বিতরণ হচ্ছে ফরম। বিভিন্ন বয়সী নারী-পুরুষ দাঁড়িয়ে আছেন লাইন ধরে। অপেক্ষা ফরম পূরণের।
গত ১৫ দিন ধরে এমন দৃশ্য দেখা যায় গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের পদুমশহর গ্রামের মিয়া বাড়ির সামনে।
বৃহস্পতিবার দেখা যায়, মিয়া বাড়ি সংলগ্ন রেলগেট বাজারের আশেপাশে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে প্রায় ২৫টি ইজিবাইক, অটোরিকশা, রিকশা ও ভ্যানগাড়ি। এসব গাড়িতে করে লোকজনকে নিয়ে আসা হয়েছে ফরম পূরণের জন্য।
সেই ফরমে লেখা, ‘বিপুল ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে, শান্তিপূর্ণ অহিংস সাংবিধানিক আইনের দ্বারা গঠিত, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা বরাবরে পুঁজির জন্য ঋণের আবেদন।
‘ভ্যাট, ট্যাক্স, সেবার নামে সর্বস্তরের জনগণ থেকে আদায় করা লক্ষ লক্ষ কোটি টাকার একটি বড় অংশ, স্বাধীনতার পর থেকেই লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। জনগণের কষ্টার্জিত এ অর্থ উদ্ধার করে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও আয় বৃদ্ধি তথা অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে পরিশোধযোগ্য এক লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণের মাধ্যমে পুঁজির জোগান দেয়ার পরিকল্পিত কর্মসূচির আওতার ফল পেতে আগ্রহীদের আবেদনের ছক।’
পুঁজির জন্য ঋণের আবেদনের এ ফরম দিচ্ছে ‘অহিংস গণঅভ্যুথান বাংলাদেশ’ নামের একটি সংগঠন। ওই এলাকায় ফরম বিতরণ করছেন ৩৫ বছর বয়সী আরিফ। মুদি দোকানে বসে ফরম পূরণ করাচ্ছেন তিনি।
ফরম পূরণের জন্য নেয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর। ফরম দিয়ে বলা হচ্ছে নিজ দায়িত্বে পূরণ করে রাতে অথবা পরের দিন তার সঙ্গে যোগাযোগ করতে। কেউ কেউ নিজে নিয়ে পূরণ করছেন ফরম। আবার আরিফ নিজেও কারও কারও ফরম পূরণ করে দিচ্ছেন।
গত ১৫ দিনে উপজেলার হাজার হাজার নারী-পুরুষ মিয়া বাড়ির গেট বাজারে আরিফের দোকানে এসে ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মোবাইল নম্বর দিয়ে ঋণের আবেদন করেন। আরিফ তাদের জানিয়ে দিচ্ছেন, তাদের সঙ্গে পরবর্তী সময়ে ঢাকা থেকে যোগাযোগ করা হবে।
কী বলছেন ফরম পূরণকারীরা
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের শাপলামিল এলাকা থেকে গিয়ে ফরম পূরণ করা আঁখি বেগম বলেন, ‘আমি এক সপ্তাহ আগে জেনেছি, এক লাখ টাকা করে ঋণ দেয়া হবে। এ জন্য মোবাইল নম্বর ও ভোটার আইডি কার্ড নম্বর লাগবে। এ জন্য আরিফ ভাইয়ের কাছে এসে ফরম পূরণ করে দিলাম। আমার গ্রামের অনেক মহিলাই এসে ফরম পূরণ করে গেছেন।’
কবে ও কারা এ টাকা দেবেন, এমন প্রশ্নের জবাবে ‘কিছুই জানি না’ উত্তর দেন তিনি।
উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের অটোচালক ছাদ্দাম মিয়া বলেন, ‘এক লাখ টাকা করে ঋণ দেবে। তাই আমার গ্রাম থেকে গত কয়েক দিন যাবত প্রতিদিনই অটোভর্তি যাত্রী নিয়ে আসছি। আজও ছয়জনকে নিয়ে আসছি। তারা ভোটার আইডি কার্ডের নম্বর আর মোবাইল নম্বর দিয়ে ফরম পূরণ করে দিয়ে যাচ্ছেন।’
স্থানীয়রা বিষয়টিকে প্রতারণা সন্দেহ করে পুলিশকে অবগত করলেও থামেনি ফরম বিতরণ। তাদের অভিযোগ, পুলিশকে জানানো হলে তারা এসে কথা বলে যায় আরিফের সঙ্গে, তবে তাতেও এ কার্যক্রম বন্ধ হয়নি।
ফরম বিতরণকারীর স্বজনের ভাষ্য
ফরম বিতরণকারী আরিফের ভাই আশরাফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘টাকা দেয়ার কথা বলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে।’
তিনি জানান, ফরম পূরণের কয়েক দিন পর এসব নম্বরে ফোন দিয়ে বিভিন্ন বাহানায় ১০০ করেও যদি টাকা নেয় ‘অহিংস গণঅভ্যুথান বাংলাদেশ’, তাহলে তাদের কোটি টাকা আয় হবে। ঋণ দেয়ার বিষয়টি ভুয়া। তিনি ব্যক্তিগতভাবে অনেককেই এ ফরম পূরণ করতে নিষেধ করেছেন।
কী বলছে পুলিশ ও প্রশাসন
সাঘাটা থানার ওসি রাকিব হোসেন নিউজবাংলাকে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে ফরম বিতরণ বন্ধ করা হয়েছিল। আরিফ নামের ওই যুবককে ফরম বিতরণ করতে নিষেধ করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালিব বলেন, ‘এনআইডি নম্বর একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সেখানে, যাকে তাকে এ নম্বর হস্তান্তর করা উচিত নয়। কেননা এ নম্বর দিয়ে অনৈতিক ঘটনা ঘটতে পারে, যার ফলে কোনো ব্যক্তির অপূরণীয় ক্ষতিও হতে পারে।’
এ জন্য স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়ারও পরামর্শ দেন এ কর্মকর্তা।
এ বিষয়ে আরিফের সঙ্গে কথা বলতে চাইলে কৌশলে স্থান ছাড়েন তিনি। পরে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করেও যোগাযোগ করা যায়নি।
আরও পড়ুন:মোটর সাইকেলটি বিক্রি হবে ৬৫ হাজার টাকায়। দরদাম ঠিক হওয়ার পর ক্রেতার আবদার- ‘বদ্দা, এক্কানা চালাই চাই (একটু চালিয়ে দেখতে চাই)। পরে বিক্রেতার কাছ থেকে চাবি নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চোখের সামনে দিয়েই শাঁ করে চালিয়ে পালিয়ে যায় ক্রেতারূপী চোর।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জার টেক এলাকায়। শুক্রবার সেই প্রতারককে বন্দর নগরীর লালখান বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী পোশাক কারখানার নিরাপত্তা রক্ষী পটিয়ার কোলাগাঁও এলাকার রেজাউল করিম। তিনি বলেন, ‘২৬ সেপ্টেম্বর পটিয়া উপজেলা থেকে একজন ক্রেতা আসেন আমার ১০০ সিসি চট্ট-মেট্রো হ-১৮-০১৭৮ মোটর বাইকটি কেনার জন্য। দরদামের পর ৬৫ হাজার টাকায় মোটরসাইকেলটি বিক্রি করতে রাজি হই।
‘এরপর দুই-এক চক্কর চালিয়ে দেখতে চাইলে আমি তাকে চাবি দেই। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই সে বাইক নিয়ে উধাও! চারদিকে খোঁজ করে পরে থানায় মামলা করি। আজ পুলিশ সেই প্রতারককে গ্রেপ্তার ও আমার বাইক উদ্ধার করতে সমর্থ হয়।’
প্রতারক যেভাবে পুলিশের জালে
মোবাইল ফোন থেকে কল করাসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও মোটর সাইকেল নিয়ে হাওয়া হয়ে যাওয়া প্রতারকের সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বন্ধুর মাধ্যমে ক্রেতা সেজে ওই প্রতারকের সঙ্গে যোগাযোগ করে চট্টগ্রামের লালখান বাজারে দেখা করার দিনক্ষণ ঠিক হয়। শুক্রবার পুলিশের সাহায্য নিয়ে হাতেনাতে ধরা হয় প্রতারক সাইফুল ইসলামকে।
জানা যায়, প্রতারক সাইফুল ইসলাম প্রকাশ মানিক নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়াপাড়া মাজার গলির আবু জাফরের বাড়িতে থেকে এভাবে প্রতারণা করে বেড়ায়। তবে তার বাড়ি ফেনী জেলায় বলে জানায়। নিজেকে কখনও পটিয়া শান্তির হাট এলাকার ব্যবসায়ী পরিচিয় দেয়, কখনও নগরীতে চাকরি করে বলে জানায়।
পুলিশ জানায়, ৩ অক্টোবর দায়ের হওয়া মামলার সূত্র ধরে বাদীর সহযোগিতায় প্রতারককে নগরীর লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি আমলে নিয়ে থানায় একটি মামলা হয়। পরে প্রতারককে গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। আজ ভোরে (৪ অক্টোবর, ২০২৪) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
‘তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ ছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারনামীয় আসামি সে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উল্লেখ্য, তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন।’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।
ডিবির ওই কর্মকর্তা জানান, সাধন চন্দ্র মজুমদারকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা পরে জানানো হবে।
প্রসঙ্গত, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সবশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নওগাঁ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্বে। সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ সংসদীয় আসন।
সুনামগঞ্জের ছাতকে আশি বছরের বেশি বয়সী এক পীর খুন হয়েছেন। সকালে নিজ গ্রাম সৈদেরগাঁওয়ের (ধারণ) বাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই পীরের নাম সৈয়দ মাহমুদ হোসেন ওরফে আব্দুল হান্নান পীর।
গ্রামের লোকজন জানান, বয়োজ্যেষ্ঠ এই পীর বাড়ির সামনের দিকের একটি ঘরে প্রতিদিন ফজরের নামাজ পড়ে এসে বসতেন। অনেকে তার কাছ থেকে এসে পানিপড়াও নিতেন।
আব্দুল হান্নান পীর প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ফজরের নামাজের পর ওই ঘরে এসে বসেছিলেন। ওই সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিলেটে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
আব্দুল হান্নান পীরের মৃত্যুর খবর শুনে ভক্ত-শুভানুধ্যায়ীরা তার বাড়ির সামনে ভিড় জমান।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানান, ছুরিকাঘাতে খুন হয়েছেন আব্দুল হান্নান পীর। কারা, কেন তাকে হত্যা করলো এ বিষয়ে জানার জন্য ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন:সাইবার নিরাপত্তা আইনসহ সব কালো আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় এর আগে প্যানেল আলোচক হিসেবে সাইবার আইন বাতিলের দাবি জানান উপদেষ্টা নাহিদ ইসলাম, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ বেশ কয়েকজন বক্তা।
এর পরিপ্রেক্ষিতে আসিফ নজরুল বলেন, ‘শুধু সাইবার নিরাপত্তা আইন নয়,পর্যায়ক্রমে সব কালো আইন বাতিল করা হবে।’
তথ্য উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি সাইবার নিরাপত্তা আইন বাতিল করা উচিত। কারণ এই আইনের সবটা সংশোধন করলেও মানুষের মনে সংশয় থেকে যাবে।’
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘সাইবার নিরাপত্তা আইন সংশোধনের অযোগ্য। এই আইন পুরোপুরি বাতিল করা দরকার।’
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্ত মত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন।
বৃহস্পতিবার এ সংক্রান্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. নাসিমুজ্জামান ভুইয়া, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, আইনজীবী শিশির মনির, ব্যারিস্টার আনিতা গাজী, লেখক জাহেদ উর রহমান, ব্যারিস্টার প্রিয়া আহসান প্রমুখ।
জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ হাজার ৮১৮টি মামলা চলমান।
এ ছাড়া বর্তমানে ‘স্পিচ অফেন্স’ সম্পর্কিত এক হাজার ৩৪০টি মামলা চলছে। এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে ২৭৫টি মামলা রয়েছে।
এসব মামলার মধ্যে ৪৬১টি মামলা তদন্তাধীন এবং ৮৭৯টি মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন।
আরও পড়ুন:সিলেটের বিয়ানীবাজারে সিএনজিচালিত অটোরিকশার চালক হযরত আলী হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক শায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের রওশন আলীর ছেলে শহিদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের বাদশা মিয়ার ছেলে সুমন আহমদ, ফজিল বারীর ছেলে শিপু মিয়া, মুসুক মিয়ার ছেলে জাকারিয়া মুন্ন ও হরমুজ আলীর ছেলে রুহল আমিন। সাজাপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন।
মামলা বিবরণে জানা গেছে, ২০১৪ সালেন ১৭ আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা সিএনজিচালিত অটোরিকশা চালক হযরত আলীকে নিয়ে সিলেট থেকে বিয়ানীবাজারে যান। সেখানে রাত ১১টার দিকে কৌশলে তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান তারা। পরদিন নিহতের ভাই শুক্কুর আলী বিয়ানীবাজার থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের দীর্ঘ দশ বছর পর বৃহস্পতিবার পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
হযরত আলীর বাড়ি সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীর নগর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমা থানার আলমপুর এলাকায় বসবাস করতেন। তার পেটসহ শরীরের ১৭ জায়গায় জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে শুক্কুর আলী বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দীর্ঘ দশ বছর পর ভাই হত্যার বিচার পেয়ে আমরা সন্তুষ্ট। তবে আসামিরা এখনও পলাতক। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার বলেন, ‘এই রায় সিলেটের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। বিজ্ঞ আদালত যুক্তিতর্ক শেষে দোষী সাব্যস্ত হওয়ার পরই এই রায় দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট।’
বাদীপক্ষের আইনজীবী জায়েদা বেগম জানান, মামলায় ১২ জনের সাক্ষ্য-প্রমাণ দেয়া হয়েছে। নিহত হযরত আলীকে ছুরিকাঘাত করে ফেলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে। সে সময় তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করে যান। আদালত যুক্তি-তর্ক শেষে ৩০২/৩৪ ধারায় এ রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।’
আরও পড়ুন:গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত চারশ’ অভিযোগ জমা পড়েছে। ভুক্তভোগীদের দেয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে।
রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনুসন্ধান কমিশনের সভাপতি ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
মইনুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকব। বক্তব্যের জন্য সমন দেব। অভিযুক্তরা না এলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। ২৫ সেপ্টেম্বর আমরা ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন করেছি। ১ অক্টোবর আমরা ডিবি ও সিটিটিসি পরিদর্শন করেছি। তবে সেখানে কোনো বন্দি আমরা পাইনি। সম্ভবত ৫ আগস্টের পর সেখানে থেকে সবাইকে ছেড়ে দেয়া হয়েছে।’
এর আগে ২৭ আগস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই কমিশন গঠন করে সরকার।
কমিশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্টগার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের হাতে জোর করে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
আরও পড়ুন:
মন্তব্য