২৭ টনের বেশি ওজন নিয়ে চলা যানবাহনকে পদ্মা সেতু নিয়ে চলতে না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারি থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। নির্ধারিত সীমার বেশি ওজনের যানবাহন নিয়ন্ত্রণে সেতুর জাজিরা ও মাওয়া প্রান্তে বসানো হয়েছে ইলেট্রিক সেন্সর নিয়ন্ত্রিত ওজন পরিমাপের যন্ত্র ওয়েস্কেল। তিন লেনের ওয়েস্কেলের নির্মাণ শেষে চলছে পরীক্ষামূলক পরিমাপ। ছবি: নুরুল আমীন রবীন/নিউজবাংলা