নোয়াখালীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসি কার্যালয়ে তথ্য চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন নিউজবাংলার জেলা প্রতিনিধিসহ দুই সাংবাদিক।
বুধবার দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদীর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন বিএডিসির উপ-পরিচালকের কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী ওই কার্যালয়ের স্টোর কিপার এবং লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
হামলার শিকার সাংবাদিকরা হলেন- নিউজবাংলা ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান বাবু ও দেশ টিভির জেলা প্রতিনিধি মাওলা রকিবুল আহসান সুজন। হামলায় সাংবাদিক মাহাবুবুর রহমান আহত হয়েছেন। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানিয়েছেন।
মাহাবুবুর রহমান জানান, বিএডিসির নিয়মিত-অনিয়মিত শ্রমিক, নারিকেল গাছ সংগ্রহের কৃষক ও বিক্রয় তালিকার জন্য তথ্য অধিকার ফরমে আবেদন করা হয়। আবেদনটি নিয়ে বিএডিসি উপ-পরিচালক (বীজ বিপনন)-এর জেলা কার্যালয়ে তিনি ও দেশ টিভির জেলা প্রতিনিধি মাওলা রকিবুল আহসান সুজন সশরীরে যান। সেখানে উপ-পরিচালক নুরুল আলমের সঙ্গে তার কক্ষে কথা বলছিলেন তারা। হঠাৎ ওই প্রতিষ্ঠানের স্টোর কিপার মিরাজ হোসেন শান্ত কক্ষে প্রবেশ করে দুই সাংবাদিকের ভিডিও করা শুরু করেন। এ সময় সাংবাদিকরা চাঁদা নিতে এসেছেন এমনটা বলে শান্ত চিৎকার-চেঁচামেচি করতে থাকেন।
মাওলা রকিবুল আহসান সুজন এক পর্যায়ে শান্ত’র হাত থেকে মোবাইলটা নিয়ে নেন। এ সময় শান্ত মাহবুবুর রহমানকে লাঞ্ছিত করেন এবং লাঠি নিয়ে আসতে রুম থেকে বেরিয়ে যান। পরে সাংবাদিক সুজন কক্ষের দরোজা বন্ধ করে দেন।
মাওলা সুজন বলেন, ‘আমরা তথ্য চাইতে গেলে অফিসের কর্মচারী শান্ত মারমুখী হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি আমাদের নাজেহাল করেন। কার্যালয়ের প্রধানের সামনে তৃতীয় শ্রেণির কর্মচারী গণমাধ্যমকর্মীদের সঙ্গে এমন আচরণ করবেন তা মেনে নেয়া যায় না।
‘তবে উপ-পরিচালক এ সময় শান্তকে নিবৃত্ত করার চেষ্টা করেন এবং তাৎক্ষণিক দুই সাংবাদিকের কাছে ক্ষমা প্রার্থনা করেন।’
অভিযুক্ত মিরাজ হোসেন শান্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাংবাদিক মাহাবুবুর রহমান বাবু ও মাওলা সুজন আমার সঙ্গে অশোভন আচরণ করেন এবং তার মোবাইল সেট কেড়ে নেন। বিষয়টি সেনাবাহিনী, জেলা প্রশাসক ও সুধারাম মডেল থানাকে অবহিত করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে বিএডিসি জেলা কার্যালয়ের উপ-পরিচালক (বীজ বিপণন) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের লাঞ্ছিত করা অন্যায় হয়েছে। আমার অফিসের কর্মচারীর অন্যায় হয়েছে। ঘটনাটি নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক ও অন্য গণমাধ্যমকর্মীরাসহ বসে সমাধান করা হবে। একইসঙ্গে অভিযুক্ত মিরাজের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেয়া হবে।’
খোঁজ নিয়ে জানা যায়, মিরাজ হোসেন শান্ত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গলিয়া গ্রামের শাহজাহানের ছেলে। তিনি কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার ঘটনায় ১৫ অক্টোবর লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে।
ব্যাংকিং খাতকে লক্ষ্যবস্তু করে সাইবার হামলা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সেবাদানকারীদের সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্সের (বিসিএসআই) নিয়মিত তথ্য নিরাপত্তা পর্যবেক্ষণের পর শুক্রবার এই সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কিছু ব্যাংক ডুয়াল-কারেন্সি কার্ডে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহারের সঙ্গে সম্পর্কিত অবৈধ লেনদেনের শিকার হয়েছে, যা দেশব্যাপী সাধারণ গ্রাহকদের প্রভাবিত করছে।
নির্দেশনাটি সোশ্যাল মিডিয়ায় সাইবার অপরাধীদের ক্রমবর্ধমান কার্যকলাপকে তুলে ধরেছে, যারা অনবরত জনসাধারণ এবং ব্যাংক গ্রাহকদের একইভাবে হয়রানি করছে।
সাইবার হামলার এই ঊর্ধ্বগতি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্বব্যাপী সাইবার হুমকি বৃদ্ধির প্রবণতাকে চিহ্নিত করে। বিশেষ করে ব্যাংকিং খাতে, যেখানে ম্যালওয়্যার আক্রমণ উদ্বেগজনকভাবে বার বার ঘটে থাকে।
এসব সাইবার হুমকি প্রতিরোধে তথ্য আদান-প্রদান, যাচাইকরণ বৃদ্ধি, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার, টু-ফ্যাক্টর/মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন, লগইন প্রচেষ্টার সংখ্যা সীমিত রাখাসহ বেশ কিছু জরুরি পদক্ষেপ বাস্তবায়নে ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকটি বর্ণিত ঝুঁকির বিষয়ে সব আর্থিক প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
এসব পদক্ষেপ বাস্তবায়নের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিচালক (আইসিটি) তদারকি করবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:রাজধানীর কাকরাইল ও আশপাশের এলাকায় শনিবার সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ডিএমপি কমিশনার ময়নুল হাসানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’ ব্যানারে মশাল মিছিল বের হয়। জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে দলটির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগর এলাকায় মিছিল নিয়ে যায় ছাত্র-জনতা। এ সময় জাতীয় পার্টির কার্যালয়ে থাকা নেতাকর্মীরা মিছিলে হামলা করেন। কার্যালয় থেকে মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মিছিলকারী আহত হন।
পরে মিছিলকারীরা সংঘবদ্ধ হয়ে এসে জাতীয় পার্টির কার্যালয়ে ভাংচুর করে। এ সময় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনাও ঘটে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে হলেও আগামীকাল শনিবার কাকরাইলে জাতীয় পার্টি সমাবেশ করবে।’
বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুক্রবার উবায়দুল মোকতাদিরকে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন।
উবায়দুল মোকতাদিরের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির বন্ধু মোহাম্মদ জাফরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার জাফর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান।
গ্রেপ্তারের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আল আমিন।
তিনি বলেন, ‘জাফর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তিনি টেকনাফ উপজেলার চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া বিতর্কিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বন্ধু ও ম্যানেজার হিসেবে পরিচিত ছিলেন।’
এর আগে গত ২০ আগস্ট চট্টগ্রামে অভিযান চালিয়ে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
রাজধানীর মিরপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মামলা রয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।’
শেরপুরের নালিতাবাড়ীতে ধানক্ষেত ও পাহাড়ের ঢালে কৃষকদের দেয়া জেনারেটরের তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে।
উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সেখান থেকে গতকাল রাতেই বন বিভাগ ঘটনাস্থল থেকে একজনকে জেনারেটরসহ আটক করে।
আটককৃত শহিদুল ইসলাম জেনারেটরের অপারেটর। সে জেনারেটর জব্দ করে মধুটিলা রেঞ্জ অফিসে রাখা হয়েছে।
এসব তথ্য শুক্রবার সকালে নিশ্চিত করেন ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকো পার্কের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে ২৫ থেকে ৩০টি বন্যহাতির পাল উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন টিলা ও জঙ্গলে অবস্থান করছে। দিনের বেলায় টিলা বা জঙ্গলে অবস্থান করলেও সন্ধ্যা নামার পর হাতির পাল দল বেঁধে ধানক্ষেতে, লোকালয়ে নেমে আসে। এ জন্য কৃষকরা ফসলরক্ষায় ধানক্ষেত ও তার আশেপাশে জেনারেটরের লাইন দিয়ে পুরো এলাকা বৈদ্যুতিক জিআই তারের মাধ্যমে ঘিরে রাখে।
স্থানীয়রা মশাল জ্বালিয়ে, ঢাক-ঢোল পিটিয়ে হাতির পাল প্রতিরোধের চেষ্টা করছেন।
বাতকুচি গ্রামের টিলাপাড়া এলাকায় পাহাড়ের ঢালে গতকাল রাতে হাতির পাল ফসল ক্ষেতে হানা দেয়। ওই সময় একটি হাতি পাহাড়ের ঢালে ধানক্ষেতের পাশে পাহাড়ের উঁচু স্থানে বৈদ্যুতিক জিআই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই সময় অন্য হাতিগুলো মৃত হাতিটিকে ঘিরে রাখে।
রাত ১২টার দিকে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে জেনারেটর জব্দ করে নিয়ে যান। শুক্রবার সকালে মৃত হাতিটি রেখে অন্য হাতিগুলো জঙ্গলে ফিরে যায়।
শেরপুরের সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান বলেন, ‘বন্যহাতি যেন মারা না যায়, এ জন্য আমাদের জনসচেতনতা কার্যক্রম অব্যাহত আছে। আমাদের শেরপুর জেলায় ৩৪টি এআরটি টিম আছে। আমরা এআরটি টিমের মাধ্যমে জনসচেতনতা তৈরি করছি, যেন হাতি-মানুষের দ্বন্দ্ব কমানো যায়।
‘গতকাল রাত নয়টার সময় আমরা জানতে পারি, বাতকুচি নামক স্থানে হাতি মারা গেছে। পরে আমরা এসে দেখি ধানক্ষেত রক্ষা করার জন্য এখানে জেনারেটর দিয়ে একটা লাইন দিয়েছে। সেখানে তারে পেঁচিয়ে একটা হাতি মারা গেছে। আমরা সাথে সাথে একজনকে আটক করি এবং জেনারেটর ও তার জব্দ করি।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনার সাথে ১০ থেকে ১২ জন জড়িত। তাদের খোঁজা হচ্ছে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
‘হাতিটা কিছুদিন আগে একটা বাচ্চা দিয়েছে। এটা মাদি হাতি। মৃত হাতির ময়নাতদন্ত করা হবে।’
আরও পড়ুন:চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকাকে অবমাননা করায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসকনের ওই দুই সদস্যকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। সূত্র: ইউএনবি
বন্দর নগরীর মোহরা এলাকার বাসিন্দা ফিরোজ খান বাদী হয়ে বুধবার রাতে কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।
ইসকনের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫ থেকে ২০ জনকে।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে বুধবার রাতে নগরী সদরঘাট এলাকা থেকে রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ নামে ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, নিউমার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে অবমাননা করার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে জানা গেছে, ২৫ অক্টোবর শুক্রবার নগরীর লালদীঘির মাঠে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সমাবেশ চলাকালে নিউমার্কেটের গোল চত্বরে একটি বাঁশ দিয়ে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগানো হয়। এই ঘটনার ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ বলা আছে, বাংলাদেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করা যাবে না।
নিউমার্কেটের স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা উত্তোলনের মাধ্যমে এই বিধিমালা লঙ্ঘন করা হয়েছে।
মন্তব্য