ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া পণ্যবাহী বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’র চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান। দস্যুরা জাহাজটি নিজেদের কব্জায় নেয়ার পর তাকেসহ ২৩ নাবিক ও ক্রুকে জিম্মি করে রেখেছে।
নওগাঁর ছেলে সাইদুজ্জামান জলদস্যুদের হাতে আটকের পর সাইদুজ্জামান তার বাবা ও স্ত্রীর সঙ্গে একবার ফোনে কথা বলেছেন।
খোঁজ নিয়ে জেলা শহরের পলিটেকনিক এভিনিউয়ে দুবলহাটি রোডের বাড়িতে গিয়ে দেখা যায় সুনসান নীরবতা। মাঝে মাঝে ভেসে আসছে পরিবারের সদস্যদের কান্নার আওয়াজ।
কয়েকদিন আগেও পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে সাইদুজ্জামানের কথোপকথন আর হাসি-ঠাট্টায় আনন্দে ঝলমল করেছে পুরো বাড়ি। আর সেই মানুষটি বর্তমানে ভিনদেশের জলদস্যুদের হাতে বন্দি। এদিকে পরিবারের প্রতিটি সদস্যের সময় কাটছে চরম দুশ্চিন্তা আর উৎকণ্ঠায়।
সাইদুজ্জামানের বাবা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, “তিন ছেলে সন্তানের মধ্যে দ্বিতীয় সাইদুজ্জামান। আমার ছেলে দেশি-বিদেশি বিভিন্ন জাহাজে কাজ করেছে। সবশেষ কিছুদিন আগে এমভি আব্দুল্লাহ জাহাজটিতে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেয়।
“জলদস্যুরা আমার ছেলেসহ সবাইকে আটকের পর জাহাজের একটি ঘরে বন্দি করে রাখে। ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে ছেলে। তখন সে বলে- ‘বাবা, আমাদের আটক করে বন্দি করে রেখেছে সোমালিয়ান জলদস্যুরা।’ এ কথা শোনার পর আমরা সবাই চরম দুশ্চিন্তায় পড়ে গেছি।”
তিনি বলেন, ‘দস্যুরা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যাচ্ছে বলে আমাকে বলেছিল ছেলে। কী হবে এখন, কিছুই বুঝতে পারছি না আমরা। সরকারের কাছে হাতজোড় করে আকুল মিনতি জানাচ্ছি- আমার ছেলেসহ জিম্মি করে রাখা সবাইকে স্বজনের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।’
সাইদুজ্জামানের মা কোহিনূর বেগম বলেন, ‘আমার কলিজার টুকরা সাইদুজ্জামানকে জলদস্যুরা বন্দি করে রেখেছে। সরকার যেন আমার ছেলেসহ অন্যদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়।
‘আমার ছেলে কেমন আছে, কী করছে, কী খাচ্ছে কিছুই জানি না। আমরা খুবই চিন্তায় আছি।’
কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন সন্তানের জন্য ব্যাকুল এই মা।
সাইদুজ্জামানেরর স্ত্রী মাননা তাহরীন বলেন, “গতকাল (মঙ্গলবার) ১০টার দিকে সবশেষ কথা হয় আমার স্বামীর সাথে। তখন সে বলে- ‘আমরা ইফতার করলাম। ইফতারের সময় এবং ওয়াশরুমে যাওয়ার জন্য কিছু সময় দিয়েছিল জলদস্যুরা।’
“আমার স্বামী বলেছিল, তখন পর্যন্ত তাদের কোনো ধরনের ক্ষতি করেনি ওরা। তবে তারা বড় অংকের মুক্তিপণ দাবি করেছে। সেটা না দিলে তারা জিম্মি সবাইকে মেরে সাগরে ফেলে দেবে সবাইকে।”
কান্নাজড়িত কণ্ঠে তাহরীন বলেন, ‘আমার এক বছর বয়সী মেয়েটি জানেই না যে ওর বাবাকে জলদস্যুরা আটকে রেখেছে। যেভাবেই হোক আমার স্বামীকে সহিসালামতে দেশে ফিরিয়ে আনা হোক।’
প্রসঙ্গত, বাংলাদেশি মালিকানাধীন সমুদ্রগামী এমভি আব্দুল্লাহ জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাইয়ের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ভারত মহাসাগরে হামলা চালিয়ে জাহাজটির নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা।
বাংলাদেশ সময় মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১টা থেকে ২টার মধ্যে জাহাজটি আক্রান্ত হয়। জলদস্যুদের অনেকের হাতে অস্ত্র রয়েছে। সোমালিয়া থেকে প্রায় ৪৫০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে প্রায় ১০০ দস্যু জাহাজটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। আর জিম্মি করে রেখেছে জাহাজটির নাবিক ও ক্রু মিলে ২৩ জনকে, যাদের সবাই বাংলাদেশি।
আরও পড়ুন:রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জানান, তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা বৃহস্পতিবার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আরিফ আসামিকে আদালতে হাজির করেন।
ঢাকার ধানমন্ডি এলাকা থেকে বুধবার গ্রেপ্তার করা হয় বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আমুকে। তার নামে একাধিক মামলা আছে।
আমু ঝালকাঠি-২ আসনের তিনবারের সংসদ সদস্য।
আরও পড়ুন:বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে মোকাররম হোসেন নামের এক জেলে নিহত হয়েছেন।
জলদস্যুরা ট্রলারসহ ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে গেছেন।
মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত মোকাররম হোসেন (৪৫) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিমুদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা।
আহত অবস্থায় ফিরে আসা জয়নাল উদ্দিন নামের এক জেলে জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মুহাম্মদ ইসমাঈলের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ২১ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় বুধবার রাত আনুমানিক দুইটার দিকে অস্ত্রধারী জলদস্যুরা হামলা চালায় ট্রলারে। এতে মাঝি মোকাররম গুলিবিদ্ধ হন।
তিনি বলেন, ‘ঘটনার পর জলদস্যুরা আমাকে ও গুলিবিদ্ধ মাঝি মোকাররমকে আরেকটি ট্রলারে তুলে দেয়। পরে অন্যান্য জেলেসহ ট্রলারটি অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা।’
ভুক্তভোগী এ জেলে জানান, গুলিবিদ্ধ জেলেকে অন্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় তার মৃত্যু হয়। জেলের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান, বুধবার গভীর রাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছেন।
আরও পড়ুন:জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বিএফআইইউ বুধবার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে।
পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গত ২ অক্টোবর সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করে সংস্থাটি।
তদন্ত শেষে সরকারের নির্দেশে বিএফআইইউ তার সব ব্যাংক হিসাব জব্দ করে।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি করে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ সেপ্টেম্বর সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তারকা অলরাউন্ডার সাকিব জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় হওয়া হত্যা মামলার আসামি তিনি।
বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান।
আরও পড়ুন:আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে বুধবার রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এই খবর ছড়িয়ে পড়লে আমুর নির্বাচনি এলাকা ঝালকাঠি ও নলছিটিতে অনেককে উল্লাস করতে দেখা যায়। জেলা সদর ও বিভিন্ন উপজেলায় মিষ্টি বিতরণ করেছেন অনেকে।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও খোদ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন রিজভী ঝালকাঠির বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করিয়েছেন।
প্রসঙ্গত, ঝালকাঠিতে সরকারি এবং ব্যক্তিমালিকানাধীন জমি দখল, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের গড ফাদার ছিলেন আওয়ামী লীগের বর্ষীয়াণ তো আমির হোসেন আমু।
হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই আদেশ দেন।
রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শমীকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করে সাতদিন রিমান্ডের আবেদন করে পুলিশ।
আদালত সূত্র জানায়, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে উত্তরায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে আদালতে হাজির করেন উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন।
রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে শমী কায়সার সরাসরি জড়িত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বানচাল করতে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থায়ন করেছিলেন। টাকার উৎস খুঁজে বের করতে তাকে রিমান্ডে নেয়া দরকার।
নিজেকে নির্দোষ দাবি করে শমী কায়সার আদালতে বলেন, ‘আমি ইন্টারনেট চালু করার কথা বলেছিলাম। ঘটনার সময় আমি বনানীতে ছিলাম। আমি ইন্টারনেট বন্ধ হওয়ার বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছি। তাই আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’
শমী কায়সারকে হয়রানি করতে মামলায় জড়ানো হচ্ছে উল্লেখ করে রিমান্ড আবেদন বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী।
রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক শমী কায়সারকে তিনদিনের রিমান্ডে পাঠান।
মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই ইশতিয়াক আজমপুর হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন। সেখানে তিনি গুলিবিদ্ধ হন।
তিনি নিজেই গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
আরও পড়ুন:সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার এক খুদেবার্তায় বিষয়টি জানিয়েছেন।
খুদেবার্তায় বলা হয়, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত পিস্তল রাজধানীর মনিপুরীপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।’
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ বুধবার এক খুদেবার্তায় এ তথ্য জানায়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনারের (ডিসি) পাঠানো বার্তায় বলা হয়, ‘সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে পশ্চিম ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি (গোয়েন্দা শাখা)।’
এদিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আমির হোসেন আমুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।
মন্তব্য