হারিয়ে যাচ্ছে আদিবাসী চাকমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী এ মাচাংঘর। যে ঘর চাকমাদের আদি জীবন সংস্কৃতির ঐতিহ্য বহন করে। এসব ঘরে আদিবাসী চাকমাদের বেড়ে ওঠা। শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ পাহাড় ছেড়ে শহরমুখী হচ্ছেন। এতে এসব মাচাংঘর হারিয়ে যেতে বসেছে। ছবিটি বরকল উপজেলার ভূষনছড়া ইউনিয়নের রেঙহাজ্জে মোন পাহাড় থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা শুভ/নিউজবাংলা