রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় টগর-বেলি বাঘ দম্পতির ঘরে এলো দুর্জয় ও অবন্তিকা নামের নতুন দুই শাবক। করোনাকালে চিড়িয়াখানার নিরিবিলি পরিবেশে প্রথম বাচ্চা দিল রয়েল বেঙ্গল জাতের এই বাঘ দম্পতি। সোমবার দর্শনার্থীদের জন্য বাঘশাবকদের চিড়িয়াখানার খাঁচায় উন্মুক্ত করা হয়। ছবি: মেরিনা মিতু/নিউজবাংলা