বনে-জঙ্গলে পাখির কলরব ও গাছে পাখি দেখার সেই অপরূপ দৃশ্যপট পাল্টে গেছে কালের আবর্তে। এখন চিরচেনা সেই দোয়েল পাখি আর দেখা যায় না। একসময় গ্রামগঞ্জের মাঠঘাটে, বনে-জঙ্গলে, গাছে গাছে জাতীয় পাখি দোয়েলসহ বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যেত। ছবিটি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যান থেকে তোলা। ছবি: কুরবান আলী/ নিউজবাংলা