উত্তরাঞ্চলে দুই জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় শিশুসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে
ঠাকুরগাঁওয়ে তিনজন ও কুড়িগ্রামে দুজন মারা যান। এ সময় আহত হয়েছেন ৯ জন। মারা গেছে গবাদি পশুও। বজ্রপাতে বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু স্থানে।
মঙ্গলবার বিকেলে তীব্র তাপদাহের পর বৃষ্টি শুরু হলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন মারা যান। আহত হন নারী-শিশুহ নয়জন।
নিহতরা হলেন- সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম ও নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিনমারি গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান।
ঠাকুরগাঁও ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- আমজানখোর ইউনিয়নের সাত বছর বয়সী রুমান, ১৩ বছর বয়সী রানা ও ১০ বছর বয়সী সাকিবুল; ফুলতলা গ্রামের ৮ বছর বয়সী ফয়সাল ও উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম। তারা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এছাড়াও সদর উপজেলায় আরও চারজন বজ্রপাতে আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের আরএমও রকিবুল আলম চয়ন বলেন, ‘বজ্রপাতে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যো একজনকে মৃত অবস্থায় আনা হয়। আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
এদিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রপাতে কাজলী আক্তার ও জামাল উদ্দিন নামে দু’জন মার গেছেন। মঙ্গলবার বিকেলে দিকে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বৃষ্টি আসার আগে ওই ইউনিয়নের হকের চরের আব্দুল কাদেরের মেয়ে ১০ বছর বয়সী কাজলী আক্তার চর থেকে গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে কাজলী ও গরুটি মারা যায়।
এছাড়াও একই ইউনিয়নের চর জাহাজের আলগা চরের ওমেদ আলীর ছেলে জামাল উদ্দিন গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান।
সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন এ খবরের সতত্যা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:দেশজুড়ে চলমান বৃষ্টির আবহ সহসাই বন্ধ হচ্ছে না। আরও সাতদিন অর্থাৎ চলমান অক্টোবর মাসের ১০ তারিখ পর্যন্ত মোটামুটি সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার দেয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া বার্তায় আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আরও পড়ুন:উজানের পাহাড়ি ঢল আর গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নীলফামারীতে নদীপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়। তবে পানি কমতে শুরু করেছে। বিপৎসীমার নিচে নেমে এসেছে তিস্তা।
সোমবার সকাল থেকে তিস্তা ডালিয়া পয়েন্টে বিপৎসীমার দশমিক ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি গেট খুলে রেখেছে কর্তৃপক্ষ।
ডালিয়া পাউবোর উপ-প্রকৌশলী মোহাম্মদ রাশেদীন জানান, দু’দিন আগে উজানের ঢল আর বর্ষণে তিস্তায় পানির প্রবাহ বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছি। তবে পানি কমতে শুরু করেছে। উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা বিধৌত লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে পানি ডুকে পড়ে। তবে তলিয়ে যাওয়া বাড়িঘর ও রাস্তাঘাট থেকে পানি দ্রুতই নেমে যাচ্ছে। ডালিয়া পয়েন্টে তিস্তা বইছে বিপৎসীমার দশমিক ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে।
বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টকে (বিসিএপি) সহায়তায় ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এই উদ্যোগের লক্ষ্য বায়ুর গুণমান ব্যবস্থাপনা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে দূষণের মাত্রা কমিয়ে আনা।
ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানের অংশ হিসেবে ক্লিন কুকিং ইনিশিয়েটিভের জন্য একটি সম্ভাব্য অনুদানসহ একটি আইডিএ ঋণের মাধ্যমে এই প্রকল্পে অর্থায়ন করা হবে।
পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এসব তথ্য জানান।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার ও বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক আবদৌলায়ে সেক মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় পরিবেশ উপদেষ্টা বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের সহায়তা এবং ঢাকার খাল পুনরুদ্ধারের জন্য একটি ‘ব্লু নেটওয়ার্ক’ তৈরির আহ্বান জানান। তিনি আরও একটি লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের জন্য সহযোগিতার সম্ভাবনার পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নে সহায়তার উল্লেখ করেন।
উপদেষ্টা পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেন এবং পানিসম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন প্রশমনে সমন্বিত পদ্ধতির গুরুত্বের ওপর জোর দেন।
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার প্রগতিশীল পরিবেশ নীতি বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন এবং এই প্রচেষ্টাকে বৈশ্বিক সর্বোত্তম অনুশীলনের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে ব্যাংকের সমর্থন নিশ্চিত করেন।
আবদৌলায়ে সেক দীর্ঘমেয়াদি টেকসই লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা এবং কৌশলগত বিনিয়োগের গুরুত্বের ওপর জোর দেন।
বৈঠকে পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:সিলেট ও সুনামগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে সিলেটে দুজন ও সুনামগঞ্জে চারজন মারা গেছেন।
রোববার ভোরে সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে এক কলেজ ছাত্র প্রাণ হারান। ভোর ৫টায় বিশ্বনাথের দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামে ওলিউর রহমানের ছেলে রেদওয়ান আহমদ মারা যান। রেদওয়ান সিলেটের এমসি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন রেদওয়ান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জামান উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে সকাল ১০টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জের রাজনগর ঢালারপাড় এলাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কৃষক মাসুক মিয়া।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘মাসুক মিয়া জমিতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান। মরদেহ পুলিশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।’
এছাড়া সুনামগঞ্জেৱ হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চারজন জেলের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার দোয়ারাবাজার উপজেলায় দুজন এবং জামালগঞ্জ ও ছাতক উপজেলায় দুজনের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রোববার সকালে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। তখন বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের জালাল মিয়া ও জসিম উদ্দিন।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বজ্রপাতে এই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সময় জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের শরিফ মিয়া বজ্রপাতে মারা যান। তিনি বাড়ির পাশের পাগনার হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। পরে পরিবারের লোকজন হাওরে গিয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
জামালগঞ্জ থানার ওসি শ ম কামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাতক উপজেলায় বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তি হলেন উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের সুন্দর আলী। তিনি বাড়ির পাশে হাওরে সকালে মাছ ধরতে গিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানিয়েছেন ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান।
আরও পড়ুন:টানা চার দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছাড়ালেও কমতে শুরু করেছে। রোববার বিকেল ৩টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়ার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, রোববার ভোর ৬টার দিকে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পরে সকাল ৯টায় পানি কমে বিপৎসীমার এক সেন্টিমিটার, দুপুর ১২টায় তিন সেন্টিমিটার ও বিকেল ৩টায় পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত তিস্তা বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়ে রাত ১২টায় বিপৎসীমা অতিক্রম করে। এই পয়েন্টে তিস্তা নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।
স্থানীয়রা জানান, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি, খগাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত ১৫টি চর গ্রামের চার হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। পানি কমায় ধীরে ধীরে বসতবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে।
পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, ‘কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে গতকাল শনিবার তিস্তা নদীর পানি বাড়ে। তা আজ রোববার সকাল ৯টা পর্যন্ত অব্যাহত ছিল। এতে আমার ইউনিয়নের পূর্ব ছাতনাই ও ঝাড়সিংহেরস্বর মৌজার প্রায় এক হাজার ২০০ পরিবার পানিবন্দি হয়েছে পড়েছে।’
খালিশাচাপানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রবিউল ইসলাম বলেন, ‘দুদিন ধরে তিস্তায় পানি বাড়ছে। আজ সকাল পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তিস্তাপাড়ে বসবাসরত পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে। পূর্ব ও পশ্চিম বাইশপুকুর গ্রামে দেড় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে।’
ডালিয়া পানি উন্নয়ন উপ-বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী প্রীতম কুমার সরকার বলেন, ‘আজ রোববার সকাল ৬টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সকাল ৯টায় বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
‘পূর্বাভাস অনুযায়ী বর্তমানে পানি বাড়ার আশঙ্কা নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে দেয়া হয়েছে।’
আরও পড়ুন:ঢাকার খালগুলোকে উদ্ধার করে ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে ‘বিগত ১০০ বছরে ঢাকা শহরের নগর প্রতিবেশ, ভূমি ব্যবহার এবং জীববৈচিত্র্যে স্থানিক ও সময়ানুক্রমিক পরিবর্তন এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বৃহৎ পরিকল্পনামাফিক সময়সাপেক্ষ কাজ করার সুযোগ কম। তবে এই সরকার কয়েকটি বিষয় গুরুত্বসহকারে ভাবছে। এর মধ্যে একটি হচ্ছে ব্লু নেটওয়ার্কের পরিকল্পনা।
রিজওয়ানা হাসান বলেন, ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে সিটি করপোরেশন ও রাজউকের সঙ্গে যারা দীর্ঘদিন খাল নিয়ে গবেষণা করেছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব। কিভাবে দ্রুত সময়ের মধ্যে ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করতে পারি সেই উদ্যোগ নেয়া হবে।’
উপদেষ্টা এ সময় খালগুলো দখল থেকে পুনরুদ্ধার করতে সুসংহত বাজেট তৈরির আহ্বান জানান।
রাজধানী ঢাকার সবুজায়ন বৃদ্ধি, জলাভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক বিশেষ এই কর্মশালায় গবেষণালব্ধ একটি বিশদ প্রতিবেদন উপস্থাপন করেন গবেষণা দলের টিম লিডার ও সিইজিআইএস-এর প্রিন্সিপাল স্পেশালিস্ট ড. ফারহানা আহমেদ।
সিইজিআইএস-এর মাধ্যমে পরিচালিত এই গবেষণা ঢাকার বাস্তুতন্ত্রের বর্তমান অবস্থা বিশ্লেষণ করে পুনরুদ্ধারের সুযোগ এবং চ্যালেঞ্জ চিহ্নিত করেছে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ ইত্যাদির ভিত্তিতে সিইজিআইএস কাজটি সম্পন্ন করে একটি খসড়া কৌশলগত কর্মপরিকল্পনা প্রস্তুত করে।
প্রাথমিকভাবে পরিকল্পনাটিতে ঢাকা শহর ও এর পার্শ্ববর্তী এলাকার সবুজায়ন বৃদ্ধি, জলাভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ১৯টি স্থানকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে তিনটি বৃহত্তর কর্মসূচির আওতায় ১৯টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। কৌশলগত এই কর্মপরিকল্পনাটি যাচাই-বাছাইপূর্বক বাস্তবায়নের সুযোগ রয়েছে বলেও জানায় সংস্থাটি।
সিইজিআইএস-এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ. খানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.), বন অধিদপ্তরের বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ।
সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-এর সহযোগিতা এবং ইউএনডিপি, বাংলাদেশের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
হারিকেন হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্র জুড়ে কমপক্ষে সাতজন প্রাণ হারিয়েছেন। এছাড়াও হারিকেনের কারণে দেশজুড়ে বিমানবন্দরগুলোতে সাত শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার।
এবিসি নিউজের এক প্রতিবেদনে এমন তথ্যের উল্লেখ করা হয়েছে।
হারিকেনের কারণে নর্থ ক্যারোলাইনার শারোলেটে আবাসিক ভবনের ওপর একটি গাছ ভেঙে পড়ায় এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন।
এছাড়া হারিকেনের আঘাতে মধ্য জর্জিয়ার লরেন্স কাউন্টিতে দুজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। রাজ্যের গভর্নর ব্রায়ান কেম্প বলেছেন, পার্শ্ববর্তী হুইলার কাউন্টিতে আরও দুজন নিহত হয়েছেন।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার পেরির কাছে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। বিগ বেন্ড এলাকায় ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর টাম্পা এলাকার ইবর সিটির কাছে একজনের মৃত্যু হয়েছে। আই-ফোর মহাসড়কে বাতাসের কারণে একটি গাড়ির ওপর সড়কে চলাচলের নির্দেশক একটি সংকেত ভেঙে পড়ায় ওই ব্যক্তি প্রাণ হারান।
হারিকেনের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের কারণে আটলান্টায় বন্যা-সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন।
হারিকেন হেলেনের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের ৪ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও দেশের বিভিন্ন বিমানবন্দরে সাত শতাধিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লোরিডার পশ্চিমাঞ্চলীয় আলাশুয়া কাউন্টিতে গাছ ও বিদ্যুতের লাইন উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড়টি জর্জিয়ার দক্ষিণাঞ্চলে রাতভর তাণ্ডব চালিয়ে শুক্রবার বিকেলের মধ্যে টেনেসিতে পৌঁছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে শেষ হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও আলাবামায় জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন।
শুক্রবার সকাল পর্যন্ত জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনার কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
ফ্লোরিডায় শুক্রবার রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত ১১ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে পাওয়ারআউটেজ ডট ইউএস।
ফ্লোরিডার একাধিক কাউন্টি লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছে এবং দক্ষিণ জর্জিয়ার বেশ কয়েকটি শহর ও কাউন্টিতে রাতে কারফিউ জারি করা হয়েছে।
মন্তব্য