ভাদ্রের প্রখর রোদ মাথার ওপরে। তবে তাতে ছেদ পড়েনি মাছ শিকারের নেশায়। ভরদুপুরে ডিঙি নৌকা ভেসেছে আমিনবাজারের বিলে, আর তাতে ছাতার আড়ালে ছিপ হাতে নিবিষ্ট শিকারি।
বৃষ্টি আর ঢলে উপচে পড়ছে গড়াই। পদ্মার এই শাখা বয়ে গেছে কুষ্টিয়া শহর ঘেঁষে। চর হরিপুর প্রান্তে পলি জমে ক্ষীণ হয়ে এসেছে প্রবাহ। ছবি তুলেছেন জাহিদুজ্জামান।