আগের দিনের ভারি বর্ষণে রাজধানীর ব্যস্ততম নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতা এখনও কাটেনি।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিতে ঢাকার অনেক জায়গার মতো নিউ মার্কেট এলাকা তলিয়ে যায় পানিতে, কিন্তু রাত পেরিয়ে দিনের আলো ফুটলেও পানি নামেনি নিউ মার্কেট ও আশপাশের এলাকা থেকে।
সরকারি ছুটির দিন শুক্রবার দুপুরে দেখা যায়, ঢাকা কলেজের সামনের রাস্তা থেকে নিউ মার্কেট মোড় পর্যন্ত (মিরপুর রোড) পুরোটাই পানির নিচে। পানি ভেঙেই চলছে রিকশা, বাস ও ব্যক্তিগত কিছু গাড়ি।
নিউ মার্কেটের ভেতরে গিয়ে দেখা যায়, এখানেও পানি থইথই করছে। পানির কারণে দোকানপাট ও ফুটপাতের দোকানও বন্ধ আছে। অথচ সাপ্তাহিক বন্ধের দিনগুলো ক্রেতা বেশি হওয়ায় এসব দোকান খুলে নিয়মিত সময়ের একটু আগেই।
দোকানের ভেতরে পানি ঢুকে মালপত্র নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখোমুখি হতে হবে দোকানিদের।
নিউ মার্কেটের পাশের নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স মার্কেট, নূরজাহান মার্কেট, নীলক্ষেত বইয়ের মার্কেটসহ ফুটপাতের দোকানপাটের চিত্রও একই রকম। দুপুর গড়িয়ে গেলেও পানির কারণে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেননি দোকানিরা।
অনেক দোকানি ও দোকান কর্মচারীকে তাদের প্রতিষ্ঠানের আশেপাশে ঘুরতে দেখা গেলেও পানির কাছে অসহায় তারা। অনেক ক্রেতাকেও প্রয়োজনীয় জিনিস কিনতে না পেরে ফিরে যেতে দেখা যায়।
নিউ মার্কেট সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের আবাসিক ছাত্র মো. ফেরদৌস বলেন, ‘শরণার্থীর মতো আছি। হলের নিচ তলায় পানি বেশি ছিল। এখন কমেছে।’
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবের ভিত্তিতে ৪৭ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
নির্বাচন ভবনে সোমবার সন্ধ্যা সাতটার দিকে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সচিব বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪৭ জন ইউএনওর বদলির ব্যাপারে পাঠিয়েছিল। সেটা কমিশন যাচাই-বাছাই করে অনুমতি দিয়েছে।
‘আর ওসিদের প্রস্তাব এখনও পাই নাই। তাদের ৫ তারিখ পর্যন্ত সময় ছিল। সেটা ৮ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।’
তিনি বলেন, ‘আজ মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ছিল। সে অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬৪ জেলার রিটার্নিং অফিসারের তথ্য অনুসারে মোট ২ হাজার ৭১৬টি মনোনয়নের মধ্যে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।’
সচিব আরও বলেন, ‘যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের আগামীকাল ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত আমাদের কমিশন ভবনের নিচেই আপিল গ্রহণ করা হবে। এরপর ১০ তারিখ থেকে আপিল শুনানি হবে ১৫ তারিখ পর্যন্ত।’
আরও পড়ুন:টেকসই করপোরেট নিশ্চিত করার স্বার্থে জবাবদিহিতার অনুশীলন এবং অন্তযোগাযোগ বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা।
রোববার বিকেল ৩টায় কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (সিইউবি) অডিটোরিয়ামে ‘টেকসই করপোরেট ও জবাবদিহিতা অনুশীলন’বিষয়ক সেমিনারে বক্তারা এ মতামত দেন। সেমিনারটি সিইউবি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সেমিনারে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন ও সিইউবির বিশিষ্ট শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউবির বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত। সভাপতিত্ব করেন সিইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান।
প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী নাফিজ সরাফাত সেমিনারে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজকের এত সুন্দর এই আয়োজনের জন্য অবশ্যই ধন্যবাদ জানাই ডিএসই-এর ম্যানেজিং ডিরেক্টর ড. এ টি এম তারিকুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনের সিনিয়র লেকচারার ড. আইনুল ইসলাম ও ড. ইয়িনকা মোসেসসহ উপস্থিত সম্মানিত অতিথিদের।’
তিনি বলেন, ‘আপনাদের এই অংশগ্রহণ এবং মূল্যবান বক্তব্য উপস্থিত লেকচারার ও শিক্ষার্থীদের অবশ্যই টেকসই করপোরেট ও জবাবদিহিতা অনুশীলনের জন্য দারুণ ভূমিকা রাখবে। গ্লোবালাইজেশনের এ যুগে এমন আয়োজন সত্যি একে অন্যের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি আন্তসম্পর্কগুলোও বৃদ্ধি করবে। এমন সেমিনারের ফলে আপনাদের দক্ষতা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে এ খাতে টেকসই উন্নয়নও করানো সম্ভব হবে।’
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএসই-এর ম্যানেজিং ডিরেক্টর ড.এ টি এম তারিকুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনের সিনিয়র লেকচারার ড. আইনুল ইসলাম ও ড. ইয়িনকা মোসেস, অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক মামুন, পিএইচডি, প্রধান পরামর্শক, বোর্ড অফ ট্রাস্টি; এম নাসির উদ্দিন, পিএইচডি, অধ্যাপক/গবেষণা পরিচালক, এনআইসিইউ ফেলোশিপ, টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি।
সেমিনারে বক্তারা করপোরেট টেকসই এবং জবাবদিহিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। যেখানে ক্যাপিটাল মার্কেট, করপোরেট গভর্ন্যান্স, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশগত দায়বদ্ধতা সম্পর্কিত বিষয়গুলোর তথ্য ও উপদেশ তাদের বক্তব্যে উঠে আসে।
বক্তারা বলেন, ‘টেকসই করপোরেট কালচারের সঙ্গে টেকসই উন্নয়নও সম্পৃক্ত। আর উন্নয়ন মানে একটি দেশের জিডিপিতে অবদান রাখা এবং সেই দেশ উন্নয়নে এগিয়ে যাওয়া। একেকটি প্রতিষ্ঠানকে স্মার্ট, মডার্ন, এডুকেটেড, ভিশনারি, প্রো-অ্যাকটিভ- এককথায় সুযোগ্য কর্মীবাহিনী দিয়ে সাজাতে ও তাদের ধরে রাখতে হলে কোম্পানিকেই সবার আগে উদ্যোগী হতে হবে। ফলে টেকসই করপোরেট চর্চা লাগবে।’
তারা আরও বলেন, ‘করপোরেট কালচার ধারাবাহিক প্রচেষ্টা ও প্র্যাকটিসের মধ্য দিয়ে গড়ে ওঠে। এটি কোনো আইন পাস বা অফিস অর্ডার ইম্পোজ করার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় না। করপোরেট কালচারের অন্যতম বিষয় হলো প্রফেশনালিজম। বিজনেস গ্রোথ তো প্রতিষ্ঠান অবশ্যই চায়, কিন্তু সাসটেইনেবল গ্রোথ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিষয়গুলো মাথায় নিয়ে কাজ করতে হবে। যার ফলে অবশ্যই টেকসই করপোরেট চর্চাটা লাগবে।’
সেমিনারে উঠে আসা মূল বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য টেকসই করপোরেট এবং জবাবদিহিতা কেবল সাধারণ শব্দ নয়, বরং একটি সমৃদ্ধ জাতির অপরিহার্য উপাদান। টেকসই অনুশীলন গ্রহণ করে এবং নৈতিক মান বজায় রেখে যে কোনো প্রতিষ্ঠান সবার জন্য আরও সমৃদ্ধ এবং ন্যায়পরায়ণ ভবিষ্যতের ক্ষেত্রে অবদান রাখতে পারে বলে উপস্থিত বক্তারা মন্তব্য করেন।
এর আগে সেমিনারে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। সেমিনারে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (সিইউবি) সব শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের নীরব দর্শকরা মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সচিবালয়ে নিজ দপ্তরে সোমবার ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘যারা তাকিয়ে তাকিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ দেখে, তারা মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে।’
তিনি বলেন, ‘একবিংশ শতাব্দীতে যেভাবে গাজাতে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে এবং যারা ফিলিস্তিনিদের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলি আক্রমণকারীদের পক্ষ অবলম্বন করেছে, আমি মনে করি তারা মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে। আশা করি, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ সবার কানে ফিলিস্তিনিদের এই আর্তনাদ পৌঁছাবে। অবিলম্বে সেখানে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা হবে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন, আছেন, থাকবেন।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিদের পক্ষে বলেছেন। বাংলাদেশে জাতীয় সংসদ নেতা হিসেবে ফিলিস্তিনিদের পক্ষে এবং গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশেষ আলোচনার আয়োজন করেছেন।’
বৈঠক প্রসঙ্গে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনের পাশে থাকার জন্য আমাদের সরকারের অঙ্গীকার এবং ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান রাষ্ট্রদূতকে পুনর্ব্যক্ত করেছি। আমরা মনে করি, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব; অন্য কোনো কিছু নয়।’
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের প্রতি আমাদের প্রধানমন্ত্রী এবং সরকারের অকুণ্ঠ সমর্থনের জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূত ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চার হাজার কিলোমিটার দূরে থেকেও যেভাবে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশে চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করে ফিলিস্তিনি ডাক্তাররা গাজায় কীভাবে সেবা দিচ্ছে, সেগুলোর ভিডিও তিনি আমাকে দেখিয়েছেন।’
আরও পড়ুন:রাজধানীর মোহাম্মদপুর থানায় করা নাশকতার মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দলটির ৪৫ জনের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠন করেছে আদালত।
এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
আসামিদের মধ্যে রুহুল কবির রিজভী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন তিনি।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব ও ইসহাক সরকার।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে ছয় থেকে সাত যাত্রী দগ্ধ হন। পরে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে একই থানার উপপরিদর্শক কমল কৃষ্ণ সাহা ২০১৬ সালের ২৩ আগস্ট ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আরও পড়ুন:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার দুটি আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, তার স্ত্রী জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও এমপি শেরীফা কাদেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী সোমবার বিকেলে সংবাদিকদের জানান, ঢাকা-১৭ আসনে জিএম কাদের ও ঢাকা-১৮ আসনে শেরীফা কাদেরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সোমবার দুপুরে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার।
তিনি আরও জানান, এর আগে গত ২ ডিসেম্বর রংপুর-৩ আসনে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রংপুর জেলা রিটার্নিং অফিসার।
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের মধ্যে ভরদুপুরে রাজধানীর গুলিস্তানে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার বেলা আড়াইটায় জিরো পয়েন্টে এলাকায় ওই আগুনের খবর পেয়ে ২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি জানান, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপণ করে। ২টা ৪০ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়েছে।
সর্বশেষ ডাকা বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকাদেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রোববার সকাল ৬টায়। শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএনপির এই অবরোধ-হরতালের এ কর্মসূচি শুরু হয়েছে গত ২৮ অক্টোবরের পর। সরকার পতনের একদফা আন্দোলনে সেদিন রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছিল বিএনপি। ওই সমাবেশ চলাকালে এক পর্যায়ে দৈনিক বাংলা মোড়, কাকরাইল ও পল্টনসহ আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান দলটির নেতা-কর্মীরা।
এ অবস্থায় সমাবেশ কর্মসূচি চলার মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ অক্টোবর সারা দেশে হরতালের ডাক দেন। পরে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। অজ্ঞাত স্থান থেকে রুহুল কবির রিজভী এ কর্মসূচি দেন। বিএনপির অবরোধে একাত্মতা জানায় জামায়াতে ইসলামীও।
এর পর থেকে বিরতি দিয়ে দফায় দফায় অবরোধ-হরতালের ঘোষণা দিয়ে আসছে বিএনপি। দলীয় সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নেতা-কর্মীদের মুক্তিসহ কিছু দাবিতে এমন কর্মসূচি দেয়া হচ্ছে। তবে এর মাঝে নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছিল বিএনপি। এ ছাড়া একদিন হরতাল ও একদিন অবরোধও ঘোষণা করা হয়েছিল। সর্বশেষ ঘোষণা করা হয় টানা ৪৮ ঘণ্টার অবরোধ।
বিএনপির ডাকা অবরোধে প্রতিদিনই রাজধানী ঢাকাসহ সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপসহ নানা সহিংসতা হচ্ছে। কঠোর অবস্থানে থেকে দলটির নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। তবে আতঙ্ক সঙ্গে করেই বাইরে বের হতে হচ্ছে সাধারণ মানুষকে।
আরও পড়ুন:জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
একই সঙ্গে জামিন দিয়ে হাইকোর্টের জারি রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ছয় বিচাপতির আপিল বিভাগ এ আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। পাপিয়ার পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সাঈদ আহমেদ রাজা ও শাহ মনজুরুল হক।
পাপিয়াকে ছয় মাসের জামিন দিয়ে গত ১ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুল দেয়।
এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। গত ২ নভেম্বর জামিন স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত।
২০২০ সালের ৪ আগস্টে দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করে তাদের দখলে রাখায় চার্জশিট অনুমোদন দেয় দুদক । এরপর বিচার শুরু হয়।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
মন্তব্য