ভারতের ‘অপারেশন সিঁদুর’ সেনা অভিযানের পাল্টা জবাব দিতে ‘অপারেশন বুনিয়ান উন মারসুস’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের আওতায় ইতোমধ্যে শুক্রবার রাতে ভারতের ১১টি সামরিক স্থাপনায় ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার (৯ মে) রাতে ভারতের বারামুলা থেকে ভূজ পর্যন্ত বিস্তৃত এলাকা এসব হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেছেন, সামরিক অভিযানটির নাম ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’ রাখা হয়েছে। আরবি ভাষার এ শব্দগুচ্ছের অর্থ ‘সুদৃঢ় প্রাচীর’।
জানা যায়, শুক্রবার রাতের হামলায় ভারতের জম্মু-কাশ্মিরের বারামুলা জেলার উরি শহরে ভারতীয় সেনবাহিনীর একটি ব্রিগেডের হেডকোয়ার্টার এবং সরবরাহ বা রসদ ডিপো, নাগরোটা শহরে ভারতীয় সেনাবাহিনীর একটি আর্টিলারি ব্যাটারি ধ্বংস হয়েছে।
অন্যদিকে ভারতের মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তান থেকে চালানো সন্দেহভাজন সশস্ত্র ড্রোন বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছিল। বারামুল্লা, শ্রীনগর, অবন্তীপোরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড় জাট্টা, জয়সলমীর, বারমের, ভুজ, কুয়ারবেত এবং লক্ষী নালার কাছে ওই ড্রোনগুলো দেখা গেছে।
তারা আরও জানায়, ফিরোজপুরের একটি বেসামরিক এলাকায় একটি ড্রোন থেকে হামলা চালিয়েছে পাকিস্তান। ওই হামলায় স্থানীয় অনেক বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে।
বিবিসি বাংলা জানিয়েছে, শনিবার ভোর থেকে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর আসছে। বিবিসির সাংবাদদাতারা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর এবং জম্মু শহরে বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে এই বিস্ফোরণের উৎস শনাক্ত করা যায়নি।
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার রাতে দেশটির ২৪টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে কমপক্ষে ৩৬ জন নিহত হন। আহত হন ৪৬ জনের বেশি। এর প্রতিশোধে পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
রাজধানীর শেওড়াপাড়ায় একট আবাসিক ভবনের অ্যাপার্টমেন্ট থেকে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৯ মে) রাতে মেট্রো স্টেশন-সংলগ্ন পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-১ ফ্ল্যাট থেকে লাশদুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন— মরিয়ম (৬০) ও তার বোন সুফিয়া (৫০)।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান ইউএনবিকে জানান, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে আমরা ঘটনার খবর পাই। তাৎক্ষণিক পুলিশের একটি দল গিয়ে ছয় তলা বাসার দ্বিতীয় তলা থেকে লাশদুটি উদ্ধার করে।
লাশদুটিকে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহত দুইজনকে শীল-পাটা ও ছুরি দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত মরিয়মের সন্তান মিষ্টি (২৬) ওই ফ্লাটে থাকেন এবং তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন। কিন্তু ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।
পারিবারিক দ্বন্দ্বের কারণে তাদের হত্যা করা হয়েছে কিনা, তা তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
প্রায় এক যুগ আগে নিখোঁজ হওয়া বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশের টিম যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই দুঃখ প্রকাশ করেন।
এতে বলা হয়, গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেনের নেতৃত্বে একটি দল মুলতবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁওয়ের শাহিনবাগ এলাকায় যায়। একপর্যায়ে তারা নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায় যান। ওই দলের সদস্যরা সবাই ঢাকা মেট্রোপলিটন পুলিশে নতুন যোগদান করেছে। এ জন্য তাদের কেউ জানতেন না, এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের বাসা। নিখোঁজ বিএনপি নেতা সুমন সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট এসআইকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বার্তায় আরও বলা হয়, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য ঢাকা মহানগর পুলিশ আন্তরিক দুঃখ প্রকাশ করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ়প্রতিজ্ঞ।
প্রসঙ্গত, সাজেদুল ইসলাম সুমন ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০১৩ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হন। পরিবারের ভাষ্য, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নাটোর জেলার উত্তরা গণভবনে এখন হৈমন্তি আর ম্যাগনোলিয়ার ভরা মৌসুম। সাতটি করে হৈমন্তি আর ম্যাগনোলিয়ার রুপে রসে গন্ধে অনন্য হয়ে উঠেছে উত্তরা গণভবনের আঙিনা। এছাড়া দুটি হোয়াইট এলামন্ড গন্ধ বিলিয়ে যাচ্ছে। ফুলের কানে ভ্রমরের গুঞ্জনে মোহনীয় চারিদিক।
অপরুপ স্থাপত্য শৈলীর রাজপ্রাসাদ আর বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা অসাধারণ সব সামগ্রীর সংগ্রহশালাকে ছাড়িয়ে যায় গণভবনের দুষ্প্রাপ্য কিছু গাছের সমাহার। এর বেশির ভাগটাই ফুল গাছ। এরমধ্যে পারিজাত, ম্যাগনোলিয়া, নাগালিঙ্গম, এগপ্লান্ট, হোয়াইট এলামন্ড, সুরভিকা আর হৈমন্তি অন্যতম। এসব ফুল গাছের উপস্থিতি জানান দেয়, উত্তরা গণভবন শুধু রাজপ্রাসাদই নয় সুবিশাল পুষ্প সাম্রাজ্যও বটে।
এরমধ্যে পারিজাত চক্রাকারে পাতার রঙ পাল্টিয়ে লাল রঙের ফুলের থোকায় পরিণত হয় বসন্তে। এগপ্লান্টে প্রায় সারা বছর দু’একটা ফুল থাকলেও শীত আর বর্ষা এর ভরা মৌসুম। নাগালিঙ্গম আর ম্যাগনোলিয়া বসন্তে ফুটলেও বিস্তৃতি বর্ষাকাল পর্যন্ত। সুরভিকা ফোটে মূলত শীতকালে। গ্রীষ্মের তাপদাহকে উপেক্ষা করে হোয়াইট এলামন্ড তীব্র গন্ধ ছড়িয়ে যাচ্ছে এখন।
আর বসন্তে পাতা হারিয়ে হৈমন্তি গাছগুলো হয়ে পড়ে বিবর্ণ। বসন্তের শেষার্ধে ফুল আসতে শুরু করলেও গ্রীষ্মে হৈমন্তির রুপ হয়ে ওঠে অপরুপ। সারাগাছ জুড়ে ফুল আর ফুল, কোন পাতা নেই। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে এ যেন শুভ্র সুন্দর শান্তির পরশ। গ্রীষ্মের এই ফুল সুবাস ছড়াবে অন্তত দুই মাস। এটিই হৈমন্তির ভরা মৌসুম। শরতে আরো একবার হৈমন্তি শুভ্র সুন্দর হয়ে ওঠার চেষ্টা করে। তবে এত ফুলের প্রাচুর্য আর সুবাস তখন থাকে না।
গণভবনের সিংহ দুয়ার পেরিয়ে সোজা এগিয়ে গেলে ইটালিয়ান গার্ডেনের প্রবেশপথের আগে দাঁড়িয়ে আছে একটি হৈমন্তি। ইটালিয়ান গার্ডেনে একটি, হরিণনিবাসে একটি, সংগ্রহশালার সাথে একটি, রাজপ্রাসাদের সামনে দুইটি হৈমন্তি গাছ। আর রাণীমহলে একটি হৈমন্তি গাছ। ধীরে বর্ধনশীল হৈমন্তির সাতটি গাছের মধ্যে রাজপ্রাসাদের সামনের গাছটি ফুলে ফুলে সবচেয়ে সমৃদ্ধ।
দুষ্প্রাপ্য গাছের তালিকায় আছে ম্যাগনোলিয়া। এর সংখ্যাও সাতটি। কুমার প্যালেস এর সাথে একটি ছাড়া অন্য ছয়টি ইটালিয়ান গার্ডেনে। কাঁঠাল পাতার মত প্রায় পাঁচ মিটার উঁচুতে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা ম্যাগনোলিয়ার প্রতিটি গাছে শত শত ফুলের কলি আর ফুল। বিরাট আকৃতির সাদা ফুল অকৃপণভাবে সুবাস ছড়িয়ে যাচ্ছে। ইটালিয়ান গার্ডেনকে সুশোভিত করে রাখে অতিকায় দুটো হোয়াইট এলামন্ড। এখন শুধু সুশোভিতই নয় সারা গাছ জুড়ে সাদা ঝিরিঝিরি ফুল রাশি পুরো গার্ডেনকে সুরভিত করে রেখেছে।
জেলা প্রশাসক ও উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসমা শাহীন বলেন, হৈমন্তী, ম্যাগনোলিয়া আর হোয়াইট এলামন্ড গণভবনকে সুশোভিত সুরভিত করে রেখেছে। প্রতিদিন হাজারো দর্শনার্থীদের আগমনে মুখর উত্তরা গণভবনের আঙিনা। সৌন্দর্য পিপাসুদের মধ্যে অনেকেই গ্রীষ্মের এই তাপদাহে এসব ফুল গাছের তলায় দু’দণ্ড শান্তির পরশ খুঁজে পাচ্ছেন। দুষ্প্রাপ্য এসব গাছের সুরক্ষায় জেলা প্রশাসন সদা সচেষ্ট।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্টার সেন্টারের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। এসময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা।
শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঘন্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
কার্টার সেন্টারের ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র সহযোগী পরিচালক জোনাথন স্টোনস্ট্রিট বৈঠকে ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিএনপি শামা ওবায়েদ ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ড. আব্দুল মঈন খান আলোচনার ফলাফল বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
তিনি বলেন, দুটি প্রধান বিষয়—বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের উপর বিশেষভাবে আলোকপাত করে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপি নেতা বলেন, কার্টার সেন্টার আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে। সম্ভাব্য সময়সীমার মধ্যে নির্বাচনের প্রক্রিয়াটি কীভাবে সম্ভব, তা নিয়েও আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ড. মঈন স্মরণ করিয়ে দেন, ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল।
তিনি উল্লেখ করেন, সেই সরকার ৯০ দিনের মধ্যে সফলভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করেছে, যা আজ পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সমালোচনার মুখোমুখি হয়নি।
ড. মঈন বলেন, ‘একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনির্দিষ্টকালের জন্য প্রয়োজনীয় দাবি করা অযৌক্তিক। এটি অবশ্যই ৯০ দিনের মধ্যে করা যেতে পারে। ইতোমধ্যে ৯ মাস পার হয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই, মানুষ এটি নিয়ে কথা বলবে। বিএনপি এই বিষয়টি না তুললেও, জনগণ চুপ থাকবে না।’
তিনি বলেন, তাদের বৈঠকে নির্বাচন কখন অনুষ্ঠিত হতে পারে এবং এই বিষয়ে বিএনপির প্রত্যাশা কী তা নিয়েও আলোচনা করা হয়েছে।
বিএনপি নেতা বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, যদি এই বছরের শেষের দিকে অথবা ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়—
তাহলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।’
সাবেক মন্ত্রী ড. মঈন সতর্ক করে বলেন, নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অপ্রয়োজনীয় দেরি হলে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
বিএনপি নেতা বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ৯ মাস আগের পরিস্থিতির চেয়ে ভালো নয়।’
স্থিতিশীলতা বজায় রাখার জন্য, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বশীল সরকার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ড. মঈন বলেন, ‘যদি কোনো কারণে দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হয়, তাহলে তা ১৮ কোটি মানুষের জন্য সুখকর হবে না...। যত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জন্য ততই ভালো হবে...। আমরা তাদের এটাই বলেছি।’
তিনি বলেন, গণঅভ্যুত্থান ও সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।
বিএনপি নেতা বলেন, ‘আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন পরিস্থিতির পার করে জনগণের সামগ্রিক কল্যাণের জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে চাই।
১৯৮২ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতিষ্ঠিত কার্টার সেন্টার বিশ্বব্যাপী মানবাধিকার প্রচার এবং মানবিক দুর্ভোগ লাঘবের জন্য কাজ করে।
আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে বিএনপির সঙ্গে বৈঠকটি করেছে প্রতিনিধিদল।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভূমি উন্নয়ন কর আদায়ে সার্ভার জটিলতায় বিড়ম্বনা ও ভোগান্তির শিকার হচ্ছে সেবা গ্রহিতারা। ভূমির এমন স্থবির সেবায় দলিল সম্পাদনের কার্যক্রমেও বিঘ্নতার সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার (৮মে) উপজেলার ১৩ ইউনিয়নের ১১টি ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তাদের অফিসে আনুষ্ঠানিকভাবে একযোগে দু- সপ্তাহ ব্যাপী ভূমি উন্নয়ন কর আদায়ের ক্যাম্পেইন শুরু হলেও ভূমিসেবা অনলাইন সার্ভারের সমস্যায় কর আদায়ে ভোগান্তি পোহাতে হয় সেবা গ্রহিতাদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সার্ভার সমস্যার কোন নিরসন না হওয়ায় কর না দিয়েই অনেকেই বাড়ি ফিরেছেন।
ফুলবাড়িয়া সদর ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ- সহকারী লুৎফর রহমান জানান, কর আদায়ে আজ থেকে ক্যাম্পেইন শুরু হলেও সকাল থেকেই সার্ভারের সমস্যা দেখা দিয়েছে। মাঝে মধ্যে সার্ভার কিছুটা সচল হলেও পরে আবার তা বন্ধ হয়ে যায়। এ সমস্যায় আমরা কাজ করতে পারতেছিনা। যার কারণে সেবা প্রত্যাশীরা খাজনা না দিয়েই বাড়ি চলে যাচ্ছে। এ রিপোর্ট লোখার আগ মুহুর্তে দুপুর আড়াইটা নাগাদ পর্যন্ত তিনি এ সমস্যায় ভোগেন। একই অবস্থা বাকতা ইউনিয়ন ভূমি অফিসের।
পৌর সদরের গৌরীপুর এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেনের পুত্র বোরহান উদ্দিন জানান, ভূমি উন্নয়ন কর আদায়ের ক্যাম্পেইন উপলক্ষে পৌত্রিকসুত্রে প্রাপ্ত ২৭.৭৫ শতক জমির খাজনা আদায়ে গিয়েছিলাম। সার্ভারের জটিলতার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খাজনা দিতে পারিনি।
কৈয়ারচালা গ্রামের জাকির হোসেন ও আন্ধারিয়া পাড়া গ্রামের আঃ মজিদ বলেন, কতক্ষন পরপর ভূমি অফিস ও কম্পিউটারের দোকানে খোঁজ খবর নিচ্ছি সার্ভারের সমস্যা দূর হয়েছে কিনা? সারাদিনেও কোন সু- সংবাদ পাইনি। এ সমস্যায় আমরা খুব বেকায়দায় পড়ে গেছি। দ্রুত এ সমস্যা সমাধান করা প্রয়োজন। ক্যাম্পেইনের প্রথম দিনেই এমন ভোগান্তিতে তিনি হতাশা প্রকাশ করেন।
ফুলবাড়িয়া উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সোলায়মান বলেন, চালান পরিশোধপূর্বক দলিলের লেখা শেষ করেও দাখিলার জন্য দলিল সম্পাদনা করতে পারিনা। সার্ভারের সমস্যায় সকলেই এ ভোগান্তিতে পড়ছে।
ফুলবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার দৈনিক বাংলা কে বলেন, ভূমি উন্নয়ন কর আদায়ে সকালে ক্যম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আগামী ২২ মে পর্যন্ত আমাদের এ ক্যম্পেইন চলবে। নতুন ভার্সনের ফলে সার্ভারের সমস্যা হচ্ছে।
নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং নারী সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আগামী ২৩ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার (৩ মে) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে নতুন এই দুই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান।
তিনি বলেন, ‘নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। আগামী ২৩ মে বাদ জুমা চার দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’
এর আগে, হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত নারী কমিশনের সুপারিশ বাতিলসহ ১২ দফা ঘোষণাপত্র পাঠ করেন।
মহাসমাবেশে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহবিরোধী কোনো নীতি বাস্তবায়ন করা যাবে না। এক্ষেত্রে আমরা কোনো ছাড় দেবো না। এই বিতর্কিত কমিশন ও কোরআনবিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অংশীদার আলেম-ওলামার পরামর্শ নিয়ে নতুন কমিশন গঠন করুন।
পাশাপাশি শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করারও আহ্বান জানান তারা। বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত। কিন্তু কুরআন-সুন্নাহবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
বক্তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন হয়েছে, জুলাই আন্দোলনের গণহত্যার জন্য কমিশন হয়েছে, কিন্তু মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার বিচারের জন্য কেন তদন্ত কমিশন গঠন হবে না?
বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে করা মামলা প্রত্যাহার করা হয়নি। এসব মামলা অবিলম্বে বাতিলের দাবি জানান তারা।
নারীবিষয়ক সংস্কার কমিশন সম্পর্কে সমালোচনা করে হেফাজতে ইসলামের নেতারা বলেন, নারীবিষয়ক যে সংস্কার কমিশন, তাতে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তা কুরআন-সুন্নাহবিরোধী। তাদের সংস্কার প্রতিবেদন যদি পাস করা হয় তাহলে জীবন দিয়ে তা রুখে দেওয়া হবে। মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম।
মহাসমাবেশ থেকে ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
মন্তব্য