সুনামগঞ্জের হাওর এলাকায় এখন ধান কাটার ধুম পড়েছে। ঢলে অনেক হাওরের ধান তলিয়েও গেছে। ফের ঢল নামলে আরও ক্ষতির শঙ্কা রয়েছে। এ ছাড়া প্রায় সুনামগঞ্জে ঝড় হচ্ছে, হচ্ছে শিলাবৃষ্টিও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান। তাই তাড়াতাড়ি ধান কাটতে মরিয়া কৃষকরা। ফসল ঘরে তুলতে ঘরের শিশুদেরও মাঠে নামিয়েছেন তারা। তাই হাওরের প্রাকৃতিক দুর্যোগে লেখাপড়া ফেলে কর্মমুখী করে তুলেছেন শিশুদের। ছবি: দেবাশীষ দেবু/নিউজবাংলা