গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামে মধুমতী নদীর তীব্র ভাঙনের মুখে পড়েছে উপজেলার একমাত্র পাটকলটি। ভাঙন ঠেকাতে কর্তৃপক্ষ খোয়া, ইট ও বস্তা ফেললেও এতে কোনো কাজ হচ্ছে না। ওই পাটকলের ভবন থেকে মাত্র দুই থেকে তিন ফুট দূরেই অবস্থান করছে মধুমতী। ছবি: মোজাম্মেল হোসেন মুন্না/নিউজবাংলা