in Daulatpur 2

দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন ওই গ্রামের মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫০) এবং তাঁর ভাগনে মৃত বিছার সর্দারের ছেলে বাইজিদ সর্দার (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সারফান সর্দার। গুরুতর আহত অবস্থায় বাইজিদ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত আরও চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুন অভিযোগ করে বলেন, ‘রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে আমার বাবাকে পা কেটে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে। এ ঘটনায় রাতেই তিন থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

মন্তব্য

বিজ্ঞান-প্রযুক্তি
Mirza Fakhrul on the way to Singapore for his wifes treatment

স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা ফখরুল

স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সহধর্মিণী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

আজ সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, রাহাত আরা বেগমের চিকিৎসকের শিডিউল আগে থেকেই নেওয়া ছিল। সেই অনুযায়ী আজ তারা সিঙ্গাপুর গেছেন।

তিনি জানান, সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা রওনা হন। তবে, চিকিৎসার জন্য তারা কতদিন সিঙ্গাপুরে থাকবেন, তা জানাননি শায়রুল।

মন্তব্য

p
উপরে