ময়মনসিংহের ভালুকার খীরু নদীতে একসময়ের স্বচ্ছ পানির ঢেউ থাকলেও বর্তমানে বিষের নহরে পরিণত হয়েছে। শিল্প-কারখানার অনিয়ন্ত্রিত বর্জ্যে নদীটির দিকে তাকানোর জো নেই। এ ছাড়া প্রভাবশালীদের দখলে নদীটি এখন ডোবায় পরিণত হয়েছে। সরকারি প্রকল্পের মাধ্যমে নদীটি দ্রুত খননের দাবি স্থানীয় লোকজনের। ছবি: কামরুজ্জামান মিন্টু/ নিউজবাংলা