এক দিনের ব্যবধানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফের অবৈধ উপায়ে নিয়ে আসা স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এনএসআই ও শুল্ক গোয়েন্দার সমন্বয়ে বিমানবন্দরের কনভেয়ার বেল্টের কাছে যাত্রীবিহীন একটি ব্যাগ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
এনএসআইয়ের এক কর্মকর্তা বলেন, দরজার কব্জার ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের ১২টি দণ্ড পেয়েছি আমরা। এসবের ওজন ৭৩৬ গ্রাম। বর্তমান বাজারমূল্যে যার দাম ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।
তিনি বলেন, অনেক সময় আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীর মালামাল ফ্লাইট কর্তৃপক্ষের প্রয়োজন অনুসারে পরে তাদের অন্য ফ্লাইটে পাঠানো হয়। আমাদের ধারণা এই ব্যাগটাও এরকম ছিল। আমরা প্রযুক্তির মাধ্যমে ব্যাগের মালিককে শনাক্ত করার চেষ্টা করছি।
ওই কর্মকর্তা আরও বলেন, এ সব স্বর্ণ অবৈধভাবে দেশে নিয়ে আসার মাধ্যমে ৬৩ লাখ টাকা রাজাস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এর আগে এই বিমানবন্দরে রোববার সকালে প্রায় এক কেজি স্বর্ণ, ৩টি মোবাইল ও দুটি ল্যাপটপসহ এক যাত্রীকে আটক কর হয়। আব্দুল করিম সজন নামের ওই যাত্রী রাজস্ব ফাঁকি দিয়ে দরজার কব্জায় কৌশলে লুকিয়ে দেশে স্বর্ণ নিয়ে আসার চেষ্টা করছিলেন।
খুবই দক্ষ চোর চক্রটি। মাত্র ১০ সেকেন্ডেই একেকটি মোটরসাইকেল হাওয়া করে দেয়ার সক্ষমতা রাখে তারা। চট্টগ্রামের ফুটপাত, বাসাবাড়ি কিংবা অফিসের পার্কিং থেকে একের পর এক মোটরসাইকেল উধাও হয়ে যাওয়ার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে চক্রটি।
মঙ্গলবার চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতা রায়হানসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করত চক্রটি। পরে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে এবং অন্যান্য চোরচক্রের সঙ্গে যোগযোগ করে সেগুলো বিক্রি করে আসছিল তারা।
মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর ও দক্ষিণ) পুলিশের উপকমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, ‘নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আব্দুল্লাহ আল রায়হান, তার সহযোগী ইরফাদুল আলম ও আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়।’
আমেরিকার দেয়া ভিসা নিষেধাজ্ঞায় সরকারের কম্পন শুরু হয়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এরপর বাংলাদেশের মানুষের পক্ষ থেকে যে ভিসানীতি আসবে সেটি আরও কঠিন হবে। এখানে মাফ পাওয়ার কোনো সুযোগ নেই।’
বিএনপির ফরিদপুর বিভাগীয় রোড মার্চ উপলক্ষে জেলা শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে সারাদেশে বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে এ রোড মার্চ শুরু হয়।
আমির খসরু বলেন, ‘জীবনের বিনিময়ে হলেও ভোট চুরি প্রতিরোধ করতে হবে। জীবন দিয়ে আমাদের জয়লাভ করতে হবে। এই যুদ্ধ বিএনপির নয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষের।’
তিনি বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে রাতের আঁধারে নির্বাচন হতে দেয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা এ দেশের মানুষের অধিকার যতদিন ফিরিয়ে দিতে না পারি ও নিরপেক্ষ সরকারের অধীনে যতদিন নির্বাচন না হয় ততদিন আমরা রাজপথে থাকব।’
সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ অনেকে।
কোনো কারণ ছাড়াই ময়মনসিংহের ভালুকার একটি বিদ্যালয় থেকে নুপুর আক্তার নামে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। শিক্ষক ও স্থানীয়দের অভিযোগ, ঘুষ খেয়ে নুপুর আক্তারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও)।
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের সকল শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়ে শিক্ষা কর্মকর্তাকে বারবার নূপুর আক্তারকে দায়িত্বে রাখতে অনুরোধ করার পরও তাকে সরিয়ে ওই দুই শিক্ষা কর্মকর্তা।
এ ঘটনার প্রতিবাদে টিইও সৈয়দ আহমদ ও এটিইও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকালে উপজেলার ৭১ নম্বর কাদিগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন কাচিনা-মল্লিকবাড়ি সড়কে এই মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্ষুব্ধ বক্তারা জানান, নুপুর আক্তার এই বিদ্যালয়ে যোগদানের পর থেকে ছোট ছোট শিশুরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে। পড়া-লেখার ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব নিয়ে বিদ্যালয়ের পরিবেশ ভালো করেছে। শিক্ষার্থীদের পড়া-লেখায় মেধাবী করতে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। তবুও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকদের মতামতকে উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুপুর আক্তারকে কোনো কারণ ছাড়াই ঘুষ ও দুর্নীতির মাধ্যমে দায়িত্ব থেকে সরিয়েছেন ওই দুই কর্মকর্তা।
এর আগে স্কুলের সীমানা থেকে স্থানীয় সাইফুল ইসলাম ও তার জামাতা রমিজ খানের বিরুদ্ধে বাঁশ কেটে মাটি ভরাট করে দখলের অভিযোগ করলেও অনৈতিক সুবিধা নিয়ে টিইও সৈয়দ আহমেদ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ এলাকাবাসীর।
গত মাসে এই বিদ্যালয়ে নুপুর আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বহাল রাখতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষর্থীদের অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে তিনবার আবেদন করা হয়। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ ও সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন এসবের কোনো কিছুতেই পাত্তা দেননি বলে অভিযোগ এলাকাবাসীর।
সাইফুল ইসলাম ও তার জামাতা রমিজ খানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়েই উপজেলার দুই শিক্ষা কর্মকর্তা নুপুর আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে সরিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন:গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নিজস্ব অ্যাম্বুলেন্সে গাঁজাসহ চালক ও এক যাত্রীকে আটক করে মামলা দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
রংপুরের পরশুরাম থানা এলাকায় পুলিশ ১৫ কেজি গাঁজাসহ রোববার রাত ৩টার দিকে তাদের আটক করে। এসময় মোতাহার হোসেন নামে অপর এক যাত্রী কৌশলে পালিয়ে যায়।
মামলার পর আসামি দুজনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে পরশুরাম থানা পুলিশ।
গ্রেপ্তার কালিয়াকৈর পৌরসভার অ্যাম্বুলেন্স চালক ৩৫ বছর বয়সী ছানোয়ার হোসেন মানিকগঞ্জের সদর থানার দেড়গ্রাম এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার ২১ বছর বয়সী রাকিব শেখ পাবনার সাথিয়া উপজেলার আত্রাইশুখা গোপালপুর এলাকার বাসিন্দা।
পরশুরাম থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পৌর অ্যাম্বুলেন্সে ও দুটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনায় মাদক মামলা দিয়ে গ্রেপ্তার দুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
গ্রেপ্তারের ঘটনায় কালিয়াকৈর পৌরসভা কর্তৃপক্ষ সোমবার অ্যাম্বুলেন্সের চালককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা জানায়, ছানোয়ার হোসেন প্রায় দুই বছর ধরে কালিয়াকৈর পৌরসভার অ্যাম্বুলেন্সে চালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রোববার ওই চালক কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকা থেকে একটি লাশ নিয়ে রংপুরের যান। কিন্ত ওইদিন রাতে লাশ রেখে ফেরার পথে পৌর এ্যাম্বুলেন্সটি আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার বলেন, ‘যাত্রী বহনের অভিযোগে প্রায় ছয় মাস আগেও পৌরসভা কর্তৃপক্ষ ওই চালককে শোকজ করেছিল।’
ঘটনার পর থেকেই গ্রেপ্তার ছানোয়ারের পৃষ্টপোষক হিসেবে দাবি করে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষকে প্রচারণা চালাতে দেখা গেছে। এতে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পৌরসভার অনেকে বাসিন্দাকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা অ্যাম্বুলেন্স চালকের বিষয়। এটা মন্ত্রী মহোদয়ের কোনো বিষয় নয়। তার সম্মানহানী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন একটি কুচক্রী মহল। তবে দলীয় ভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
পৌরসভার মেয়র মজিবুর রহমান বলেন, ‘মানুষের সেবা করার জন্য অ্যাম্বুলেন্স চালু আছে। রোগী বা লাশ বহন শেষে চালক অ্যাম্বুলেন্সে যাত্রী নিয়ে আসায় এ সমস্যা ঘটেছে। এখানে পৌরসভা কোন ভাবে দায়ী নয়। কিন্তু একটি চক্র মন্ত্রী মহোদয় ও আমাকে হেয় করার জন্য এটাকে ভিন্নভাবে মিথ্যা অপপ্রচার করছেন।’
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা মাদ্রাসা রোডে জনি ওয়ার্কশপে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গাড়ির গ্রিজার মিস্ত্রি সুমন শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার দুপুরের দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৮ বছরের সুমন।
সুমন পটুয়াখালী সদরের গড়িয়া গ্রামের বাসিন্দা। পাগলা বাজার পপুলার হাসপাতাল এলাকায় ভাড়া থাকতেন তার স্ত্রী শাহিনুর বেগম সঙ্গে। দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরের দিকে সুমন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল।
ওই ঘটনায় জনি নামে আরও একজন ৪০ শতাংশ দগ্ধ চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা মাদ্রাসা রোডের জনি ওয়ার্কসপে বিদ্যুতের সুইচ দেয়ার সঙ্গে সঙ্গে গ্যাস লীকেজ থেকে বিস্ফোরণে ওয়ার্কশপে আগুনের লাগার ঘটনাটি ঘটে। এতে ওয়ার্কসপের মালিক জনিসহ পথচারী সুমন দগ্ধ হন।
আরও পড়ুন:সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুড়িগ্রামের চারণ ও স্বভাব কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে। এ ঘটনায় তিব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান স্বাংস্কৃতিক অঙ্গন ও সচেতন মহল।
চারণকবি রাধাপদ জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে গোড্ডারাপাড় বটতলা গ্রামের বাসিন্দা। তিনি আঞ্চলিক ভাষায় গ্রামীন ও নৈতীক ঘটনা নিয়ে কবিতা লিখেন এবং তা গ্রামে গ্রামে জলশায় শুনিয়ে যে অর্থ পান তাই দিয়ে সংসার চালান। বেশ কিছুদিন আগে তার ছেলের সঙ্গে আরেক শ্রমিকের টাকা পয়সা নিয়ে দ্বন্দ তৈরি হয়। সেই জের ধরে গত শনিবার সকালে কবির ওপর হামলা ও নির্যাতন চালানো হয়। বর্তমানে তিনি নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনায় রোববার কবির ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে নাগেশ্বরী থানায় দুই জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
অভিযুক্তরা হলেন, ৩৫ বছর বয়সী রফিকুল ইসলাম ও ৪৫ বছর বয়সী কদুর রহমান। মামলার পর দুইদিন অতিবাহিত হলেও এখনও কাউকে গ্রেপ্তার করনি পুলিশ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের মাদাইখাল গোদ্দার পাড় এলাকার বাসিন্দা ৮০ বছর বয়সী চারণকবি রাধাপদ রায়। মুক্তিযুদ্ধের সময় বাড়িঘর বিক্রি করে তিনি চলে যান ভারতে। যুদ্ধ শেষে ভারতে কেনা বাড়ী বিক্রি করে আবারও ফিরে আসেন বাংলাদেশে। একসময় পরিবারের প্রয়োজনে ছেলেসহ ঢাকায় গিয়ে রাজমিস্ত্রীর কাজ নেন। সেখানে থাকা অবস্থাতেই তার কবিতা লেখা শুরু। বয়সের ভারে তিনি গ্রামে চলে আসলেও তার ছেলে রয়ে যায় ঢাকাতে। সেখানে ছেলেও রাজমিস্ত্রির কাজ শুরু করেন। ছেলে মাধবকুমারের সঙ্গে ৫০০ টাকা নিয়ে কয়েক মাস আগে প্রতিবেশী আরেক শ্রমিকের কথা কাটাকাটি হয়। এরপর মাধবকুমার বাড়িতে আসলে ওই ঘটনাকে কেন্দ্র করে রাধাপদ রায়ের ছেলে মাধবকুমারকে শায়েস্তা করতে প্রতিবেশী রফিকুল ও তার ভাই কদুর রহমান তাদের বাড়িতে যান। সেখানে মাধবকুমারকে না পেয়ে রাধাপদ রায় ও তার স্ত্রীকে অকথ্য ও বর্ণবাদী ভাষায় গালিগালাজ করে তারা। এতে প্রতিবাদ জানায় তারা (রাধাপদ রায় ও তার স্ত্রী)। তাদের দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যান রফিকুল ও কদুর রহমান।
কিন্তু ওই ঘটনার প্রায় সাত মাস পর গত ৩০ সেপ্টেম্বর সকালে রফিকুল ও কদু রাধাপদ রায়কে বিলে মাছ ধরার সময় হঠাৎ পেছন থেকে আঘাত করে। এ সময় নির্মমভাবে লাঠি দিয়ে তার শরীরে এলোপাতারি আঘাত করে। এ সময় তার আত্নচিৎকারে স্থানীয়রা তাকে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোমবার রাত সাড়ে এগারোটা কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চারণকবি রাধাপদ রায়কে দেখতে যান ও তাকে ঘটনার সুষ্ঠু বিচারের আওতায় আনার আশ্বাস দেন।
আহত চারণকবি রাধাপদ রায় বলেন, ‘শনিবার সকালে বাড়ির পাশের ডুবুরির ব্রিজের পাড়ে মাছ ধরার সময় রফিকুল হঠাৎ করে আমার ওপর হামলা চালায়। আমার ঘাড়ে ও পিঠে বেধম মারেন। পিঠের অনেক স্থানে ফেটে ক্ষত হয়েছে। কি কারণে হামলা করেছে তা জানি না। তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তবে মাস কয়েক আগে রফিকুলের বড় ভাই কদুর সঙ্গে একটা বিষয় নিয়ে তর্ক হয়। তার বড় ভাইয়ের ইন্ধনে সে এটা করতে পারে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমি।’
কবির ছেলে জুগল চন্দ্র রায় বলেন, ‘তারা বাবাকে অমানুষিকভাবে মারধোর এবং মাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। আমরা এই বর্ণবাদি আচরণ ও ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি লিটন চৌধুরী বলেন, ‘একজন চারণকবি ও বয়বৃদ্ধ নিরিহ মানুষকে এভাবে পেটানোর ঘটনা মেনে নেয়া যায় না। তিনি একজন স্বভাব কবি। সাদা মনের মানুষ। আমরা ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাহেব আলী জানান, ‘রাধাপদ রায়কে ফিজিক্যালি এ্যাসাল্ট করা হয়েছে। তার পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থার কিছুটা উন্নতি হলেও ব্যাথা আছে।’
পুলিশ সুপার আল আসাদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আশ্বাস দেন। এবং ব্যক্তিগত ঘটনাটি যারা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:নাটোরের লালপুরে শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় ১৯ বছর পর এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে আরও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শাহানুর লালপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
আসামি বর্তমানে পলাতক থাকায় রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৪ সালের ১২ জুলাই রাতে লালপুরে শাহানুর এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। ওই সময় শিশুটির চিৎকার শুনে বাবা-মা ছুটে এলে সে তাদেরকে ঘটনার কথা জানায়।
পরে ২৬ জুলাই ওই শিশুর বাবা বাদী হয়ে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শাহানুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
আদালত লালপুর থানা পুলিশকে এই মামলার তদন্তের দায়িত্ব দেয়। ওই সময়ে থানার উপপরিদর্শক মমিনুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ২২ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
ওই বছরই মামলাটি বিচারের জন্য আদালতে আসে। কিন্তু মামলা চলাকালীন পুরোটা সময় সাক্ষীরা আদালতে আসতে গড়িমসি করেন যার ফলে ১৯ বছরে মাত্র ৪ জন সাক্ষী সাক্ষ্য দেয়।
আদালতের বিশেষ সরকারি কৌসুলি আনিসুর রহমান বলেন, ‘মামলার বাদী দীর্ঘদিন আদালতে হাজির হননি। এছাড়া এই মামলায় মাত্র চারজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। ওই চারজন সাক্ষীদের দেয়া সাক্ষ্য সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। বর্তমানে আসামি পলাতক রয়েছেন।’
মন্তব্য