কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাশেম খানের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লা জেলা আদালত প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাউথ হাসান, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা জেলা পিপি জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি আহছানুল্লাহ খন্দকার, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ কুমিল্লা আদালতের আইনজীবীরা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজধানীর একটি হাসপাতালে বুধবার ভোর ৫টা ১০ মিনিটে মারা যান সাবেক সংসদ সদস্য আবুল হাশেম খান।
সাবেক আইনমন্ত্রী ও আসনটির এমপি আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর ২০২১ সালের ১৪ এপ্রিল উপনির্বাচনে আবুল হাসেম খানকে মনোনয়ন দেয় আওয়ামী-লীগ।একই বছরের ১৪ জুলাইয়ের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি।
৩০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় হরিপুরের সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ৭ নম্বর গ্যাসকূপ। তারপর চলতি বছর এ কূপে পুনর্খনন করে নতুন গ্যাসের সন্ধান পাওয়ার পর এবার জাতীয় গ্রিড লাইনে আনুষ্ঠানিকভাবে সঞ্চালন শুরু হয়েছে।
জাতীয় সঞ্চালন লাইনে সোমবার বিকেল সোয়া তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয় এ কূপের গ্যাস। এর ফলে জাতীয় গ্রিডে দৈনিক ৮ মিলিয়ন (৮০ লাখ) ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘জাতীয় গ্রিডে ১৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে আসছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। এবার আরও ৮ মিলিয়ন ঘনফুট বাড়ল।’
তিনি আরও বলেন, ‘১৯৮৬ সালে এই কূপ খনন করা হয়। ১৯৮৭ সাল থেকে ২ হাজার মিটার গভীরে তেল পাওয়া যায়। ১৯৯৪ সাল পর্যন্ত তেল উৎপন্ন করা হয়। এরপর ২০০৪ সালে ওয়ার্ক ওভার করে ১৯০০ মিটার গভীরে গ্যাস মেলে। গত জুন মাসে এটি বন্ধ হয়ে যায়।
‘জুলাইয়ে ফের ওয়ার্ক ওভারে গেলে ১২০০ মিটার গভীরে ৯০ থেকে ৯৫ বিলিয়ন কিউসেক ঘনফুট গ্যাসের মজুত পাওয়া যায়। এ গ্যাস আগামী ১৫ থেকে ২০ বছর পর্যন্ত উত্তোলন করা যাবে।’
দীর্ঘ এক মাসের বেশি সময় পর মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সাজেকের পর্যটন কেন্দ্রগুলো।
বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে প্রশাসন। এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই।
‘খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো মঙ্গলবার থেকে উন্মুক্ত হবে। ফলে পর্যটকরা খাগড়াছড়ি হয়ে সাজেক ভ্রমণ করতে পারবেন।’
এর আগে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে কয়েক দফায় সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এতে কার্যত বন্ধ হয়ে যায় সাজেকে পর্যটকদের প্রবেশ।
সাজেক কটেজ মালিক সমিতি সূত্রে জানা যায়, সাজেকে মোট ১২০টি রিসোর্ট-কটেজ রয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকশূন্য থাকার কারণে রিসোর্ট-কটেজের অধিকাংশ কর্মচারী সাজেক ছেড়ে চলে গেছেন।
এ ছাড়া সহিংসতার জেরে ৮ অক্টোবর খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র গমনে বিরত থাকার অনুরোধ জানায় প্রশাসন।
পর্যটন কেন্দ্র উন্মুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা বলেন, ‘এখানকার পর্যটন খাতের সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এ খাতে অনেকে বেকার হয়ে পরেছে। পর্যটন চালু হওয়ায় খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।’
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান বলেন, ‘মঙ্গলবার থেকে খাগড়াছড়ি জেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সাজেকে যেহেতু খাগড়াছড়ি জেলা সড়ক হয়ে যেতে হয়, সে ক্ষেত্রে মঙ্গলবার থেকে সাজেকেও পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।’
তিনি আরও জানান, এক মাস পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় এ খাতে ক্ষতি হয়েছে অন্তত ১৫ কোটি টাকার।
আরও পড়ুন:মা ইলিশ রক্ষার অভিযানে ঝালকাঠিতে মামলার সংখ্যা, জরিমানাকৃত অর্থের পরিমাণ, কারাদণ্ডপ্রাপ্তদের সংখ্যা ও নৌযান নিলামে আছে কি না, সেসব তথ্য জেলা মৎস্য কর্মকর্তার কাছে সোমবার জানতে চেয়েছিল নিউজবাংলা, কিন্তু ১৮ ঘণ্টা পার হলেও সে সংক্রান্ত তথ্য দিতে পারেননি রবিউল ইসলাম নামের এ কর্মকর্তা।
ইলিশ রক্ষায় সাগর ও নদীতে মাছ ধরার ওপর টানা ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। গত রোববার রাত ১২টার পর শেষ হয় এ নিষেধাজ্ঞা।
ওই নিষেধাজ্ঞা শেষে ঝালকাঠিতে মা ইলিশ রক্ষা অভিযানে মামলা, জরিমানার টাকা, কারাদণ্ড ও নৌযান নিলামের বিষয়ে জানতে চেয়ে সোমবার বিকেল ৪টা ৫৬ মিনিটে এ প্রতিবেদক জেলা মৎস্য কর্মকর্তার মোবাইল ফোনে বার্তা পাঠান।
সে বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে রবিউল ইসলাম সাড়া দিলেও মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ১৮ ঘণ্টা পার হয়ে গেলেও তিনি ওই তথ্য দিতে পারেননি।
অভিযানের তথ্য দিতে না পারার কারণ জানতে চাইলে কোনো উত্তর দেননি ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা।
এর আগে নিষেধাজ্ঞার শেষ দিনগুলোতে ঝালকাঠি জেলায় মৌসুমি জেলেদের কারাদণ্ড, জরিমানা, জাল জব্দ, কর্মকর্তাদের তৎপরতার ছবিগুলো ফেসবুকে প্রকাশ করেন জেলা মৎস্য কর্মকর্তা রবিউল। সে সংক্রান্ত খবরের লিংকগুলোও তিনি শেয়ার করেন, কিন্তু অভিযানের নানা দিকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে পাওয়া যায়নি তার কাছ থেকে।
অভিযানে শৈথিল্যের অভিযোগ
স্থানীয় কয়েকজন জেলে ও নদীতীরের বাসিন্দার অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ে ঢিলেঢালা অভিযান চালায় ঝালকাঠি জেলা মৎস্য অফিস।
জেলে রফিকুল ইসলাম, রাজীব মৃধা ও ফরিদ হাওলাদার এবং নদীর তীরের বাসিন্দা নান্টু সেলিম ও মাহফুজের ভাষ্য, নিষেধাজ্ঞা চলাকালে মৎস্য দপ্তরের ঢিলেঢালা অভিযানের কারণে ২২ দিনই অব্যাহত ছিল মৌসুমি জেলেদের ইলিশ ধরা।
জেলে ও স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার দুপুরে খুদেবার্তা পাঠানোর পাশাপাশি কল করা হয় ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলামকে।
এ কর্মকর্তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে খুদেবার্তা ও কলের উত্তর পাওয়া যায়নি। পরে একটি খুদেবার্তা পাঠিয়ে আগামী সোমবার এ প্রতিবেদককে তার দপ্তরে যাওয়ার আমন্ত্রণ জানান তিনি।
কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না জেলেরা
স্থানীয় জেলেরা জানান, ঝালকাঠিতে গত এক সপ্তাহ ধরে জাল, ট্রলার, নৌকাসহ মাছ ধরার সব উপকরণ মেরামত করে প্রস্তুতি ও স্বপ্ন নিয়ে সুগন্ধা ও বিষখালী নদীতে জাল ফেলেন তারা। তাদের আশা ছিল প্রচুর পরিমাণে মাছের দেখা পাওয়ার, কিন্তু মাছের আনাগোনা কম দেখা গেছে।
আরও পড়ুন:মুন্সীগঞ্জের মিরকাদিমে ছুরিকাঘাতে আহত যুবক শুভ বেপারির (২৩) মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে গত শনিবার রাত ১২টার দিকে রামগোপালপুর এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই যুবক।
নিহত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর ছেলে।
তার বাবা মুকুল বেপারি ছেলের মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, ‘শনিবার রাতে আমাদের সাথে বাড়িতেই অবস্থান করছিল শুভ। তখন স্থানীয় নাজমুল নামে একজনকে কয়েকজন আটকে রেখেছে, এ রকম খবর পেয়ে আমার ছেলে রামগোপালপুর চিশতী বাড়ির সামনে যায়। সেখানে ফয়সাল নামের একজন তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে।
‘পরে ছুরিকাঘাতের খবর পেয়ে আমরা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিই। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়। ওর পেটে ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলে কাপড়ের ব্যবসা করত। কারও সাথে শত্রুতা নাই।
‘কারা, কী কারণে এ ঘটনা ঘটাল, আমরা বুঝতে পারছি না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন:প্রকল্প বাস্তবায়ন না করে বিল ভাউচার, কোথাও কোথাও নামমাত্র বাস্তবায়ন, কোথাও আবার কৃষকের ফসলি জমিতে সাইনবোর্ড লাগিয়ে প্রদর্শনী দেখিয়ে বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠা কৃষি কর্মকর্তাকে বদলি করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির মহাপরিচালক ছাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।
এ আদেশের এক কপি এসেছে এ প্রতিবেদকের হাতে।
কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদও বদলির বিষয়টি নিশ্চিত করেন।
বদলি হওয়া কৃষি কর্মকর্তার নাম সুমন কুমার সাহা, যিনি ২০২৩ সালের ১৭ মে থেকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কর্মরত ছিলেন।
এ কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি নিয়ে গত ২ নভেম্বর ‘উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম। এরপর ৩ নভেম্বর তাকে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
তাড়াইল উপজেলায় পাঁচটি প্রকল্পে ২০২৩-২০২৪ অর্থবছরে সুমন সাহা প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
এ অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তার দাবি, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের সব উপকরণ বিতরণ করেন তিনি। যদিও তার এমন দাবি নাকচ করেছেন সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। তাদের ভাষ্য, কোনো প্রদর্শনীর বরাদ্দের পরিমাণ জানেন না তারা।
আরও পড়ুন:ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একদিনে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, তিনজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং একজন ঢাকা বিভাগের।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩২০ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৮ জন।
কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার নয় কৃষক মুক্তিপণের বিনিময়ে ঘরে ফিরেছেন। অপহরণকারী ডাকাতদের আড়াই লাখ টাকা দিয়ে সোমবার সকালে তারা মুক্তি পেয়েছেন।
ডাকাতের হাত থেকে ফিরে আসা ভিকটিম আনোয়ার ইসলামের ভাই ছৈয়দ কামাল বলেন, ‘গত শনিবার (২ নভেম্বর) সকালে করাচি পাড়ার পাহাড়ি এলাকায় আমার ভাইসহ ১০ কৃষক জমিতে কৃষি কাজ ও পাহাড়ে লাকড়ি সংগ্রহ করছিলেন। এ সময় ওঁৎপেতে থাকা একদল ডাকাত অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায়।
‘অপহৃতদের মধ্যে একজন পরে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন। এরপর থেকে অপহরণকারীরা পরিবারের কাছ থেকে মুক্তিপন দাবি করে। আজ সোমবার সকালে ২ লাখ ৭৪ হাজার টাকা মুক্তিপণ দেয়ার পর আমার ভাইসহ নয় কৃষক ডাকাতের হাত থেকে বাড়িতে ফিরে আসেন।’
টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাহার হোসেন এ বিষয়ে বলেন, ‘অপহৃত কৃষকদের উদ্ধারে আমরা প্রথম থেকে পাহাড়ি এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। ভিকটিমের পরিবারের মাধ্যমে জানতে পারলাম অপহৃত কৃষকরা বাড়ি ফিরে এসেছেন। তবে মুক্তিপণের বিষয়টি আমার জানা নেই।’
মন্তব্য