× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বাংলাদেশ
The Jabbar hotel is no more at the Jabbar intersection in Bakribi
google_news print-icon

বাকৃবির জব্বারের মোড়ে আর নেই সেই জব্বার হোটেল

বাকৃবির-জব্বারের-মোড়ে-আর-নেই-সেই-জব্বার-হোটেল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইতিহাসে একসময়কার প্রাণকেন্দ্র ‘জব্বার মোড়’ এখন বিলীন হওয়ার পথে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট (কেবি কলেজ মোড়) থেকে ফসিল মোড় পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়ক নির্মাণ কাজের ফলে বিশ্ববিদ্যালয় এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। এই প্রকল্পের আওতায় জব্বার মোড় হয়ে যাওয়া সড়কের দুই পাশের দোকানগুলো স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, মোড়ের পূর্ব পাশের দোকানগুলো বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে স্থানান্তর করা হচ্ছে, আর পশ্চিম পাশের দোকানগুলোকে সামান্য পেছনের দিকে সরিয়ে রাখা হবে। উন্নয়ন কার্যক্রমের এই ধাপটি মূলত যান চলাচলের সুবিধা ও নগর অবকাঠামোর আধুনিকায়নের লক্ষ্যেই নেওয়া হয়েছে।

এই মোড়ের অন্যতম পুরনো ও জনপ্রিয় খাবারের স্থান ছিল ‘জব্বার হোটেল’। হোটেলটির বর্তমান মালিক মাহবুব আলম, যিনি শিক্ষার্থীদের কাছে পরিচিত ‘হাবিব’ নামে, বলেন, ‘আমি গত চার বছর ধরে জব্বার হোটেল চালাচ্ছি। চার বছর আগে দোকানটি নতুন করে গড়ে এখানে ব্যবসা শুরু করি। কিছুদিন আগে রাস্তার কাজের জন্য দোকান ভাঙতে হয়, এরপর এই নতুন জায়গায় স্থানান্তরিত হয়েছি। এখানে এসেছি মাত্র দুই মাস হলো। শুরুতে তিন মাস সময় লেগেছিল সবকিছু গুছাতে, তখন আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হই। আমার ১৭ জন স্টাফেরও তখন অনেক কষ্ট হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘এখানে ব্যবসা এখনো পুরোপুরি জমে ওঠেনি, পরিচিতি তৈরি হতে সময় লাগছে। তবুও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার হোটেলে খেতে পছন্দ করে। তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি চেষ্টা করি যেন তারা ভালো খাবার পায়, কারণ অনেকেই বাড়ি থেকে দূরে থাকে। যখন দেখি আমার হোটেলের খাবার খেয়ে অনেক শিক্ষার্থী জীবনে ভালো করছে, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আশা করি সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসা আরও ভালো হবে, আর জব্বার হোটেল আবারও শিক্ষার্থীদের পছন্দের জায়গা হয়ে উঠবে।’

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত বলেন, ‘আমরা প্রথম বর্ষে ভর্তি হয়ে যখন বাকৃবিতে আসি, তখনই সবাই বলত-‘চলো, জব্বারের দিকে যাই’। এখন নতুন জায়গায় গেলে হয়তো সেই আগের আবহটা থাকবে না। তবু আশা করি, নতুন জায়গাতেও সেই আন্তরিকতা থাকবে।’

সময়ের সঙ্গে জীবনের নানা দিক বদলে গেলেও—রাস্তা, ভবন ও মানুষের জীবনযাত্রার মতো—কিছু স্থান থেকে যায় চিরস্মরণীয় হয়ে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জব্বার মোড় এমনই এক জায়গা, যা প্রজন্মের পর প্রজন্মের শিক্ষার্থীর হাসি, বন্ধুত্ব ও আবেগের সাক্ষী। বিশ্ববিদ্যালয় উন্নয়নের পথে এগিয়ে চললেও, জব্বার মোড়ের আড্ডা, গল্প আর সম্পর্কের উষ্ণতা আজও বাকৃবির সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে আছে। সময়ের দাবিতে এই স্থানের পরিবর্তন অনিবার্য হলেও, প্রজন্মের স্মৃতি ও অনুভূতিতে ভরা জব্বার মোড় আগামী দিনগুলোতেও শিক্ষার্থীদের মনে অমলিন হয়ে থাকবে।

মন্তব্য

আরও পড়ুন

বাংলাদেশ
Law and order and development discussion meeting of Alokbali Union

আলোকবালী ইউনিয়নের আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা

নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগ
আলোকবালী ইউনিয়নের আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে এক অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখলো নরসিংদীর সদর উপজেলার আলোকবালীর মানুষ। বিশ্ব যখন আধুনিকতার জয় গানে মুখরিত। ঠিক তখনি এক মধ্যযুগীয় বর্বরতার চোরাবালিতে আটকে ছিল আলোকবালী ইউনিয়নের মানুষের ভাগ্য।

সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার, মেঘনা নদী থেকে বালু উত্তোলন, রাজনৈতিক কোন্দল এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটে আসছিল খুন, হত্যা, চাঁদাবাজি আর রক্তক্ষয়ী সংঘর্ষ। ইতোপূর্বে এ এলাকার মানুষ টেঁটা ব্যবহার করে মারামারি করত। বর্তমানে তারা বন্ধুক, পিস্তল এবং অবৈধ ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এলাকার পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছিল। ইতোমধ্যে বিভিন্ন দ্বন্দ্বের কারণে গত ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া (৬০) নামে এক বিএনপির কর্মী, ১৯ সেপ্টেম্বর ফেরদৌসি বেগম (৩৬) নামে এক গৃহবধূ এবং ২৯ সেপ্টেম্বর সাদেক হোসেন (৪২) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সকল ঘটনায় আরো অন্তত ২৫-৩০ জন আহত হয়।

এ এলাকার শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে গতকাল শনিবার সকালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আলোকবালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আইনশৃংখলা ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্স ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা উপস্থিত সর্বস্তরের জনগণকে আশ্বাস দিয়ে বলেন, ‘আজ (গতকাল শনিবার) থেকে আলোকবালীতে কোনো অস্ত্রবাজ, চাঁদাবাজ এবং বালু লুটেরার স্থান হবেনা। তাদেরকে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে। তারা যেকোন দলেরই হউক না কেনো তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা। জেলা প্রশাসনের এ মহৎ উদ্যোগটি অভিজ্ঞ মহল এবং এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে।

মন্তব্য

বাংলাদেশ
Lakshya does not want to become MP minister BGMEA director

লক্ষ্য, এমপি-মন্ত্রী হতে চাই না: বিজিএমইএ পরিচালক

বেগম খালেদা জিয়ার জয়ই আমার
লক্ষ্য, এমপি-মন্ত্রী হতে চাই না: বিজিএমইএ পরিচালক

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসনে ধানের শীষের পক্ষে গণজাগরণ তৈরিতে মাঠে নেমেছেন ম্যাগপাই গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক মজুমদার আরিফুর রহমান। গত শুক্রবার সকাল থেকে রাত অবধি ফেনী-১ আসনের ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেগম খালেদা জিয়ার পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বলেন ‘আমি এমপি-মন্ত্রী হতে আসিনি, এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে। কিন্তু দুঃখজনকভাবে আমার এই গণমুখী কার্যক্রমে ঈর্ষান্বিত একটি মহল আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা আমাকে প্রতিপক্ষ হিসেবে ভাবছে, যা অত্যন্ত দুঃখজনক।

গণসংযোগ কর্মসূচির শুরুতে সকাল ১০টায় তিনি ফুলগাজী বাশুড়া আজিজুল উলুম কাসিমিয়া নূরানী ও হেফজ মাদ্রাসায় নগদ অনুদান প্রদান করেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেন। এরপর তিনি বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

দুপুরে তিনি দক্ষিণ দৌলতপুর নূরানী মাদ্রাসা ও উত্তর দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শনকালে দুটি প্রতিষ্ঠানকেও আর্থিক সহায়তা প্রদান করেন। উত্তর দৌলতপুরে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।

বিকালে তিনি মুন্সিরহাট ইউনিয়নের করইয়া গ্রাম ও আমজাদহাট ইউনিয়নে পৃথক গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন এবং করইয়া ঈদগাহ মাঠের উন্নয়নে অনুদান প্রদান করেন। বিকেলে তিনি পরশুরামের বিলোনিয়া স্থল বন্দর এলাকায় নেতাকর্মীদের নিয়ে বেগম খালা দিয়েন পক্ষে গণসংযোগ করেন।

দিনব্যাপী এই গণসংযোগে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, কৃষকদলের সাবেক সভাপতি আবু ইউসুফ মিয়া, উপজেলা শ্রমিকদলের সভাপতি কাজী মনিরুজ্জামান, যুবদল নেতা মাস্টার আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

মন্তব্য

বাংলাদেশ
Tubewell distribution among poor and underprivileged families in Borhanuddin

বোরহানউদ্দিনে দরিদ্র্য ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

বোরহানউদ্দিনে দরিদ্র্য ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নূতন বিদ্যুৎ (বাংলাদেশ) লিমিটেড ও এক্টিস এক্ট সিআইও এর আর্থিক সহায়তায় দরিদ্র্য ও সুবিধাবঞ্চিত ৪০টি পরিবারের মধ্যে নিরাপদ পানির অভাব দূর করে সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে টিউবওয়েল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার সকাল ১০ টার দিকে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সার্বিক তত্ত্বাবধায়নে বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নের দক্ষিণ কুতুবায় অবস্থিত নূতন বিদ্যুৎ (বাংলাদেশ) লিমিটেডের প্রকল্প এলাকায় সুবিধাবঞ্চিত ৮টি পরিবারের মাঝে টিউবওয়েল হস্তান্তর করা হয়।

এছাড়া পর্যায়ক্রমে প্রোজেক্ট এর নিকটবর্তী এলাকার সাধারণ জনগণের সুপেয় পানি নিশ্চিত করতে আরো ৩২টি টিউবওয়েল স্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

নূতন বিদ্যুৎ (বাংলাদেশ) লিমিটেডের প্রতিনিধি জানান, তারা প্রজেক্ট আরম্ভলগ্ন হতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রজেক্টসংলগ্ন জনগণের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্নভাবে ভূমিকা রেখে আসছে এবং তারা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।

টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ সিইও (ব্রিজিন পাওয়ার), গ্রুপ সিওও (ব্রিজিন পাওয়ার), গ্রুপ টেকনিক্যাল হেড(ব্রিজিন পাওয়ার), প্রকল্প প্রধান (এনবিবিএল), ইএইচএস প্রধান(এনবিবিএল) ও এইচআর অ্যান্ড অ্যাডমিন প্রধান (এনবিবিএল)।

মন্তব্য

বাংলাদেশ
The construction work of the desired Dr Samsul Haque Road in Syedpur has started

সৈয়দপুরের আকাঙ্ক্ষিত ডা. সামসুল হক সড়কের নির্মাণ কাজ শুরু

ব্যয় হবে ১ কোটি ২০ লাখ টাকা
সৈয়দপুরের আকাঙ্ক্ষিত ডা. সামসুল হক সড়কের নির্মাণ কাজ শুরু

নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরের শহিদ ডা. সামসুল হক সড়কটি দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। এবড়ো-থেবড়ো খানা-খন্দে ভরপুর থাকার কারণে ছোট যানবাহনতো দূরে থাক সাধারণ পথচারীরাও চলতে চাইতেন না। একটুখানি বৃষ্টি হলেই রাস্তায় জমে যেত পানি। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সৃষ্টি হত জলজট। এমন অবস্থা বিরাজ করায় ওই সড়কের দুপাড়ে গড়ে ওঠা ব্যবসায়ীদের দোকানে ক্রেতারা যেতেন না কেনাকাটা করতে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ মাড়াতে চাইতেন না ওই পথ। ফলে ব্যবসায়ীরা সারাবছর জুড়ে টানাপোড়েনে দিন কাটাতেন। বছরব্যাপি শুনতে হতো তাদের দুঃখের কথা।

নতুন করে রাস্তাটি নির্মাণ শুরু হওয়ায় এই সড়কের ব্যবসায়ীরা এখন আছেন বেশ ফুরফুরে মেজাজে। ১ হাজার ৮০০ ফুট (৫৯০ মিটার) লম্বা সড়কটি নির্মাণে দুভাগে বিভক্ত করে নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৪৬০ ফুট (১৫০ মিটার) করা হচ্ছে আর সিসি ঢালাই। রাস্তার এই অংশটিতে পানি জমে থাকে। যার জন্য কার্পেটিংয়ের সড়ক নির্মাণ করা হলে আয়ুষ্কাল হত কম। কিন্তু আরসিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তা করায় স্থায়িত্ব হবে অনেক বছর। অবশিষ্ট সড়কটির তথা ১ হাজার ৩১০ ফুট (৪৪০ মিটার) বিটুমিন দিয়ে করা হচ্ছে কার্পেটিং। সব মিলে ব্যয় হচ্ছে ১ কোটি ২০ লাখ টাকা। কাজটি করছে এসএম সাইফুল্লাহ রুবেলের মালিকানাধীন সাইকী বিল্ডার্স।

ব্যবসায়ী আব্দুল্লাহ, এহসান, শহিদুল, আকবর ও শাহিনের সঙ্গে। তারা বলেন অনেকদিন পর এ সড়কটি নির্মাণ হওয়ায় আমরা পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। তারা আমাদের দাবি বিবেচনা করেছে। সড়কের নির্মাণ কাজের সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন সহকারি প্রকৌশলী আব্দুল খালেক ও উপসহকারি প্রকৌশলী কামরুল ইসলাম। তারা বলেন, জনগণের টাকার কোনো অপচয় যাতে না হয় সেই দায়িত্ববোধ নিয়েই কাজের মান রক্ষায় আমরা পৌর কর্তৃপক্ষের পক্ষে দেখভাল করছি।

মন্তব্য

বাংলাদেশ
Roujans illegal brick kilns threaten rubber plantations

রাউজানের অবৈধভাবে চলছে ইটভাটা, ঝুঁকিতে রাবার বাগান

নেই পরিবেশের ছাড়পত্র, পোড়ানো হচ্ছে কাঠ
রাউজানের অবৈধভাবে চলছে ইটভাটা, ঝুঁকিতে রাবার বাগান

রাউজানে অর্ধশতাধিক ইটভাটায় পরিবেশ অধিদপ্তরে আইন অমান্য করে জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে। তন্মধ্যে প্রায় ৩০ টি ইট ভাটায় জ্বালানি হিসবে কয়লা ব্যবহারের ব্যবস্থা নিলেও ২০ ইটভাটায় স্তুপ করছে বন কাটা লাকড়ি। উপজেলার ডাবুয়া ইউনিয়নের মেলুয়া, হলদিয়া ইউনিয়নের বৃন্দাবন- বেনারস, পৌর এলাকার ৯নং ওয়ার্ড ও রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান এলাকা পরিদর্শন কালে এমন চিত্র দেখা যায়। অপরদিকে গত বছর (২০২৪ সাল) জেলা পরিষদের পরিবেশ লাইসেন্স ও অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে কাঠ জ্বালিয়ে ইটভাটা পরিচালনার অভিযোগে গুড়িয়ে দেওয়া ইটভাটা পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে।

পরিবেশ আইন তোয়াক্কা না করে রাবার বাগান ঘেঁষে কিছু কিছু ইটাভাটা পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইটভাটায় আগুন দেওয়ার আগে জ্বালানি কাঠ ব্যবহারকারী ও রাবার বাগান ঘেঁষে গড়ে উঠা ইটভাটা বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন। গত বছর পরিবেশ অধিদপ্তর কর্তৃক গুড়িয়ে দেওয়া ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকার বিবিসি নামক একটি ইটভাটা পুনরায় চালু করেছে। ডাবুয়া রাবার বাগান ঘেঁষে এ ইটভাটা বাংলা চিমনি স্থাপন করে জ্বালানি হিসাবে স্তুপ করেছে কাঠ। বনের কাঠ উজার করে কেটে জ্বালানি স্তুপ জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। এই ইটভাটায় আগুন দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ভাটার মালিক।

বিবিসি নামক ইটভাটার ম্যানেজার শাহাবুদ্দিন জানান, এই ইটভাটার মালিক সৈয়দ হোসেন কোম্পানি। এ ভাটায় কয়লার পরিবর্তে জ্বালানো হবে বন থেকে সংগ্রহ করা কাঠ। তিনি আরো বলেন, একসাথে ৯ লাখ করে ইট পোড়ানো হবে। গত বছর ৮ রাউন্ডে ৬৩ লাখ ইট বিক্রি করা হয়েছিল। এছাড়া মেলুয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের গুড়িয়ে দেওয়া আরো তিনটি ইটভাটা নতুন করে চালু করতে প্রস্তুতি নিয়েছে। একসাথে ইটভাটায় আগুন দিতে গাড়ি করে কাঠ সংগ্রহ চলছে। আগামী কয়েকদিনের মধ্যে ভাটায় আগুন দেওয়ার কথা জানান ইটভাটার দায়িত্বে থাকা ম্যানেজাররা। হলদিয়া ইউনিয়নের বৃন্দাবন ও বেনারস এলাকায় নির্বিচারে সরকারি-বেসরকারি বন উজার করে কাটা হচ্ছে। ওই এলাকায় রয়েছে ১১ টি ইটভাটা। কয়েকটিতে কয়লা দিয়ে ইট পোড়ানো হয়। বাকি ইটভাটায় জ্বালানো হয় বনের কাঠ। অনেক ইটভাটার লাইসেন্স নেই। নেই পরিবেশের ছাড়পত্র। পরিবেশ দূষণে এ এলাকায় ফলজ গাছের ফলন হয় না। বনজ বাগান শীত মৌসুমে মরুভূমিতে পরিণত হয়।

রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। কোনো ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করতে পারবে না। সরকারি নিয়ম মেনে ইটভাটা পরিচালনা করতে হবে, না হয় আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

মন্তব্য

বাংলাদেশ
Thakurgaon Buri Bandh fishing festival disappointed hunters

ঠাকুরগাঁওয়ে বুড়িবাঁধে মৎস্য উৎসবে হতাশ শিকারিরা!

ঠাকুরগাঁওয়ে বুড়িবাঁধে মৎস্য উৎসবে হতাশ শিকারিরা! ঠাকুরগাঁওয়ে বাঁধে মাছ ধরার উৎসবে মেতেছে শিকারী

ঠাকুরগাঁওয়ে বুড়িববাঁধে মৎস্য উৎসবে এসে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে মাছ শিকারিরা। জেলা ও জেলার বাহির থেকে মৎস্য উৎসবের দিন মাছ ধরতে আসেন মাছ শিকারিরা। অর্ধবেলা জাল ফেলেও প্রত্যাশা অনুযায়ী মাছ না পাওয়ায় হতাশা বাড়ছে তারা। তার উপরে অসাধুদের পাতানো নিষিদ্ধ রিং জালের খুঁটিতে নিজেদের জাল ছিড়ে যাওয়াতে কষ্টেরও কোনো শেষ নেই মাছ শিকারিদের।

সরেজমিনে দেখা যায়, প্রতি বছরের মতো এবারো ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ও আকচা ইউনিয়নের শুক নদীত তীর বুড়ির বাঁধে শুরু হয়েছে মাছ ধরার উৎসব। বাঁধের গেট খুলে দেয়ায় এই উৎসবে যোগ দিয়েছেন আশে পাশের গ্রামের কয়েক হাজার মানুষ।

গত শুক্রবার বিকেলে ছেড়ে দেয়া হয় বাধের পানি। সেদিন থেকেই শুরু হয়ে জেলেদের আগমন। উৎসবটি চলবে শনিবার দিনব্যাপী। এই উৎসবে যোগ দিয়ে অসংখ্য মানুষ মাছ ধরতে ব্যস্ত। এদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ১৯৫১-৫২ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষি জমির সেচ সুবিধার জন্য এলাকায় একটি জলকপাট (স্লুইস গেট) নির্মাণ করা হয়। জলকপাটে আটকে থাকা সেই পানিতে প্রতি বছর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। আর এ পোনাগুলোর দেখভাল করে আকচা ও চিলারং ইউনিয়ন পরিষদ (ইউপি)।

৫০ একর এলাকাজুড়ে সুক নদীর উপর নির্মিত বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রম। সারা বছর কাউকে এখানে মাছ ধরতে দেওয়া হয় না। শুধু জমানো পানি ছেড়ে দেওয়ার পর এ সময়ই মাছ ধরার অনুমতি দেওয়া হয়।

সদর উপজেলার নারগুন থেকে মাছ ধরতে এসেছেন রমজান আলী। বলেন বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক মানুষ আসেন মাছ ধরতে। আমিও এসেছি। কিন্তু অর্ধবেলা জাল ফেলেও এক কেজি মাছ ধরতে পারিনি। ভেতরে রিং জাল পাতানো আছে। ওই খুঁটিতে জাল ছিড়েছে। এখন দেখছি উৎসবে এসে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি।

পঞ্চগড় থেকে মাছে শিকারে এসেছেন দুই বন্ধু আতিক ও ফয়সাল। তারা জানান, মাছে নেই। দেশি প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। রিং জাল আর কারেন্ট জালের ব্যবহারের কারনে আমরা প্রাকৃতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেই সাথে দেশী মাছ হারাচ্ছি। আমরা তবুও সময়টাকে উপভোগ করছি।

এই উৎসবে মাছে কিনতে এসেছেন অনেক ক্রেতা। বিক্রেতাও আছে উৎসব জুড়ে।

এ সময় ক্রেতা রহিমুলের সঙ্গে কথা হলে তিনি জানান, এখানে তো তেমন মাছ নেই। অনেক বিক্রেতা বাহিরের মাছ এনে এখানে বিক্রি করছে। এখানে যারা মাছ বিক্রি করছে অধিকাংশ জনই বাহির থেকে মাছ আনছে। দামও অনেক বেশি। টাটকা মাছ ভরসা করে কিনতে এসেছি। দেখি পাই কি না?

অপরদিকে শহর থেকে দেশীয় মাছ কিনতে যাওয়া ক্রেতারা অভিযোগ করেন মাছের দাম অনেক বেশি। দেশীয় মাছ তেমন পাওয়া যায় না এখানে। যা পাওয়া যাচ্ছে, তার দাম অনেক। পুঁটি মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই অনেক ক্রেতাই মাছ কিনতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরছেন।

মৎস্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন বলছে, আমরা আমাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করেছি রিংজাল ও কারেন্টজাল রোধে। অনেক অভিযানও করা হয়েছে। সবাইকে সচেতন হতে হবে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, কারেন্ট জাল ও রিংজালের ব্যবহার নিষিদ্ধ। আমরা ইতিমধ্যে অনেক জাল জব্দ করেছি। জালগুলো ধ্বংস করেছি। আইনের প্রয়োগ হচ্ছে। আমরা প্রত্যাশা করি মানুষ সচেতন হবে এবং এসব নিষিদ্ধ জালের ব্যবহার থেকে দূরে থাকবে। আগামীতে মৎস্য উৎসব আরও ভিন্নরকম ভাবে উপভোগ করবে মানুষ এমনটি প্রত্যাশা এই কর্মকর্তার।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম যাকারিয়া জানান, ১৯৫১-৫২ সালের দিকে বুড়ি বাঁধ সেচ প্রকল্পটি নির্মাণ করা হয়। বাঁধটির সামনে একটি অভয়াশ্রম আছে। প্রতি বছর বাঁধটি ছেড়ে দেওয়ার পরে মাছ ধরার জন্য এখানে অনেক মানুষের সমাগম ঘটে। আমরা মনে করছি এটার মাধ্যমে আমিষের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে।

মন্তব্য

বাংলাদেশ
Annual General Meeting of Didar Samiti Comilla

কুমিল্লার দিদার সমিতির বার্ষিক সাধারণ সভা

কুমিল্লার দিদার সমিতির বার্ষিক সাধারণ সভা

কুমিল্লায় দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৫৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর দক্ষিণ উপজেলার বলরামপুর দিদার সমিতির সম্মেলন কক্ষে এ সাধারণ সভার আয়োজন করা হয়। দিদার সমিতির চেয়ারম্যান জিএম নোমানের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ সালমান ইকবাল, সদর দক্ষিণ উপজেলা সমবায় কর্মকর্তা শরিফুল ইসলাম ভুঁইয়া। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন, ম্যানেজার মোস্তফা কামাল, সমিতির সহ সভাপতি মো. সৈয়দ, মো. রেজাউল করিম, কামাল হোসেন, হারিজ মিয়া, আ. মমিন, জিয়াউর রহমান জিয়া, জাকির হোসেন রনি, জান্নাতুল ফেরদৌস লিজা, এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সদস্য প্রায় ১২ শতাধিক। বক্তারা বলেন, দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি হলো বাংলাদেশের একটি সমবায় ভিত্তিক জন-কল্যাণমূলক সংগঠন। ওই সমিতির প্রাথমিক সল্প সদস্যদের উদ্যোগে ১৯৬০ সালে এ সমিতির যাত্রা শুরু হয়। শুরুতে গ্রামের চায়ের দোকানের মালিক মোহাম্মদ ইয়াছিন তার দোকানে আগত ৮ জন রিকশা ও ভ্যান চালক মো. বেনু মিয়া, মো. নুরু মিয়া, মো. আতর আলী, মো. নিলু মিয়া, মো. চরু মিয়া, মো. অহিদ মিয়া, মো. আব্দুল খালেক এবং মো. রফিক মিয়াকে নিয়ে প্রত্যেক সদস্য প্রতিনিদিন ১ আনা করে জমা রাখবে। এই শর্তে ১৯৬০ সালের ৯ অক্টোবর ৯ সদস্যবিশিষ্ট এই সমবায় সমিতিটির গোড়া পত্তন করেন তৎকালীন ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আখতার হামিদ খান।

দিদার সমিতি মানব সেবায় অনন্য সাধারণ অবদানের জন্য ১৯৮৪ সালে ‘পল্লী উন্নয়নে স্বাধীনতা পুরস্কার’ অর্জন করে।

মন্তব্য

p
উপরে