মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন একজন।
উপজেলার জামালদী-হোসেন্দী সড়কের জামালদী নিউ সানরাইজ স্কুলের সামনে মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো মধু রাজন (৫০) গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত আল আমিন (৩৫) কুমিল্লার মেঘনা উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে বাইকে করে হোসেন্দী বাজার থেকে জামালদী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন রাজন ও আল আমিন। আল আমিন মোটরসাইকেল চালাচ্ছিলেন আর রাজন পেছনের সিটে বসা ছিলেন। বেলা ১২টার দিকে তারা জামালদী-হোসেন্দী সড়কের জামালদী নিউ সানরাইজ স্কুলের সামনে আসলে বাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক।
এ সময় ঘটনাস্থলেই মারা যান রাজন, আর গুরুতর আহত হন আল আমিন। আমিনকে পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘ঘটনার পর ট্রাকটির চালক এবং হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়, তবে উত্তেজিত জনতা ট্রাকটিতে ব্যাপক ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।’
মরদেহ ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রামে সরকারি খাস ও ব্যক্তি মালিকানাধীন পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদসহ তাদের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাস করতে যারা সহযোগিতা ও উৎসাহিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৯তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
কমিশনার বলেন, খাস ও ব্যক্তিগত পাহাড়ের কোনো ধরনের ক্ষতি করা যাবে না। অবৈধ বসতি উচ্ছেদসহ স্থায়ীভাবে সরকারি সম্পত্তি রক্ষা করতে হবে।
এজন্য জেলা প্রশাসন, সিটি করপোরেশন, রেলওয়ে, ওয়াসা, বিদ্যুৎ ও পরিবেশ অধিদপ্তরের মধ্যে আন্তঃদপ্তর আলোচনা করে উচ্ছেদ-পরবর্তী করণীয় নির্ধারণের নির্দেশনা দেন তিনি।
তোফায়েল ইসলাম বলেন, সরকারি, ব্যক্তিগত ও বিভিন্ন সংস্থার পাহাড়ে অবৈধ বসবাসকারীদের সরিয়ে নিতে হবে। কোন দুর্ঘটনা ঘটলে পাহাড় মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সরকারি ও বেসরকারি সংস্থার মালিকানাধীন পাহাড় থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করার পর যাতে বেদখল না হয় সেই ব্যবস্থা করতে হবে।
পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদসহ পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিছিন্নকরণ কার্যক্রমের অগ্রগতি কতটুকু তা ১৫ দিন পর পর প্রতিবেদন আকারে জানাতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া প্রবাসীদের মধ্যে আরও ১০ জন দেশে ফিরেছেন। এ নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মোট ২২ প্রবাসী দেশে ফিরলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে দণ্ডপ্রাপ্ত ৫৭ প্রবাসী বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করে দেয় সে দেশের সরকার। ক্ষমা পাওয়া এসব প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে আমিরাত সরকার।
সোমবার সন্ধ্যা ও রাতে পৃথক দু’টি বিমানে করে তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেন, বিমানবন্দরে আসা শ্রমিকদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তারা অভ্যর্থনা জানান।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, সোমবার বিকেলে ও রাতে পৃথক বিমানে করে মোট ১০ জন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) ১২ জন চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।
পূর্ববিরোধের জের ধরে বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লেদু নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে গণপিটুনি দিলে তিনিও মারা যান।
সোমবার রাত ৯টার দিকে বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বগুড়া সদর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
স্থানীয় সূত্র জানায়, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান নেতাকর্মী নিয়ে রাত ৯টার দিকে ওই ইউনিয়ন পরিষদ ভবনের সামনে কথা বলছিলেন। ওই সময় বিদ্যুৎ ছিল না। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে মিজানুর ও তার নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মিজানুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে চলে যায়।
স্থানীয়রা আহত মিজানুরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে।
এ ঘটনার পরপরই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গোকুল মধ্যপাড়া এলাকার বুলু মিয়ার পুত্র সালমান হোসেনে লেদুকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত লেদুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তির আগেই উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাকে আবারও মারধর করে। এরপর রাত আনুমানিক ১১টায় লেদু মারা যান।
পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক তথ্যে স্থানীয়রা জানান।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, হাসপাতালে ভর্তি করার আগেই মিজানুর মারা যান। অপরদিকে হাসপাতালে নেয়ার সময় মারা যান লেদু।
সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ‘দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে চেষ্টা করছে পুলিশ।’
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ড তদন্তের বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। একাধিক পুলিশ কর্মকর্তা কাজ শুরু করেছেন। হত্যাকারীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে মিজানুর নিহত হওয়ার খবর পেয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে যান।
পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য বুধবার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে নরসিংদীর কিছু এলাকায়। তিতাসের জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, “সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নন্দীপাড়া জামে মসজিদ, ভেলানগর, নরসিংদী হতে ভেলানগর বাজার জামে মসজিদ পর্যন্ত বিদ্যমান পাইপলাইন স্থানন্তর কাজের জন্য আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রোজ বুধবার সকাল ১০ ঘটিকা হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত (১২ ঘণ্টা) চিনিশপুর, আবেদ টেক্সটাইল ঘোড়াদিয়া নরসিংদী, থার্মেক্স গ্রুপ, বৈশাখ স্পিনিং, কারার চর, শিবপুর, নরসিংদী ও তদসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
“এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।”
পোশাক শ্রমিকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ইশতিয়াক আহমেদ হৃদয় (২৪) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে নেত্রকোণার আদালতে সোপর্দ করেছে কেন্দুয়া থানা পুলিশ।
নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের বাদে আঠারোবাড়ি গ্রাম থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ইশতিয়াক আহমেদ হৃদয় নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের বাদে আঠারোবাড়ি গ্রামের সামছুজ্জামান তাওহীদের ছেলে ও নর্দান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যক্রমবিষয়ক সম্পাদক।
নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ সোমবার রাত সাড়ে আটটার দিকে সাংবাদিকদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানা পুলিশের একটি টিম রোববার রাতে হৃদয়ের গ্রামের বাড়ি বাদে আঠারবাড়ি থেকে তাকে আটক করে।
তিনি আরও জানান, আটক হৃদয়কে কেন্দুয়া থানার নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিকেলে হৃদয়কে নেত্রকোণা আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন:তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেরপুর সদরে দুই এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
৭ নম্বর ওয়ার্ডে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন গৌরীপুর এলাকার ট্রলিচালক মিজানুর রহমান ও একই এলাকার শ্রাবণ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই ঘটনা ও আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে খোয়ারপাড় ও গৌরীপুর এলাকার লোকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে গত তিন দিন ধরে দুই এলাকার লোকজনের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল, যার ফলে উভয় পক্ষের চারজন আহত হয়।
তিনি জানান, সোমবার রাতে দুই পক্ষই খোয়ারপাড় মোড়ে অবস্থান নেয়ার চেষ্টা করে। এ সময় কয়েক দফা সংঘর্ষে খোয়ারপাড় মোড়ে দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে রাতেই মিজানুর রহমান নামের একজন নিহত হন। সে সময় শ্রাবণসহ আরও ১০ জন আহত হন।
পুলিশের এ কর্মকর্তা জানান, আহত শ্রাবণকে শুরুতে শেরপুর সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকালে তার মৃত্যু যায়।
সংঘর্ষে আহত লোকজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন:খুলনা নগরে মঙ্গলবার নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনজন শ্রমিক নিহত হয়েছেন।
বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে সকালে তাদের মৃত্যু হয়।
প্রাণ হারানো তিন শ্রমিক হলেন রাব্বি, আশরাফুল ও মামুন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘শুনেছি বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনের নির্মাণকাজ করছিল রডমিস্ত্রিরা। অসাবধানতাবশত পাঁচ তলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়, তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।’
মন্তব্য