শেরপুর সদর উপজেলার কামারিয়ায় এমদাদুল হক বিদ্যুৎ ও উদয় কুমারের মিশ্র ফল বাগান এখন সাড়া ফেলেছে চারদিকে। তারা এ বাগানের নাম দিয়েছেন ইউএনবি অ্যাগ্রো। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এ ধরনের বাগান করতে অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন। ইউটিউব দেখে তারা এ বাগান শুরু করেছিলেন। ছবি: শাহরিয়ার শাকির/নিউজবাংলা