পুরোনো জঙ্গি সংগঠনগুলোর সদস্যদের নিয়ে সৃষ্টি হয় নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। নতুন সংগঠনের আধ্যাত্মিক নেতা ও প্রধান শামিন মাহফুজকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গিবাদের একটি অধ্যায়ের সমাপ্তি হবে বলে আশা প্রকাশ করছেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।
শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন শেষে তিনি নিউজবাংলাকে বলেন, ‘শামিন মাহফুজ বাংলাদেশে জঙ্গিবাদের অনেকগুলো পর্যায়ে জড়িত। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদে আমরা আরও অনেক তথ্য পাব, যেগুলো ভবিষ্যতে জঙ্গিবিরোধী কার্যক্রমে আমাদের জন্য অনেক অনেক সহায়ক হবে। তাকে গ্রেপ্তারের মাধ্যমে দেশে জঙ্গিবাদের একটি অধ্যায় সমাপ্ত হবে।’
সিটিটিসি জানায়, শুক্রবার রাজধানীর ডেমরা থেকে শামিন মাহফুজ ও তার স্ত্রী নাসরিনকে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ আইইডি বানানোর সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।
যেভাবে জঙ্গিবাদে শামিন
সিটিটিসি জানায়, রংপুর ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন শামিন। এসএসসিতে রাজশাহী বোর্ডে পঞ্চম স্থান অর্জন করেন তিনি। কলেজে থাকা অবস্থায় ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িয়ে পড়েন। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানার পর তাকে বহিষ্কার করে। অন্য একটি কলেজ থেকে এইচএসসিতে সপ্তম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তখনকার জঙ্গি সংগঠন জমিয়েতুল মুসলিমিনের দাওয়াত পেয়ে যুক্ত হন তিনি। সংগঠনটির পরবর্তী রূপ আনসার আল ইসলাম।
মো. আসাদুজ্জামান বলেন, ‘বড় ভাইয়ের ছেলে শরীফের মাধ্যমে জমিয়েতুল মুসলিমিনের দাওয়াত পান শামিন। ২০০৭ সাল থেকে এই সংগঠনের আধ্যাত্মিক নেতা জসিমউদ্দিন রাহমানীর সংস্পর্শে আসেন। তারেক সোহেল, এজাজ কারগিল, শামীম, সাখাওয়াত শফিক— যারা ওই সময়ের শীর্ষ নেতৃত্ব, তাদের সঙ্গে যোগাযোগ হয়।’
শামিন মাহফুজকে জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের বরাতে সিটিটিসির প্রধান বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন শামীন মাহফুজ। শিক্ষকতা করাকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার জন্য এনরুলমেন্ট হয়। তার সাবজেক্ট ছিল পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীর জীবনযাপন। ইচ্ছে করেই এই বিষয়টি বেছে নেয়, যাতে পিএইচডির আড়ালে পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পসহ একটি আস্তানা করা যায়।’
‘কারাগারে বসে পরিকল্পনা’
শামিন মাহফুজকে গ্রেপ্তারের পর সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান জানান, এ নিয়ে তিনবার গ্রেপ্তার হয়েছেন শামিন মাহফুজ। ২০১১ সালে বিজিবি তাকে বিপুল পরিমাণ আইইডি তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করে। জেল থেকে ছাড়া পেয়ে একই কার্যক্রম অব্যাহত রাখেন। দ্বিতীয়বার ২০১৪ সালে ডিবি তাকে গ্রেপ্তার করে। তাকে রাখা হয় কাশিমপুর কারাগারে।
তিনি বলেন, ‘কারাগারে থাকাকালীন নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া প্রতিষ্ঠা করার পরিকল্পনা হয়। কারাগারে তিনি আটক হুজি ও জেএমবির শীর্ষ নেতৃত্বের সংস্পর্শে আসেন। তার মধ্যে অন্যতম জেএমবির মাওলানা সাইদুর রহমান, হুজির হাফেজ ইয়াহিয়া, আবু সাঈদ, মুফতি হান্নান। তারা যৌথভাবে সিদ্ধান্ত নেয়। সংগঠনের প্রথম আমির রক্সিও তখন জেলে ছিল।
‘জেলে আটক জঙ্গিরা জানতেন, শামিন ও রক্সি দ্রুত জেল থেকে ছাড়া পাবেন। তাদের দায়িত্ব দেয়া হয় হুজি, জেএমবি, আনসার আল ইসলামসহ সকল জঙ্গিকে নিয়ে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। ২০১৭ সালে রক্সি জামিন পান, ২০১৮ সালে শামীন জামিন পান। বের হয়ে তারা নতুন জঙ্গি সংগঠনের জন্য সদস্য সংগ্রহ শুরু করেন। তখনও সংগঠনের নামকরণ করা হয়নি। প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে থাকে। শামীম পার্বত্য এলাকাকেন্দ্রিক আস্তানা গড়ার জন্য কাজ করতে থাকে। রক্সি সমতলে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকে। ২০১৯ সালে রক্সিকে আমির নিয়োগ করে।’
নাথান বম ও শামিনের সম্পর্ক
পাবর্ত্য অঞ্চলের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান লনচেও বম। শামিন ও নাথান বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু।
সিটিটিসির প্রধান বলেন, ‘কুকি-চিনের প্রধান নাথান বম, শামিনের বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু। শামিন এসএম হলে ও নাথান বম থাকতেন জগন্নাথ হলে। সূদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে নাথান বমের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন শামিন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালে নাথান বমের সঙ্গে পাহাড়ি অঞ্চলে পরিদর্শনে গিয়েছেন।
‘এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে জঙ্গি সংগঠন সৃষ্টি ও সদস্যদের সশস্ত্র জিহাদের জন্য প্রস্তুত করতে ট্রেনিং ক্যাম্প করার প্রস্তাব দেন শামিন। সেই প্রস্তাবের অংশ হিসেবে ২০২০ সালে কক্সবাজারে বে ওন্ডার্স নামে হোটেলে বসে তারা একটি সমঝোতা করেন।’
সিটিটিসির প্রধান বলেন, ‘হাতে লেখা সমঝোতা স্মারকটি উদ্ধার করা সম্ভব হয়েছে। দুই পৃষ্ঠার স্মারকে কীভাবে ট্রেনিং ক্যাম্প হবে এবং পরস্পর কীভাবে সহযোগিতা করবে তা বিস্তারিত উল্লেখ আছে।’
তিনি বলেন, ‘তখন থেকেই সংগঠনে প্রশিক্ষণ যাত্রা শুরু। ২০২১ সালে প্রথম সিলেট থেকে ছয় তরুণ নিখোঁজ হয়। তাদের অবস্থান শনাক্ত করা যায়নি। পরবর্তী সময়ে জানতে পারি, ২০২১ সালের এপ্রিল মাসে ১২ জন সদস্যকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। সেটা ছিল কেএনএফ ক্যাম্পের কাছে।
‘এই ক্যাম্পের নাম দিয়েছিল কেটিসি ক্যাম্প। ২০২২ সালের শুরুর দিকে ত্রিশের অধিক, সর্বশেষ কুমিল্লা থেকে সাত তরুণ নিখোঁজ হন। তখন ১৫ থেকে ২০ জনের একটা গ্রুপ ট্রেনিং ক্যাম্পে যায়।’
সিটিটিসির প্রধান বলেন, ‘২০২২ সালের জানুয়ারি মাসে প্রশিক্ষণ ক্যাম্পে বসেই নতুন জঙ্গি সংগঠনের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। শামিন মাহফুজের প্রস্তাব মতেই সংগঠনের নামকরণ করা হয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। সকলে একটাকে সমর্থন করে। ২০২১ সালে রক্সি গ্রেপ্তার হয়। তিনি ছিলেন প্রথম আমির। তাকে গ্রেপ্তারের পর আনিসুল ইসলাম ওরফে মাহমুদ ওরফে তমালকে ভারপ্রাপ্ত আমির হিসেবে নিয়োগ দেয়।’
নেতৃত্ব পাওয়া প্রায় সবাই গ্রেপ্তার
নামকরণ করার পর শুরা কমিটি গঠন করে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। শুরা কমিটির দায়িত্ব পাওয়া প্রায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিটিটিসির প্রধান।
তিনি বলেন, ‘২০২২ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিক নাম নিয়ে আত্মপ্রকাশ করে। তখন একটি শুরা কমিটি গঠন করা হয়। বিভিন্নজনকে দায়িত্ব দেয়া হয়। মো. মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখকে নায়েবে আমির নিযুক্ত করা হয়, যাকে আমরা গ্রেপ্তার করেছি। ডা. শাকেরকে আমরা গ্রেপ্তার করেছি, যিনি কুমিল্লা মেডিক্যাল কলেজের চিকিৎসক ছিলেন।
‘তিনি দাওয়া বিভাগের প্রধান ছিলেন। আইটি বিভাগের প্রধান করা হয় সাকিব বিন কামালকে। তাকেও আমরা গ্রেপ্তার করেছি। অর্থ বিভাগের দায়িত্ব দেয়া হয় রাকিবকে। মাইমুনকে সামরিক বিভাগের দায়িত্ব দেয়। আমরা প্রথম অভিযান শুরু করলে এই ক্যাম্পের সন্ধান পাই। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পে অভিযানের সিদ্ধান্ত নেয়।’
নাথান বম সবাইকে নিয়ে আত্মসমর্পণ করার একটি প্রস্তাব শামিন মাহফুজকে দিয়েছিলেন বলে জানতে পেরেছে সিটিটিসি। শামিনকে গ্রেপ্তারের পর একটি গোপন কথোপকথন পায় তদন্ত কর্মকর্তারা।
সেই কথোপকথনের বরাতে সিটিটিসির প্রধান বলেন, ‘সেই কনভারসেশনে দেখা যায়, দ্বিতীয় আমির, শুরা কমিটির সদস্য পাশাপাশি নাথান বম তাদের দলবল নিয়ে আত্মসমর্পণের জন্য শামিন মাহফুজকে প্রস্তাব দেয়। শামিন মাহফুজ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তিনি নির্দেশ দেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। তারই নির্দেশে বিভিন্ন সময় অভিযানে সশস্ত্র জঙ্গি সংগঠন ও কুকি-চিন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করেছিল।’
সিটিটিসির প্রধান বলেন, “শামিন মাহফুজ নির্দেশ দিয়েছিলেন, যুদ্ধ হবে আক্রমণাত্মক। রক্ষণাত্মক নয়। কোট করে বলতে গেলে, ‘শামিন মাহফুজ বলেছিল, ওরা আক্রমণ করলে ওদের এমন ধাওয়া করবেন যেন একটাও পালিয়ে না বাঁচতে পারে। যুদ্ধ হবে আক্রমণাত্মক; রক্ষণাত্মক নয়।’ এই নির্দেশনায় তারা আত্মসমর্পণ থেকে ফিরে আসে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
‘রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ছিল উদ্দেশ্য’
শামিনের সংগঠন দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করতে চেয়েছিল জানিয়ে সিটিটিসির প্রধান সংবাদ সম্মেলনে বলেন, ‘তারা মনে করে, যারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কাজ করে, তারা মুরতাদ। তাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ, সশস্ত্র যুদ্ধ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এমন একটা প্রস্তুতি নিতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছিল। দেশের অনেক যুবককে বিভ্রান্ত করে প্রশিক্ষণ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল।
‘পরবর্তী সময়ে সকল শীর্ষ জঙ্গি গ্রেপ্তার হলেও মূল ব্যক্তি অধরা থেকে গিয়েছিল। আমরা শুরু থেকেই বলছিলাম, শামিনকে না ধরা পর্যন্ত এই সংগঠনের উদ্দেশ্যের বিষয়ে স্পষ্ট হতে পারব না। আমরা তাকে স্ত্রীসহ গ্রেপ্তার করেছি।’
আরও পড়ুন:রাজনৈতিক উদ্দেশ্যেই গুম করা হতো বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিটির সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। গুমের শিকার ব্যক্তিদের সম্ভাব্য ৪ ধরনের পরিণতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে গুমসংক্রান্ত তদন্ত কমিটির সভাপতি এসব তথ্য জানান। কমিশনে দাখিল করা অভিযোগ বিশ্লেষণে এসব তথ্য দেন তিনি।
তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের সম্ভাব্য যে ৪ ধরনের পরিণতি হয়েছে, তা হলো: ১. গুমের শিকার ব্যক্তিকে হত্যা করা। ২. বিচারের আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করে জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশেই বিচারাধীন বা নতুন ফৌজদারি মামলায় গ্রেফতার দেখানো।৩. তাকে সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে সে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে গ্রেপ্তারের ব্যবস্থা করা। ৪. ভাগ্য সুপ্রসন্ন হলে, অল্পসংখ্যক ক্ষেত্রে মামলা না দিয়ে ছেড়ে দেওয়া।
গুম কমিশনের ২য় অন্তর্বর্তী প্রতিবেদন গত ৪ জুন প্রধান উপদেষ্টা বরাবর জমা দেওয়ার পর আজ দুপুরে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মইনুল ইসলাম চৌধুরী এ সব কথা বলেন।
গুম কমিশনের সভাপতি বলেন, বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে বিরোধী রাজনৈতিক শক্তি এবং ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে পদ্ধতিগত দমননীতির অংশ হিসেবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
তিনি বলেন, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী ও তাদের শুভাকাঙ্ক্ষীরা রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস, অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনসহ নানারকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি করেছে। তবুও বহু ভুক্তভোগী জীবনের ঝুঁকি নিয়ে তাদের অভিযোগ ও অভিজ্ঞতা জানিয়েছেন। তারা দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিস্তারিতভাবে সে কাহিনি তুলে ধরেছেন।
গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি আরো বলেন, বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে ‘জঙ্গিবাদবিরোধী’ অভিযানের ছায়াতলে ইসলামি উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন ও শাসন দীর্ঘায়িত করার উদ্দেশে পরিচালিত হয়েছিল। ভুক্তভোগীদের মধ্যে ছিলেন- মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও সাংবাদিক থেকে সাধারণ জনগণ।
মইনুল ইসলাম চৌধুরী বলেন, এ প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছিল। আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছিল। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দেওয়া হয়েছিল।
কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের ধারা ১০ এ(১) ও (২) অনুযায়ী কমিশনে দাখিলকৃত ১৩১টি অভিযোগের বিষয়ে আইন মোতাবেক জিডি রেকর্ডপূর্বক ভিকটিমদের সন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ মহাপরিদর্শক বরাবর প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, গোপন আটক কেন্দ্রের অস্তিত্ব এখন আর অস্বীকার করা যায় না। সকল ক্ষেত্রেই ভুক্তভোগীরা প্রায় একই ধরনের প্রক্রিয়ার শিকার হয়েছেন। পদ্ধতিগত নির্যাতন, সন্ত্রাসী হিসেবে প্রচার, একই ধরনের আইন অনুযায়ী অভিযোগ দায়ের ও একই ধরনের ভাষায় বর্ণনা। বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিদের অভিজ্ঞতার এই সামঞ্জস্য রাজনৈতিক উদ্দেশ্যকে স্পষ্ট করে।
তিনি বলেন, প্রতিবেদনে ১৯ শতাংশ ফেরত না আসা ১২ জন ভিকটিমের বিষয়ে অগ্রগতি তুলে ধরেছি, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে। তাদের গুমের জন্য কারা দায়ী, তা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পেরেছি। চলমান অনুসন্ধানের স্বার্থে এই মুহূর্তে এর চেয়ে বেশি প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
ফিরে না আসা ভিকটিমদের বিষয়ে অপরাধী ও গুমের অপরাধ সংঘটনের স্থানসহ নানাবিধ বিষয়ে তথ্যের ঘাটতি বা পুরোনো কললিস্ট না পাওয়াসহ নানারকম বিলম্বঘটিত প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও কমিশন আন্তরিকতার সঙ্গে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
প্রতিবেদনে কমিশন সন্ত্রাসবিরোধী যে সব মামলায় অপব্যবহার হয়েছে, তা ন্যায় বিচারের মানদণ্ড বিবেচনায় নিয়ে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে মালয়েশিয়া-ইন্দোনেশিয়ার মতো উপযুক্ত কাউন্টার টেরোরিজম মেথড বের করার জন্য দুটি সুপারিশ করা হয়।
এ সময় গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, মানবাধিকার কর্মী ও কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়েছেন হত্যা মামলার এক আসামি।
আসামি শরিফুল ইসলাম (২২) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার পর সংশ্লিষ্ট আদালতের দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল শহিদুল্লাহকে মারধর করে ছুটে পালিয়ে যান আসামি শরিফুল। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ এসআই রিপন।
তিনি বলেন, আসামিকে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশকে আঘাত করে তিনি পালিয়ে যায় আসামি শহিদুল।
ডিএমপির প্রসিকিশন বিভাগের এডিসি মাইন উদ্দিন বলেন, আসামির হাতে হাতকড়া পরানো ছিল। তিনি ধাতব কিছু দিয়ে হাতকড়া ঢিলা করে কৌশলে খুলে ফেলে। পরে পুলিশ কনস্টেবলের হাতে আঘাত করে পালিয়ে যায়।
তিনি বলেন, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কোতোয়ালি থানাকে জানানো হয়েছে আসামিকে গ্রেপ্তারের জন্য। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান।
প্রতারণার মাধ্যমে শেয়ার বাজার থেকে ২৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত ঢাকা জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানান।
আক্তার হোসেন বলেন, তিনটি কোম্পানির শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেছেন। বিনিয়োগ কার্যক্রমে মার্কেট ম্যানিপুলেট করা হয়েছে। মার্কেট ম্যানিপুলেশনের সঙ্গে তিনি (সাকিব) জড়িত।
এর আগে গত সোমবার সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। সাকিব ছাড়া ১৪ আসামি হলেন— সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের (ওরফে হিরু) ও তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।
আসামিদের বিরুদ্ধে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারপূর্বক দ্রুত আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ অভিপ্রায়ে শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত প্রচলিত আইন ও বিধি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬১ এর ১৭ ধারা) পরিকল্পিতভাবে লঙ্ঘনপূর্বক নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টসমূহে অসাধু, অনৈতিক ও অবৈধ উপায়ে ফটকা ব্যবসার মতো একাধিক লেনদেন, জুয়া ও গুজবের মাধ্যমে বাজারের কারচুপি করেছেন।
এজাহারে আরও বলা হয়, পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু শেয়ার সংঘবদ্ধভাবে ক্রমাগত ক্রয়-বিক্রয়পূর্বক কৃত্রিমভাবে দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ওই শেয়ারসমূহে বিনিয়োগে প্রতারণাপূর্বক প্রলুব্ধ করে ব্যাপক ক্ষতিসাধন করে তাদের ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎপূর্বক অস্বাভাবিক রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে অর্জিত অপরাধলব্ধ অর্থ বা প্রসিড অব ক্রাইম শেয়ার বাজার থেকে সংঘবদ্ধভাবে উত্তোলন করেছেন। আসামি মো. আবুল খায়ের (ওরফে হিরু) কর্তৃক তার স্ত্রী কাজী সাদিয়া হাসানের সহায়তায় ক্যাপিটাল গেইনের নামে অর্জিত অপরাধলব্ধ অর্থের ২১ কোটি ১৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকার উৎস গোপনের অভিপ্রায়ে লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। তিনি ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক, অযৌক্তিক এবং সন্দেহজনক লেনদেন করেছেন।
ওই মামলায় সাকিব আল হাসানের সম্পৃক্ততা প্রসঙ্গে বলা হয়, আসামি মো. আবুল খায়ের (ওরফে হিরু) কর্তৃক শেয়ার বাজারে কারসাজিকৃত প্যারামাউন্ট ইস্যুরেন্স লি., ক্রিস্টাল ইন্স্যুরেন্স লি. এবং সোনালী পেপারস লি.-এর শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করে বাজার কারসাজিতে যোগসাজশ করেন। সরাসরি সহায়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদের কারসাজিকৃত শেয়ারে বিনিয়োগে প্রতারণাপূর্বক প্রলুব্ধ করে তাদের ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে অপরাধলব্ধ আয় হিসেবে শেয়ার বাজার হতে উত্তোলনপূর্বক আত্মসাৎ করেছেন।
আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/১২০বি/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
চলতি বছরের এপ্রিলে সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
মানবতাবিরোধী অপরাধের বিচারে ভয়হীন ও পক্ষপাতহীনভাবে কাজ করবেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, কেউ বোমা মারলেও তিনি ভয় পাবেন না।
গতকাল মঙ্গলবার সকালে পুরোনো হাইকোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করতে গত ৮ মে ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম শুরু হয়ে গেল। সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা আল্লাহর ওপর নির্ভর করে পথ চলি। তার ওপর নির্ভর করে কাজ করি। কেউ বোমা মারলেও ভয় পাব না। কেউ গুলি করে মেরে ফেললে আমার সব গুনাহ নিয়ে যাবে। ফলে আমার ভয়ের কারণ নেই। আমি কবরের পাশে দাঁড়ানো, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ভয়ের কিছু নেই। বিচারের এই তরি বয়ে নিয়ে যাব।’ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আরও বলেন, কিছু লোক গত ১৫ বছর ক্ষমতা দখল করে রেখেছিল। তারা নিষ্ঠুরভাবে শাসন করেছে। তাদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস করেনি। মানুষ নিজেদের কথা বলতে পারেনি। সেই ফ্যাসিস্টরা এখনো ফিরে আসার চেষ্টা করছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, শত শত ছাত্র-জনতা জীবন দিয়ে মানুষকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। অনেকে আহত হয়েছেন। তাদের অনেকে এখনো যথাযথ চিকিৎসা পাননি। বিচারকেরা চেষ্টা করছেন ছাত্র-জনতার দুর্ভোগ কমাতে। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাদের নাম উল্লেখ করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, ভয়হীন ও পক্ষপাতহীনভাবে তারা কাজ করবেন। তাদের কাছ থেকে ন্যায়বিচার আশা করা যায়। তারা আন্তর্জাতিক নিয়ম ও প্রক্রিয়া মেনে চলবেন। আন্তর্জাতিক মানবাধিকারের বিষয়গুলোও মেনে চলবেন বলেও উল্লেখ করেন নজরুল ইসলাম চৌধুরী। এ সময় ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনার পর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখতে চাই আমাদের এই বিচার নিয়ে আন্তর্জাতিক মহলে যেন কোন প্রশ্ন না ওঠে। আমরা দেখতে চাই এই বিচার যেন হয় আন্তর্জাতিক মানের।’
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আজকের সংবর্ধনায় এজলাসে বসা শুরুর মধ্য দিয়ে ট্রাইব্যুনাল-২ এর যাত্রা শুরু হলো। ট্রাইব্যুনাল-১ থেকে কিছু মামলা এখানে আসবে বলে আশা করছি। আর কিছু নতুন মামলা এখানে দাখিল করব। ইনশাআল্লাহ, বিচারের অগ্রগতি দেশবাসী দেখতে পাবে। গত ৮ মে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে সরকার। এই ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান ও সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। এছাড়া প্রজ্ঞাপনে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হিসেবে ঘোষণা করা হয়। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান নির্মূলে আওয়ামী লীগ সরকার, তার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে বলে শত শত অভিযোগ জমা পড়ে। জাজ্বল্যমান এসব অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
রাজধানীর কুখ্যাত চাঁদাবাজ লিটনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ছিনতাই ও অপহরণের মামলা ছিল।
বুধবার (২৮ মে) রাত ১০টার দিকে পুরানো পল্টনের নিউ বন্ধু হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী ও গোয়েন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মতিঝিল এলাকায় ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়, অপহরণ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল লিটন। গত বছরের ৫ আগস্টের পর এসব কার্যক্রম আরও বেড়ে যায়।
পুরানা পল্টন এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে ভুক্তভোগীরা একাধিকবার সেনাবাহিনীর কাছে অভিযোগ করেন। এরপর সেনাবাহিনী ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো লিটনের গতিবিধি নজরদারিতে রাখে।
বুধবার রাতে নিউ বন্ধু হোটেলের পাশের একটি ভবনে থাকা লিটনের ব্যক্তিগত অফিসে অভিযান চালানো হয়। হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে হোটেল কক্ষ, অফিস ও তার বাসায় তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল ফোন, নগদ ২ লাখ টাকা ও ১ হাজার ১০০ ডলার উদ্ধার ও জব্দ করা হয়।
সেনাবাহিনীর মেজর শাকিব সাংবাদিকদের জানান, লিটনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার।
উপদেষ্টা আজ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেছেন, ‘বিচার শুরু হচ্ছে শিগগির। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি আছে সমাজে। এটি দৃশ্যমান করা হয়েছিল আট মাস আগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠনের মধ্যে দিয়েই।
এরপর তদন্তকারী অফিস ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়েছে। তদন্তকারী দল কয়েকটি মামলার তদন্ত শেষ করেছে। প্রসিকিউশন টিম পরীক্ষা নিরীক্ষা করে একটি মামলার ফরমাল চার্জ গঠন করেছে। গতকাল রোববার এটি ট্রাইব্যুনালে জমা দেয়ার পর তা আমলে নেয়া হয়েছে।’
উপদেষ্টা বলেছেন, ‘ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে একটি বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সেটি গতকাল থেকে শুরু হয়ে গেছে। মানবতাবিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছে অচিরেই। ইনশাল্লাহ্, অন্তর্বর্তী সরকারের শাসনামলেই এই বিচারের রায় পেয়ে যাবো আমরা। গণহত্যার বিচার, আমাদের অন্যতম অঙ্গীকার।’
স্ত্রী-কন্যাসহ আওয়ামী লীগের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নামে থাকা মোট নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। এসব হিসাবে মোট ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা রয়েছে।
বুধবার (২১ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক আদালতে হিসাব অবরোধের আবেদন করেন।
অবরুদ্ধ হওয়া হিসাবে মো. আব্দুর রাজ্জাকের নিজ নামে থাকা চারটি ব্যাংকে হিসাবে, ৪২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, তার স্ত্রী শিরিন আকতার বানুর চারটি ব্যাংক হিসাবে ৬৬ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা ও তার মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার হিসাবে ২৮ লাখ টাকা রয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগে দুর্নীতি, সরকারি জমি দখল, এসিআই ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত কোটি টাকা বিদেশে পাচার এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
এতে আরও বলা হয়, অনুসন্ধানকালে রাজ্জাক ও তার স্ত্রী-মেয়ের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এই সম্পদ হস্তান্তরের চেষ্টা করলে তদন্ত ব্যাহত হতে পারে এবং ভবিষ্যতে তা পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই তদন্তের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ অবরুদ্ধ করা আবশ্যক।
মন্তব্য