পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় সাত শিক্ষক নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জেলা হেডকোয়ার্টার্স হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা কায়সার আব্বাস।
তিনি ডনকে জানান, একটি স্কুলে প্রবেশ করে বন্দুকধারীরা হামলা চালায়। এতে সাত শিক্ষক নিহত হন।
এ নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশের সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। গত নভেম্বরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে পাকিস্তান সরকারের যুদ্ধবিরতি শেষ হয়।
চলতি বছরের জানুয়ারি পাকিস্তানে ৪৪টি সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ১৩৪ জন। আহত হন প্রায় ২৫৪ জন।
একই বছরে দুবার বক্স অফিসের হাজার কোটির শৃঙ্গ জয় করলেন শাহরুখ খান। প্রথমে ‘পাঠান’ এরপর ‘জওয়ান’। শুধু ভারত নয়, বিশ্বব্যাপী বক্স অফিসেও ভালো ফল করেছে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের এ সিনেমা।
এনডিটিভির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ১ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। সোমবার মুক্তির ১৮ দিনেই এ রেকর্ড গড়েছে সিনেমাটি। এর আগে মুক্তির পর ২৭ দিনে হাজার কোটিতে প্রবেশ করে ‘পাঠান’। ফলে সবচেয়ে কম সময়ে ১ হাজার কোটি কালেকশন করা হিন্দি সিনেমা এখন ‘জওয়ান’।
শাহরুখ খান-গৌরি খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সোমবার জওয়ানের ১ হাজার কোটি রেকর্ড উপলক্ষে তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে। সেখানে ক্যাপশনে লেখা, ‘ইতিহাস তৈরির পথে জওয়ান! আপনি এখনও এটা দেখেছেন কি?’
ফিল্ম ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ এক্স-এ (পূর্বের টুইটার) বক্স অফিসের রিপোর্টগুলো প্রকাশ করেছেন।
এর আগে তরণ ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘নতুন রেকর্ড সতর্কতা! সবচেয়ে দ্রুত সময়ে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা এখন জওয়ান।’
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘পাঠান সিনেমার রেকর্ড ভেঙে দিয়ে আপাতত জওয়ানের দখলেই রয়েছে সর্বোচ্চ ওপেনিং পাওয়া হিন্দি সিনেমার তকমাটা। এর আগে ‘পাঠান’ প্রথম দিনে বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করেছিল বক্স অফিসে।
আরও পড়ুন:অনেক দিন পর আবার প্রকাশ্যে এলেন মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বহিষ্কার হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মা।
সোমবার ভারতের আরেক বিতর্কিত বলিউড চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর মুক্তি পেতে যাওয়া নতুন চলচ্চিত্র ‘ভ্যাকসিন ওয়ার’-এর প্রচারে দেখা গেছে বিজেপির সাবেক ওই মুখপাত্রকে। কোভিডের সময় ভারতের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটির প্রচারে গিয়ে নূপুর শর্মা বলেন, ‘এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি সে সকল বিজ্ঞানীদের ধন্যবাদ জানাতে চাই যারা এ করোনা টিকা তৈরি করেছেন। কারণ এর জন্যই আমরা ভারতীয়রা আজ বেঁচে আছি।’
নূপুর শর্মা ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে একসঙ্গে দেখার পর থেকেই বেশ জোরেশোরে আলোচনা শুরু হয়েছে বলিউড ও ভারতের রাজনৈতিক অঙ্গনে। দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রটি দিয়ে এ পরিচালক আলোচনার কেন্দ্রে চলে আসেন এবং একাধিক ইস্যুতে ধারাবাহিক বিতর্কিত মন্তব্য করতে থাকেন।
আরও পড়ুন: কে এই নূপুর শর্মা
দ্য কাশ্মীর ফাইলস-এ বিবেক অগ্নিহোত্রি ‘সরাসরি বিজেপির ভাষায়’ কথা বলেছেন বলে ওই সময় মন্তব্য করেন বিজেপি বিরোধীরা। চলচ্চিত্রটিতে কাশ্মীরে অত্যাচারিত মুসলমানদেরকেই উল্টো অত্যাচারী হিসেবে দেখানো হয়।
ওই সময় বিজেপি বিরোধী রাজনৈতিক দল ও মুসলমান জনগোষ্ঠী ছাড়াও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী মানুষ চলচ্চিত্রটিকে বয়কট করে। অন্যদিকে বিজেপি নেতারা তাদের কর্মী-সমর্থকদের চলচ্চিত্রটি দেখার নির্দেশ দেন।
আগামী বছর ভারতের জাতীয় নির্বাচন উপলক্ষে কাজ শুরু করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। কট্টর ধর্মীয় দল হিসেবে পরিচিত বিজেপির নির্বাচনের আগে ধর্মের ব্যবহার নতুন কিছু নয়। তবে মনিপুর ইস্যু, মুদ্রাস্ফীতি, বিরোধীদের জোট ও সম্প্রতি কানাডায় শিখ নেতা নিজ্জর হত্যার ঘটনায় পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ায় বেশ চাপে রয়েছে ক্ষমতাশীন বিজেপি। এমতাবস্থায় সামনের নির্বাচনের বৈতরণী উতরানোর জন্য বিজেপিপন্থী হিসেবে পরিচিত শিল্পীদের কাজে লাগাতে পারে তারা বলে ধারণা করছেন অনেকে।
২০২২ সালে মহানবীকে নিয়ে খুবই আপত্তিকর মন্তব্য করেন এই নূপুর শর্মা। সেই মন্তব্য ঘিরে ভারতে রীতিমতো দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়, বিশেষত আরব বিশ্বের প্রবল চাপে কট্টর দল হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয় বিজেপি। এরপর থেকেই তাকে বাইরে দেখা যায়নি।
নূপুর শর্মার সঙ্গে এ পরিচালকের যুগলবন্দি বিজেপির নতুন কোনো রাজনৈতিক কৌশল কিনা- তাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন:জনপ্রিয় পাকিস্তানি টেলিভিশন সাংবাদিক ইমরান রিয়াজ খান চার মাস নিখোঁজ থাকার পর দেশে ফিরেছেন বলে জানিয়েছে তার পরিবার ও স্থানীয় পুলিশ।
আলজাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় ৩০ লাখ মানুষ ফলো করা ইমরান রিয়াজ সোমবার তার পাঞ্জাবের শিয়ালকোটের নিজের বাসায় ফিরে আসেন।
চলতি বছরের ১১ মে ওমান যাওয়ার পথে শিয়ালকোট বিমানবন্দর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন এ সাংবাদিক। পরে তিনি নিখোঁজ হন।
ইমরান রিয়াজের ছোট ভাই উসমান রিয়াজ সকালে আলজাজিরাকে তার ফিরে আসার কথা নিশ্চিত করেছেন।
সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক হিসেবে পরিচিত ৪৭ বছর বয়সী ইমরান রিয়াজকে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি এক্সে (টুটটার) করা ভিডিও বার্তায় বলেন, ‘পাকিস্তানে কথা বলার স্বাধীনতা কমে যাচ্ছে এবং আমাকে জোর করে চুপ করানো হল। আমি কথা বলার জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছি।’
শিয়ালকোট পুলিশের অফিশিয়াল এক্স একাউন্টে ইমরান রিয়াজের সুস্থভাবে দেশে ফিরে আসার বিষয়টি জানানো হলেও তিনি এতদিন কোথায় ছিলেন সে সম্পর্কে কিছুই বলা হয়নি।
গ্রেপ্তারের পর থেকে ফিরে আসা পর্যন্ত প্রায় ৪ মাস পাকিস্তানি এ সাংবাদিক কোথায় ছিলেন সে সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ। ইমরান রিয়াজের নিখোঁজের বিষয়টি নিয়ে পাকিস্তানি গণমাধ্যম, সুশীল সমাজ ও সাংবাদিকরা সোচ্চার ছিলেন।
ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথে তিন নারীকে তাদের পরিবারের সদস্যদের সামনে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্তদের কাছে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ছিল।
পুলিশ জানায়, ওই রাতে চার পুরুষ এক বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে তিন নারীকে তাদের সামনেই ধর্ষণ করেন। অভিযুক্তরা টাকা, গয়নাও নিয়ে যান।
ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একই রাতে এক দম্পতির বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। তারা ওই বাসা থেকে কিছু টাকা ও মোবাইল ফোন নিয়ে যান।
আলাদা এ দুটি ঘটনায় একই ব্যক্তিদের জড়িত থাকার বিষয়ে সন্দেহ করছে পুলিশ।
পানিপথের মাতলাউদা থানার স্টেশন হাউস অফিসার বিজয় বলেন, ‘দুটি ঘটনাই একই গ্রামে ঘটেছে। তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
আরও পড়ুন:শিখ নেতা হত্যার ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনের মধ্যে কানাডার নাগরিকদের ভিসা দেয়া সাময়িক বন্ধ রেখেছে ভারত।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত কানাডীয়দের ভারতের ভিসা দেয়া বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিএলএস ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি কানাডায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর দায়িত্বে রয়েছে।
বিএলএস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, পরিচালনগত কারণে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত ভারতীয় ভিসা স্থগিত করা হয়েছে।
কানাডায় খালিস্তানপন্থি শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় এজেন্টদের সম্পৃক্তি নিয়ে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বলে দাবি করে অটোয়া। এমন দাবির পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্কে চিড় ধরার মধ্যেই ভিসা বন্ধের খবরটি এলো।
কানাডার দাবিকে অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যা দিয়েছে ভারত।
ভারতে সম্প্রতি অনুষ্ঠিত জি২০ সম্মেলনের সময় থেকেই কানাডার সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশটির সম্পর্কে চলছে টানাপোড়েন। ওই সম্মেলনের সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর আমেরিকার দেশটিতে ‘ভারতবিরোধী তৎপরতা অব্যাহত থাকার বিষয়ে জোর উদ্বেগ’ জানান।
গত সোমবার ট্রুডো জানান, তার দেশের গোয়েন্দা সংস্থার কাছে থাকা তথ্য কানাডার নাগরিক নিজ্জার হত্যায় ‘ভারত সরকারের এজেন্টদের’ দিকে ইঙ্গিত করে।
এ বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করে ভারত।
আরও পড়ুন:পাকিস্তানে গরিব বাঁচাতে ধনীদের ওপর করের বোঝা চাপানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সঙ্গে সাক্ষাতের পর জিও নিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এ কথা জানান।
তিনি বলেন, ‘অবশ্যই এটি কঠিন, তবে পাকিস্তানকে এটি করতে হবে। আইএমএফের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নিতে হবে, আমরা পাকিস্তানের জনগণের পাশে আছি।’
এক প্রশ্নের উত্তরে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, পাকিস্তানের জনগণের স্বার্থে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে। আগের কিছু ‘অপূর্ণতা’ মোকাবিলা করে পাকিস্তানকে এই পদক্ষেপ কার্যকর করতে হবে।
জিও নিউজ বলছে, পাকিস্তান আইএমএফের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার চুক্তিতে স্বাক্ষর করেছে এরই মধ্যে। এর মাধ্যমে বিভিন্ন খাতের পুনর্গঠন, রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগে সংস্কার এবং কর বৃদ্ধিতে সম্মত হয়েছে দেশটি।
এ প্রেক্ষাপটে সরকারের নেয়া পদক্ষেপগুলো জনজীবনকে কঠিন করে তুলেছে। বিদ্যুত এবং পেট্রলের ব্যাপক দামবৃদ্ধি হয়েছে সম্প্রতি। মুদ্রাস্ফীতিও রেকর্ড গড়েছে। কমছে রুপির দাম।
আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘পাকিস্তানের সবাইকে একটি সহজ বার্তা দিন। আমাদের প্রোগ্রামে আমরা যা চাইছি তা হলো, দয়া করে ধনীদের কাছ থেকে আরও কর সংগ্রহ করুন এবং দয়া করে পাকিস্তানের দরিদ্র জনগণকে রক্ষা করুন।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, পাকিস্তানের মানুষ আসলে এটিই দেখতে চায়।’
তবে কীভাবে ধনীদের ওপর কর চাপানো যায় বা এর বিস্তারিত উপায় কী তা নিয়ে তিনি কোনো কিছু জানাননি।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। ২০তম প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শাসনামলে ব্যাপক দুর্নীতির পর আর মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি এ দেশের অর্থনীতি।
নওয়াজের কাছ থেকে বিপুল বৈদেশিক ঋণের বোঝা নিয়ে ক্ষমতায় আসেন শহীদ খাকান আব্বাসি। সংকট কাটাতে ব্যর্থ হন তিনিও।
পূর্বসূরিদের রেখে যাওয়া বিপুল ঋণ নিয়ে পাকিস্তানের মসনদে আসেন ইমরান খান। সৌদি আরব এবং চীনের কাছ থেকে সহায়তা নিয়ে কোনোভাবে পাকিস্তানকে টেনে নিচ্ছিলেন ইমরান। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বে তিনিও থিতু হতে পারেননি।
ইমরানকে সরিয়ে এরপর ক্ষমতায় আসেন নওয়াজের ভাই শাহবাজ শরিফ। তার নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী ইসহাক দার জোর গলায় বলেছেন, ‘পাকিস্তান খেলাপি হবে না।’ তবে বর্তমান প্রেক্ষাপট তার দাবিকে সমর্থন করছে না।
ডন লিখেছে, পাকিস্তানের ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমছে। বর্তমান অর্থনীতির সবদিক বিবেচনা করে পাকিস্তান ডিফল্টের (দেউলিয়া) খুব কাছাকাছি বলে মনে করছেন বিশ্লেষকরা।
নিত্যপণ্যের দাম বাড়ছে হু হু করে। বিদেশি ঋণ কিছুটা এলেও সংকট দূর হচ্ছে না পাকিস্তানের। এ অবস্থায় গত মাসে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আনোয়ারুল হক কাকার।
সংবিধান অনুযায়ী, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নভেম্বরের শুরুর দিকে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
আরও পড়ুন:কানাডায় শিখ নেতা হত্যার পেছনে ভারতের হাত থাকতে পারে বলে অভিযোগ ওঠার মধ্যেই দুই দেশই দুই দেশের কূটনীতিককে বহিষ্কার করেছে। এ অবস্থায় দেশ দুটির সম্পর্কের আগুনে যেন ঘি ঢালল পাকিস্তান।
ভারতের সঙ্গে বৈরি সম্পর্ক থাকা পাকিস্তান বলছে, কানাডা ভারতের সরকারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, এ অভিযোগ নিয়ে মোটেও তারা বিস্মিত নয়। এই হত্যার পেছনে ভারতের হাত অবশ্যই থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব সাইরাস কাজী। সেখানেই এক মিডিয়া ব্রিফিংয়ে বুধবার ওই প্রসঙ্গে কথা বলেন তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, কানাডায় ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ডে পাকিস্তান আর বিস্মিত নয়। কানাডার প্রধানমন্ত্রী যে অভিযোগ তুলেছেন, এতে অস্বাভাবিক কিছু দেখছেন না বলেও জানান এই কর্মকর্তা।
আগের দিন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোও একই ধরনের মন্তব্য করেছেন।
ব্রিটিশ কলাম্বিয়ায় চলতি বছরের মাঝামাঝিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা ‘নিবিড়ভাবে’ কাজ করছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কানাডীয় সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, জুনে ৪৫ বছর বয়সী হরদীপ সিংকে গুলি করে হত্যায় ভারতীয় এজেন্টদের সম্পৃক্ততার বিষয়ে বিশ্বাসযোগ্য অভিযোগের সন্ধানে রয়েছে স্থানীয় গোয়েন্দা সংস্থাগুলো।
কানাডীয় সরকারের কর্মকর্তা বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি, যার মধ্যে সোমবার জনসমক্ষে আনা বিষয়টিও রয়েছে।’ তিনি আরও বলেন, কানাডার কাছে থাকা তথ্যপ্রমাণ ‘যথাসময়ে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করা হবে।
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো মঙ্গলবার সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী, শিখ নেতা হত্যাকাণ্ডের প্রভাব সুদূরপ্রসারী। তিনি ভারত সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে কানাডাকে সহায়তার তাগিদ দেন।
ট্রুডোর এ বক্তব্য দ্রুতই নাকচ করে কানাডার এক কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয় ভারত। এর আগে সোমবার ভারতের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করে কানাডা।
শিখ নেতার হত্যার পরিপ্রেক্ষিতে কানাডার তদন্তে ভারতের সঙ্গে দেশটির সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হলো। কানাডায় ভারতীয় শিখ বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা নিয়ে নাখোশ নয়াদিল্লি।
বিদ্যমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক নিয়ে অটোয়া ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ও ট্রুডোর সাবেক পররাষ্ট্র নীতিবিষয়ক উপদেষ্টা রোল্যান্ড প্যারিস বলেন, ‘এই ইস্যু (শিখ নেতা হত্যায় জড়িতদের তদন্ত) সমাধানের আগে দুই সরকারের মধ্যে স্বাভাবিক আলাপ-আলোচনা কঠিন হবে বলে আমি মনে করি।’
এর আগে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কানাডার তদন্তে সমর্থন রয়েছে তাদের।
আরও পড়ুন:
মন্তব্য