আওয়ামী লীগের তিন সংগঠন ও বিএনপিসহ আরও কয়েকটি দলের সমাবেশের পাশাপাশি এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ-র্যাব।
এ ছাড়া সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাঁজোয়া যান নিয়ে অবস্থানের পাশাপাশি সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
পুলিশ বলছে, ঢাকার জনগণের নিরাপত্তায় প্রস্তত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। যে কোনো নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে গোয়েন্দারা মাঠে সর্বদা কাজ করছেন। জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, লাঠি-সোটা ব্যবহার করলে কাউকে ছাড় দেয়া হবে না।
বাহিনীটি বলছে, রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে গোয়েন্দা তথ্য রয়েছে, সে অনুযায়ী মাঠে পুলিশ কাজ শুরু করেছে। ঢাকার প্রবেশমুখ ও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, যানজট পরিস্থিতি মোকাবিলা, নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার কৌশলে পুলিশ আগাম প্রস্তুতি নিয়েছে। যে কোনো অরপ্রীতিকর পরিস্থিতি কিংবা বিশৃঙ্খলা মোকাবিলায় থাকবে পুলিশের ‘স্পেশাল ফোর্স’ । সাইবার স্পেসেও চলছে সার্বক্ষণিক মনিটরিং।
সরেজমিনে দেখা গেছে, মগবাজার, বাংলামোটর, কাকরাইল, মৎসভবন, পল্টন, রাজারবাগ, গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর- দক্ষিশ পাশ, শাহবাগসহ সমাবেশ কেন্দ্রিক এলাকাগুলো সাঁজোয়া যানসহ পুলিশের অবস্থান রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘সার্বিক নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব-আনসার রয়েছে। গোয়েন্দা পুলিশও তৎপর আছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কঠোর হবে পুলিশ।’
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি থেকে মনোনয়ন দাবি করেছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সভাপতি এবং মিঠামইন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার।
গত শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এ সময় তার প্রার্থিতা সমর্থন করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার বলেন, কিশোরগঞ্জ-৪ নির্বাচনী এলাকার মানুষ আওয়ামী দুঃশাসন চলাকালে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাবেক রাষ্ট্রপতির পরিবারের সীমাহীন দুর্নীতি, অত্যাচার ও স্বজনপ্রীতির কারণে হাওরের মানুষ দলিত, পিষ্ট এবং নজিরবিহীন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে।
তিনি আরো বলেন, রক্তক্ষয়ী আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও এর সুফল ভোগ করতে পারছেনা হাওর এলাকার মানুষ। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সারা দেশে বিএনপির নেতৃত্বে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হলেও হাওর এলাকার রাজনীতিতে অনেকটাই অনুপস্থিত। দুর্বল রাজনৈতিক নেতৃত্ব, ভুল পদক্ষেপ ও নেতাদের নিস্ক্রীয়তার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।
এ অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেলে দলের ঐতিহ্য ও গৌরবকে সমুন্নত রেখে হাওরে নতুন জাগরণ সৃষ্টি করতে সক্ষম হবেন বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ত্যাগী ও বলিষ্ট নেতৃত্বের অধিকারী হিসেবে অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদারকে সমর্থন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম মীর, ঢাকা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আরিফ খান, মিঠামইন উপজেলা বিএনপির সহ সভাপতি রবিউল আলম শ্যামল, দিদারুল আলম দিদার ও পারভেজ আহমেদ বুলবুল, সাবেক সহ সভাপতি সোহরাব ভুঁইয়া ও হারুনুর রশীদ, মিঠামইন উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ঠাকুর, মিঠামইন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া, মিঠামইন উপজেলা যুবদলের সদস্য সচিব এরশাদুল হক, মিঠামইন উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন, মিঠামইন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান ভুঁইয়া, মিঠামইন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাদিউল ইসলাম প্রমুখ।
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বাস উল্টে দুর্ঘটনায় মো. ফয়সাল (৪৭) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার রাত ২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ফয়সালের স্ত্রী রাণী আকতার (৩১) সহ আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন আছে। এর আগে, গত শনিবার টানেলের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় বরযাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ফয়সাল নগরীর পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার হোসেন আহমেদের ছেলে। তার দুই ছেলে-মেয়ে রয়েছে।
নিহত ফয়সালের ছোট ভাই সালাহ উদ্দিন জানান, শনিবার দুপুরে একটি বিবাব অনুষ্ঠানে যাওয়ার পথে বাস চালক দ্রুত গতিতে বাস চালানো কারণে টানেলের মাঝে পথে বাসটি উল্টে যায়। এসময় বাসে থাকা ৩০ যাত্রীর মধ্যে ১২ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে তাদের নগরীর ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে বড় ভাই ফয়সালের মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় বড় ভাই ফয়সালের স্ত্রীসহ আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বাসচালকের অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে আমরা এরকম দুর্ঘটনার শিকার হয়েছি।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, টানেলে দুর্ঘটনায় আহত অবস্থায় ৬ জনকে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি তাদের মধ্যে ফয়সাল নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারে ছিন্নমূল ও পার্শ্ববর্তী আলীনগরে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এবং উভয়পক্ষ মিলিয়ে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও কালু নামে স্থানীয়দের পরিচিত বলে জানা গেছে। সংঘর্ষে কুপিয়ে ও গুলিবিদ্ধ হওয়ার ক্ষত নিয়ে আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভর্তি হয়েছেন।
আহতরা হলেন, জাবেদ (৩৮), মো. জাকির (৪৮), মো. তানভীর হোসেন (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম (৩২), ইসমাইল হোসেন বাবু (৩০), জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭), মো. পারভেজ (২০), মো. নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), মো. রায়হান (১৮), মো. শামীম (২৯), মোহাম্মদ হারুন (৪৫), মাসুদ (৩৫) ও এমদাদুল হক (৪৭)।
জানা যায়, দীর্ঘদিন ধরেই এই এলাকায় সরকারি পাহাড়-টিলা দখল করে কেটে প্লট বানিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে ইয়াছিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত বছরের ৫ আগস্টের পর থেকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সলিমপুর ইউনিয়নের স্থানীয় রোকন উদ্দিন ওই এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা শুরু করেন। এ অবস্থায় ওই এলাকায় দিনদিন উত্তেজনা বাড়তে থাকে। সংঘর্ষটি গত শুক্রবার রাত থেকে শুরু হয়ে গত শনিবার দুপুর পর্যন্ত চলে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার রাত ১০টা থেকে রোকন মেম্বারের অনুসারীরা আকবরশাহ এলাকার বড় গ্যাসলাইন সংলগ্ন মাঠ, ফকিরহাট ও জলিল এলাকায় জড়ো হতে থাকে। প্রায় শতাধিক সদস্য নিয়ে রোকন গ্রুপ আলীনগর ও সলিমপুরে হামলা চালায়। প্রতিরোধে পাল্টা হামলা চালায় ইয়াছিন গ্রুপের কয়েকশ’ সদস্য।
এসময় দুপক্ষের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। শুক্রবার রাত থেকে শুরু হওয়া হামলা-পাল্টা হামলা হলে গত শনিবার দুপুর পর্যন্ত। এ সময় বহু বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা।
নিয়োগ বিধিমালা সংশোধন.১৪তম গ্রেডে পদায়নসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে নড়াইল জেলার স্বাস্থ্য সহকারীরা। রবিবার দ্বিতীয় দিনের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার তিনটি উপজেলা শহরে কর্মরত স্বাস্থ্য সহকারীরা এ কর্মসূচি পালন করছে।
নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করছে সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী সমিতির নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে কর্মবিরতি চলাকালে তাদের দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ স্বাস্থ্য সহকারী সমিতি নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি মুর্শিদা আক্তার, সহ-সভাপতি সুব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক সুজিত কুমার, সাংগঠনিক সম্পাদক নওশের আলী, অর্থ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান সহ অনেকে।
বক্তারা আরও জানান, সরকারের পক্ষ থেকে যদি দাবি আদায়ে কোনো উদ্যোগ নেয়া না হয় তাহলে আগামী ১২ অক্টোবর থেকে নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচিও স্থগিত করা হবে। স্বাস্থ্য সহকারীদের ন্যয্য দাবি দ্রুত মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর আহবান জানান।
স্বাস্থ্য সহকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—নিয়োগ বিধিমালা সংশোধন, বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিকে যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করা, ১৪তম গ্রেডে পদায়ন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে পদোন্নতি, কারিগরি পদমর্যাদার স্বীকৃতি এবং ধারাবাহিকভাবে উচ্চ গ্রেডে পদোন্নতির ব্যবস্থা।
নড়াইল সদর উপজেলা ছাড়াও লোহাগড়া ও কালিয়া উপজেলা শহরেও একই দাবিতে কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। গত শনিবার (৪) অক্টোব থেকে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন শুরু করেছে।
জামালপুরের সরিষাবাড়ীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নবনির্মিত তারাকান্দি-ভুয়াপুর সড়কে উঠেছে দুষিত পানি। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি তিতাশ মোড়ে এমন চিত্র দেখা যায়। এমনকি সড়কের আশেপাশে থাকা বাসা, বাড়ীতেও ঢুকছে এসব দুষিত ও বিশাক্ত পানি। ফলে নানা রোগে আক্রান্ত হচ্ছে এ এলাকার বসবাসকারী মানুষ।
জানা যায়, সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কের তারাকান্দি যমুনা সারকারখানা সংলগ্ন তিতাস মোড় এলাকায় নতুন বাইপাস রাস্তা নির্মাণ করে সড়ক ও জনপদ অধিদপ্তর। এরপর থেকেই যমুনা সারকারখানা কমান্ডিং এরিয়ার ভেতরের পানি, বাহিরের ড্রেনের পানি ও বৃষ্টির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় দুই রাস্তার মাঝে হাটু পানি জমে যায়। ফলে প্রতিদিন এসব দুষিত ও বিষাক্ত পানি আশেপাশের বাড়ীতে ঢুকছে। এতে করে নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। অনেকে পানি থেকে নিজের ঘরবাড়ী বাচাতে নতুন রাস্তার উপর দিয়েছেন বাধ। ফলে পানি কোথাও নামতে পারছে না এ কারনেই বাসা বাড়ীতে প্রতিদিন পানি বাড়ছে।
তিতাস মোড় এলাকার ব্যবসায়ী ময়নাল, রোজিনা, শামিম বলেন, এখানে কয়েকমাস ধরে পানি জমে আছে। অনেকের বাড়ীর ভেতরেও এসব পানি হাটু পর্যন্ত জমে আছে। আমারা ব্যবসা করতে পারতেছি না। দোকান ও বাড়ীতে পানি উঠে। তাই বাধ্য হয়ে রাস্তায় মাটি দিয়ে পানি আটকানোর চেষ্টা করছি। আমাদের কস্ট দেখার কেও নেই।
যমুনা সার কারখানার জিএম (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি ইতিমধ্যে আমরা জেনেছি। আমাদের যমুনার জমে থাকা পানি নিষ্কাশনের জন্য মটর বসিয়ে পানি আমাদের ড্রেনের সাথে নিষ্কাশনের ব্যবস্থা করবো। তাছাড়া এলাকার লোকজন পানি গুলোকে বিলে বা আশেপাশের খোলা জায়গায় নামতে দিচ্ছে না। রাস্তার উপর বাধ দিয়ে পানি আটকে রেখেছে। ফলে পানি গুলো কোথাও নামতে পারছে না। তবে পানি নিষ্কাশনের বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
হিউম্যান কনসার্ন ইউএসএ’র অর্থায়নে এবং শিশুদের জন্য কোডিং ক্লাস পরিচালনাকারী প্রতিষ্ঠান ড্রিমার্স একাডেমির প্রশিক্ষণের মাধ্যমে টাঙ্গাইলের দুর্গম যমুনা চর শুশুয়া গ্রামের ১১-১৪ বছর বয়সী ২০ জন শিক্ষার্থীকে বছরব্যাপী কোডিং শিখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে শুশুয়ায় একটি কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে, এখানে ১১টি ল্যাপটপ, প্রজেক্টর, আইপিএস, ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। ড্রিমার্স একাডেমির প্রশিক্ষকরা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছেন।
এই উপলক্ষে রবিবার শুশুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংলগ্ন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুঞাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান সোহাগ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ড্রিমার্স একাডেমির চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ, এবং শুশুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোমিনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দুর্গম যমুনা চরে কোডিং শিখানোর এই প্রকল্প একটি বিশাল অগ্রগতি। এর মাধ্যমে যমুনা চরের অবহেলিত শিক্ষার্থীরা শহরের শিশুদের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারবে।
হিউম্যান কনসার্ন ইউএসএ’র সিইও মাসুম মাহবুবুর রহমান বলেন, “কোডিং শেখার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হবে। শিক্ষার্থীরা মোবাইল ও কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা শিখতে পারবে। এর মাধ্যমে তারা উন্নত জীবন গড়তে পারবে। ভবিষ্যতেও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে চরের যুবকদের দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা হবে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে তিনটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি। অসংখ্য গাছপালা ভেঙ্গে গিয়ে রাস্তায় পড়াতে উদ্ধার কাজ করতে উদ্ধারকর্মীরা হিমসিম খাচ্ছে। এতে কমপক্ষে ৩০ আহত হয়েছেন। রোববার সকাল ৮টায় ভারী বৃষ্টির সময় কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনয়নের ৩টি গ্রামে টর্ণেডো আঘাত করে। অসংখ্য গাছ পাকা রাস্তার উপর পরে থাকায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী দুর্গত এলাকায় ঢুকতে পারছে না।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তার উপর পরে থাকা গাছ অপসারণ করা যাচ্ছে না। তারা চেয়ারম্যান ও মেম্বারের সাহায্য চাচ্ছে কাঠুরিয়াদের এগিয়ে আসার জন্য।
গুরুতর আহত ৫ জন কিশোরগঞ্জ হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছেন। বাকী ২৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অনেক গবাদী পশু আহত হয়েছে। পশুগুলোর প্রাথমিক চিকিৎসার জন্য কিশোরগঞ্জ প্রাণি সম্পদ দপ্তরের একটি টীম কাজ করছে।
কিশোরগঞ্জ থানার এসআই মোঃ মহসিন বলেন, রাস্তার উপর গাছপালা পড়ে থাকার কারণে আমরা গাড়াগ্রাম ডিসির মোড় পার হয়ে ভীতরে ঢুকতে পারেনি।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানিয়েছেন, দুর্গত এলাকায় উদ্ধারকর্মীরা কাজ করছে। ক্ষয়-ক্ষতির পরিমান এখনোও হাতে আসেনি।
মন্তব্য