রাজশাহীতে তৈরি কাঁচা আমের জিলাপি সারা দেশে সাড়া ফেলার পর এবার খুলনায় শুরু হয়েছে তরমুজের জিলাপি তৈরি। এরইমেধ্যে খুলনার তরমুজের জিলাপি সাড়া ফেলেছে এলাকায়। সে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে তরমুজের তৈরি জিলাপি নিয়ে। এবার তরমুজের জিলাপি তৈরি করছে খুলনার ব্যবসায়ী সোবহান। ছবি: আওয়াল শেখ / নিউজবাংলা