পাহাড়ে শুরু হয়েছে জুম চাষ। এ মৌসুমে জঙ্গল পরিষ্কার করে আগুনে পুড়িয়ে জুমের জন্য সাফ করা হয় জঙ্গলগুলো। জুমে লাগানো হয়েছে হলুদ, ভুট্টা, আখ ও মারফা। রোপণ করা হয়েছে ধান। ছবিটি রাঙ্গামাটির মগবান ইউনিয়নের বড়াদাম এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা/নিউজবাংলা